
08/09/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
ব্রাদারানে ইসলাম। অতি দুঃখের সাথে আপনাদেরকে জানানো হয় যে আজ রাত সম্ভবত একটাই ৮ সেপ্টেম্বর ২০২৫ এ নগরবাড়ি দারুল উলুম আহলে সুন্নাত কারীমিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও ২ নাম্বার মাগুরমারী গোহাটি পাড়া ঈদগাহর ইমাম ও খতিব এবং সু পরিচিত আলিমে দিন ওস্তাদুল আসাতিজা হযরত আল্লামা মাওলানা আহমদ আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
হুজুরের নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইলো সময়টা নির্ধারিত হইলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তায়ালা
আল্লাহর দরবারে দোয়া রইল যে মহান আল্লাহ তাআলা যেন দয়াল নবীজি উসিলাই তিনার জিন্দেগীর গুনা খাতা গুলো মাফ করেন এবং উনার খেদমতে দ্বীনিয়াকে কবুল করেন - উনার ঘরের পরিয়াল ও আত্মীয়-স্বজনকে সবরের জামিলের তৌফিক দান করেন
আমিন আমিন বিওছিলাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সারিকে গম-মোহাম্মদ আবুল কাসেম জামিয়ী