Kkr Milon Mol

Kkr Milon Mol Larga vida al Indostán
(1)

“পুকুরঘাটের ছায়া”আমাদের গ্রামের মাঝখানে একটা পুরনো পুকুর আছে। দিনের বেলায় কেউ সেখানে গেলে শান্ত জল আর শাপলার ফুল ছাড়া...
09/08/2025

“পুকুরঘাটের ছায়া”

আমাদের গ্রামের মাঝখানে একটা পুরনো পুকুর আছে। দিনের বেলায় কেউ সেখানে গেলে শান্ত জল আর শাপলার ফুল ছাড়া কিছুই চোখে পড়ে না। কিন্তু রাত নামলেই; অন্য কিছু ঘটে।

শোনা যায়, বহু বছর আগে পুকুরঘাটের কাছে এক বউ ডুবে মারা গিয়েছিল। এরপর থেকে মাঝরাতে কেউ ওখান দিয়ে গেলে, সে নাকি দেখেছে— সাদা শাড়ি পরা এক মহিলা পুকুরের ধারে বসে চুল আঁচড়াচ্ছে। চুল এত লম্বা যে, মাটিতে গড়িয়ে পড়ছে।

আমার বন্ধু রাজু এক রাতে সাহস করে দেখতে গিয়েছিল। চাঁদের আলোয় সত্যিই সে দেখেছিল— এক মহিলা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাচ্ছে, কিন্তু তার মুখে চোখ-মুখ কিছু নেই, শুধু ফাঁকা অন্ধকার গহ্বর! রাজু চিৎকার করে দৌড়ে ফিরে আসে, আর তারপর থেকে পুকুরঘাটে কেউ আর রাতের বেলায় যায় না।

09/08/2025
“তুমি রবে নীরবে হৃদয়ে মম” #২২শেশ্রাবণ
08/08/2025

“তুমি রবে নীরবে হৃদয়ে মম”
#২২শেশ্রাবণ

খুব ভালো লাগলো রাম্বো..Kolkata Knight Riders
07/08/2025

খুব ভালো লাগলো রাম্বো..
Kolkata Knight Riders



দু'ধারে সবুজের সমুদ্র, মাথা দুলিয়ে বাতাসে তাল মেলাচ্ছে ধানের শীষ।রোদ ঝিকিমিকি খেলছে আমাদের গায়ে—তুমি হালকা হেসে আমার ক...
07/08/2025

দু'ধারে সবুজের সমুদ্র, মাথা দুলিয়ে বাতাসে তাল মেলাচ্ছে ধানের শীষ।
রোদ ঝিকিমিকি খেলছে আমাদের গায়ে—তুমি হালকা হেসে আমার কাঁধে মাথা রেখেছো।
সাইকেলের চাকায় শব্দ নেই, কেবল হৃদয়ের কাঁপনে ছন্দ পড়ে।
আমরা যাচ্ছি… দূর থেকে আরও দূরে—যেখানে পথ শেষ, কেবল তুমি আর আমি।

Address

Khanakul
712303

Alerts

Be the first to know and let us send you an email when Kkr Milon Mol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kkr Milon Mol:

Share