এবার অগ্রদ্বীপ / Agradwip

  • Home
  • India
  • Katwa
  • এবার অগ্রদ্বীপ / Agradwip

এবার অগ্রদ্বীপ / Agradwip চেষ্টায় উন্নতি, চিন্তায় অবনতি 🙃

নবদ্বীপ ও দাঁইহাটের রাস উৎসব উপলক্ষ্যে ব্যান্ডেল -কাটোয়ার মাঝে চলবে একজোড়া স্পেশাল ট্রেন 🚉🚉ধন্যবাদ Eastern Railway Headq...
29/10/2025

নবদ্বীপ ও দাঁইহাটের রাস উৎসব উপলক্ষ্যে ব্যান্ডেল -কাটোয়ার মাঝে চলবে একজোড়া স্পেশাল ট্রেন 🚉🚉
ধন্যবাদ Eastern Railway Headquarter 🫡🫡

এক প্রকার ER- এর গালে সপাটে  চড় ই মারলোনবদ্বীপ ধাম 🤣🤣হাওড়া /শিয়ালদহ স্পেশাল স্টপেজ/লোকাল পাওয়া স্টেশন গুলো কই??হাওড়া- মে...
28/10/2025

এক প্রকার ER- এর গালে সপাটে চড় ই মারলো
নবদ্বীপ ধাম 🤣🤣
হাওড়া /শিয়ালদহ স্পেশাল স্টপেজ/লোকাল পাওয়া স্টেশন গুলো কই??
হাওড়া- মেমারি লোকালের মেমারি নেই 🤣
হাওড়া- পাণ্ডুয়া লোকালের পাণ্ডুয়া নেই 🤣
হাওড়া-শেওড়াফুলি লোকালের শেওড়াফুলি নেই 🤣
হাওড়া- বারুইপাড়া লোকালের বারুইপাড়া নেই 🤣
শিয়ালদহ-কল্যানি লোকালের কল্যাণী নেই 🤣
শিয়ালদহ-রানাঘাট লোকালের রানাঘাট নেই🤣
শিয়ালদহ-ডানকুনি লোকালের ডানকুনি নেই 🤣
শিয়ালদহ-ব্যারাকপুর লোকালের ব্যারাক পুর নেই 🤣🤣
হাসি গুলো ER- এর জন্য 🤣🤣 আর কত অবহেলার শিকার হবে এই রুট 🙃

ওপরের এই স্টেশন গুলির থেকে বেশি আয় করা নবদ্বীপ কি একটা হাওড়া/ব্যান্ডেল/শিয়ালদহ ডিজার্ভ করে না 🥹🥹
?? Eastern Railway Headquarter??

#হাওড়া_নবদ্বীপ_লোকাল
#ব্যান্ডেল_নবদ্বীপ_লোকাল
#শিয়ালদহ_নবদ্বীপ_লোকাল

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামটার অস্তিত্ব আজ সংকটে 🥹
28/10/2025

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামটার অস্তিত্ব আজ সংকটে 🥹

কাটোয়াতেও এরকম নিদিষ্ট প্লার্টফর্ম করে দেওয়া উচিৎ ।বর্ধমানের মতো ভিড় না থাকলেও যাত্রীদের সুবিধা হতো।।
17/10/2025

কাটোয়াতেও এরকম নিদিষ্ট প্লার্টফর্ম করে দেওয়া উচিৎ ।
বর্ধমানের মতো ভিড় না থাকলেও যাত্রীদের সুবিধা হতো।।

দাদা উঠুন বসবো 😒😒এই কথাটা কেন আপনাকে বলতে হবে??অনেকে সংকোচের কারণে আপনাকে উঠতে বলতে পারছে না বসার জাগা থাকা সত্ত্বেও সাম...
16/10/2025

দাদা উঠুন বসবো 😒😒
এই কথাটা কেন আপনাকে বলতে হবে??
অনেকে সংকোচের কারণে আপনাকে উঠতে বলতে পারছে না বসার জাগা থাকা সত্ত্বেও সামনের ভিড়ে ঠাসা বগিতে গিয়ে উঠছে 😒 এই মেনার্সটা আপনার থাকা উচিৎ বোঝা উচিৎ ট্রেন ফাঁকা মানেই হাতপা ছড়িয়ে শুয়ে পড়লাম এমনটা নয়।
#কাটোয়া_ব্যান্ডেল_লোকাল 🚉

এবছরের সেরা পুজো মণ্ডপ কোনটি??
01/10/2025

এবছরের সেরা পুজো মণ্ডপ কোনটি??

দু মিনিট সময় নিয়ে ঘটনাটি সকলকে পড়ার জন্য অনুরোধ করছি সাথে শেয়ার ও করার অনুরোধ রইলো ।আজ না হয় কাল হয়তো বা আপনিও এরকম সমস্...
29/09/2025

দু মিনিট সময় নিয়ে ঘটনাটি সকলকে পড়ার জন্য অনুরোধ করছি সাথে শেয়ার ও করার অনুরোধ রইলো ।
আজ না হয় কাল হয়তো বা আপনিও এরকম সমস্যায় পড়তে পারেন।

আজ মহাসপ্তমী, ঘড়িতে বাজে ৮:০৮। আমি সবে মাত্র কাটোয়া লোকাল থেকে নামলাম, অন্য দিক থেকে একই সময়ে ব্যান্ডেল/হাওড়া লোকাল বেরিয়ে গেল।
অগ্রদ্বীপ টোটো স্ট্যান্ডে(১নং প্লার্টফর্মের সামনে) দারুন ভিড়। আমি টোটোতে ওঠার আগেই দুটো টোটো ফুল হয়ে ছেড়ে গেলো।
তিন নাম্বার টোটো লাইনে এলো যথারীথি আমি জিজ্ঞাসা করলাম কাকা এখানে যাবে (আমার পাড়া), উনি বললেল হ্যাঁ যাবো তবে অনেক দেরি হবে। আমি মনে মনে ভাবলাম ১০ মিনিট wait করি তারপর না গেলে হেটে হেটে চলে যাব।
এই পর্যন্ত সব ঠিক ছিল।
আমার সাথে টোটো ওয়ালার কোনো ঝামেলা বা কিছু হয়নি নি।
প্রথম ঘটনা - ১/২ মিনিট পর শিমুল ডাঙ্গাই বাড়ি দুই বোন (বয়স আনুমানিক ২০ বছর হবে ) আসে তারা টোটো কাকু কে বলে কাকু শিমুলডাঙ্গায় যাবে আমরা দুজনেই আছেই টোটো পাচ্ছিনা যাবে শিমুলডাঙ্গা?
এবার আমি ভাবলাম আমি হাঁটা লাগাই টোটো বুক হয়ে গেল, হটাৎ আমার বন্ধুর ph আশায় ওখানে দাঁড়িয়েই কথা বলতে লাগলাম। এবং বিষাক্ত অভিজ্ঞতার সাক্ষী রইলাম।
শিমুলডাঙার দুই বোনের অসহায়তার সুযোগ নিয়ে উনি দাবি করলেন ১০০ টাকা। ওই দুই বোন বললো আমরা ৬০ টাকা দেব, আমাদের কাছে বেশি টাকা নেই। টোটো ওয়ালা রাজি হলো না। এবং টোটোওয়ালা বললো আমি যাবো না আমাকে বার বার বিরক্ত করো না। অন্য টোটো দেখে নাও, আমার মর্জি আমি যাবো না। আমি রিজার্ভ ছাড়া এখান থেকে নড়ব না। ফোনে কথা বলতে বলতে শুনি এসব, কপাল চক্রে বোন দুটি অন্য একটা টোটো পেয়ে যায়।
কিন্তু আমার মনে কিছু প্রশ্ন তৈরী হয়ে গেল
১. টোটো স্ট্যান্ডের লাইনে দাঁড়িয়ে কেউ কিভাবে কোন যাত্রী কে না যাওয়ার জন্য ডাইরেক্ট না করতে পারে?
২. সবে রাত ৮ টা এখনই কেন টোটো রিজার্ভ করতে হবে? আমি যত টুকু জানি একটা নির্দিষ্ট সময়ের আগে রিজার্ভ করা নিয়ম নেই। (যাত্রী নিজে থেকে না চাহিলে)
৩. টোটো ওয়ালার নিজের মেয়ে যদি এরকম বিপদে পড়তো, সে কি করতো, তার মনে কি একটুও মানবিকতা বোধ নেই?
৪. দুজনকে নিয়ে কি ৬০ টাকায় শিমুলডাঙ্গা যাওয়া যেত না?

বিশ্বাস করুন ততো ক্ষনে আমার মাথা গরম হয়ে গেছে, যদি ওই স্পট ছেড়ে ওই বোন দুটি অন্য টোটো তে না যেত জানি না ব্যাপারটা কোথায় গিয়ে শেষ হতো। যায় হোক ওরা টোটো পেলে আমিও আর ঝামেলা করতে চাইনি।

দ্বিতীয় ঘটনা- উপরের ঘটনা মিটতে না মিটতেই কাটোয়ার ট্রেন থেকে আসা এক দম্পতি (তাদের বয়স আনুমানিক ২৬/২৭ )অগ্রদ্বীপ ঘাট যাবে।
তারা যাবে নাকি জিজ্ঞাসা করতে বললো যাবো কিন্তু রিজার্ভ করতে হবে ১০০ টাকা লাগবে।
ওই দাদাটা বললো রিজার্ভ কেন করবো তুমি তো লাইনে দাঁড়িয়ে লোক তুলছো। রিজাভ করলে ঘুরিয়ে ঠাকুর দেখাবে?
টোটো ওয়ালা তৎক্ষণাৎ রেগে গেল বললো সামনে হাঁটো, আমি যাবো না, ১০০ টাকায় গেলে চলো নয়তো আমি যাবো না।
এবার আমি আর চুপ থাকতে পারলাম না আমিও এবার বললাম। এসব কি আরম্ভ করেছেন আপনি দাদা।
লাইনে দাঁড়িয়ে জোর জবরদস্তি টাকা নিচ্ছেন, পাসেঞ্জার ফেরাচ্ছেন। আমার ধৈর্যের বাঁধ কেবল ভেঙেছে, ওই দাদাটা আমাকে থামালেন বললেন আপনিও ঘাটে যাবেন। আমি বললাম না আমি এই সামনেই যাবো। উনি আমাকে বললো সামনে গেলে টোটো পাবো? তখন বুঝলাম উনি অগ্রদ্বীপের জামাই 🥹 ওনার হয়তো সদ্য অগ্রদ্বীপ ওপারে বিয়ে হয়েছে।
একবার ভাবুন একটা বাইরের মানুষের কাছে অগ্রদ্বীপ সম্পর্কে কি ধারণা গেল।
আমি ওনাকে সামনে নিয়ে এসে রেল গেট থেকে শাহরুখ নামে এক ভাইয়ের টোটো য় তুলে দিলাম, ১০টাকায় পৌঁছে যাবে ঘাটে।

ার অগ্রদ্বীপ টোটো/অটো উনিয়য়নের দায়িত্বে রয়েছে যারা তাদের কাছে অনুরোধ
কোনো যাত্রী যদি এরকম অসুবিধা য় পরে তাদের করণীয় কি?
অগ্রদ্বীপের টোটো/অটোর সময় / মূল্যর তালিকা টা কি?
অসুবিধাই পরলে কাদের জানাবেন যাত্রী রা?
একটু বলে দিলে ভালো হয়।
কারণ এই একজন মানুষের খারাপ ব্যবহার গোটা অগ্রদ্বীপের নাম বদনাম করে দেওয়ার জন্য যথেষ্ট 🙏🏻🙏🏻

হাওড়া ডিভিশনে ??
28/09/2025

হাওড়া ডিভিশনে ??

27/09/2025

কাটোয়ার ক্রিয়েটররা আমাদের গর্ব 🫡🫡
স্যালুট দাদা ♥️♥️

যারা ভোর সকালে নবদ্বীপ বা তার আশেপাশের এলাকা গুলো থেকে নবদ্বীপ থেকে বর্ধমান গামী বাস গুলোতে ওঠে তারা জানে এই রুটে কি পরি...
23/09/2025

যারা ভোর সকালে নবদ্বীপ বা তার আশেপাশের এলাকা গুলো থেকে নবদ্বীপ থেকে বর্ধমান গামী বাস গুলোতে ওঠে তারা জানে এই রুটে কি পরিমান ভিড় হয় সকালে। তুই জেলার অন্যতম প্রধান দুই শহর, কাজেই দুই শহরের মধ্যে, শিক্ষা, কর্মসূত্র বা চিকিৎসা জনিত করনে যাওয়া আসা করে। যে হেতু ভায়া বান্ডেল অনেক সময় সাপেক্ষ, এবং নবদ্বীপ ধাম থেকে সকালে কাটোয়া যাওয়ার ট্রেন নেই তাই বেশিরভাগ মানুষই তিন ঘন্টার জার্নি সহ উচ্চ ভাড়া দিয়ে এই বর্ধমান যাওয়ার জন্য বাস রুট ই বেছে নেই। যদি ভোরে ট্রেন চালু হয় তবে নবদ্বীপ, কৃষ্ণনগর, সমুদ্রগর সহ এই এসব এলাকার মানুষ খুবই উপকৃত হবে। কারন এই রুটে যাতায়াত বেশির ভাগ মানুষই অসুস্থতার কারণে বর্ধমান আসে। ভোর তিনটে থাকে চারটের মধ্যে ট্রেন রুট চালু হলে ধীরে সুস্থেসবাই দু ঘন্টা ও স্বল্প টিকিটে যাতায়াত করতে পারবে।।বেশি নয় শুধু ভোরের দিকে একটি ট্রেন ভায়া কাটোয়া হয়ে বর্ধমান পর্যন্ত যাওয়া উচিৎ।

কে কে এই রুটে নবদ্বীপ থেকে এই রুটে যাতায়াত করেছেন??

এই মহৎ কাজের সঙ্গে যুক্ত কোন NGO চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।এই মহৎ কাজের আমরাও কিছু অবদান রাখতে চাই 🥹🥹
19/09/2025

এই মহৎ কাজের সঙ্গে যুক্ত কোন NGO চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
এই মহৎ কাজের আমরাও কিছু অবদান রাখতে চাই 🥹🥹

ব্যান্ডেল থেকে নবদ্বীপ পর্যন্ত প্রতিটি স্টেশনে স্টপেজ দেওয়ার মানে কি??আর নবদ্বীপের পর কাটোয়া পর্যন্ত একটাও স্টপেজ নেই কে...
19/09/2025

ব্যান্ডেল থেকে নবদ্বীপ পর্যন্ত প্রতিটি স্টেশনে স্টপেজ দেওয়ার মানে কি??
আর নবদ্বীপের পর কাটোয়া পর্যন্ত একটাও স্টপেজ নেই কেন?
এর চেয়ে যদি একটা বাদে একটা স্টেশনের স্টপেজ দেওয়া হতো তাহলে প্রত্যেকটা স্টেশনের মানুষেরই রাতে বাড়ি ফিরতে সুবিধা হতো।
যেমন ধরুন ব্যান্ডেলের পর বাঁশবেরিয়া স্টপেজ না দিয়ে ত্রিবেণী স্টপেজ থাকতো। তারপর একই ভাবে ডুমুদহ, জিরাট,সোমরা বাজার, গুপ্তিপাড়া,অম্বিকা কালনা, ধাথিগ্রাম,সমুদ্রগড়, নবদ্বীপ,পূর্বস্থলী, বেলেরহাট, অগ্রদ্বীপ, সর্বশেষ কাটোয়া। এমনটা হলেও আশেপাশের স্টেশনের সকলেরই উপকার হতো। তা না একসাইডের সব স্টেশনে দাঁড়াচ্ছে ওপর সাইডের কোনও স্টেশনেই স্টপেজ পাচ্ছে না আজব ব্যাপার 😒😒

Address

Katwa

Telephone

+918918957340

Website

Alerts

Be the first to know and let us send you an email when এবার অগ্রদ্বীপ / Agradwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category