
27/07/2025
কোলাঘাটের সবার পরিচিত ও ভালোবাসার মানুষ অসীম দাস। তাঁর নাম অনুযায়ী তাঁর ভাবনা ও সচেতনতা মূলক কাজের পরিধি অসীম অর্থাৎ যার শেষ নেই। নতুন ভোরের আলো ফোটে দিনের শুরু হয় তেমনি অসীম বাবুর দিন শুরু হয় সবার জন্য নতুন কিছু সৃষ্টি ও ভাবনা নিয়ে। এক কথায় তিনি একজন সাংস্কৃতিক প্রেমী মানুষ। কখনও হাটে বাজারে সচেতনতার বার্তা দেন স্লোগান ও গানের মাধ্যমে বা কখনও গ্রামের ক্লাব সংগঠনের রক্তদান শিবিরে কান পাতলেই শোনা যায় মাইকের আওয়াজে ভেসে আসছে তাঁর রক্তদানে উৎসাহ দানের বার্তা "রক্ত চাই রক্ত আনো রক্ত দাও"।উৎসব থেকে শুরু করে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নুতন কিছু করার বার্তা দিতে দেখা যায়। এই মুহূর্তে বৃক্ষরোপণের উদ্যেশ্যে তাঁর গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে "গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ হাজার প্রাণ" ।তাঁর ভাবনার স্রোত দিকে দিকে ছড়িয়ে পড়েছে এবং সবাইকে পথ চলতে শিখিয়েছে। তাঁর ফেসবুক ওয়ালে সকাল থেকে রাত কোলাঘাটের বিভিন্ন খবরা খবর তুলে ধরেন যা সবারই নজরের মধ্যে। তিনি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত কেউ ডাকেন নকুল দা. কেউবা ডাকেন মেজদা বলে আবার অনেকের প্রিয় অসীম. সবাই যে যা নামে ডাকুক না কেন সবার প্রতি তার ভালোবাসা সীমাহীন।
নতুন কিছু সৃষ্টি ও ভাবনা আসুক আপনার মনে ও প্রাণে।ভালো থাকবেন 🙏 ❤️
লেখায় কিছু ভুল ক্রুটি থাকলে মার্জনা করবেন।
নীচের প্রতিবেদনটি ২৫শে জুলাই এই সময় খবরের কাগজে প্রকাশিত হয়েছে।
#কোলাঘাট