28/08/2025
ভিনরাজ্যে নানা স্থানে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বন্ধ,পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা, নিরাপত্তা , রেজিস্ট্রেশন ও সরকারি পরিচয় পত্র প্রদান, স্থায়ী ঠিকানার ভোটার লিস্টে সপরিবারে পরিযায়ী শ্রমিকদের নাম বহাল রাখা সহ বিভিন্ন দাবিতে আজ, ২৮শে আগস্ট,অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ার্কার্স এসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে বেলা ১-৩০টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে পাঁচ শতাধিক পরিযায়ী শ্রমিকদের এক মিছিল এস এন ব্যানার্জি রোড হয়ে ওয়াই চ্যানেলে পৌঁছায়। ওয়াই চ্যানেলে আয়োজিত সভায় আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন এআইইউ টিইউসির রাজ্য সম্পাদক অশোক দাস। এছাড়াও বক্তব্য রাখেন পরিযায়ী শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি জয় কৃষ্ণ হালদার, রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা সহ-সভাপতি মির্জা নাসির উদ্দিন প্রমূখ । বিশেষভাবে উল্লেখ্য, এই সভায় উত্তরপ্রদেশে পুলিশ কর্তৃক ভয়ানকভাবে অত্যাচারিত হয়ে হাসপাতালে গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন কোচবিহারের শীতলকুচি ব্লকের পরিযায়ী শ্রমিক মমিন মিয়া মর্মস্পর্শী ভাষায় নিজের নিগৃহীত হওয়ার ঘটনা ব্যক্ত করেন। ওখান থেকে সংগঠনের রাজ্য সভাপতি জয় কৃষ্ণ হালদার ও সম্পাদক জয়ন্ত সাহা নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যপালের নিকট ডেপুটেশন দেওয়ার জন্য রাজভবনে যানন এবং স্মারকলিপি জমা দিয়ে রাজ্যপালের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে আলোচনা করেন ।