11/07/2022
অতি আধুনিক সামাজিক চিন্তাকে চ্যালেঞ্জ জানাতে এসে গেছে "শ্রীমতী" স্বস্তিকা ।
"শ্রীমতী" এমন একজন যে, ভীষণ ল্যাদ খেতে ভালোবাসে, আর গুছিয়ে চুটিয়ে সংসার করতে ভালোবাসে । একেবারেই একজন ঘরোয়া গৃহবধূ । যাদের প্রায় প্রতিটা সাধারণ মধ্যবিত্ত বাঙালী পরিবারে খুঁজে পাওয়া যায় । আর এই সাধারণের মধ্যে অসাধারণ কিছু করার বিষয় নিয়েই "শ্রীমতী" ।
এমন একটা চরিত্রকেই নিজের দক্ষ অভিনয়শৈলী দিয়ে চমৎকার ফুটিয়ে তুলেছেন বাংলা ইন্ডাস্ট্রির সহজ সরল স্পষ্টবাদী বলে পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যিনি উঠতি শিল্পীদের দিয়েছেন সঠিক জীবনধারণের পরামর্শ । তিনি বলেছেন, একটু বেশি টাকা উপার্জন করলেই বৈভব প্রকাশ করাটা জরুরী নয় । একজন অভিনেতাকে সবার আগে উচিত নিজের অভিনয়সত্ত্বার মাধ্যমে নিজের নামকে সুপ্রতিষ্ঠিত করা ।
বাংলা সিনেমার জগতে আসা নতুন শিল্পীদের এমন সোজাসাপ্টা সুপরামর্শ দিতে খুব কম অভিনেতাদেরই দেখা গেছে । স্বস্তিকা মুখোপাধ্যায় এক্ষেত্রে ব্যতিক্রমী ।
DS NEWZ এর পক্ষ থেকে অভিনেত্রী ও "শ্রীমতী" টিমের জন্য রইলো অভিনন্দন ।
অর্জুন দত্ত পরিচালিত "শ্রীমতী" দেখার জন্য রইলো আগামীকালের (১২ই জুলাই,২০২২) শো টাইম --
👇
১) স্টার থিয়েটার, হাতিবাগান - সন্ধ্যা ৬:১৫
২) আইনক্স সিটি সেন্টার টু, রাজারহাট - বিকেল ৪:৩০
৩) পিভিআর ডায়মন্ড প্লাজা, যশোর রোড - বিকেল ৪:২০ এবং রাত ৮:৩০
৪) আরডিবি সিনেমাস, সল্টলেক সেক্টর ফাইভ - বিকেল ৫:২০
৫) নজরুল তীর্থ, নিউটাউন - দুপুর ২:০০ এবং রাত ৮:৫০
৬) আইনক্স, স্টার মল, মধ্যমগ্রাম - সন্ধ্যা ৬:৫০
৭) জয়া সিনেমাস, সিটি মল, বারাসত - সন্ধ্যা ৬:৪০
৮) আইনক্স, সিটি সেন্টার, সল্টলেক - সন্ধ্যা ৭:২০
৯) কার্নিভাল, আরতি সানসিটি মল, বারাসত - বিকেল ৩:৩৫
**** এছাড়া অন্যান্য সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে সগৌরবে চলছে ।
ছবি সৌজন্যে : গুগল
ছবি সৃজনে : dsmedia
©️ DS NEWZ
KSS Productions & Entertainment Sw****ka Mukherjee Soham Chakraborty