সংগ্রামী শ্রমিক - Sangrami Shramik

  • Home
  • India
  • KOLKATA
  • সংগ্রামী শ্রমিক - Sangrami Shramik

সংগ্রামী শ্রমিক - Sangrami Shramik Official Page of the Bengali Organ of AIUTUC 'সংগ্রামী শ্রমিক'

ওড়িশায় আটক নদীয়ার কালিগঞ্জ ব্লক অন্তর্গত ২৭পরিযায়ী শ্রমিকের মুক্তি,দূর্গত পরিবারগুলিকে আর্থিক সহায়তা ও পরিযায়ী শ্রমিকদে...
11/07/2025

ওড়িশায় আটক নদীয়ার কালিগঞ্জ ব্লক অন্তর্গত ২৭পরিযায়ী শ্রমিকের মুক্তি,দূর্গত পরিবারগুলিকে আর্থিক সহায়তা ও পরিযায়ী শ্রমিকদের সরকারী পরিচয়পত্র প্রদান সহ নানা দাবিতে AIUTUC অনুমোদিত অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ারকার্স অ্যাসোসিয়েশনের নদীয়া জেলা কমিটির উদ্যোগে কালিগঞ্জ বিডিও ডেপুটেশন, ১১জুলাই।

11/07/2025

গত ৯ জুলাই ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির ডাকে সাধারণ ধর্মঘটে সারা ভারতবর্ষের আশা কর্মীদের সাথে এ রাজ্যেও সমস্ত জেলায় হাজার হাজার আশা কর্মী তাদের নিজস্ব দাবি-দাওয়া নিয়ে এই ধর্মঘটে শামিল হন। মিশন ডিরেক্টর, এন আর এইচ এম কে চিঠি দিয়ে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি মেনে জরুরী কালীন পরিষেবা চালু রেখেই সামিল হয়েছে।সাধারণভাবে সমস্ত জেলার আধিকারিকরা আশা কর্মীদের এই বঞ্চনাকে অত্যন্ত মানবিকতার সাথে দেখে থাকেন। কিন্তু গত ৯ তারিখ ধর্মঘটের সময় শেষ না হতেই মেদিনীপুর জেলার চন্দ্রকোনা- ২ ব্লকের বি এম ও এইচ ওই ব্লকের সমস্ত আশা কর্মীদের শোকজ চিঠি দেন। শুধু তাই নয় পরদিন থেকে দফায় দফায় কিছু কিছু কর্মীকে ডেকে ভয় দেখিয়ে কোনদিন যাতে আন্দোলন না করে এরকম নিজের সুবিধা মত বয়ান লেখান। এর প্রতিবাদে মেদিনীপুর জেলা সিএমওএইচ এর কাছে জেলা এ আই ইউ টি ইউ সির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়, এবং আজ এর প্রতিবাদে ব্লকের সমস্ত আশা কর্মীরা ব্লক হাসপাতাল শামিল হন। বি এম ও এইচ কে ঘেরাও এবং ডেপুটেশন দেওয়া হয়। অবশেষে একটি কাগজের মধ্যে সমস্ত কর্মীদের স্বাক্ষর নিয়ে দাবি আদায়ের সমস্ত আন্দোলনে থেকেই কাজ করব এবং আন্দোলন করবো এই মর্মে শোকজ এর লিখিত জবাব দেওয়া হয়েছে। এই সাথে ব্লকের আরো বেশ কিছু সমস্যার সমাধান করতে বাধ্য হয়েছেন। রাজ্য জুড়ে কোন জায়গায় এরকম ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে চন্দ্রকোনা -২ ব্লকের সমস্ত আশা কর্মীরা প্রতিবাদের যে দৃঢ়তা ও সংগ্রামী তেজ দেখিয়েছে তা অনবদ্য। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সভানেত্রী কৃষ্ণা প্রধান, সম্পাদিকা ইসমত আরা খাতুন, রাজ্য সদস্য নমিতা মহেশ এবং এ আই ইউ টি ইউ সি জেলা সম্পাদক দীনেশ মেইকাপ।

সাধারণ ধর্মঘটে বিনা প্ররোচনায় AIUTUC কোচবিহার জেলা জুড়ে ৭১ জন কর্মী গ্রেপ্তার, গুরুতর আহত ৩, আহত আরও ১১ জনশান্তিপূর্ণ ...
10/07/2025

সাধারণ ধর্মঘটে বিনা প্ররোচনায় AIUTUC কোচবিহার জেলা জুড়ে ৭১ জন কর্মী গ্রেপ্তার, গুরুতর আহত ৩, আহত আরও ১১ জন

শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আন্দোলনকারীদের উপর নিশংস অত্যাচার চালায় তার খন্ড চিত্র নিচে রইল।


১৭ দফা দাবিতে দেশব্যাপী সফল  সাধারণ ধর্মঘট। অন্যান্য রাজ্যের সাথে আমাদের রাজ্যে সর্বাত্মক সফল ধর্মঘট পালন হল। ধর্মঘট ভাঙ...
09/07/2025

১৭ দফা দাবিতে দেশব্যাপী সফল সাধারণ ধর্মঘট। অন্যান্য রাজ্যের সাথে আমাদের রাজ্যে সর্বাত্মক সফল ধর্মঘট পালন হল। ধর্মঘট ভাঙ্গতে রাজ্যের বিভিন্ন জেলা পুলিশ প্রসাশনের সাথে তৃণমূলের দুষ্কৃতিরা আক্রমণ চালাই। ৮৮ জন এ আই ইউ টি ইউ সি কর্মীকে পুলিশ বিনা প্ররোচনায় গ্রেফতার করে। ও ১৪ জন কর্মী আক্রান্ত হয়। ধর্মঘট সফল করার জন্য শ্রমিক কৃষক সহ সমস্ত অংশের জনগণকে অভিনন্দন AIUTUC পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষে।


09/07/2025

এ আই টি ইউ সি অনুমোদিত আশা কর্মী ইউনিয়ন আজ ধর্মঘটের সমর্থনে কাকদ্বীপ চৌরাস্তা মোড়ে দীর্ঘক্ষণ অবরোধ করে। প্রায় তিন শতাধিক আশা কর্মী এই অবরোধ এ উপস্থিত ছিলেন। নেতৃত্ব দেন কাকদ্বীপ সাংগঠনিক জেলার এ আই টি ইউ সি র সংগঠক গঙ্গেশ পাত্র।এছাড়া দক্ষিণবঙ্গ সুন্দরবন মৎসজীবী এবং মৎস কর্মচারী ইউনিয়ন এর পক্ষ থেকে পাথর প্রতিমার রামগঙ্গা রোডে যশোদা মোড়ে পিকেটিং করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি পবিত্র মাইতি।

সাধারণ ধর্মঘটে বিনা প্ররোচনায় AIUTUC কোচবিহার জেলা সম্পাদক নেপাল মিত্র সহ জেলা জুড়ে ৭১ জন কর্মী গ্রেপ্তার, গুরুতর আহত ...
09/07/2025

সাধারণ ধর্মঘটে বিনা প্ররোচনায় AIUTUC কোচবিহার জেলা সম্পাদক নেপাল মিত্র সহ জেলা জুড়ে ৭১ জন কর্মী গ্রেপ্তার, গুরুতর আহত ৩, আহত আরও ১১ জন

৯জুলাই,২০২৫ কোচবিহার: ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশনসমূহের ডাকে আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘট । আজ কোচবিহার জেলায় শ্রমিক মেহনতী মানুষ সহ জনসাধারণের সহযোগিতায় সাধারণ ধর্মঘট সর্বাত্মকভাবে সফল হল। আপামর জনসাধারণকে সংগ্রামী অভিনন্দন। শ্রমিক স্বার্থ বিরোধী চারটি শ্রমকোড বাতিল, সমস্ত বন্ধ কলকারখানা খোলা, সকল বেকারের কাজ, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারীকরণ বন্ধ করা, কৃষকের ফসলের লাভজনক সহায়ক মূল্য ঘোষণার দাবি সহ ১৭ দফা দাবিতে আজকের ধর্মঘটে মিছিল চলাকালীন বিনা প্ররোচনায় রাজ্য সরকারের পুলিশ আক্রমণ করে এবং AIUTUC জেলা সম্পাদক নেপাল মিত্র সহ জেলা জুড়ে ৭১ জন কর্মী সমর্থক টেনে হিঁচড়ে চূড়ান্ত অগণতান্ত্রিক পদ্ধতিতে গ্রেফতার করে। ৩ জন গুরুতর আহত ও আরো ১১ জন আহত হয়েছেন।
কোচবিহার শহরে বাজার দোকান সহ বেসরকারি পরিবহন সমস্ত কিছু বন্ধ, জোর করে সরকারি কিছু বাস চালালেও যাত্রীসংখ্যা শূন্য, অফিস আদালতগুলোতেও বাস্তবে কর্মচারীদের উপস্থিতিও সামান্য এবং কাজকর্মের জন্য কোন লোক আসে নাই।।
কোচবিহার শহরে মিছিল থেকে পুলিশ বিনা প্ররোচনায় গ্রেপ্তার করেন ৩৪ জনকে, দিনহাটায় গ্রেপ্তার ৩০ জন ও তুফানগঞ্জে ৭ জন গ্রেপ্তার হন। তুফানগঞ্জে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা AIUTUC নেতা অর্জুন বর্মন কে পিছন থেকে এসে আক্রমণ করে ।
জেলা জুড়ে ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার জন্য একদিকে আপামর জনসাধারণকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই অন্যদিকে যারা বিনা প্ররোচনায় আমাদের কর্মীদের উপর আক্রমণ এবং যে অগণতান্ত্রিক পদ্ধতিতে গ্রেফতার করেছে এই ঘটনাকেও ধিক্কার জানাই।।

ধর্মঘট সফল করতে AIUTUC সহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
09/07/2025

ধর্মঘট সফল করতে AIUTUC সহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

09/07/2025

দিনহাটায় পুলিশের ধ্বস্তাধ্বস্তি এবং ২৯ জন কর্মী গ্রেফতার।

09/07/2025

এ জে সি বোস রোডে পিকেটিং AIUTUC কর্মীদের।

09/07/2025

১০ টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের যৌথ মিছিল কলকাতার এ জে সি বোস রোডে।

রাজ্যজুড়ে সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে ব্যাংক ধর্মঘট চলছে।
09/07/2025

রাজ্যজুড়ে সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে ব্যাংক ধর্মঘট চলছে।


Address

Kolkata

Telephone

+918777257731

Website

Alerts

Be the first to know and let us send you an email when সংগ্রামী শ্রমিক - Sangrami Shramik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংগ্রামী শ্রমিক - Sangrami Shramik:

Share

Category