09/07/2025
সাধারণ ধর্মঘটে বিনা প্ররোচনায় AIUTUC কোচবিহার জেলা সম্পাদক নেপাল মিত্র সহ জেলা জুড়ে ৭১ জন কর্মী গ্রেপ্তার, গুরুতর আহত ৩, আহত আরও ১১ জন
৯জুলাই,২০২৫ কোচবিহার: ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশনসমূহের ডাকে আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘট । আজ কোচবিহার জেলায় শ্রমিক মেহনতী মানুষ সহ জনসাধারণের সহযোগিতায় সাধারণ ধর্মঘট সর্বাত্মকভাবে সফল হল। আপামর জনসাধারণকে সংগ্রামী অভিনন্দন। শ্রমিক স্বার্থ বিরোধী চারটি শ্রমকোড বাতিল, সমস্ত বন্ধ কলকারখানা খোলা, সকল বেকারের কাজ, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারীকরণ বন্ধ করা, কৃষকের ফসলের লাভজনক সহায়ক মূল্য ঘোষণার দাবি সহ ১৭ দফা দাবিতে আজকের ধর্মঘটে মিছিল চলাকালীন বিনা প্ররোচনায় রাজ্য সরকারের পুলিশ আক্রমণ করে এবং AIUTUC জেলা সম্পাদক নেপাল মিত্র সহ জেলা জুড়ে ৭১ জন কর্মী সমর্থক টেনে হিঁচড়ে চূড়ান্ত অগণতান্ত্রিক পদ্ধতিতে গ্রেফতার করে। ৩ জন গুরুতর আহত ও আরো ১১ জন আহত হয়েছেন।
কোচবিহার শহরে বাজার দোকান সহ বেসরকারি পরিবহন সমস্ত কিছু বন্ধ, জোর করে সরকারি কিছু বাস চালালেও যাত্রীসংখ্যা শূন্য, অফিস আদালতগুলোতেও বাস্তবে কর্মচারীদের উপস্থিতিও সামান্য এবং কাজকর্মের জন্য কোন লোক আসে নাই।।
কোচবিহার শহরে মিছিল থেকে পুলিশ বিনা প্ররোচনায় গ্রেপ্তার করেন ৩৪ জনকে, দিনহাটায় গ্রেপ্তার ৩০ জন ও তুফানগঞ্জে ৭ জন গ্রেপ্তার হন। তুফানগঞ্জে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা AIUTUC নেতা অর্জুন বর্মন কে পিছন থেকে এসে আক্রমণ করে ।
জেলা জুড়ে ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার জন্য একদিকে আপামর জনসাধারণকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই অন্যদিকে যারা বিনা প্ররোচনায় আমাদের কর্মীদের উপর আক্রমণ এবং যে অগণতান্ত্রিক পদ্ধতিতে গ্রেফতার করেছে এই ঘটনাকেও ধিক্কার জানাই।।