18/11/2022
।।মধ্যবিত্ত।।
এই মধ্যবিত্ত ব্যাপারটাই না আলাদা। যেমন ধরুন লেখকদের গদ্যাংশের মূল বিষয় বেশির ভাগ সময়েই নয় ধনী কিংবা গরিব, ভালো কিংবা মন্দ, সুখ কিংবা দুঃখ। এইসব নিয়ে হয়ে থাকে। কিন্তু আমরা কেউ কি কখনো খেয়াল করেছি এই তুই পাল্লার মাঝেও কিছু একটা থাকেই যেখানে দুভাগই মিশে যায়।
যেমন ধরুন, ধনী মানুষদের শরীর খারাপ হলে তারা হাওয়া বদল করেন আবার মন খারাপ কিংবা ভালো হলেও বছরে প্রায় ৩,৪ বার কিংবা তার অনেক বেশী।
আবার গরিব দুঃখী দের একটা ডিম মানেই তাদের আজ উৎসব..তারা হাওয়া বদল বলতে কেবল ঋতু পরিবর্তনের কথাই বোঝে। ধনীদের স্বপ্নরা সোনার কাঠি ছোয়ে, আর গরীবদের আর স্বপ্ন।।
কিন্তু দিনের শেষে কখনো সেই ক্লান্ত মানুষটার দিকে চেয়ে দেখবেন যার ওপর বাড়ির সবার দায়িত্ব, যার মাসের বেতন টার অজস্র টুকরো হয়ে যায়। সারাটা মাস মাথার ঘাম পায়ে ফেলেই নয়, অনেক অপমান জলের মতো ঘিটে নিয়েও, যার ব্যাংক মাসের শেষে বেতন ঢুকলে সেই রাতে কেবল ঘুমের পরী চোখের পাতায় ভর করে।
... "এইটা বাজার খরচ, এইটা গ্যাস তুলতে হবে, এই তা ওষুধ পত্র, এটা সোনামার স্কুল এর ফি, এটা ফোন রিচার্জ, এটা টিভি, এটা মাসিক খরচ.. আর এটা আর কি বাকি রইলো বলোতো"..!!
অজস্র টুকরোর পরেও যেনো- "চশমা টা থাক পরের মাসে সারাবো, জুতো তো আছে, ও এখন সারিয়ে নিলেই হবে, ছেলেটাকে ভালো টিচার দিতে হবে বুঝলে," এমন নানান জিনিস আরামে ই চলা ফেরা করে।
না তারা পায়ের ওপর পা তুলে বসে থাকতে সময় পায় না। তাঁরা ত্রাণও পায়না, তারা সান্তনাও পায় না।।
তারা ১০টাকা বাঁচাতে ও তারা ৩০ মিনিট হাঁটতে পারে, বাস এ একটু সিট পেতে সকালে তাঁরা উঠে ছুটতে পারে, কয়েকটা জামা পরে মাস কাটিয়ে দিতে পারে।
তাদের মন খারাপের খবর আসলেই কেউ রাখে না। তাদের শরীর কিংবা মন খারাপ হলেও ওয়ার্ল্ড ট্যুর হয় না। তাদের জন্য কেউ মন থেকে ডেকে এক বেলা খাওয়ায় না। তাঁরা চাইলেই ছুটে কোথাও পালিয়ে যেতে পারে না। খুশির দিনে আলোয় মেতে উঠতে জানে তবে দিনের শেষের ক্লান্তি তে তারা হাল ছাড়তে জানে না. তাদের বন্ধুও বেশি হয় না। কারণ অসুস্থতার জন্য ডাক্তারের ফি জোগাড় হলেও প্রতি রবিবারের রেস্টুরেন্টে ভিড়টা তাদের থাকে না.
একটু খেয়াল করে দেখবেন অলংকার বা অহংকার দেখানোর মত সময়ে তাদের থাকে না।
আসলেই মধ্যবিত্ত দের কেউ হয় না. হাজারো পরিশ্রম করলেও মাথার তাজ তো দূরের কথা, বেশির ভাগের হৃদয়ে ও স্থান হয় না।। আসলে তারাও স্বপ্ন দেখে তার পেছনে ছোটে, পরে গেলে আবার উঠে দাঁড়ায়, ঘাম হোক বা রক্ত, পাশে এসে কেউ দাঁড়ায় না।
।। আসলেই মধ্যবিত্তদের কেউ হয় না।।
#কলমে ~ সাগরিকা
#ডায়েরির_পাতা 🌿 📝