All India United Trade Union Centre - West Bengal

All India United Trade Union Centre - West Bengal Official Page of the Bengali Organ of AIUTUC 'সংগ্রামী শ্রমিক'

01/09/2025

কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী ও মালিক রক্ষাকারী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে এ আই ইউ সি ইউ সির সর্বভারতীয় কমিটির ডাকে ৪ সেপ্টেম্বর দিল্লিতে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভের সমর্থনে এ আই ইউ টি ইউ সি কলকাতা জেলা কমিটি পক্ষ থেকে বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে শ্রমিক বিক্ষোভ ও রাজ্য শ্রম দপ্তরে ডেপুটেশন ।

কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী ও মালিক রক্ষাকারী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে এ আই ইউ সি ইউ সির সর্বভারতীয় কমিটির ডাকে ৪...
01/09/2025

কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী ও মালিক রক্ষাকারী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে এ আই ইউ সি ইউ সির সর্বভারতীয় কমিটির ডাকে ৪ সেপ্টেম্বর দিল্লিতে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভের সমর্থনে এ আই ইউ টি ইউ সি কলকাতা জেলা কমিটি পক্ষ থেকে বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে শ্রমিক বিক্ষোভ ও রাজ্য শ্রম দপ্তরে ডেপুটেশন।

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের বার্ষিক সভা  কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ বিল্ডিংয়ে অনুষ্ঠিত হলো ক্যালকাটা ইউনিভার্...
31/08/2025

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের বার্ষিক সভা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ বিল্ডিংয়ে অনুষ্ঠিত হলো ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়নের সপ্তদশ বার্ষিক সম্মেলন। ২০০৭ সালে বামপন্থার মুখোশধারী সিপিএমের শাসনে নন্দীগ্রাম গণহত্যার প্রতিবাদে গড়ে ওঠা ছাত্র-ছাত্রী শিক্ষা কর্মী যুক্ত মঞ্চ ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়নের জন্মের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। ২০০৯ সালে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন এ আই ইউ টি ইউ সির অনুমোদনে এবং আদর্শে ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়নের রেজিস্ট্রেশন হয়। তারপর দীর্ঘ ১৭ বছর ধারাবাহিক কর্মচারী আন্দোলনের মধ্যে দিয়ে সংগঠনটির ১৭ তম বর্ষের সম্মেলন অনুষ্ঠিত হল। ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়নের এই সম্মেলনে পাঁচটি ক্যাম্পাস থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। সম্মেলনে চারটি কালা শ্রম কোড বাতিল, আরজি করের অভয়ার বিচার, SIR এর নামে ঘুর পথে পুনরায় NRC চালুর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনের প্রতিনিধিরা সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শূন্য পড়ে থাকা হাজার হাজার পদে স্থায়ী কর্মী নিয়োগের পরিবর্তে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগের বিরুদ্ধে আন্দোলনকে জোরদার করার কথা বলেন। সম্প্রতি প্রায় ৭৫০ জন অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি এবং ন্যূনতম মজুরি না দিয়ে অস্থায়ী কর্মীদের নির্মম শোষণের বিষয়টিও আলোচিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সির কলকাতা জেলা সম্পাদক কমরেড আয়েসানুল হক , সভাপতি কমরেড অনিন্দ্য রায় চৌধুরী এবং কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মৃত্যুঞ্জয় রায়। কমরেড অনিন্দ্য রায় চৌধুরী ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়নের ধারাবাহিক সংগ্রামী ভূমিকাকে সংগ্রামী অভিনন্দন জানান এবং শুধুমাত্র নিজস্ব পেশাগত দাবি ছাড়াও এআই ইউ টিইউসির নেতৃত্বে পরিচালিত শ্রমিক শ্রেণীর ওপর মালিক তথা পুঁজিপতিদের ম্যানেজার কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজ্য সরকারগুলির চূড়ান্ত আক্রমণ এবং অধিকার হরনের বিরুদ্ধে গড়ে ওঠা চলমান আন্দোলনে ইউনিয়নের কর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। সম্মেলন শেষে ২০২৫ -২৬ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়।

বার্ষিক সভা থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কমরেড নয়ন রঞ্জন দাস এবং সভাপতি নির্বাচিত হয়েছেন শুভেন্দু মুখার্জি।

২৯|৮|২৫

চটকল শ্রমিকদের কলকাতায় বিশাল সমাবেশ• অবিলম্বে ত্রি-পাক্ষিক চুক্তি সমস্ত চটকলে লাগু করা, চুক্তিমত স্থায়ীকরণ, গ্রেড এন্ড...
30/08/2025

চটকল শ্রমিকদের কলকাতায় বিশাল সমাবেশ

• অবিলম্বে ত্রি-পাক্ষিক চুক্তি সমস্ত চটকলে লাগু করা, চুক্তিমত স্থায়ীকরণ, গ্রেড এন্ড স্কেল চালু করা
• সমস্ত চটকলে আগস্ট মাসের মধ্যে ২০% বোনাস প্রদান,
• চটকলে গেটবাহার ও থ্রেট কালচার বন্ধ,
• শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল সহ বিভিন্ন দাবিতে AIUTUC সহ চটশিল্পের ২১টি ট্রেড ইউনিয়নের ডাকে IJMA দপ্তর অভিযান হয়।

অভিযানের পূর্বে বেঙ্গল চেম্বার অফ কমার্স এর সামনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি রাজ্য সহ সভাপতি ও চটকল আন্দোলনের নেতা কমরেড শান্তি ঘোষ সহ অন্যান্য চটকল শ্রমিকদের রাজ্য নেতৃত্ব।

আগামী ২রা সেপ্টেম্বর অবিলম্বে ত্রিপাক্ষিক চুক্তিকে লাগু করার জন্য চটকল আন্দোলনের নেতৃবৃন্দ শ্রম মন্ত্রী সঙ্গে মিলিত হবেন। এই সিদ্ধান্ত মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয়।

29/08/2025

CHG, TD ও AVD দের মাসিক বেতন ১২০০০ টাকা,
AVD দের দৈনিক মজুরি ৫০০ টাকা ও অবসরকালীন অনুদান পাঁচ লক্ষ টাকা দাবিতে (এ আই ইউ টি ইউ সি অনুমোদিত) ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়ন ও অল বেঙ্গল এভিডি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে নবান্ন অভিযান হয়। রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে সুসজ্জিত মিছিল শুরু হয়ে রানী রাসমণি রোড পর্যন্ত যায় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার কর্মচারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ট্রেড ইউনিয়নের প্রতিনিধি দল রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করেন।

AIUTUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়ন, অল বেঙ্গল এ বি ডি ওয়ার্কার্স ইউনিয়ন এর ডাকে আজকে শতাধিক কর্...
29/08/2025

AIUTUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়ন, অল বেঙ্গল এ বি ডি ওয়ার্কার্স ইউনিয়ন এর ডাকে আজকে শতাধিক কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে কর্মীরা রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে সমবেত হন। সেখান থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশনে প্রতিনিধি পাঠানো হয় । রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এস এন ব্যানার্জী রোড হয়ে বিক্ষোভ মিছিল ধর্মতলায় রানী রাসমনি রোডে পৌঁছালে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

29/08/2025

AIUTUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়ন, অল বেঙ্গল এ বি ডি ওয়ার্কার্স ইউনিয়ন এর ডাকে আজকে শতাধিক কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে কর্মীরা রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে সমবেত হন। সেখান থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশনে প্রতিনিধি পাঠানো হয় । রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এস এন ব্যানার্জী রোড হয়ে বিক্ষোভ মিছিল ধর্মতলায় রানী রাসমনি রোডে পৌঁছালে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

29/08/2025

আজকে CHD, TD, AVDR দের নবান্ন অভিযানে জমায়েত শুরু হয়েছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে।

ভিনরাজ্যে নানা স্থানে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বন্ধ,পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা, নিরাপত্তা , রেজিস্ট্রেশন ও সরক...
28/08/2025

ভিনরাজ্যে নানা স্থানে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বন্ধ,পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা, নিরাপত্তা , রেজিস্ট্রেশন ও সরকারি পরিচয় পত্র প্রদান, স্থায়ী ঠিকানার ভোটার লিস্টে সপরিবারে পরিযায়ী শ্রমিকদের নাম বহাল রাখা সহ বিভিন্ন দাবিতে আজ, ২৮শে আগস্ট,অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ার্কার্স এসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে বেলা ১-৩০টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে পাঁচ শতাধিক পরিযায়ী শ্রমিকদের এক মিছিল এস এন ব্যানার্জি রোড হয়ে ওয়াই চ্যানেলে পৌঁছায়। ওয়াই চ্যানেলে আয়োজিত সভায় আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন এআইইউ টিইউসির রাজ্য সম্পাদক অশোক দাস। এছাড়াও বক্তব্য রাখেন পরিযায়ী শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি জয় কৃষ্ণ হালদার, রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা সহ-সভাপতি মির্জা নাসির উদ্দিন প্রমূখ । বিশেষভাবে উল্লেখ্য, এই সভায় উত্তরপ্রদেশে পুলিশ কর্তৃক ভয়ানকভাবে অত্যাচারিত হয়ে হাসপাতালে গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন কোচবিহারের শীতলকুচি ব্লকের পরিযায়ী শ্রমিক মমিন মিয়া মর্মস্পর্শী ভাষায় নিজের নিগৃহীত হওয়ার ঘটনা ব্যক্ত করেন। ওখান থেকে সংগঠনের রাজ্য সভাপতি জয় কৃষ্ণ হালদার ও সম্পাদক জয়ন্ত সাহা নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যপালের নিকট ডেপুটেশন দেওয়ার জন্য রাজভবনে যানন এবং স্মারকলিপি জমা দিয়ে রাজ্যপালের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে আলোচনা করেন ।

28/08/2025

AIUTUC পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ মিছিল সামিল হলেন কর্মীরা বিভিন্ন দাবিতে।

AIUTUC পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরিতে জেলা শাসকের অফিসের সামনে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি।
28/08/2025

AIUTUC পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরিতে জেলা শাসকের অফিসের সামনে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি।

শ্রমকোড বাতিল, চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণ, স্কিম কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি , সমস্ত শ্রমিকদের ন্যূনতম  ম...
28/08/2025

শ্রমকোড বাতিল, চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণ, স্কিম কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি , সমস্ত শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবীতে আই ইউ টি ইউ সি পুরুলিয়া জেলা কমিটির ডাকে ১৪ দফা দাবির ভিত্তিতে সহস্রাধিক শ্রমিকের এক মহা মিছিল পুরুলিয়ার জুবিলী ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরুলিয়া জেলা শাসক দপ্তরে উপস্থিত হয়। জেলা শাসকের দপ্তরে উপস্থিত হওয়ার আগেই বিরাট পুলিশ বাহিনী ব্যারিকেড করে মিছিল আটকায় সেখানেই বসে পড়ে শ্রমিক বিক্ষোভ দেখায়।
পরে সাত জনের প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে দাবি পত্র দাখিল করে ও জেলাশাসকের সাথে আলোচনা করেন। দাবি না মানলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বলে উক্ত বিক্ষোভ সভায় জেলা নেতৃবৃন্দ ঘোষণা করেন।

Address

Kolkata

Telephone

+918777257731

Website

Alerts

Be the first to know and let us send you an email when All India United Trade Union Centre - West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All India United Trade Union Centre - West Bengal:

Share

Category