
09/08/2025
“পুকুরঘাটের ছায়া”
আমাদের গ্রামের মাঝখানে একটা পুরনো পুকুর আছে। দিনের বেলায় কেউ সেখানে গেলে শান্ত জল আর শাপলার ফুল ছাড়া কিছুই চোখে পড়ে না। কিন্তু রাত নামলেই; অন্য কিছু ঘটে।
শোনা যায়, বহু বছর আগে পুকুরঘাটের কাছে এক বউ ডুবে মারা গিয়েছিল। এরপর থেকে মাঝরাতে কেউ ওখান দিয়ে গেলে, সে নাকি দেখেছে— সাদা শাড়ি পরা এক মহিলা পুকুরের ধারে বসে চুল আঁচড়াচ্ছে। চুল এত লম্বা যে, মাটিতে গড়িয়ে পড়ছে।
আমার বন্ধু রাজু এক রাতে সাহস করে দেখতে গিয়েছিল। চাঁদের আলোয় সত্যিই সে দেখেছিল— এক মহিলা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাচ্ছে, কিন্তু তার মুখে চোখ-মুখ কিছু নেই, শুধু ফাঁকা অন্ধকার গহ্বর! রাজু চিৎকার করে দৌড়ে ফিরে আসে, আর তারপর থেকে পুকুরঘাটে কেউ আর রাতের বেলায় যায় না।