
03/08/2025
পাশ করতে পারেনি মেট্রিক আর ডিগ্রীতে লেখেছে গাইনোকোলজিস্ট।
আবার ও মানুষের জীবন নিয়ে খেলা ।
শিলচর শহরের অন্যতম শিবসুন্দরী নারীশিক্ষা সেবাশ্রম হাসপাতাল থেকে এক ভুয়ো চিকিৎসককে হাতেনাতে আটক করেছে কাছাড় জেলা পুলিশ। ধৃত ব্যক্তির নাম পুলক মালাকার, যিনি দীর্ঘদিন ধরে কোনো বৈধ চিকিৎসা অনুমোদন ছাড়াই হাসপাতালের অন্তর্গত অস্ত্রোপচার ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। ধৃত পুলক মালাকারকে গর্ভবতী এক মহিলার অস্ত্রোপচারের সময় সরাসরি হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
এদিকে আরেক গল্প এই ভুয়া চিকিৎসক পুলক মালাকার বদরপুর পশ্চিম জংলা কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা। চমকে দেওয়ার মতো ঘটনা হলো, পুলক মালাকার মাধ্যমিক পরীক্ষাতেও পাশ করতে পারেননি। জীবনের শুরুর দিকে তিনি সিডি ক্যাসেট ও চাপাতির ব্যবসা করতেন। এরপর কীভাবে ও কাদের ছত্রছায়ায় সে এই হাসপাতালের অস্ত্রোপচার বিভাগে চিকিৎসকের ভূমিকায় নিযুক্ত হলো, তা এখন তদন্তের মূল বিষয়। কীভাবে একজন অযোগ্য ব্যক্তি দীর্ঘদিন ধরে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে কার্যরত ছিলেন, তা নিয়ে তদন্তের প্রয়োজন। একজন মাধ্যমিক ফেল মানুষ অস্ত্রোপচার করছে এটা শুনলেই গা শিউরে ওঠে। সত্য কথা বলতে গেলে এটাই আমাদের বরাকের স্বাস্থ্য ব্যবস্থা।