___m.____i.____s._____shreya_

___m.____i.____s._____shreya_ Every Time Focus On Your Goals ☺️

সবুজ জলে ঘেরা শহরের কোলে,নীল আকাশে মেঘ খেলে দোলে।রঙিন ঘরবাড়ি, নীরব গল্প বলে,প্রকৃতির আঁচল শহরটাকে তোলে। 🌿☁️✨
19/08/2025

সবুজ জলে ঘেরা শহরের কোলে,
নীল আকাশে মেঘ খেলে দোলে।
রঙিন ঘরবাড়ি, নীরব গল্প বলে,
প্রকৃতির আঁচল শহরটাকে তোলে। 🌿☁️✨

28/07/2025

আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।

এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, “কপি” দেখা যাবে। “কপি” তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

কালো বিড়াল নাকি অশুভ এটা কি  সত্যি আমার মনে হয়ে না
20/07/2025

কালো বিড়াল নাকি অশুভ এটা কি সত্যি আমার মনে হয়ে না

কার কার মুখে জল  আসছে 🤤
20/07/2025

কার কার মুখে জল আসছে 🤤

এই পোকা টা কি নাম  কেউ জানো ?
19/07/2025

এই পোকা টা কি নাম কেউ জানো ?

19/07/2025

শুভ রাএি

"চুপচাপ থেকে অনেক কিছু বলে দেয় এই হলুদ গোলাপটা। 🌙🌼"
19/07/2025

"চুপচাপ থেকে অনেক কিছু বলে দেয় এই হলুদ গোলাপটা। 🌙🌼"

"একটু নস্টালজিয়া, একটু শান্তি, আর অনেকটা আমি…"
17/07/2025

"একটু নস্টালজিয়া, একটু শান্তি, আর অনেকটা আমি…"

🌙 "রাতের নরম আলোয় ফুটে থাকা সাদা সৌন্দর্য.....
11/07/2025

🌙 "রাতের নরম আলোয় ফুটে থাকা সাদা সৌন্দর্য.....

“রাঙা রৌদ্রের সোনার ছোঁয়াপশ্চিমগগনে পড়িল,রঙ্গমঞ্চে পড়িল যেনশেষ ধূপের আলো-ছায়া…”        “বিচারক"                     ...
03/07/2025

“রাঙা রৌদ্রের সোনার ছোঁয়া
পশ্চিমগগনে পড়িল,
রঙ্গমঞ্চে পড়িল যেন
শেষ ধূপের আলো-ছায়া…”

“বিচারক"
রবীন্দ্রনাথ ঠাকুর

Good morning
29/03/2025

Good morning

বসন্ত পঞ্চমী 🌸🪕             ১৪৩১💙
07/02/2025

বসন্ত পঞ্চমী 🌸🪕

১৪৩১💙

Address

Khargapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ___m.____i.____s._____shreya_ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category