খড়্গপুর শহরের উন্নয়নের কান্ডারী মমতাময়ী মায়ের সৈনিক

  • Home
  • খড়্গপুর শহরের উন্নয়নের কান্ডারী মমতাময়ী মায়ের সৈনিক

খড়্গপুর শহরের উন্নয়নের কান্ডারী মমতাময়ী মায়ের সৈনিক INDIA UNITES WITH MAMATA DI

খড়্গপুর শহর তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি মাননীয় বিবেকানন্দ দাস চৌধুরী মহাশয়ের নেতৃত্বে শ্রমিক দিবসের উপলক্ষে ...
01/05/2025

খড়্গপুর শহর তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি মাননীয় বিবেকানন্দ দাস চৌধুরী মহাশয়ের নেতৃত্বে শ্রমিক দিবসের উপলক্ষে কেন্দ্রীয় সরকার সাধারন মানুষের ব্যবহারের প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বর্ণাঢ্য মিছিল।
যে সরকার সাধারণ মানুষের পরিসেবা ও সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে যায়।
কিন্তু কোটিপোতিদের লোন মুকুব করে দেয় , নিজের দলের সাংসদ , বিধায়ক ও নেতাদের সেন্ট্রাল ফোর্স দিয়ে সুরক্ষা দিতে কোন কম করেনি।
অথচ সাধারন মানুষের ভোটৈ জিতেই ঐ সিংহাসন ।
সুতরাং এক দাবি এক আওয়াজ এবং এক প্রতিবাদ।
মোদী ও শাহের পদত্যিগ।
জয় বাংলা।
ইন্ডিয়া ওয়ান্টস্ মমতা দি মেদিনীপুর জেলা।

29/12/2024
বাংলার বাঙ্গালী সর্বদাই একত্রিত হয়ে সকল বাংলার সংস্কৃতিতে মেতে।বাংলা বহু ধর্ম ও জাতির মিলনস্থল।তাই তো বলি ধর্ম যার যার,...
02/10/2024

বাংলার বাঙ্গালী সর্বদাই একত্রিত হয়ে সকল বাংলার সংস্কৃতিতে মেতে।
বাংলা বহু ধর্ম ও জাতির মিলনস্থল।
তাই তো বলি ধর্ম যার যার,
কিন্তু উৎসব সবার।
জয় বাংলা।
ইন্ডিয়া ওয়ান্টস্ মমতা দি।

আজ মোদীকে ২০০৮ সালে পাস হওয়া বিল আবার পাস করাতে হচ্ছে! উত্তরপ্রদেশ থেকে দিল্লি, নারী নির্যাতন দেশে ভয়াবহ রূপ নিয়েছে ব...
19/09/2023

আজ মোদীকে ২০০৮ সালে পাস হওয়া বিল আবার পাস করাতে হচ্ছে! উত্তরপ্রদেশ থেকে দিল্লি, নারী নির্যাতন দেশে ভয়াবহ রূপ নিয়েছে বিজেপির আমলেই! অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিল ছাড়াই মহিলাদের পথ দেখাচ্ছে! আপনারা হয়তো সকলেই জানেন, কলকাতাকে দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহরের তকমা দিয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্থা।

04/09/2023

গ্যাস এর মূল্য কম হওয়াতে যারা খুশি হচ্ছেন তাদের জন্য এই সংগ্রহীত গল্পঃ, # # # # # # এক রাজার দেশে ১ লোক রুটি বিক্রি করতো। একমাত্র রুটি বিক্রেতা।

সে একদিন রাজার কাছে ( বর্তমান মোদী সরকার) যেয়ে বললঃ 'হুজুর, অনেক বৎসর ৫ টাকা করে রুটি বিক্রি করি। এখন দাম বাড়িয়ে ১০ টাকা করতে চাই। আপনি যদি অনুমতি দেন!'

রাজা বললেন, 'যা, কাল থেকে ২০ টাকা রুটির দাম!'

দোকানী বলল, 'না হুজুর, আমার ১০ টাকা হলেই চলবে!'

রাজা বললেন, 'চুপ করে থাক! আর আমি যে দাম বাড়াতে বলেছি, কাউকে বলবিনা!'

রুটি ওয়ালা খুশিমনে ফিরে গেল।
পরদিন থেকে তার রুটির দাম ২০ টাকা!

সারা দেশে প্রতিবাদ! জনগণ ক্ষেপে গিয়ে রাজার কাছে বিচার দিল, 'হুজুর, আমাদের বাঁচান! এ কি অন্যায়! ৫ টাকার রুটি ২০ টাকা হলে আমরা বাচবো কি খেয়ে!'

রাজা হুংকার দিলেন, 'রুটি ওয়ালাকে ধরে আনো! এই অন্যায় মানা যায় না!'

তারপর ঘোষণা দিলেন কাল থেকে রুটির দাম অর্ধেক (মানে ১০ টাকা!)

সারা দেশে ধন্য ধন্য পড়ে গেল! শুধু এমন একজন রাজা ছিলো বলে! না হলে জনগণের কি হতো!

রুটি ওয়ালা খুশি!
জনগণও খুশি!
রাজাও খুশি! 🙄
এটাই হলো বর্তমানের বাস্তব চিত্র।
সময় নিয়ে ভেবে দেখবেন।

©সংগৃহীত

Address


Telephone

+919432888478

Website

Alerts

Be the first to know and let us send you an email when খড়্গপুর শহরের উন্নয়নের কান্ডারী মমতাময়ী মায়ের সৈনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খড়্গপুর শহরের উন্নয়নের কান্ডারী মমতাময়ী মায়ের সৈনিক:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share