06/11/2025
জীবন মৃত্যুর সন্ধিক্ষন বুঝিনা,
আমি শুধু বসন্ত বুঝি।
একটা করে বছর পার হয়, জন্মদিন আসেনা,
আমি মৃত্যুর কাছাকাছি যাই,
And I feel better and more better.
কেউ বলে তুমি অন্য টাইপ, কেউ বলে তুমি আজব, কেউ বলে তুমি সেরা, কেউ বলে তুমি শয়তান,
কেউ বলে তুমি ভালো, কেউ ভাবে আমি এ পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ,
কিন্তু আমি জানি, আমি আমার নিজের কাছে সবচেয়ে প্রিয় এমন এক ব্যক্তি, যার সাহারা সে নিজেই। আমার সাহারা আমি, আমার আত্মীয় আমি, আমার একান্ত আপন হৃদয়ের অধিশ্বরও আমি।
এ হৃদয় এ জন্মে শুধু আমারই থেকে গেলো, তোমার সাথে দেখা হবে পরের জন্মে অথবা পরের কোনোও পৃথিবীতে।
Soumen Mandal