30/09/2023
একটু বড় পোস্ট, ইচ্ছে না হলে স্কিপ করতেও পারেন।
আমাদের ইন্ডিপেন্ডেন্ট কাজ, নিজেদের পকেটের জমানো টাকা খরচ করে চেষ্টা করি কিছু ভালো ছবি বানানোর। আজকাল বড় ব্যানার, লাখ লাখ ফলোয়ারস্ দের নিয়ে সবাই কাজ করছে, আমরা নতুন শিল্পী দের দিয়েই কাজ করাই। আজকাল সবাই বাংলা সিনেমার পাশে দাঁড়ায় ঠিকই, কিন্তু বাস্তব টা আলাদা। কম ফলোয়ার/ কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেল দের পাশে কেউ দাঁড়ায় ও না। কারন টা সোজা, "কি লাভ?"
দেখো ভাই, আমাদের না আছে প্রডিউসার, না আছে ইনফ্লুয়েন্সার, না আছে বড় ব্যানার... যেটা আছে সেটা হলো, ভালো কাজ করার ইচ্ছে, মানুষকে নিজের কাজ দেখানোর তাগিদ। হয়তো অল্পকিছু সান্মানিক এর বিনিময়ে, কিম্বা কোলাবোরেশান এর দ্বারা, অথবা ভালোবেসে আজকাল কিছু মানুষ এগিয়ে এসেছেন একসাথে কাজ করতে।
আগেও বলেছি, এই ইন্ডিপেন্ডেন্ট "ভালো" কাজের বাজারে যে বা যারা চাও যোগ দিতে পারো, কথা দিচ্ছি, DMP originals এ কাজ হচ্ছে, হবেও। সকলে মিলে চেষ্টা করছি সবাই মিলে দেখা যাবে এমন কিছু সাব্জেক্ট নিয়ে, গল্প নিয়ে ছবি তৈরী করার।
যাই হোক, বলছি #চুরমুর আসছে.. আজকাল সমস্ত সংসারের প্রতিদিন ঘটে চলা রোজনামচা নিয়ে. অনেক ধন্যবাদ Rays Of Joy ও জয় কে তাঁর অনুষ্ঠানে চুরমুর কে আমন্ত্রন জানানোর জন্য।