Haimanti Sanyal

Haimanti Sanyal আমি নারী, হারতে পারি, আবার হারাতেও পারি।
DM or Mail for Collaboration or paid Promotion
✉️[email protected]


https://youtube.com/
(3)

আমার চিন্তাশক্তিই আমার কলম।
আমার ভালোলাগাই আমার বানানো ভিডিও।
like and follow my page

জীবন মৃত্যুর সন্ধিক্ষন বুঝিনা,আমি শুধু বসন্ত বুঝি।একটা করে বছর পার হয়, জন্মদিন আসেনা,আমি মৃত্যুর কাছাকাছি যাই,And I feel...
06/11/2025

জীবন মৃত্যুর সন্ধিক্ষন বুঝিনা,
আমি শুধু বসন্ত বুঝি।
একটা করে বছর পার হয়, জন্মদিন আসেনা,
আমি মৃত্যুর কাছাকাছি যাই,
And I feel better and more better.

কেউ বলে তুমি অন্য টাইপ, কেউ বলে তুমি আজব, কেউ বলে তুমি সেরা, কেউ বলে তুমি শয়তান,
কেউ বলে তুমি ভালো, কেউ ভাবে আমি এ পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ,
কিন্তু আমি জানি, আমি আমার নিজের কাছে সবচেয়ে প্রিয় এমন এক ব্যক্তি, যার সাহারা সে নিজেই। আমার সাহারা আমি, আমার আত্মীয় আমি, আমার একান্ত আপন হৃদয়ের অধিশ্বরও আমি।
এ হৃদয় এ জন্মে শুধু আমারই থেকে গেলো, তোমার সাথে দেখা হবে পরের জন্মে অথবা পরের কোনোও পৃথিবীতে।

Soumen Mandal

স্মৃতিরা যখন কষ্ট দেয়,আমি তখন অভিযোগের অভিমানে,কষ্টের দরজা বন্ধ করে দি।       MD Amzad Hossen Biswas Sk Nagimul Haque Sh...
02/11/2025

স্মৃতিরা যখন কষ্ট দেয়,
আমি তখন অভিযোগের অভিমানে,
কষ্টের দরজা বন্ধ করে দি।

MD Amzad Hossen Biswas Sk Nagimul Haque Shahjahan Ali

30/10/2025

Hii

তুমি আমার দূরে থাকা নীরব অভিমান,আমি তোমার দীর্ঘশ্বাসেরও কেউ না...........
30/10/2025

তুমি আমার দূরে থাকা নীরব অভিমান,
আমি তোমার দীর্ঘশ্বাসেরও কেউ না...........

27/10/2025
27/10/2025

Live again

কিছু অভিযোগের কক্ষনো নিস্পত্তি হয়না,কিন্তু ভালোবাসাও নিঃশেষ হয়না।
26/10/2025

কিছু অভিযোগের কক্ষনো নিস্পত্তি হয়না,
কিন্তু ভালোবাসাও নিঃশেষ হয়না।

এই মানুষটা আজকের দিনে ভীষণই বিরল।আমরা সবাই যুগের সাথে নিজেদেরকে আপডেট করে নিলেও এই মানুষটা এখনও সেই পুরোনো ধ্যান ধারণা আ...
25/10/2025

এই মানুষটা আজকের দিনে ভীষণই বিরল।
আমরা সবাই যুগের সাথে নিজেদেরকে আপডেট করে নিলেও এই মানুষটা এখনও সেই পুরোনো ধ্যান ধারণা আঁকড়েই বেঁচে আছে।
উনি আমার রক্তের কেউ নন, তবুও অনেককিছু। আমি ওনাকে বড়কাকু বলে ডাকি।
উনি অসুস্থ, বোধহয় বড়োসড়ো কিছু হয়েছে।রিপোর্ট এখনও আসেনি, তবে ওনার মনের জোর দেখে আমি অভিভূত হয়ে গেছি।
কাকু খুব শিল্পী মানুষ, এই শিল্পী হৃদয়ই হয়তো তাঁকে ঠিক ঘরে ফিরিয়ে দেবে।
আমি কাকুকে দেখে বাড়ি ফিরছি, কাকুও তাড়াতাড়ি বাড়ি ফিরো।

Address

Kharagpur

Alerts

Be the first to know and let us send you an email when Haimanti Sanyal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haimanti Sanyal:

Share