
01/05/2025
খড়্গপুর শহর তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি মাননীয় বিবেকানন্দ দাস চৌধুরী মহাশয়ের নেতৃত্বে শ্রমিক দিবসের উপলক্ষে কেন্দ্রীয় সরকার সাধারন মানুষের ব্যবহারের প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বর্ণাঢ্য মিছিল।
যে সরকার সাধারণ মানুষের পরিসেবা ও সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে যায়।
কিন্তু কোটিপোতিদের লোন মুকুব করে দেয় , নিজের দলের সাংসদ , বিধায়ক ও নেতাদের সেন্ট্রাল ফোর্স দিয়ে সুরক্ষা দিতে কোন কম করেনি।
অথচ সাধারন মানুষের ভোটৈ জিতেই ঐ সিংহাসন ।
সুতরাং এক দাবি এক আওয়াজ এবং এক প্রতিবাদ।
মোদী ও শাহের পদত্যিগ।
জয় বাংলা।
ইন্ডিয়া ওয়ান্টস্ মমতা দি মেদিনীপুর জেলা।