
13/06/2025
জীবন কী অনিশ্চিত, আজ তাই ভাবছিলাম। কাশ্মীর বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গেলেন কিছু মানুষ। অক্লান্ত খেটে নিজের কলেজ ক্যাম্পাসে বিশ্রাম নেওয়াকালীন নৃশংসভাবে খুন হলেন এক পড়ুয়া। এতগুলো মানুষ লন্ডন যাচ্ছিলেন, এতজন পড়ুয়া মেডিক্যাল কলেজে লাঞ্চ করছিলেন, মুহূর্তের মধ্যে সব শেষ। পদ্মপাতায় জল আর কাকে বলে।
কাউকে যদি কিছু বলার থাকে, দেরী করবেন না। নিজের প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরুন, দরকারে ভুল স্বীকার করে নিন। নিজের পছন্দের বইটা আজই পড়ে ফেলুন, পছন্দের জায়গার টিকিট কেটে ফেলুন, পছন্দের রান্নাটা করে ফেলুন, মা বাবার সাথে আরও বেশী সময় কাটান।
চিন্তাভাবনা বড্ড অগোছালো হয়ে আছে। কিন্তু বিশ্বাস করুন, এই সোশ্যাল মিডিয়ার বাইরে রক্তমাংসের একটা বিরাট জগৎ আছে। সেই জগতে আমরা সবাই বড্ড অসহায়। আসুন, বেঁধে বেঁধে থাকি।