21/05/2025
মানুষ কতটা হতভাগ্য হলে সেই ভ্রুণ দশা থেকে লড়াই করতে হয়! রিয়া দে ঘাটাল বিদ্যাসাগর উচ্চবিদ্যালয়ের ছাত্রী।
উচ্চমাধ্যমিকে ৪৮৬ পেয়ে রাজ্যে দ্বাদশ স্থান অধিকার করা মেয়েটির হয়তো পড়াশোনার এখানেই ইতি।
ওর যখন বয়স সাত মাস ( মাতৃগর্ভে) তখন ওর বাবা মারা যায়। শিশুটি ভূমিষ্ট হল প্রায় অভিভাবকহীন হয়ে...
মা পুনরায় বিবাহ করলেন কিন্তু অভাগী রিয়াকে তাঁর নতুন সংসারে রাখলেন না। মামা দাদু আর মামা দিদার কাছে মানুষ মেয়েটি। দাদু ছোট্ট চা এর দোকান ছিল। সেই থেকেই দিন গুজরান আর পড়াশোনা। কঠিন লড়াই ছিল। কিন্তু তবুও চলছিল।
তিন সপ্তাহ আগে দাদু চলে গেলেন। মানুষটা নাতনির রেজাল্ট দেখেও যেতে পারলেন না। কিন্তু তার চেয়েও কঠিন কথা, এরকম একটা সম্ভাবনার কী তবে এখানেই অপমৃত্যু!
আমার বন্ধুবৃত্তে থাকা Chinmay Adak ওকে পড়িয়েছেন। যতোটুকু সম্ভব করা যায় করেছেন ও করবেন। কিন্তু সামনে বিপুল খরচ। একা বা কয়েকজনের পক্ষে সম্ভব নয়। আমরা সবাই যদি দশ-বিশ টাকাও ওকে তুলে দিতে পারি। আগামী দিনে পড়াশুনা চালিয়ে যেতে পারে।
📌📌রিয়ার ইচ্ছা ইংরাজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন।
চিন্ময়ের তরফে প্রাপ্ত ব্যাঙ্ক ডিটেইলসটি দিলাম, ছবি রইল নিচে-
Riya Dey
C/o - Sukumar Dey
SBI, Ghatal Branch
Account no: 36886478652
IFS: SBIN0000228
From Bankura Unplugged