29/09/2025
দু মিনিট সময় নিয়ে ঘটনাটি সকলকে পড়ার জন্য অনুরোধ করছি সাথে শেয়ার ও করার অনুরোধ রইলো ।
আজ না হয় কাল হয়তো বা আপনিও এরকম সমস্যায় পড়তে পারেন।
আজ মহাসপ্তমী, ঘড়িতে বাজে ৮:০৮। আমি সবে মাত্র কাটোয়া লোকাল থেকে নামলাম, অন্য দিক থেকে একই সময়ে ব্যান্ডেল/হাওড়া লোকাল বেরিয়ে গেল।
অগ্রদ্বীপ টোটো স্ট্যান্ডে(১নং প্লার্টফর্মের সামনে) দারুন ভিড়। আমি টোটোতে ওঠার আগেই দুটো টোটো ফুল হয়ে ছেড়ে গেলো।
তিন নাম্বার টোটো লাইনে এলো যথারীথি আমি জিজ্ঞাসা করলাম কাকা এখানে যাবে (আমার পাড়া), উনি বললেল হ্যাঁ যাবো তবে অনেক দেরি হবে। আমি মনে মনে ভাবলাম ১০ মিনিট wait করি তারপর না গেলে হেটে হেটে চলে যাব।
এই পর্যন্ত সব ঠিক ছিল।
আমার সাথে টোটো ওয়ালার কোনো ঝামেলা বা কিছু হয়নি নি।
প্রথম ঘটনা - ১/২ মিনিট পর শিমুল ডাঙ্গাই বাড়ি দুই বোন (বয়স আনুমানিক ২০ বছর হবে ) আসে তারা টোটো কাকু কে বলে কাকু শিমুলডাঙ্গায় যাবে আমরা দুজনেই আছেই টোটো পাচ্ছিনা যাবে শিমুলডাঙ্গা?
এবার আমি ভাবলাম আমি হাঁটা লাগাই টোটো বুক হয়ে গেল, হটাৎ আমার বন্ধুর ph আশায় ওখানে দাঁড়িয়েই কথা বলতে লাগলাম। এবং বিষাক্ত অভিজ্ঞতার সাক্ষী রইলাম।
শিমুলডাঙার দুই বোনের অসহায়তার সুযোগ নিয়ে উনি দাবি করলেন ১০০ টাকা। ওই দুই বোন বললো আমরা ৬০ টাকা দেব, আমাদের কাছে বেশি টাকা নেই। টোটো ওয়ালা রাজি হলো না। এবং টোটোওয়ালা বললো আমি যাবো না আমাকে বার বার বিরক্ত করো না। অন্য টোটো দেখে নাও, আমার মর্জি আমি যাবো না। আমি রিজার্ভ ছাড়া এখান থেকে নড়ব না। ফোনে কথা বলতে বলতে শুনি এসব, কপাল চক্রে বোন দুটি অন্য একটা টোটো পেয়ে যায়।
কিন্তু আমার মনে কিছু প্রশ্ন তৈরী হয়ে গেল
১. টোটো স্ট্যান্ডের লাইনে দাঁড়িয়ে কেউ কিভাবে কোন যাত্রী কে না যাওয়ার জন্য ডাইরেক্ট না করতে পারে?
২. সবে রাত ৮ টা এখনই কেন টোটো রিজার্ভ করতে হবে? আমি যত টুকু জানি একটা নির্দিষ্ট সময়ের আগে রিজার্ভ করা নিয়ম নেই। (যাত্রী নিজে থেকে না চাহিলে)
৩. টোটো ওয়ালার নিজের মেয়ে যদি এরকম বিপদে পড়তো, সে কি করতো, তার মনে কি একটুও মানবিকতা বোধ নেই?
৪. দুজনকে নিয়ে কি ৬০ টাকায় শিমুলডাঙ্গা যাওয়া যেত না?
বিশ্বাস করুন ততো ক্ষনে আমার মাথা গরম হয়ে গেছে, যদি ওই স্পট ছেড়ে ওই বোন দুটি অন্য টোটো তে না যেত জানি না ব্যাপারটা কোথায় গিয়ে শেষ হতো। যায় হোক ওরা টোটো পেলে আমিও আর ঝামেলা করতে চাইনি।
দ্বিতীয় ঘটনা- উপরের ঘটনা মিটতে না মিটতেই কাটোয়ার ট্রেন থেকে আসা এক দম্পতি (তাদের বয়স আনুমানিক ২৬/২৭ )অগ্রদ্বীপ ঘাট যাবে।
তারা যাবে নাকি জিজ্ঞাসা করতে বললো যাবো কিন্তু রিজার্ভ করতে হবে ১০০ টাকা লাগবে।
ওই দাদাটা বললো রিজার্ভ কেন করবো তুমি তো লাইনে দাঁড়িয়ে লোক তুলছো। রিজাভ করলে ঘুরিয়ে ঠাকুর দেখাবে?
টোটো ওয়ালা তৎক্ষণাৎ রেগে গেল বললো সামনে হাঁটো, আমি যাবো না, ১০০ টাকায় গেলে চলো নয়তো আমি যাবো না।
এবার আমি আর চুপ থাকতে পারলাম না আমিও এবার বললাম। এসব কি আরম্ভ করেছেন আপনি দাদা।
লাইনে দাঁড়িয়ে জোর জবরদস্তি টাকা নিচ্ছেন, পাসেঞ্জার ফেরাচ্ছেন। আমার ধৈর্যের বাঁধ কেবল ভেঙেছে, ওই দাদাটা আমাকে থামালেন বললেন আপনিও ঘাটে যাবেন। আমি বললাম না আমি এই সামনেই যাবো। উনি আমাকে বললো সামনে গেলে টোটো পাবো? তখন বুঝলাম উনি অগ্রদ্বীপের জামাই 🥹 ওনার হয়তো সদ্য অগ্রদ্বীপ ওপারে বিয়ে হয়েছে।
একবার ভাবুন একটা বাইরের মানুষের কাছে অগ্রদ্বীপ সম্পর্কে কি ধারণা গেল।
আমি ওনাকে সামনে নিয়ে এসে রেল গেট থেকে শাহরুখ নামে এক ভাইয়ের টোটো য় তুলে দিলাম, ১০টাকায় পৌঁছে যাবে ঘাটে।
ার অগ্রদ্বীপ টোটো/অটো উনিয়য়নের দায়িত্বে রয়েছে যারা তাদের কাছে অনুরোধ
কোনো যাত্রী যদি এরকম অসুবিধা য় পরে তাদের করণীয় কি?
অগ্রদ্বীপের টোটো/অটোর সময় / মূল্যর তালিকা টা কি?
অসুবিধাই পরলে কাদের জানাবেন যাত্রী রা?
একটু বলে দিলে ভালো হয়।
কারণ এই একজন মানুষের খারাপ ব্যবহার গোটা অগ্রদ্বীপের নাম বদনাম করে দেওয়ার জন্য যথেষ্ট 🙏🏻🙏🏻