Creative Katlicherra

Creative Katlicherra সত্যের সন্ধানে সর্বদা

পাশ করতে পারেনি মেট্রিক আর ডিগ্রীতে লেখেছে গাইনোকোলজিস্ট।আবার ও মানুষের জীবন নিয়ে খেলা । শিলচর শহরের অন্যতম শিবসুন্দরী ...
03/08/2025

পাশ করতে পারেনি মেট্রিক আর ডিগ্রীতে লেখেছে গাইনোকোলজিস্ট।

আবার ও মানুষের জীবন নিয়ে খেলা ।
শিলচর শহরের অন্যতম শিবসুন্দরী নারীশিক্ষা সেবাশ্রম হাসপাতাল থেকে এক ভুয়ো চিকিৎসককে হাতেনাতে আটক করেছে কাছাড় জেলা পুলিশ। ধৃত ব্যক্তির নাম পুলক মালাকার, যিনি দীর্ঘদিন ধরে কোনো বৈধ চিকিৎসা অনুমোদন ছাড়াই হাসপাতালের অন্তর্গত অস্ত্রোপচার ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। ধৃত পুলক মালাকারকে গর্ভবতী এক মহিলার অস্ত্রোপচারের সময় সরাসরি হাতেনাতে পাকড়াও করে পুলিশ।

এদিকে আরেক গল্প এই ভুয়া চিকিৎসক পুলক মালাকার বদরপুর পশ্চিম জংলা কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা। চমকে দেওয়ার মতো ঘটনা হলো, পুলক মালাকার মাধ্যমিক পরীক্ষাতেও পাশ করতে পারেননি। জীবনের শুরুর দিকে তিনি সিডি ক্যাসেট ও চাপাতির ব্যবসা করতেন। এরপর কীভাবে ও কাদের ছত্রছায়ায় সে এই হাসপাতালের অস্ত্রোপচার বিভাগে চিকিৎসকের ভূমিকায় নিযুক্ত হলো, তা এখন তদন্তের মূল বিষয়। কীভাবে একজন অযোগ্য ব্যক্তি দীর্ঘদিন ধরে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে কার্যরত ছিলেন, তা নিয়ে তদন্তের প্রয়োজন। একজন মাধ্যমিক ফেল মানুষ অস্ত্রোপচার করছে এটা শুনলেই গা শিউরে ওঠে। সত্য কথা বলতে গেলে এটাই আমাদের বরাকের স্বাস্থ্য ব্যবস্থা।

উন্নত কাটলিছড়ার দৃশ্য, এগুলোর কি কিছু সমাধান নেই l...❓
31/07/2025

উন্নত কাটলিছড়ার দৃশ্য, এগুলোর কি কিছু সমাধান নেই l...❓

23/07/2025 Katlicherra বুধ বারের বাজারের যানবাহনের অবস্থা , ৮০% রাস্তা যানবাহন দার করার দখলে বাকি ২০% রাস্তা রাখা হয়েছে...
23/07/2025

23/07/2025 Katlicherra বুধ বারের বাজারের যানবাহনের অবস্থা , ৮০% রাস্তা যানবাহন দার করার দখলে বাকি ২০% রাস্তা রাখা হয়েছে ফাঁকা , এটা নিয়ে আপনাদের কি মন্তব্য ❓

21/07/2025

বৃষ্টি হওয়ার পর কি আপনাদের আরো বেশি গরম লাগছে KATLICHERRA বাসী ❓

বিনিতা ছেত্রী ইতিহাস সৃষ্টি করল Britain's Got Talent 2025-এ! 🌟আসামের ৯ বছর বয়সী বিনিতা ছেত্রী ইতিহাসে নিজের নাম খোদাই ক...
20/07/2025

বিনিতা ছেত্রী ইতিহাস সৃষ্টি করল Britain's Got Talent 2025-এ! 🌟

আসামের ৯ বছর বয়সী বিনিতা ছেত্রী ইতিহাসে নিজের নাম খোদাই করে ফেলেছে, কারণ সে হলেন প্রথম উত্তর-পূর্ব ভারতীয় প্রতিযোগী যিনি Britain's Got Talent (BGT) 2025-এর ফাইনালে পৌঁছেছেন। তার অসাধারণ প্রতিভা ও ভয়হীন আত্মবিশ্বাস শুধু বিচারকদের মন জয় করেনি, বরং সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। 🌍❤️

সেমি-ফাইনালে বিনিতা এমন এক শ্বাসরুদ্ধকর পারফরম্যান্স দিয়েছিলেন, যা দেখে সবাই হতবাক। দর্শকদের সর্বাধিক ভোট পেয়ে এবং প্রবল করতালির মাধ্যমে তিনি পৌঁছে যান গ্র্যান্ড ফিনালে — যা ভারতের জন্য এক গর্বের মুহূর্ত। 👏🎤

বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিভা মঞ্চে তার এই যাত্রা নিঃসন্দেহে একটি অনন্য সাফল্য — বিশেষ করে এমন একটি অঞ্চল থেকে উঠে আসা যেখানে আন্তর্জাতিক প্রতিনিধিত্ব এখনো সীমিত। মাত্র ৯ বছর বয়সে বিনিতা প্রমাণ করেছে, স্বপ্নের কোনও বয়স, ভৌগোলিক সীমা বা পরিস্থিতির বাধা নেই।

যখন সে ফাইনালে পা রাখছে, তখন সে বহন করছে গোটা দেশের আশা ও স্বপ্ন। বিনিতা শুধু একজন ফাইনালিস্ট নয় — সে একজন উজ্জ্বল নক্ষত্র, অনুপ্রেরণার আলো, এবং এই প্রজন্মের ভারতীয় প্রতিভার বিশ্বমঞ্চে উত্থানের প্রতীক। 🇮🇳✨

চলো, আমরা সবাই তাকে সমর্থন করি — কারণ এটাই এক অসাধারণ যাত্রার শুরু। 💫

19/07/2025

বদরপুর রেলস্টেশনে এই দুই মহিলা মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে 😵‍💫 , পাবলিক কি অবস্থা করছে দেখেন 🥲

{ ভিডিও টি সোসিয়াল মিডিয়া থেকে সংগ্রহীত তাই এই ভিডিও টির ভাষার জন্যে ক্রিয়েটিভ Creative Katlicherra দায়ী নয় , ভয়েস এডিট করি নি কারণ আপনাদের সামনে সত্য ঘটনা তুলে ধরা আমার কাজ } Follow করে পাশে থাকবেন ধন্যবাদ।

পুলিশ প্রশাসনকে লজ্জানত করায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য l...📌
15/07/2025

পুলিশ প্রশাসনকে লজ্জানত করায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য l...📌

ধলাইর জামালপুরে ঘটে গেলো বড় দূর্ঘটনা..📌
15/07/2025

ধলাইর জামালপুরে ঘটে গেলো বড় দূর্ঘটনা..📌

সমাজের কলঙ্ক...📌    সত্যতা যাচাই করে নি Creative Katlicherra ।
15/07/2025

সমাজের কলঙ্ক...📌



সত্যতা যাচাই করে নি Creative Katlicherra ।

বইরবি-সাইরাং রেল প্রকল্পের উদ্বোধনের জন্য মিজোরামের মুখ্যমন্ত্রী পৌঁছলেন দিল্লি...📌
15/07/2025

বইরবি-সাইরাং রেল প্রকল্পের উদ্বোধনের জন্য মিজোরামের মুখ্যমন্ত্রী পৌঁছলেন দিল্লি...📌

Assam স্টোরি..
14/07/2025

Assam স্টোরি..

Address

Katlicherra
788161

Telephone

+919401427448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Katlicherra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Katlicherra:

Share