
23/04/2025
বিজেপি ও তথাকথিত হিন্দুদের যাদের বাবা মা (২০১৪ সালের আগে তো দেশ পরাধীন ছিল) পরাধীন ছিলেন, তাদের উদ্দেশ্য...... আজ কেন্দ্রে এগারো বছরের বিজেপি সরকার.... তাহলে আর কতো দিন লাগবে হিন্দুদের রক্ষা করার জন্য???
গ্যাস, পেট্রল, ডিজেল, কর, খাদ্যদ্রব্য , বেকারত্বের জালা সব কিছুই তো মুসলিম রাই (হিন্দু দের মনে হয় ছাড় দেওয়া হয়, যদিও আমি বা আমার পরিচিত কেউ কোনও ছাড় পাই না) সহ্য করছে। এখন নতুন নাটক... ঘৃণ্য জঙ্গি আক্রমনে এত গুলি নিরীহ মানুষের প্রাণ গেল, সেখানে তাদের পরিবারের প্রতি সমবেদনা না দেখিয়ে... হিন্দু মুসলিম করছেন !?
আপনারা নোট বন্দি করতে পারেন, ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি র তদন্ত করতে ভুলে যেতে পারেন, বিপিন রাওযাত এর দুর্ঘটনা ভুলে যেতে পারেন, অরুণাচল প্রদেশ বা মণিপুর কে ভুলে যেতে পারেন, GST লাগু করতে পারেন, Pm Care এর টাকা গায়েব করতে পারেন, ব্যাংক জালিয়াতি দের পালাতে সাহায্য করতে পারেন , গরিব মানুষের টাকা মেরে বড় বড় শিল্পপতি দের কর মুকুব করতে পারেন, জাল ওষুধ কোম্পানির থেকে কোটি কোটি টাকা ভোটের জন্য চাঁদা নিতে পারেন, দেশের সম্পত্তি বেসরকারীকরন করতে পারেন, Made by China কে Make in India বলে চালাতে পারেন, দেশের আদিবাসী দের মেরে তাড়িয়ে জঙ্গল দখল করতে পারেন... তাহলে ভারতের ৪০-৪৫ কোটি (বিজেপি নেতাদের দেশের ৩০% জনসংখ্যা হিসেবে) মুসলিম দের মারতে পারেন না??
আচ্ছা দেশের না হয় মুসলিম দের নাই মারলেন, পাকিস্তান এর ২২-২৫ কোটি মুসলিম দের তো মেরে দিতেই পারেন?? তাহলে তো কাশ্মীরের সমস্যাই থাকবে না। সেটাও যদি না পারেন (তাহলে তো আপনাদের কোনও রাজনৈতিক এজেন্ডা থাকবে না) আপনার অবৈধ বাপ কে বলুন চুপ থেকে কি ভাবে ৭০ বছর বয়সেও প্রধানমন্ত্রী হয়ে থাকা যায় নাগপুরে গিয়ে তেল মেরে সেটা ঠিক করতে। আর আপনারা রাজনৈতিক স্বার্থে হিন্দু মুসলিম করুন।
এবার সময় এসেছে আমাদের ক্ষমতা প্রদর্শনের.... আমরা বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ.... ভারতীয় সেনা দের তাদের কাজ করতে দিন 🇮🇳🙏