21/10/2025
রেশন দুকানে ডাল চিনি লবণ নিয়ে আসাম সরকারের বৃহৎ ঘোষণা। আগামী নভেম্বর থেকে প্রত্যেক রেশন গ্রাহকরা লাভ করতে পারবেন ডাল চিনি লবণ ।
জনগণের অপেক্ষার অবসান ঘটেছে , সরকারের তরফ থেকে এই বৃহৎ ঘোষণায় ।
এখন থেকে আর দাম দিয়ে কিনতে হবে না ডাল চিনি লবণ,
কি কি করতে হবে আপনাদের এই ডাল লবণ চিনি নিতে , আর কেজিতে কত করে দিতে হবে ?
অনেকের মনে হয় তো এই প্রশ্নটা ঘুরছে ,
তাহলে আসুন বিস্তারিতভাবে জেনে নেই ।
রাজ্য মন্ত্রিসভা ১৬.০৫.২০২৫ তারিখে অনুষ্ঠিত বৈঠকে FPD&CA দপ্তরের প্রস্তাব অনুযায়ী NFSA উপভোক্তাদের মধ্যে ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি এবং লবণ বিতরণের অনুমোদন প্রদান করেছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রকল্পটি ১লা নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ৭ মাসের জন্য, অর্থাৎ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
প্রতিটি রেশন কার্ডে প্রতিটি পণ্য ১ কেজি করে বিতরণ করা হবে।
উপভোক্তাদের জন্য সরকারের নির্ধারিত চূড়ান্ত মূল্য হবে নিম্নরূপঃ
মসুর ডাল: ₹৬৯ প্রতি কেজি
চিনি: ₹৩৮ প্রতি কেজি
লবণ: ₹১০ প্রতি কেজি
NAFED (ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড) — মসুর ডাল, চিনি এবং লবণের মাড়াই, প্যাকিং, পরিবহন ও সরবরাহের দায়িত্বে থাকবে
🔸 তিনটি ভর্তুকিযুক্ত পণ্য ‘অন্ন সেবা দিন’-এর সময় বিতরণ করা হবে, যা PMGKAY চাল বিতরণ কর্মসূচি-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
🔸 এই পণ্যগুলি উপভোক্তাদের কাছে e-PoS (ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল) যন্ত্রের মাধ্যমে বিক্রি করা হবে, যা প্রতিটি ফেয়ার প্রাইস শপ (FPS)-এ স্থাপন করা থাকবে।
🔸 প্রতিটি পণ্যের জন্য পৃথকভাবে উপভোক্তাদের বায়োমেট্রিক যাচাই (biometric authentication) করা হবে।
🔸 FPS ডিলারদের দাঁড়া প্রতিটি লেনদেনের জন্য উপভোক্তাদের e-PoS দ্বারা উৎপন্ন প্রিন্টেড রসিদ প্রদান করা হবে।
🔸 উপভোক্তারা ইচ্ছা অনুযায়ী তিনটি পণ্যই একসঙ্গে বা যে কোনও একক পণ্য ক্রয় করতে পারবেন।
এবং প্রতি মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত আপনারা চাল ডাল চিনি লবণ ইত্যাদি নিজ নিজ ডিলারের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন ।
এরকম আরো অতি প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য লাইক করে পেজটাকে ফলো করবেন এবং এই পোস্ট আপনাদের প্রিয়জনদের কাজে নিশ্চয়ই শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই সঠিক তথ্যটি জানতে পারে।
Creative Katlicherra