বাংলার খবর

  • Home
  • বাংলার খবর

বাংলার খবর মজার সব খবর পেতে আমাদের পেজটি ঘুরে আসুন

24/06/2025

স্কুলে এসেছে মা বলেছে বলে... কিন্তু তার স্কুলে ভালো লাগে না .... সব প্রশ্নের উত্তর যেন ঠোঁটের ডগায়... পড়াশুনার বাইরে এই সুন্দর কথপোকথনের দৃশ্য সকলের মন কাড়বে ❤️

05/05/2025

বৌ মানে বোমা .... বিবাহের অর্থ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। একটু মনোযোগ দিয়ে দেখুন ভালো থাকুন সঙ্গে থাকুন।

10/04/2025

মারলে পেটে লাথি,
শিক্ষক মেরে বাড়ল কত
তোমার বুকের ছাতি?

তোমার ছেলে স্কুলে যায়,তোমার মেয়েও পড়ে, মনে রেখো শিক্ষকরাই মেরুদণ্ড গড়ে।

তুমিও তো শিখেছিলে শিক্ষকেরই কাছে,
সবটা বুঝি ঝুটা ছিল, ষোল আনাই মিছে?

প্রাপ্য নিয়ে সবাই নীরব ধুলোয় লুটায় শিক্ষা, গুরু যে দেশে লাথি খায় তার ভবিষ্যৎ ভিক্ষা...

03/04/2025

26K বাতিল
যোগ্যারাও আজ বঞ্চিতদের সাথে রাস্তায়। শুধু সময়ের পরিহাস...

07/02/2025

হরে কৃষ্ণ গানের সথে তাল মেলালেন স্বয়ং গজরাজ ।


তাদের কী অপরাধ আছে, তারা জানে না। একসময় রাত জেগে বই পড়েছে আর এখন এত বছর চাকরি করে রাত জেগে রাজপথের ফুটপাথে জীবনে ন্যায...
30/12/2024

তাদের কী অপরাধ আছে, তারা জানে না। একসময় রাত জেগে বই পড়েছে আর এখন এত বছর চাকরি করে রাত জেগে রাজপথের ফুটপাথে জীবনে ন্যায় বিচার পাওয়ার জন্য পড়েছে। এক ভয়াবহ দুশ্চিন্তা নিয়ে দিন কাটছে। এই নিদারুণ ঠান্ডায় খোলা আকাশের নিচে শত শত শিক্ষক ও ছাত্রদের স্বপ্ন শুয়ে আছে। প্রভু যেন তাদের প্রতি কৃপা করে এবং এই দিনটি যেন তাড়াতাড়ি শেষ হয়।

নট আউটকে যশস্বীকে আউট ঘোষণা, কাঠগড়ায় বাংলাদেশি আম্পায়ারবিস্তারিত কমেন্টে👇
30/12/2024

নট আউটকে যশস্বীকে আউট ঘোষণা, কাঠগড়ায় বাংলাদেশি আম্পায়ার
বিস্তারিত কমেন্টে👇

রিষভ পন্থের উইকেট নেওয়ার পর ট্র্যাভিস হেডের অভিনব সেলিব্রেশন 🤔👀
30/12/2024

রিষভ পন্থের উইকেট নেওয়ার পর ট্র্যাভিস হেডের অভিনব সেলিব্রেশন 🤔👀

30/12/2024

বাঁকুড়ার বাঘিনীকে খাঁচায় ভরার দৃশ্য...

বাংলার রঞ্জি ক্রিকেট দলে কাঞ্চনপুরের মেয়ে পরমা মন্ডল। আগামীর জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।   #বাকুড়া            ...
28/12/2024

বাংলার রঞ্জি ক্রিকেট দলে কাঞ্চনপুরের মেয়ে পরমা মন্ডল। আগামীর জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

#বাকুড়া

কিসের অহংকার...কিসের এতো Show off ??!!.......দূরত্ব তো মাত্র কয়েক বছরের 🙂
21/12/2024

কিসের অহংকার...কিসের এতো Show off ??!!.......দূরত্ব তো মাত্র কয়েক বছরের 🙂

এই বর্ষায় বেড়াতে যাবেন ভাবছেন তাহলে শেয়ার করে রাখুন নিজের টাইম লাইনে।পশ্চিমবঙ্গের সবকটি জেলার সেরা পর্যটন কেন্দ্রগুলি...
01/08/2024

এই বর্ষায় বেড়াতে যাবেন ভাবছেন তাহলে শেয়ার করে রাখুন নিজের টাইম লাইনে।

পশ্চিমবঙ্গের সবকটি জেলার সেরা পর্যটন কেন্দ্রগুলি একঝলকে:

দার্জিলিংঃ দার্জিলিং হল এই রাজ্যের সর্বপ্রধান পর্যটন কেন্দ্র ও শৈল শহর, হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য , অসংখ্য ঝোরা , আরামদায়ক জলবায়ু , বাতাসিয়া লুপ , টয় ট্রেন , টি গার্ডেন , টাইগার হিল , রক গার্ডেন , চিড়িয়াখানা , রোপওয়ে ইত্যাদি দ্রষ্টব্য স্থান।

কার্শিয়াংঃ একটি শৈল শহর , অর্কিড , কাঞ্চনজঙ্ঘা।
মিরিকঃ শৈল শহর , উপত্যকার জন্যে বিখ্যাত।
ঘুমঃ বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন

পেডংঃ এর অর্থ- ফার গাছের দেশ, কাঞ্চনজঙ্ঘা।
কলিংপঙঃ কলিংপঙ - শৈল শহর , চা বাগান , বৌদ্ধ স্তূপ ।
এছাড়া আছে সান্দাকফু , ফালুট , মংপু , লাভা , লোলেগাঁও, পেসক, তাকদা, তিনচুলে।

জলপাইগুড়িঃ গরুমারা , চাপরামারী ( জাতীয় উদ্যান , হাতি ), চালসা , লাটাগুড়ি , মূর্তি , ডুয়ার্স ( অভয়ারণ্য , চা বাগিচা )।

আলিপুরদুয়ারঃ জলদাপাড়া , হাসিমারা ( অভয়ারণ্য , এক শৃঙ্গ গণ্ডার ), বক্সা , জয়ন্তী ( পাহাড় , চুনাপাথরের গুহা ,ব্যাঘ্র প্রকল্প )।

কোচবিহারঃ কোচবিহার ( রাজবাড়ী , রসিক বিল পাখিরালয় , মদন মোহন মন্দির ,রাস মেলা ) ।

উত্তর দিনাজপুরঃ কুলিক ( এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় ) ।

দক্ষিণ দিনাজপুরঃ বালুরঘাট ( মহিপাল দীঘি , তপন দীঘি ), বান গড় ( স্থাপত্য কলা )।

মালদহঃ গৌড় , ইংরেজ বাজার ( আদিনা , কুতুবসাহি , একলাখি মসজিদ , ফিরোজ মিনার ) ।

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ - ঐতিহাসিক হাজার দুয়ারী , ইমামবাড়া, মতিঝিল , কাটরা মসজিদ , খোশবাগ ) । কর্ণসুবর্ণ ( বৌদ্ধ বিহার )। ফারাক্কা ( ব্যারেজ )। কাসিমবাজার ( রাজবাড়ি )। সৈয়দাবাদ ( আর্মেনিয়ান গির্জা )। বহরমপুর , জিয়াগঞ্জ।

বীরভূমঃ শান্তিনিকেতন ( কবিগুরুর পাঠভবন )। ম্যাসেঞ্জার , তিলপাড়া ( জলাধার )। দুবরাজপুর ( মামা ভাগ্নে পাহাড় )। বক্রেশ্বর (উষ্ণ প্রস্রবণ )। তারাপীঠ ( কালী মন্দির )। কেঁদুলি ( কবি জয়দেবের জন্মস্থান )। নানুর ( কবি চন্ডীদাসের জন্মস্থান )।

পূর্ব বর্ধমানঃ বর্ধমান ( রাজবাড়ি , কৃষ্ণ সায়র )। কাটোয়া ( পাণ্ডু রাজার ঢিবি )।

পশ্চিম বর্ধমানঃ দুর্গাপুর ( ব্যারেজ , স্টিল প্লান্ট )। মাইথন ( জলাধার )। আসানসোল ( শিল্প )। রানীগঞ্জ ( কয়লাখনি )। চুরুলিয়া কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান।

হুগলিঃ কামারপুকুর ( রামকৃষ্ণ দেবের জন্মস্থান )। তারকেশ্বর ( বাবা তারকনাথের মন্দির )। ব্যান্ডেল ( চার্চ )। হুগলি ( ইমামবাড়া )। ফুরফুরা শরিফ ( মসজিদ )। চন্দননগর ( ফরাসী কলোনি )। শ্রীরামপুর ( রাধাবল্লভের মন্দির )। বাঁশবেড়িয়া , সবুজদীপ , চুঁচুড়া । খানাকুলের রাধানগরে রাজা রামমোহন রায়ের জন্ম ভিটে।

পুরুলিয়াঃ অযোধ্যা , বাগমুন্ডি , পাহাড় , ঝর্না , জঙ্গল । পুরুলিয়া ( সাহেব বাঁধ )। পাঞ্চেত ( জলাধার )।

বাঁকুড়াঃ বিষ্ণুপুর ( টেরাকোটা কাজ , মদনমোহন মন্দির , রাসমঞ্চ )। মুকুটমণিপুর ( জলাধার )।শুশুনিয়া , বিহারীনাথ ( পাহাড় )। জয়রাম বাটি ( সারদা দেবীর জন্মস্থান )। ঝিলিমিলি , রানিবাঁধ ( অরণ্য )। বাঁকুড়া ( টেরাকোটা , ডোকরার কাজ )। জয়পুর ফরেস্ট।

পশ্চিম মেদিনীপুরঃ গনগনি। মেদিনীপুর ( জোড়া মসজিদ )। খড়গপুর ( রেল শহর )। বীরসিংহ ( বিদ্যাসাগরের জন্মস্থান )।

ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম ( রাজবাড়ি )। লোধাশুলি , হাতিবাড়ি, আরাবাড়ি ( জঙ্গল )। বেলপাহাড়ি ( পাহাড় )।

পূর্ব মেদিনীপুরঃ দীঘা , মন্দারমনি , শংকরপুর , তাজপুর ( সমুদ্র সৈকত)। তমলুক ( বর্গভীমা মন্দির )। মহিষাদল ( রাজবাড়ি )।

নদিয়াঃ নবদ্বীপ ( চৈতন্যদেবের জন্মস্থান )। মায়াপুর ( ইসকনের চন্দ্রোদয় মন্দির )। কৃষ্ণনগর ( রাজবাড়ি )। ফুলিয়া ( কবি কৃত্তিবাসের জন্মস্থান )। পলাশী ( ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র )। বেথুয়াডহরি (অভয়ারণ্য)। শান্তিপুর , কল্যাণী । কল্যাণী সতীমার মেলা। মদনপুর বিরোহি রোডে মদন গোপালের মন্দির। কল্যাণী কুলিয়া পাঠের মেলা

উত্তর 24 পরগনাঃ দক্ষিণেশ্বর ( কালী মন্দির )। ব্যারাকপুর ( গান্ধী ঘাট , মঙ্গলপান্ডের স্মৃতি সৌধ )। চন্দ্রকেতুগড় ( প্রত্নতাত্ত্বিক নিদর্শন )। হালিশহর ( রামপ্রসাদের জন্মস্থান , নিগমানন্দ আশ্রম )। নৈহাটি ( বঙ্কিমচন্দ্রের জন্মস্থান ), পারমাদান অভয়ারণ্য ।উত্তর চব্বিশ পরগনার টাকী, চাকলা ধাম, পেট্রাপোল সীমান্ত, হাসনাবাদ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, চারুলিয়ায় দীনবন্ধু মিত্রের বাড়ি, নৈহাটির বড়ো মা,

দক্ষিণ 24 পরগনাঃ সুন্দরবন ( ম্যানগ্রোভ অরণ্য , জাতীয় উদ্যান , ওয়ার্ল্ড হেরিটেজ সাইট , সজনেখালি-পাখিরালয় , ভগবতীপুর-কুমির প্রকল্প , নেতাধোপানি- বাঘপ্রকল্প , কলস দ্বীপ , কাকদ্বীপ , পিয়ালি )। বকখালি ( সমুদ্র সৈকত )। গঙ্গাসাগর ( কপিল মুনির আশ্রম )। ঘুটিয়ারি শরিফ ( মসজিদ )। ডায়মন্ড হারবার ।

হাওড়া : বেলুড় ( মঠ )। শিবপুর ( বোটানিক্যাল গার্ডেন )। হাওড়া ( বিশ্বের বৃহত্তম রেল স্টেশন , রবীন্দ্র সেতু , বিদ্যাসাগর সেতু )। গড়চুমুক ( হরিণ প্রকল্প )। আমতা ( মেলাই চন্ডী মন্দির )। গাদিয়াড়া , পানিত্রাস , মাকরদহ , কাসুন্দিয়া।

কলকাতাঃ কলকাতা ( ভিক্টোরিয়া মেমোরিয়াল , জাদুঘর , জাতীয় গ্রন্থাগার , বিড়লা প্ল্যানেটোরিয়াম , সায়েন্স সিটি , চিড়িয়াখানা , ঠাকুরবাড়ি , কালীঘাট মন্দির , বিড়লা মন্দির , রবীন্দ্র সরোবর , নিক্কো পার্ক , ইডেন গার্ডেন )।

সংগৃহীত

#জঙ্গলমহল #বাঁকুড়া #বাংলারখবর

Address


Alerts

Be the first to know and let us send you an email when বাংলার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলার খবর:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share