25/09/2025
বাঘাইছড়ির পশ্চিম লাল্যাঘোনা গ্রামে প্রয়াত সমরবিজয় চাকমা'র (আনন্দমিত্র ভান্তের জেঠাত ভাই) সাপ্তাহিক শ্রাদ্ধক্রিয়া পুণ্যানুষ্ঠান ও ভান্তেদের ধর্মালোচনা।
🎤 প্রজ্ঞাদর্শী ভান্তে তার ধর্মালোচনায় বলেন, পরলোকগত সত্ত্ব পুণ্য পাওয়া প্রক্রিয়া, মা-বাবের কৃতগুণ ও সংঘের বিনয়নীতিমালা বিষয়ে।
🎤 ইন্দ্রগুপ্ত ভান্তে তার দেশনায় বলেন, পরলোকগতের চ্যুতি-উৎপত্তি চিত্তের প্রক্রিয়া, প্রতিসন্ধিক্ষণে কোন কর্মগুলো কিভাবে কাজ করে, এবং সংঘের বিনয়নীতির বিধিবিধান সহ উদ্ভট সমস্যার বিষয়ে। কপি পোস্ট
এচ্চে ভান্তে দাগিরে লাগত পেনেই বোজান হুজি ওলুং🥰