Nil Digante

Nil Digante Digital Creator.

09/06/2025
07/06/2025
23/05/2025
23/05/2025
21/05/2025

মানুষ কতটা হতভাগ্য হলে সেই ভ্রুণ দশা থেকে লড়াই করতে হয়! রিয়া দে ঘাটাল বিদ্যাসাগর উচ্চবিদ্যালয়ের ছাত্রী।
উচ্চমাধ্যমিকে ৪৮৬ পেয়ে রাজ্যে দ্বাদশ স্থান অধিকার করা মেয়েটির হয়তো পড়াশোনার এখানেই ইতি।

ওর যখন বয়স সাত মাস ( মাতৃগর্ভে) তখন ওর বাবা মারা যায়। শিশুটি ভূমিষ্ট হল প্রায় অভিভাবকহীন হয়ে...

মা পুনরায় বিবাহ করলেন কিন্তু অভাগী রিয়াকে তাঁর নতুন সংসারে রাখলেন না। মামা দাদু আর মামা দিদার কাছে মানুষ মেয়েটি। দাদু ছোট্ট চা এর দোকান ছিল। সেই থেকেই দিন গুজরান আর পড়াশোনা। কঠিন লড়াই ছিল। কিন্তু তবুও চলছিল।
তিন সপ্তাহ আগে দাদু চলে গেলেন। মানুষটা নাতনির রেজাল্ট দেখেও যেতে পারলেন না। কিন্তু তার চেয়েও কঠিন কথা, এরকম একটা সম্ভাবনার কী তবে এখানেই অপমৃত্যু!

আমার বন্ধুবৃত্তে থাকা Chinmay Adak ওকে পড়িয়েছেন। যতোটুকু সম্ভব করা যায় করেছেন ও করবেন। কিন্তু সামনে বিপুল খরচ। একা বা কয়েকজনের পক্ষে সম্ভব নয়। আমরা সবাই যদি দশ-বিশ টাকাও ওকে তুলে দিতে পারি। আগামী দিনে পড়াশুনা চালিয়ে যেতে পারে।

📌📌রিয়ার ইচ্ছা ইংরাজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন।

চিন্ময়ের তরফে প্রাপ্ত ব্যাঙ্ক ডিটেইলসটি দিলাম, ছবি রইল নিচে-
Riya Dey
C/o - Sukumar Dey
SBI, Ghatal Branch
Account no: 36886478652
IFS: SBIN0000228

From Bankura Unplugged

03/05/2025
02/05/2025

যারা মাধ্যমিক এ ভালো রেজাল্ট করেছো তাদের অনেক শুভেচ্ছা। আর যারা মোটামুটি করেছো আশাতীত হয়নি তারা মন খারাপ করো না আর অনেক সুযোগ আছে ভালো হবে। আর যারা একদম ই ভালো করনি হয়তো অনেক চেষ্টার পরেও তাদের বলি চেষ্টার দাম তুমি ঠিক পাবে ,হতাশ হয়ো না,ওপরে একজন আছে দেখছে। আর যারা রেজাল্ট নিয়ে ভাবছোই না পাস করলাম না ফেল করলাম,তাদের বলছি এখন হেসে নাও পরে কাঁদতে হবে। 😊👍💕

Address

Kolaghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nil Digante posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share