
02/08/2025
"page"
আজকের দিনে দাঁড়িয়ে এই কথা টা আমরা সবাই জানি, আমি সেই 2012 থেকে এর সাথে যুক্ত তখন 2g mobile এ ও ওই 15kb-20kb এর ফটো আপলোড করতে সারা দিন লেগে যেতো, কখনও কখনও তো 99.9% হওয়ার পরেও failed হয়ে যেতো,, সেসব এখন অতীত, এখন social media থেকে তো E/A/R/N/I/N/G ও হচ্ছে, আমিও টুকিটাকি করছি, এই কিছুদিন হলো এই P/A/G/E টা খুলেছি, সত্যি কথা বলতে একটা P/R/O/F/I/L/E এর থেকে একটা P/A/G/E কে চালনা করা অনেক অনেক গুণ কঠিন, এবং একটা জায়গায় নিয়ে যেতে অনেক অনেক গুণ বেশি সময় লাগে,
তবে সব কিছু বাদ দিয়ে সকাল সকাল এরকম D/A/S/H/B/O/A/R/D দেখলে বিশ্বাস করুন মন টা ভীষণ ভালো হয়ে যায়,,,,,,,,
আর এসব কিছু আপনাদের জন্যই, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য,, আশীর্বাদ করবেন ও ভালোবাসা দেবেন যেন এভাবেই ছোটো ছোটো পথ অতিক্রম করে নিজের স্বপ্নের দিকে এগোতে পারি____❤️🥰