Vivid PixelShoot

Vivid PixelShoot Love the mountain a lot...and want to travel the world

https://youtube.com/?si=jdQRxSf2D87AIjpY
(4)

একই কাঞ্চনজঙ্ঘা দুই ভিন্ন রূপে পিথমচেন থেকে তোলা
14/12/2025

একই কাঞ্চনজঙ্ঘা দুই ভিন্ন রূপে

পিথমচেন থেকে তোলা

নামচি (Namchi) হল দক্ষিণ সিকিমের সদর শহর যা বর্তমান কালে একটি popular ট্যুরিস্ট স্পট হিসাবেই বেশি পরিচিত। নামচির অন্যতম ...
13/12/2025

নামচি (Namchi) হল দক্ষিণ সিকিমের সদর শহর যা বর্তমান কালে একটি popular ট্যুরিস্ট স্পট হিসাবেই বেশি পরিচিত। নামচির অন্যতম ট্যুরিস্ট স্পট- সিদ্ধেশ্বর ধাম বা চারধাম এই নামচি শহরকে আরও জনপ্রিয় করে তুলেছে। এখানে তৈরী করা ৮৭ ফুট উচ্চ মহাদেবের মূর্তিটি চারধামের বা বলা যায় নামচির প্রধান আকর্ষণ। পাহাড়ের মাথায় বিশাল জায়গা জুড়ে বদ্রিনাথ ধাম, জগন্নাথ ধাম, দ্বারকা ও রামেশ্বরম ধাম- এই চারধামের রেপ্লিকা আর ১২টি জ্যোতির্লিঙ্গ র্তৈরী করা হয়েছে। রকমারি ফুলের বাগান দিয়ে ঘেরা প্রশান্তিকর একটি জায়গা এই চারধাম। পার্কের সব জায়গা থেকেই এই শিব মূর্তিকে দেখা যায়। তবে সন্ধ্যার পর যখন মন্দিরের সব আলো জ্বলে ওঠে তখন মহাদেবের এই মূর্তিকে দেখে মনে হয় যেন বাবা স্বয়ং ধ্যানমগ্ন আছেন।

নামচির অন্যান্য দর্শনীয় স্থানগুলো হল :
1) রাবাংলা বুদ্ধা পার্ক
2) বোরং মনাসট্রি
3) টেমি টি গার্ডেন
4) সামদরুপস
6) সাঁই মন্দির

কিভাবে যাবেন :
NJP বা শিলিগুড়ি স্টেশন থেকে গাড়িতে সময় লাগবে তিন থেকে চার ঘণ্টার মতো।

আমরা শিলিগুড়ি থেকে Tarey Bhir ভিউ পয়েন্ট থেকে তার পর Namchi গেছিলাম। তাই সন্ধ্যা হয়ে গেছিল, তবে আমরা সন্ধ্যা আরতি খুব সুন্দর করে দেখতে পেয়েছিলাম।

Tarey Bhir (Sikkim) : এই নভেম্বরে গেছিলাম South Sikkim এর Cherry Blossom experience করতে। যাওয়ার পথে পড়ল এক view point,...
02/12/2025

Tarey Bhir (Sikkim) : এই নভেম্বরে গেছিলাম South Sikkim এর Cherry Blossom experience করতে। যাওয়ার পথে পড়ল এক view point, যা Tarey Bhir নামে পরিচিত। এই view point টি অন্যান্য view point এর থেকে অনেকটাই আলাদা। View point এর entrance টা দারুণ। একটা selfie point ও করা আছে এখানে।

তবে main attraction টা কিন্ত অন্য জায়গায়। selfi point থেকে আরও একটু এগোলেই দেখা যায় পাহাড়ের রিজ বরাবর দীর্ঘ একটি view point, যা দূর থেকে দেখলে চীনের প্রাচীর এর মতোও বলা যেতে পারে।

সযত্নে সাজানো বাঁধানো এই রাস্তা দিয়ে যেতে দেখতে পাবেন সবুজ পাহাড়ি উপত্যকার মাঝে দূরের তিস্তা আর রঙ্গিত নদী। দূরের চা-বাগানের সৌন্দর্যও এখান থেকে উপভোগ্য। এই রাস্তা ধরে হাঁটলে ছোটোখাটো একটা hiking এর উপলব্ধি করতে পারবেন।

পড়ন্ত বেলার রোদ গায়ে মেখে সারি সারি পাইনের গাছগুলোর পাতা যখন হাওয়ার দুলুনি খায়, তখন মনে হয় এখানেই বসে কাটিয়ে দিই বেশ কিছুটা সময়।

ফেরার সময় দেখলাম এখানকার অনেক স্থানীয় ছেলেপুলেরা কিছু খাবারদার সঙ্গে নিয়ে একপ্রকার পিকনিক করতে এসেছিল, আর সেই খাবার এর মধ্যে main item ছিল মুড়ি। এখান থেকে সূর্যাস্ত টা নাকি অসাধারণ লাগে। যদিও আমাদের নামচি যেতে হবে বলে সেটা দেখার আর সৌভাগ্য হয়নি। তবে এখানে Resort এ stay করে আপনারা সেটা দেখতে পারেন। যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম, ফোন করে সব খোঁজখবর নিয়ে আগে থেকে booking করে এখানে একদিন থেকে যেতে পারেন।

Tarey Bhir Resort
Contact no - 7365821208 / 8927794271

28/11/2025
গন্তব্য সিকিম
27/11/2025

গন্তব্য সিকিম

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vivid PixelShoot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share