THG Bangla

THG Bangla Emerging news portal of India

“ছেলেদের থেকে মেয়েরাই বেশি মদ খাচ্ছে, এটা লজ্জার সীমা ছাড়িয়ে গিয়েছে", এমনই মন্তব্য। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ স...
30/10/2025

“ছেলেদের থেকে মেয়েরাই বেশি মদ খাচ্ছে, এটা লজ্জার সীমা ছাড়িয়ে গিয়েছে", এমনই মন্তব্য। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) লাল্টু হালদারের।

সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আপাতত ভারতেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে তিনি বলেছেন...
30/10/2025

সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আপাতত ভারতেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে তিনি বলেছেন, “অবশ্যই আমি ঘরে ফিরতে চাইব, যদি সেখানে (বাংলাদেশে) একটি বৈধ সরকার প্রতিষ্ঠিত থাকে, সংবিধান কার্যকরভাবে রক্ষা করা হয়, আর সত্যিকারের আইন-শৃঙ্খলা বজায় থাকে।”

এক ফেসবুক পোস্টে সৃজন ভভট্টাচার্য লিখেছে, "এবারও ভোটার লিস্ট শুদ্ধ করা বিজেপির উদ্দেশ্য নয়। ওরা চায় মুসলমান তাড়ানোর ধুয়ো...
30/10/2025

এক ফেসবুক পোস্টে সৃজন ভভট্টাচার্য লিখেছে, "এবারও ভোটার লিস্ট শুদ্ধ করা বিজেপির উদ্দেশ্য নয়। ওরা চায় মুসলমান তাড়ানোর ধুয়ো তুলতে। আসলে বিপদে পড়ে যাবে গরিব মানুষ, যার অধিকাংশটা হিন্দু। এত খারাপ শাসক স্বাধীন ভারতের ইতিহাসে আসেনি।"

এবার SIR আতঙ্কে কোচবিহারে বিষ খেয়ে আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা! পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় ...
29/10/2025

এবার SIR আতঙ্কে কোচবিহারে বিষ খেয়ে আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা! পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় সেই নিয়েই ভয় আর উদ্বেগে ভুগছিলেন ওই বৃদ্ধ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এখন আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করেছি, যেখানে ১ জিবি ডেট...
29/10/2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এখন আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করেছি, যেখানে ১ জিবি ডেটার দাম এক কাপ চায়ের থেকেও বেশি নয়। এই ‘চাওয়ালা’ই তা নিশ্চিত করেছে। বিহারের যুবকেরা এ থেকেই সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। আজ যে এত রিল তৈরি হচ্ছে, যে সৃজনশীলতা আমরা দেখি—তার সবই বিজেপি-এনডিএ সরকারের অবদান।”

বিদ্যালয়ে মাত্র দু’জন শিক্ষক। দু’জনকেই SIR-এ বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে পড়াশোনা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বাঁকু...
29/10/2025

বিদ্যালয়ে মাত্র দু’জন শিক্ষক। দু’জনকেই SIR-এ বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে পড়াশোনা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বাঁকুড়ার ইন্দপুরের সয়েরবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের কপালে।

*এনআরসি-কে দায়ী করে আত্মঘাতী ৫৭ বছর বয়সি প্রদীপ! মমতার অভিযোগ, 'মর্মান্তিক মৃত্যু সেই বিষাক্ত প্রচারের সরাসরি ফলাফল'*মমত...
28/10/2025

*এনআরসি-কে দায়ী করে আত্মঘাতী ৫৭ বছর বয়সি প্রদীপ! মমতার অভিযোগ, 'মর্মান্তিক মৃত্যু সেই বিষাক্ত প্রচারের সরাসরি ফলাফল'*

মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যম 'এক্স'-এ এক পোস্টে লিখেছেন, "৫৭ বছর বয়সি প্রদীপ কর, যিনি পাণিহাটি খড়দহের ৪ মহাজ্যোতি নগরের বাসিন্দা (ওয়ার্ড নং ৯), আত্মহত্যা করেছেন। তাঁর রেখে যাওয়া সুইসাইড নোটে লেখা, “আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি।” বিজেপির বিভাজন আর ভয়ের রাজনীতির এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?

ভাবলেই শিউরে উঠতে হয়! বছরের পর বছর ধরে বিজেপি কীভাবে সাধারণ মানুষকে এনআরসির আতঙ্কে জর্জরিত করেছে, মিথ্যা ছড়িয়েছে, ভয় সৃষ্টি করেছে, অনিশ্চয়তাকে ভোটের অস্ত্র বানিয়েছে। তারা গণতন্ত্রকে পরিণত করেছে এক নির্মম আইনশাসনে, যেখানে নাগরিকদের নিজেদের অস্তিত্ব নিয়েই সন্দেহে ভুগতে হয়। এই মর্মান্তিক মৃত্যু সেই বিষাক্ত প্রচারের সরাসরি ফলাফল। যারা দিল্লিতে বসে দেশপ্রেমের ভাষণ দেন, তাঁরাই সাধারণ মানুষকে এমন এক হতাশায় ঠেলে দিয়েছেন, যে নিজের দেশেই মানুষ ‘বিদেশি’ ঘোষিত হওয়ার ভয়ে প্রাণ দিচ্ছে।

আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই নিষ্ঠুর খেলা একেবারে বন্ধ করতে হবে। বাংলা কখনও এনআরসি মানবে না, আর কখনও কাউকে আমাদের মানুষের মর্যাদা বা নাগরিকত্ব কেড়ে নিতে দেবে না। এই মাটি মা-মাটি-মানুষের, ঘৃণায় পুষ্ট দিল্লির জমিদারদের নয়। দিল্লির শাসকরা স্পষ্ট শুনে রাখুন, বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে, আর বাংলা জয়ী হবে।"

কংগ্রেস সামাজিক মাধ্যম 'এক্স'-এ এক পোস্টে লিখেছে, "নির্বাচন কমিশন এখন ১২টি রাজ্যে 'ভোট চুরি'র খেলা খেলছে।SIR-এর আড়ালে ব...
28/10/2025

কংগ্রেস সামাজিক মাধ্যম 'এক্স'-এ এক পোস্টে লিখেছে, "নির্বাচন কমিশন এখন ১২টি রাজ্যে 'ভোট চুরি'র খেলা খেলছে।

SIR-এর আড়ালে বিহারে ৬৯ লক্ষ ভোট বাতিল করা হয়েছে। এখন ১২টি রাজ্যে কোটি কোটি ভোট বাতিল করা হবে।

এটি স্পষ্টতই 'ভোট চুরি', যা নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশন যোগসাজশে করছে।

বিহারে যখন SIR পরিচালিত হয়েছিল, তখন নির্বাচন কমিশনের চুরি জাতির সামনে উন্মোচিত হয়েছিল। এমনকি সুপ্রিম কোর্টও এর জন্য নির্বাচন কমিশনকে তিরস্কার করেছিল।

দেশজুড়ে 'ভোট চুরির' বিভিন্ন ঘটনা এবং পদ্ধতি উঠে আসছে। কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ভোট যোগ করা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে ভোট বাদ দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের উচিত ছিল এই বিষয়গুলির প্রতিক্রিয়া জানানো এবং তদন্ত করা। পরিবর্তে, নির্বাচন কমিশন 'ভোট চুরি'র খেলায় মগ্ন হয়ে পড়েছে।

১২টি রাজ্যে পরিচালিত SIR গণতন্ত্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এটি জনগণের অধিকার কেড়ে নেওয়ার একটি ষড়যন্ত্র।"

এসআইআর নিয়ে এত তাড়া কেন? নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিরোধীদের
28/10/2025

এসআইআর নিয়ে এত তাড়া কেন? নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিরোধীদের

বাংলাসহ ১২টি রাজ্যে শুরু হচ্ছে এসআইআর, কিন্তু অসমে নয়! কারণ জানাল কমিশন
27/10/2025

বাংলাসহ ১২টি রাজ্যে শুরু হচ্ছে এসআইআর, কিন্তু অসমে নয়! কারণ জানাল কমিশন

শুরু হচ্ছে এসআইআর! কোন ১১টি নথি লাগবে, কারা ছাড় পাবেন?
27/10/2025

শুরু হচ্ছে এসআইআর! কোন ১১টি নথি লাগবে, কারা ছাড় পাবেন?

SIR-এ কোন কোন নথি দরকার?
27/10/2025

SIR-এ কোন কোন নথি দরকার?

Address


Alerts

Be the first to know and let us send you an email when THG Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to THG Bangla:

  • Want your business to be the top-listed Media Company?

Share