All India United Trade Union Centre - West Bengal

All India United Trade Union Centre - West Bengal Official Page of the AIUTUC

১০ নভেম্বর ২০২৫ শ্রমিক বিক্ষোভ সমাবেশ। শ্রমিক স্বার্থবিরোধী ৪টি শ্রম কোড বাতিল, সমস্ত শ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপত্তা, আ...
24/10/2025

১০ নভেম্বর ২০২৫ শ্রমিক বিক্ষোভ সমাবেশ।
শ্রমিক স্বার্থবিরোধী ৪টি শ্রম কোড বাতিল, সমস্ত শ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপত্তা, আশা-অঙ্গনওয়াড়ী-মিড-ডে মিল-পৌর স্বাস্থ্য কর্মীদের বেতন বৃদ্ধি, মোটরভ্যান-টোটো-বাইকট্যাক্সি চালকদের পরিবহন কর্মীর স্বীকৃতি দিয়ে সামাজিক সুরক্ষা প্রদান, জুট-চা শিল্পের শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি সহ ৩৩ দফা দাবিতে শ্রমিক আন্দোলন সফল করতে শ্রমিক সমাবেশ ও বিভিন্ন দপ্তরে ডেপুটেশন।
ি_ইউ_সি
#পশ্চিমবঙ্গ_রাজ্য_কমিটি

শ্রমিক সংগঠন AIUTUC ডাকে আগামী 10 নভেম্বর'25 শহীদ মিনারে শ্রমিক সমাবেশ ও বিভিন্ন দপ্তরে ডেপুটেশন।  ুন_১০_নভে_বিক্ষোভ_সমা...
23/10/2025

শ্রমিক সংগঠন AIUTUC ডাকে আগামী 10 নভেম্বর'25 শহীদ মিনারে শ্রমিক সমাবেশ ও বিভিন্ন দপ্তরে ডেপুটেশন।
ুন_১০_নভে_বিক্ষোভ_সমাবেশ
ি_ইউ_সি

মাসিক ২১ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে গতকাল কেরালায় আশা কর্মীদের মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে পুলিশি নির্যাতনের প্রতি...
23/10/2025

মাসিক ২১ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে গতকাল কেরালায় আশা কর্মীদের মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ আন্দোলনের ২৫৭ দিনে প্রতিবাদ বিক্ষোভ।

২২ অক্টোবর ২০২৫, কোচবিহার সাগরদিঘী চত্বরে অবস্থিত রিজিওনাল ম্যানেজারের কাছে AIUTUC অনুমোদিত কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্ল...
23/10/2025

২২ অক্টোবর ২০২৫, কোচবিহার সাগরদিঘী চত্বরে অবস্থিত রিজিওনাল ম্যানেজারের কাছে AIUTUC অনুমোদিত কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়ীজ ইউনিটি ফোরামের পক্ষ থেকে অন্যায়ভাবে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জোরপূর্বক বদলি, অন্যায়ভাবে নির্দিষ্ট আট ঘন্টার বেশি খাটানোর প্রতিবাদ সহ চার দফা দাবীতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রিজিওনাল ম্যানেজার আশ্বাস দেন তাদের উর্দ্ধতন আধিকারিকের সঙ্গে এই বিষয়ে পরামর্শের ভিত্তিতে অতিদ্রুত সমস্যার সমাধান করবেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন AIUTUC 'র কোচবিহার জেলা কমিটির সম্পাদক নেপাল মিত্র, সহ সভাপতি বিপুল ঘোষ, কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়ীজ ইউনিটি ফোরামের নেতৃত্ব মণিলাল রবীদাস, হামিদুল ইসলাম প্রমুখ।

 #কেরালা_পুলিশকে_ধিক্কারমাসিক ২১ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে কেরালায় আশা কর্মীদের মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান। কয়েক...
22/10/2025

#কেরালা_পুলিশকে_ধিক্কার

মাসিক ২১ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে কেরালায় আশা কর্মীদের মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান।

কয়েক হাজার আশা কর্মীদের বিক্ষোভ মিছিলে পুলিশ নির্মমভাবে অত্যাচার করে এবং জল কামান দিয়ে আন্দোলনকে প্রতিহত করা চেষ্টা করে।

আন্দোলনরতা আশা কর্মীদের ওপরে পুলিশ গাড়ি চাপিয়ে মারার চেষ্টা করে।

কেরালা পুলিশকে ধিক্কার

কেরালায় আশা কর্মীদের মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানপুলিশের বর্বরিত অত্যাচার
22/10/2025

কেরালায় আশা কর্মীদের মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান
পুলিশের বর্বরিত অত্যাচার

22/10/2025

কেরালায় আশা কর্মীদের মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান
পুলিশের বর্বরিত অত্যাচার

• শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল, • সংগঠিত অসংগঠিত স্কিম ওয়ার্কারদের ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা এবং কেন্দ্র ও রাজ্য ...
22/10/2025

• শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল,
• সংগঠিত অসংগঠিত স্কিম ওয়ার্কারদের ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতি ও পদক্ষেপ বাতিলসহ ৩৩ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ সমাবেশের সমর্থনে দেওয়াল লিখন।

শহীদ মিনার ময়দান
১০ নভেম্বর ২০২৫
বেলা ১ টা

All India United Trade Union Centre - West Bengal All India United Trade Union Centre All India Committee

• শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল, • সংগঠিত অসংগঠিত স্কিম ওয়ার্কারদের ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা এবং কেন্দ্র ও রাজ্য ...
21/10/2025

• শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল,
• সংগঠিত অসংগঠিত স্কিম ওয়ার্কারদের ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতি ও পদক্ষেপ বাতিলসহ ৩৩ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ সমাবেশের সমর্থনে দেওয়াল লিখন।

শহীদ মিনার ময়দান
১০ নভেম্বর ২০২৫
বেলা ১ টা

আগামী ১০ নভেম্বর কলকাতা শহিদ মিনার ময়দানে শ্রমিক বিক্ষোভ ও সমাবেশ সফল করার লক্ষ্যে শিলিগুড়িতে ব্যাংক এর মিটিং অনুষ্ঠিত...
21/10/2025

আগামী ১০ নভেম্বর কলকাতা শহিদ মিনার ময়দানে শ্রমিক বিক্ষোভ ও সমাবেশ সফল করার লক্ষ্যে শিলিগুড়িতে ব্যাংক এর মিটিং অনুষ্ঠিত হয় ও ব্যাংক এর বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন কমরেড জগন্নাথ রায় মন্ডল (সভাপতি CBEUF WB) ,কমরেড গোপাল দেবনাথ (সহ সাধারণ সম্পাদক CBEUF WB) কমরেড বিজয় লোধ (সহ সভাপতি CBEUF WB) কমরেড গৌর বর্মন- (সম্পাদক দার্জিলিং জেলা কমিটি CBEUF) অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

20/10/2025

ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপারস ইউনিয়নের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনে মোবাইলের দাবি আদায়ের জয়ের জন্য সকল কর্মী সহায়িকাকে জানাই সংগ্রামী অভিনন্দন

মোবাইলের দাবিতে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘ লড়াইয়ের পর আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে আদায় না হলেও শেষ পর্যন্ত সরকার মোবাইলের জন্য ১০০০ টাকা দিতে বাধ্য হল। মোবাইলের টাকা নেয়ার প্রশ্নে দপ্তর কিছু শর্ত আরোপ করেছে এ ব্যাপারে কেন্দ্রীয় নির্দেশিকা ভালো করে আগে জানতে হবে এবং নির্দেশিকা যাই হোক আবার একটি নতুন দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে। সেটা সরকারকে আরো বিপাকে ফেলবে। ইতিমধ্যে EKYC র কাজ না করার কারণে হুগলি জেলার চাপদানি প্রজেক্ট এর ৩০ জন অঙ্গনওয়াড়ি কর্মীর সাম্মানিক বন্ধ করে দিয়েছিল। উৎসবের মধ্যেও মাথা উঁচু করে কর্মীরা লড়াই করেছেন। সংগ্রামী শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি কর্মীদের পাশে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করে CDPO মহাশয়কে অনারিয়াম দিতে বাধ্য করেছেন। এটাও আমাদের আন্দোলনের জয়। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১০ নভেম্বর কলকাতার শহীদ মিনার ময়দানে এ আই ইউ সি র আহ্বানে শহীদ মিনার ময়দানে শ্রমিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে।সমস্ত কর্মীদের বলবো আপনারা সবাই ১০ নভেম্বর কলকাতার রাজপথ ভরিয়ে দিন। ঐদিন আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে ও ডেপুটেশন দেওয়া হবে।

হুগলি জেলার খানাকুলে টোটো চালকদের নিয়ে সভা।১০ই নভেম্বর কলকাতা শহীদ মিনার ময়দানে শ্রমিক সমাবেশ নিয়ে আলোচনা করা হয়।
20/10/2025

হুগলি জেলার খানাকুলে টোটো চালকদের নিয়ে সভা।১০ই নভেম্বর কলকাতা শহীদ মিনার ময়দানে শ্রমিক সমাবেশ নিয়ে আলোচনা করা হয়।

Address

Kolkata

Telephone

+918777257731

Website

Alerts

Be the first to know and let us send you an email when All India United Trade Union Centre - West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All India United Trade Union Centre - West Bengal:

Share

Category