AK Online Blogger

AK Online Blogger solution centre

বড় বাবুর বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের কিছু খন্ড চিত্র
16/08/2024

বড় বাবুর বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের কিছু খন্ড চিত্র

আমাদের বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের কিছু খণ্ড চিত্র
16/08/2024

আমাদের বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের কিছু খণ্ড চিত্র

ওর স্বাধীনতা
16/08/2024

ওর স্বাধীনতা

I have reached 400 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
16/11/2023

I have reached 400 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

11/09/2023

My chota don

My students
11/09/2023

My students

11/09/2023

তুমি যদি R15 নিয়ে কোথাও দাঁড়াও সবাই তোমার ঐ R15 কেই দেখবে, তোমাকে না। মার্ক জাকারবার্গ যদি BMW নিয়ে কোথাও দাঁড়ায় সবাই জাকারবার্গকে দেখবে, তার BMW কে না।
তুমি যদি ৫০০০ টাকার একটা গেঞ্জি আর প্যান্ট পরিধান করো সবাই তোমাকে ঐ গেঞ্জি আর প্যান্টকে দেখবে, তোমাকে নয়।
আর বিল গেটস যদি ৫০ টাকার গেঞ্জি পরিধান করে কেউ তার গেঞ্জিটাকে দেখবে না, সবাই কিন্তু ঐ বিল গেটসকেই দেখবে।

IPhone লাগবে, DSLR লাগবে, Bike লাগবে এসব বলে বাবা-মাকে এতো চাপ না দিয়ে, ব্রান্ড এর পিছনে না ছুটে নিজেকে ব্রান্ড বানানোর চেষ্টা করো, নিজেকে এমনভাবে-এমন জায়গায় উপস্থাপিত করো যেনো নিজেই নিজেকে একটা ব্রান্ড তৈরী করো। যেনো তোমার ঐ ২০টাকা দামের ছেঁড়া রুমালটা ও নিলামে বিক্রি হয় লক্ষ টাকায়।
আর তুমি যখন ব্রান্ড হয়ে যাবে তোমার প্রত্যেকটা জিনিস ব্রান্ড হয়ে যাবে।
তাই নিজেকে একটা ব্রান্ড হিসেবে গড়ে তুলো।

হিসাব টা মিলাও তো দেখি!মোট 564 km রাস্তা যদি 160km/hour গতিতে ট্রেন চলে তাহলে কিভাবে 8 ঘণ্টা সময় লাগে?
30/12/2022

হিসাব টা মিলাও তো দেখি!
মোট 564 km রাস্তা যদি 160km/hour গতিতে ট্রেন চলে তাহলে কিভাবে 8 ঘণ্টা সময় লাগে?

AGNI V MISSILE উৎক্ষেপণ 15/12/2022 Abdul  Kalam Island Odisha যার কারণে ওইদিন রাত্রে আকাশে উজ্জ্বল বর্ণময় ছটা দেখা যায়...
16/12/2022

AGNI V MISSILE উৎক্ষেপণ 15/12/2022 Abdul Kalam Island Odisha
যার কারণে ওইদিন রাত্রে আকাশে উজ্জ্বল বর্ণময় ছটা দেখা যায়।
ওটা নিয়ে কোনো কুসমস্কার মূলক ভ্রান্ত ধারণা মনের মধ্যে পোষণ করবেন না।

এবার শীতের নতুন চমক
09/12/2022

এবার শীতের নতুন চমক

30/11/2022

আজ 2023 সালের ক্যালেন্ডার তৈরি করছিলাম
দেখলাম
01/01/2023 ☀️ day
31/12/2023 ☀️ day

03/07/2022

#হাওড়া থেকে #ব্যান্ডেল যাবার পথে যে সকল স্টেশন গুলি পড়ে তাদের নামের মজার ছড়া।
পড়ুন, খুব আনন্দ পাবেন।।
😊😊😊😊😊😊😊😊

*হাওড়া* থেকে লোকাল ট্রেনে *ব্যাণ্ডেল* যাও চ'লে,
ছড়ার মাঝে স্টেশন গুলোর নাম দিচ্ছি বলে।
খোকা বলছে পাচ্ছে খিদে দাও মা হালুয়া,
মা বলছে অপেক্ষা কর আসছে #লিলুয়া*।।
রামকৃষ্ণ বলছে, গিরীশ- নরেন কতদূর ?
শিষ্য বলে গুরুদেব নিকটেই #বেলুড়*।
পাকা ঘরে ছাদ ছিল না মাথার উপর টালি,
খালের জলে ধুলো ময়লা নামটা হল #বালি*।
নিথর হয়ে ঘুমিয়ে আছে দিচ্ছে না কেউ সাড়া,
খোকা বলে তবে কি মা এটা #উত্তরপাড়া* ?
কারখানাটা বন্ধ হল মালিক এমন কঠোর ,
মা বলছে খোকা এবার এসেছে #হিন্দমোটর*।
খোকা মা'কে প্রশ্ন করে এটা মা কোন্ নগর ?
মা বলছে ঠিক ধরেছিস এটাই তো #কোন্ননগর*
তোতা পাখি পুষবে খোকা কিনে আনে পিঁজরা,
পরের স্টেশন নেমে যাবে এসে গেছে #রিষড়া*।
খোকা বলে শোনো মাগো ভক্তগণের সুর,
'জয় শ্রীরাম' আওয়াজ ওঠে এটা #শ্রীরামপুর*।
বাঁশের বাঁকে ঘট নিয়ে যায় শিবের ভক্তগুলি,
গঙ্গাঘাটে জল ভরবে নামে #শেওড়াফুলি*।
এক সময়ে ছিল সেথায় বৈদ্যদের ঘাঁটি,
তাদের নামেই নাম হয়েছে স্টেশন #বৈদ্যবাটি*।
জ্ঞানিগুণী ভদ্রজনে ভজন করে ঈশ্বর ,
লোকের মুখে প্রচার পেয়ে হয়েছে #ভদ্রেশ্বর*।
কোলাহলে যায় না বোঝা কথার মাথামুণ্ডু,
হুড়োহুড়ি হকারদের এসেছে #মানকুণ্ডু*।
আধিপত্যে ফরাসীদের বেড়ে ছিল বহর,
গঙ্গাপাড়ে প্রাচীন শহর নাম #চন্দননগর*।
ওলন্দাজে গীর্জা বানায় উঁচু তাহার চূড়া,
স্থানীয়দের চলতি কথায় হয়েছে #চুঁচুড়া*।
হাঁসগুলি সব জলাশয়ে ধ'রে খেত গুগলি,
উধাও হল হোগলা-বন রয়ে গেল #হুগলি*।
সুন্দরীদের হরেক পোশাক পায়ে পরা স্যাণ্ডেল,
চার্চে এবার ঘুরতে যাবে এসে গেছে #ব্যাণ্ডেল*।

#সংগৃহীত

Address

Kolkata
743502

Telephone

+916295604015

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK Online Blogger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK Online Blogger:

Share