Creative Katlicherra

Creative Katlicherra সত্যের সন্ধানে সর্বদা

রেশন দুকানে ডাল চিনি লবণ নিয়ে আসাম সরকারের বৃহৎ ঘোষণা। আগামী নভেম্বর থেকে প্রত্যেক রেশন গ্রাহকরা লাভ করতে পারবেন ডাল চি...
21/10/2025

রেশন দুকানে ডাল চিনি লবণ নিয়ে আসাম সরকারের বৃহৎ ঘোষণা। আগামী নভেম্বর থেকে প্রত্যেক রেশন গ্রাহকরা লাভ করতে পারবেন ডাল চিনি লবণ ।

জনগণের অপেক্ষার অবসান ঘটেছে , সরকারের তরফ থেকে এই বৃহৎ ঘোষণায় ।

এখন থেকে আর দাম দিয়ে কিনতে হবে না ডাল চিনি লবণ,

কি কি করতে হবে আপনাদের এই ডাল লবণ চিনি নিতে , আর কেজিতে কত করে দিতে হবে ?
অনেকের মনে হয় তো এই প্রশ্নটা ঘুরছে ,

তাহলে আসুন বিস্তারিতভাবে জেনে নেই ।

রাজ্য মন্ত্রিসভা ১৬.০৫.২০২৫ তারিখে অনুষ্ঠিত বৈঠকে FPD&CA দপ্তরের প্রস্তাব অনুযায়ী NFSA উপভোক্তাদের মধ্যে ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি এবং লবণ বিতরণের অনুমোদন প্রদান করেছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রকল্পটি ১লা নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ৭ মাসের জন্য, অর্থাৎ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

প্রতিটি রেশন কার্ডে প্রতিটি পণ্য ১ কেজি করে বিতরণ করা হবে।

উপভোক্তাদের জন্য সরকারের নির্ধারিত চূড়ান্ত মূল্য হবে নিম্নরূপঃ
মসুর ডাল: ₹৬৯ প্রতি কেজি
চিনি: ₹৩৮ প্রতি কেজি
লবণ: ₹১০ প্রতি কেজি

NAFED (ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড) — মসুর ডাল, চিনি এবং লবণের মাড়াই, প্যাকিং, পরিবহন ও সরবরাহের দায়িত্বে থাকবে

🔸 তিনটি ভর্তুকিযুক্ত পণ্য ‘অন্ন সেবা দিন’-এর সময় বিতরণ করা হবে, যা PMGKAY চাল বিতরণ কর্মসূচি-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
🔸 এই পণ্যগুলি উপভোক্তাদের কাছে e-PoS (ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল) যন্ত্রের মাধ্যমে বিক্রি করা হবে, যা প্রতিটি ফেয়ার প্রাইস শপ (FPS)-এ স্থাপন করা থাকবে।
🔸 প্রতিটি পণ্যের জন্য পৃথকভাবে উপভোক্তাদের বায়োমেট্রিক যাচাই (biometric authentication) করা হবে।

🔸 FPS ডিলারদের দাঁড়া প্রতিটি লেনদেনের জন্য উপভোক্তাদের e-PoS দ্বারা উৎপন্ন প্রিন্টেড রসিদ প্রদান করা হবে।

🔸 উপভোক্তারা ইচ্ছা অনুযায়ী তিনটি পণ্যই একসঙ্গে বা যে কোনও একক পণ্য ক্রয় করতে পারবেন।
এবং প্রতি মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত আপনারা চাল ডাল চিনি লবণ ইত্যাদি নিজ নিজ ডিলারের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন ।

এরকম আরো অতি প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য লাইক করে পেজটাকে ফলো করবেন এবং এই পোস্ট আপনাদের প্রিয়জনদের কাজে নিশ্চয়ই শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই সঠিক তথ্যটি জানতে পারে।
Creative Katlicherra

  শিলচরে গ্রেফতার আরো এক ভুয়া চিকিৎসক....⚠️
19/10/2025

শিলচরে গ্রেফতার আরো এক ভুয়া চিকিৎসক....⚠️

💔
19/10/2025

💔

আমার একটাই প্রার্থনা পরিবারের ও আত্মীয়-স্বজনদের সর্বশক্তিমান যেন শান্তি দান করেন ।🙏🥲
18/10/2025

আমার একটাই প্রার্থনা পরিবারের ও আত্মীয়-স্বজনদের সর্বশক্তিমান যেন শান্তি দান করেন ।🙏🥲

❤️🙏
18/10/2025

❤️🙏

দীপাবলি উপলক্ষে আতশবাজি নিয়ে হাইলাকান্দি  জেলাতে নতুন নিয়ম..⚠️
17/10/2025

দীপাবলি উপলক্ষে আতশবাজি নিয়ে হাইলাকান্দি জেলাতে নতুন নিয়ম..⚠️

আমি কাঠলীছড়ার বাসিন্দা করন রয় বর্তমান ব্যাঙ্গালুরু হসপিটালে ভর্তি । কাঠলীছড়া তথা ফেসবুকবাসীদের কাছে সাহায্যের অনুদান ...
17/10/2025

আমি কাঠলীছড়ার বাসিন্দা করন রয় বর্তমান ব্যাঙ্গালুরু হসপিটালে ভর্তি । কাঠলীছড়া তথা ফেসবুকবাসীদের কাছে সাহায্যের অনুদান চাইছি।
বর্তমানে এসটি জোন্স মেডিকেল কলেজ হসপিটাল বেঙ্গালুরু তে চিকিৎসাধীন আছি , পরিবারের মধ্যে মা দুই বোন এবং আমরা দুই ভাই, ভাইদের মধ্যে ছোট আমি কিছুদিন আগে ব্যাঙ্গালুরুতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম কাটলীছড়া থেকে সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ি এবং অসুস্থ হওয়ার পর কিছুদিন চিকিৎসা করানো হয় ডাক্তারবাবু বলেছেন আমার লিভার এবং কিডনিতে অসুবিধা আছে তাই আমার অনেক বড় চিকিৎসার প্রয়োজন কিন্তু বর্তমানে আর্থিক অবস্থার অবনতি ঘটায় আমার চিকিৎসা ভালোভাবে হচ্ছে না তাই কাঠলীছড়া তথা ফেসবুকবাসীদের কাছে সাহায্যের অনুদান চাইছি আমার সব তথ্য দেওয়া আছে নিচে আপনারা দেখে নিতে পারেন, এবং সঙ্গে আমার স্ক্যানার ও দেওয়া আছে সবাই একটু সাহায্য করবেন আমাকে আবার আগের জীবনে ফিরে আসতে । 🙏🙏🙏 < ( করণ রয় এর বার্তা )

Name - Karan roy
C/O - Shivshankar roy
Town - Katlicherra
Vill - Ganjakhawri , Rongpur part 4

Hey, exciting news! I'm offering a flash sale for the next 5 people who subscribe to me. This is your chance to unlock a...
16/10/2025

Hey, exciting news! I'm offering a flash sale for the next 5 people who subscribe to me. This is your chance to unlock access to a special badge and other benefits I offer at a low price.

Subscribe here today: https://www.facebook.com/100094233188778/subscribenow

Subscribe to Creative Katlicherra and get exclusive benefits

16/10/2025

“শিলচর ঘুংগুর মেডিকেল কলেজে রাতের চাঞ্চল্য! দালালচক্রের কারসাজি ফাঁস”
゚viralシalシ Creative Katlicherra

15/10/2025

আলগাপুরে শুরু হয়ে গেলো ন্যায়ের প্রাপ্তি...

Address

Katlicherra
788161

Telephone

+919401427448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Katlicherra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Katlicherra:

Share