Ekhon Somoyer Barta News media

Ekhon Somoyer Barta News media Ekhon Somoyer Barta Bangla News

প্রত্যেক ক্লাব কমিটি সংস্থা কে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৬০,০০০ টাকা করে তহবিলে দেবেন।গত বছর বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ...
22/08/2022

প্রত্যেক ক্লাব কমিটি সংস্থা কে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৬০,০০০ টাকা করে তহবিলে দেবেন।
গত বছর বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। এবার সেটা বাড়িয়ে ৬০ শতাংশ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের কাছে এদিন সমন্বয় বৈঠকের মঞ্চ থেকেই অনুরোধ জানান মমতা।

রাজ্য সরকারের আর্থিক অবস্থা ভাল নয়। তা গত কয়েক মাস ধরেই বিভিন্ন বৈঠকে বলছেন মুখ্যমন্ত্রী। এদিনও বক্তৃতার মধ্যে পুজো উদ্যোক্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, এবার কিন্তু আপনাদের টাকা দিতে হবে! কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। ১০০ দিনের কাজের টাকা বকেয়া পড়ে রয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের বরাদ্দ ছাঁটাই করতে হচ্ছে।

তবে এ হেন আর্থিক অবস্থার মধ্যেও পুজোর জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ভাঁড়ার শূন্য। তবে আমি আশা করি মা দুর্গা ভাঁড়ার পূর্ণ করে দেবেন।'

বিস্তারিত আসছে.

22/08/2022

#এশিয়াকাপ_28শে_আগস্ট_2022.
অঞ্জন চ্যাটার্জীএশিয়া কাপের ১৫তম আসরে ২৮ অগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। তবে এই ম্যাচ শুরু হতে না হতেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিজের নামে একটি বড় রেকর্ড গড়ে ফেলবেন। এমন একটি রেকর্ড তিনি গড়বেন, যা বিরাট কোহলি, সচিন তেন্ডুলকরেরও নেই। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টানা সাতটি এশিয়া কাপে খেলবেন হিটম্যান। তিনি এ পর্যন্ত ছয়বার এই টুর্নামেন্ট খেলেছেন এবং ২৬ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেছেন।এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার এশিয়া কাপ ট্রফি জিতেছে ভারত। আগের শিরোপা ২০১৮ সালে জিতেছিল ভারতীয় দল। সেই দলে দুরন্ত পারফর্ম করেছিলেন রোহিত শর্মা। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের নথিভুক্ত আরও একটি রেকর্ডও ছুঁতে পারেন রোহিত শর্মা। তেন্ডুলকর এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং রোহিতের কাছে তাঁকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।সচিন তেন্ডুলকর এশিয়া কাপের ২১টি ইনিংসে ওভারে ৫১ গড়ে ৯৭১ রান করেছেন। যার মধ্যে দুটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে, রোহিত এখনও পর্যন্ত ২৬ ইনিংসে ৮৮৩ রান করেছেন।টুর্নামেন্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও রোহিত শর্মা। ২০১৮ এশিয়া কাপে,রোহিত দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এবং পাঁচ ইনিংসে ৩১৭ রান করেছিলেন। এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে তার একটি সেঞ্চুরিও রয়েছে।

🇮🇳💐🙏
11/08/2022

🇮🇳💐🙏

এনডিএ সরকারের পতন। কংগ্রেস ও জেডইউ এবং লেফর্ট পার্টির, পার্টির সমর্থনে নীতিশ কুমারের নেতৃত্বে বিহার রাজ্যে নতুন সরকার গঠ...
10/08/2022

এনডিএ সরকারের পতন।
কংগ্রেস ও জেডইউ এবং লেফর্ট পার্টির, পার্টির সমর্থনে নীতিশ কুমারের নেতৃত্বে বিহার রাজ্যে নতুন সরকার গঠন।
মুখ্যমন্ত্রী, নীতিশ কুমার।
উপ-মুখ্যমন্ত্রী,তেজশ্রী যাদব।

আবার টাকা উদ্ধার? এ বার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলায় আবাসনের ফ্ল্যাট থেকেও নগদ উদ্ধার করলেন এনফোর্সমেন্ট ডিরেক...
27/07/2022

আবার টাকা উদ্ধার? এ বার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলায় আবাসনের ফ্ল্যাট থেকেও নগদ উদ্ধার করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা? ব্যাঙ্ক থেকে টাকা গোনার মেশিন চেয়ে পাঠানোতেই তৈরি হয়েছে জল্পনা।
বুধবার, বেলা ১২টা নাগাদ বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনের ন'তলার ফ্ল্যাটের সামনে পৌঁছে যান ইডি আধিকারিকরা।
কিন্তু ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় ছিল। চাবির খোঁজ না মেলায় ডাকা হয় এক চাবিওয়ালাকে। কিন্তু ঘণ্টাখানেক চেষ্টা করার পরও তালা ভাঙতে পারেননি তিনি। অতঃপর, ফ্ল্যাটের তালা ভেঙে ফেলেন তদন্তকারীরা। তার পর সোজা ঢুকে পড়েন অর্পিতার বন্ধ ফ্ল্যাটে। কিছু ক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় ইডির আরও একটি দল। তাঁরা একটি প্রিন্টার সঙ্গে করে ঢুকে যান ফ্ল্যাটে। চলে তল্লাশি। বিকেল নাগাদ খবর পাওয়া যায়, ওই ফ্ল্যাটে নগদের হদিস পাওয়া গিয়েছে। ব্যাঙ্ক কর্মীদের একটি দল নোট গোনার মেশিন নিয়ে পৌঁছন অকুস্থলে।

প্রসঙ্গত, শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা ও গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। তার পর জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে পার্থ-ঘনিষ্ঠের। বুধবার সকালে সেখানেই অভিযান চালায় ইডি।

অন্য দিকে, অর্পিতার মা থাকেন বেলঘরিয়ার আব্দুল লতিফ স্ট্রিটে একটি বাড়িতে। সেখানেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা।

SSC Recrutiment case : আর্পিতার বেলঘারিয়া ফ্লাটে টাকার পাহাড় ! ব্যাংক থেকে আনাহলো নোট গোনোনার যন্ত্র ।আবার টাকা উদ্ধার? ...
27/07/2022

SSC Recrutiment case : আর্পিতার বেলঘারিয়া ফ্লাটে
টাকার পাহাড় ! ব্যাংক থেকে আনাহলো নোট গোনোনার যন্ত্র ।
আবার টাকা উদ্ধার? এ বার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলায় আবাসনের ফ্ল্যাট থেকেও নগদ উদ্ধার করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা? ব্যাঙ্ক থেকে টাকা গোনার মেশিন চেয়ে পাঠানোতেই তৈরি হয়েছে জল্পনা।
বুধবার, বেলা ১২টা নাগাদ বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনের ন'তলার ফ্ল্যাটের সামনে পৌঁছে যান ইডি আধিকারিকরা।

কিন্তু ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় ছিল। চাবির খোঁজ না মেলায় ডাকা হয় এক চাবিওয়ালাকে। কিন্তু ঘণ্টাখানেক চেষ্টা করার পরও তালা ভাঙতে পারেননি তিনি। অতঃপর, ফ্ল্যাটের তালা ভেঙে ফেলেন তদন্তকারীরা। তার পর সোজা ঢুকে পড়েন অর্পিতার বন্ধ ফ্ল্যাটে। কিছু ক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় ইডির আরও একটি দল। তাঁরা একটি প্রিন্টার সঙ্গে করে ঢুকে যান ফ্ল্যাটে। চলে তল্লাশি। বিকেল নাগাদ খবর পাওয়া যায়, ওই ফ্ল্যাটে নগদের হদিস পাওয়া গিয়েছে। ব্যাঙ্ক কর্মীদের একটি দল নোট গোনার মেশিন নিয়ে পৌঁছন অকুস্থলে।
প্রসঙ্গত, শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা ও গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। তার পর জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে পার্থ-ঘনিষ্ঠের। বুধবার সকালে সেখানেই অভিযান চালায় ইডি।
অন্য দিকে, অর্পিতার মা থাকেন বেলঘরিয়ার আব্দুল লতিফ স্ট্রিটে একটি বাড়িতে। সেখানেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা।

25/07/2022

💐💐💐💐💐🇮🇳💐💐💐💐💐💐
🙏🌼🌻🌼🌻🙏

23/07/2022

বিশ্বব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে জরুরি পরিস্থিতি তৈরি করেছে মাঙ্কিপক্স। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এমনটাই ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঙ্কিপক্সের জন্য জরুরি অবস্থা ঘোষণা করার দুটো অর্থ। এক, একে সাধারণ কোনও ঘটনা নয় বলেই বোঝানো। যার অর্থ, এটা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।

আর, দুই হল যে এর বিরুদ্ধে যৌথভাবে লড়াই করা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শনিবারের এই ঘোষণায় মাঙ্কিপক্সের চিকিত্‍সায় বিনিয়োগ যেমন বাড়বে। তেমনই, দুষ্প্রাপ্য ভ্যাকসিনগুলো পাওয়াও আরও সহজলভ্য হবে।

কয়েক দশক ধরেই মাঙ্কিপক্স মধ্য ও পশ্চিম আফ্রিকার কিছু অংশে টিকে আছে। তবে এটি মহাদেশের বাইরে বড় ধরনের প্রাদুর্ভাব ছড়ায়নি। অথবা, চলতি বছরের মে মাস পর্যন্ত মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কথাও জানা যায়নি। কিন্তু, পরিস্থিতিটা বদলে যায় ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্য মহাদেশগুলোয় কয়েক ডজন মাঙ্কিপক্স আক্রান্ত শনাক্ত হওয়ার পর। এরপরই মাঙ্কিপক্সের জন্য বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে জনস্বাস্থ্য সংকট যেমন করোনা অতিমারী, পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাব, লাতিন আমেরিকায় জিকা ভাইরাস এবং পোলিও নির্মূল করার ডাক দিয়েছে। সেগুলোর জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রতিক্ষেত্রেই ঘোষণাগুলো কাজ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে সাড়ে দিয়ে বিভিন্ন সংস্থা এবং সংগঠন মিলিতভাবে এইসব রোগ প্রতিরোধে এগিয়েছে।
নিজেকে 'আন্ডারডগ' মানলেন ঋষি সুনাক, তবে শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়তে নারাজ

শনিবারের এই ঘোষণার আগে গত মাসে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটি বলেছিল যে বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব এখনও আন্তর্জাতিক ক্ষেত্রে জরুরি পরিস্থিতি তৈরি করেনি। তবে, পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ কমিটি এই সপ্তাহে ফের বৈঠক করবে বলে জানিয়েছিল। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার তথ্য অনুসারে, মে মাস থেকে বিশ্বর ৭৪টি দেশে ১৬ হাজারের বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। .

22/07/2022

Address

Kolkata
743127

Alerts

Be the first to know and let us send you an email when Ekhon Somoyer Barta News media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekhon Somoyer Barta News media:

Share