
25/07/2025
সেদিনও অনেক ভালোবাসবো তোমায়,
যেদিন আমায় ছেড়ে যাবে,
হৃদয় ভাঙুক, চূর্ণ বিচূর্ণ রক্তের ফোঁটা,
লাল নয়, হয়তো বিরহে কালো,
তোমার মুখ, ভগবান মনে হয়,
শুধুই পুতুল, মন নাই, স্পন্দন নাই,
আমার চোখে অস্পষ্ট ঝর্না,
কে জানে খবর পাবে নিশ্চই,
মৃত্যু যন্ত্রনায় ছটপট করলো যে,
সেতো তোমায় জিততে পারেনি।