14/06/2025
আমি কেন সিপিএম দলের কর্মী - সমর্থক?
এই প্রশ্নটা আমার নিজের কাছেই বহুবার এসেছে। চারপাশের সমাজ যখন অসাম্যের, শোষণের, বৈষম্যের চিত্রে ভরে উঠছে, তখন আমি একটা প্রশ্ন করেছি নিজেকে – এই সমাজ কি এমনই থাকবে? উত্তরটা খুঁজতে গিয়েই আমার পথ সিপিএম-এর দিকে গেছে।
আমি সিপিএম করব, কারণ আমি বিশ্বাস করি এই সমাজে ধনী আর গরিবের বিভাজনটা প্রকৃতপক্ষে পরিকল্পিত। যারা পরিশ্রম করে, তারাই বঞ্চিত। আর যারা শোষণ করে, তারাই বিলাসিতায় বাঁচে। এই অমানবিক ব্যবস্থার বিরুদ্ধে সংগঠিত শ্রেণিসংগ্রাম ছাড়া মুক্তির আর কোনো পথ নেই।
আমি সিপিএম করব, কারণ আমি চাই না ধর্ম হোক রাজনীতির হাতিয়ার। আমি চাই না একে অন্যের রক্তে হোলি খেলুক। আমি চাই ধর্ম হোক ব্যক্তিগত, আর রাজনীতি হোক সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত। আমি চাই না হিন্দু-মুসলিমে ভাগ হয়ে পড়ুক আমার দেশ। আমি চাই না কেউ গরিব জন্ম নিয়ে সারাজীবন গরিবই থেকে যাক।
আমি সিপিএম করব, কারণ আমি মনে করি মানুষকে মানুষ হিসেবে দেখার যে চেতনা, তা একমাত্র বাঁচিয়ে রাখতে পারে সমাজতান্ত্রিক ভাবনা। এখানে রাজনীতি হয় মানুষের স্বার্থে, পুঁজির স্বার্থে নয়। এখানে নেতা হওয়া মানে ক্ষমতা নয়, দায়বদ্ধতা। এখানে রাজনীতি মানে জনতার পাশে দাঁড়ানো, শুধু ভোটের সময় নয়, প্রতিদিন।
আমি সিপিএম করব, কারণ আমি বিশ্বাস করি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য – এগুলো কোনো পণ্য নয়, মানুষের অধিকার। আমি চাই একটা দেশ, যেখানে মানুষের সম্মান অর্থ আর চেহারায় মাপা হবে না, মাপা হবে তার কাজে, তার চেতনায়, তার সংগ্রামে।
সিপিএম আমার কাছে শুধু একটা পার্টি নয়, একটা জীবনদর্শন। সেটা ত্যাগের, আদর্শের, প্রতিবাদের, নির্মাণের। তাই আমি সিপিএম করব, কারণ আমি এই সমাজ বদলাতে চাই।
---