11/09/2025
দেগঙ্গায় সংখ্যালঘু পরিবারের তরুণী ধর্ষণ
নিজস্ব সংবাদদাতা, দেগঙ্গা:
দেগঙ্গা বিধানসভার অন্তর্গত পূর্ব ইছাপুর সাত নম্বর রেলগেট এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযোগ, ওই এলাকার একমাত্র সংখ্যালঘু পরিবারের এক তরুণীকে গভীর রাতে ৩-৪ জন দুষ্কৃতী ছাদের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে নৃশংসভাবে ধর্ষণ করে। অভিযুক্তরা প্রথমে বাড়ির অন্যান্য ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়, ফলে ভুক্তভোগীর স্বজনেরা কোনোভাবে এগিয়ে আসতে পারেননি।
অভিযোগ অনুযায়ী, দুষ্কৃতীরা তরুণীর গলা চেপে হত্যার চেষ্টা করে এবং চিৎকার করলেও প্রতিবেশীরা কেউ সাহায্যে এগিয়ে আসেননি। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্তরা হুমকি দেয়, বাধা দিলে “আর্জিকরের ঘটনার মতো” পরিণতি হবে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সঞ্জয় দাস, শুভ সাহা সহ একাধিক স্থানীয় যুবক এই ঘটনায় জড়িত। আরও অভিযোগ, অভিযুক্তদের মধ্যে একজনের পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে এফআইআর দায়েরের পরেও পুলিশ প্রথমে ঢিলেঢালা ভূমিকা নেয়। যদিও একজনকে গ্রেফতার করা হলেও, পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশের সঙ্গে পরিচিত অভিযুক্ত ধর্ষক উল্টে মামলাটি ভুক্তভোগী পরিবারের ঘাড়ে চাপিয়ে দেওয়ার হুমকি দেয়। এতে পরিবার চরম অসহায় অবস্থায় পড়ে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ISF নেতৃত্ব শামসুর আলি মল্লিক ভুক্তভোগী পরিবারের পাশে গিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতার বার্তা দিয়েছেন।
👉 এলাকায় চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং সাধারণ মানুষ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।