Haimanti Sanyal

Haimanti Sanyal আমি নারী, হারতে পারি, আবার হারাতেও পারি।
DM or Mail for Collaboration or paid Promotion
✉️[email protected]


https://youtube.com/
(3)

আমার চিন্তাশক্তিই আমার কলম।
আমার ভালোলাগাই আমার বানানো ভিডিও।
like and follow my page

17/09/2025

Hii

16/09/2025

LIVE

কিন্তু আবার যদি হটাৎ করে দেখা হয়েযায় তোমার প্রাক্তনের সাথে! তখন কি করবে, মুখ এড়িয়ে পালিয়ে যাবে! নাকি বুকের ভেতর জমা হওয়া...
15/09/2025

কিন্তু আবার যদি হটাৎ করে দেখা হয়েযায় তোমার প্রাক্তনের সাথে! তখন কি করবে, মুখ এড়িয়ে পালিয়ে যাবে! নাকি বুকের ভেতর জমা হওয়া দীর্ঘশ্বাস চেপে, মিথ্যে কাষ্ঠমার্কা হাসি দিয়ে বলবে, কেমন আছো?
আবার বেশ ভালো থাকার অভিনয়! এরপর যদি প্রাক্তনের সাথে বর্তমানের পরিচয় করাতে হয়! আবার Happy familyর অভিনয়! আচ্ছা এতো অভিনয় আসে কোথা থেকে? কোন ইনস্টিটিউট শেখালো! নাকি সবই সহজাত! জীবন যাকে যখন যেদিকে দাঁড় করাবে, তাকে তখন সেই খাতেই বইতে হবে!
তবু একলা রাতে ভরা আকাশের নিচে আরও একলা হবে তুমি, তখন কান্নার দমবন্ধ নিঃস্বাসটা ঠিকরে বেরিয়ে আসবে। আসলে তুমি একা, বৃহৎ একা। শূণ্যতার গহ্বরে ভাসমান খড়কুটোও তোমার জন্য নেই।
এইতো জীবন, হ্যাঁ এটাই জীবন! শুধুই ভালোর ভড়ঙবাজি, অনেক খারাপ খারাপ খারাপের মধ্যে, লক্ষীমন্ত ভালো হওয়ার ভড়ঙবাজি।

15/09/2025

রাতের আড্ডা।

13/09/2025

Hello everyone

12/09/2025

আজকে একদম ছোট্ট লাইভ।

হাসতে ভালো লাগে? অনেক চেষ্টা করা সত্বেও নিজের মুখের হাসিখানা বন্ধ করতে পারোনি? তবে জীবনের শেষ দিন অবধি এভাবেই হাসিখুশি থ...
12/09/2025

হাসতে ভালো লাগে? অনেক চেষ্টা করা সত্বেও নিজের মুখের হাসিখানা বন্ধ করতে পারোনি?
তবে জীবনের শেষ দিন অবধি এভাবেই হাসিখুশি থেকে যেও।
কারণ তোমার হাসির আড়ালে লুকানো যন্ত্রনার হদিস কেউ কক্ষনো পাবেনা।
একটা মানুষ তখনই সবসময় হাসিখুশি হয়, যখন তার ভেতরে অনেকটা কষ্ট, অপমান, অবহেলা লুকিয়ে থাকে।
অবশ্য আজকের দুনিয়ায় কেই বা কারোর অন্তরের খোঁজ রাখে!!
এই যন্ত্রনা লুকানো মানুষগুলোর জন্যই আজও কিছু মানুষ অনেকটা ভালো থাকতে পারে। এদের তুমি যতই আঘাত দাও, এরা প্রত্যুত্তরে তোমাকে ক্ষমাই করে যাবে।

11/09/2025

একসাথে।

10/09/2025

আড্ডা।

আজ শুধুমাত্র পুরুষদেরই বলছি,তোমরা কোনোওদিনই নারী জাতির ত্যাগের মহিমা বুঝতে পারবেনা, কারণ নারী তোমাদের কাছে বারংবারই সহজল...
10/09/2025

আজ শুধুমাত্র পুরুষদেরই বলছি,
তোমরা কোনোওদিনই নারী জাতির ত্যাগের মহিমা বুঝতে পারবেনা, কারণ নারী তোমাদের কাছে বারংবারই সহজলভ্য।
নারী আশ্রয় খোঁজে পুরুষের ভালোবাসায়, যত্নে।
আর তোমরা সেই সহজলভ্য প্রাণীকে বারবার আঘাত করে যে অবহেলা করো, তাতে ভালোবাসা অভিমান হয়ে পাহাড়প্রমান পাথরে পরিণত হয়।

আর এযুগে সেই রাম বিরল, যাঁর এক ছোঁয়াতে পাহাড় গলে যাবে।

Address

Kharagpur

Alerts

Be the first to know and let us send you an email when Haimanti Sanyal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haimanti Sanyal:

Share