Star Bangla News Entertainment

Star Bangla News Entertainment সত্যমেব্ জয়তে কে পাথেয় করে প্রকৃত নিরপেক্ষ সংবাদ মাধ্যম । আপনাদের ভালোবাসা ও সমর্থন একান্তই কাম্য । This is a bengali digital news channel

14/01/2025
05/01/2025

মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিনে উপলক্ষে
রাজপুর সোনারপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সংস্কৃতি অনুষ্ঠান।

04/01/2025

ঝাড়্গ্রাম জেলার জন্য সাংবাদিক নিয়োগ চলছে।
আগ্রহীরা যোগাযোগ করুন whatsapp করুন 7890435865

01/10/2024

সুপবিত্র শারদ সম্মান ২০২৪ এর পূজোর প্রস্তুতি পর্বে আজ সোনারপুরের কোদালিয়া নেতাজী সংঘের পুজো।

01/10/2024

সুপবিত্র শারদ সম্মান ২০২৪ এর পূজোর প্রস্তুতি পর্বে আজ পুরুলিয়ার রাজ রাজেশ্বরী দুর্গা মন্দিরের পূজো।

'সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই' - রচনা    ভোট গণনা শুরু হয়ে গেছে। কোনো কোনো জায়গা থেকে কিছুটা ইঙ্গিত আসা শুরু করেছ...
04/06/2024

'সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই' - রচনা

ভোট গণনা শুরু হয়ে গেছে। কোনো কোনো জায়গা থেকে কিছুটা ইঙ্গিত আসা শুরু করেছে। কিন্তু সোমবার দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখলেন ভোট গণনা কেন্দ্র। রাজনীতি পা দিয়েই একেবারে লোকসভা ভোটের প্রার্থী। টানা প্রচার করেছেন হুগলির মাটিতে। এবার গণনার পালা। রাত পোহালেই ভোটগণনা। তার আগে সোমবার রাতে গণনাকেন্দ্র ঘুরে দেখলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। গণনাকেন্দ্র পরিদর্শনের পর ছোট পর্দার দিদি নম্বর ওয়ান নিজের প্রচারের উপর ভরসা রেখেও বললেন, ‘ভোটবাক্স কথা বলবে। আর কিছুটা ওপরওয়ালার হাতও আছে।’ তারপরেই কবি চন্ডিদাসকে স্মরণ করে বললেন,'যা হবে, আমি হাসি মুখে মেনে নেব। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।’

নির্বাচনী প্রচার পর্বে রচনার রোড শো’য়ে, সভায় প্রচুর মানুষকে ভিড় করতে দেখা গিয়েছে। তবে তাঁদের মধ্যে কত মানুষ রচনাকে ভোট দিয়েছেন, সেটা নিয়ে এখনও নিশ্চিত নন ছোট পর্দার দিদি নম্বর ওয়ান। তাঁর কথায়, ‘কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন। তাঁরা ভোটবাক্সে ভোট দিয়েছেন কি না, সেটা কাল বুঝতে পারব। এখনও বুঝতে পারছি না। তাঁরা ভালবাসেন বলে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তাঁদের মধ্যে কতজন তৃণমূল, কতজন বিজেপি, কতজন সিপিএম সেটা কেউ জানি না।'

ভোটের ফলাফলের একদম প্রাথমিক ইঙ্গিত     ভারতের আষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক ইঙ্গিত আসা শুরু করেছে। এই মুহূর...
04/06/2024

ভোটের ফলাফলের একদম প্রাথমিক ইঙ্গিত

ভারতের আষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক ইঙ্গিত আসা শুরু করেছে। এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে 'ইন্ডিয়া' জোট ও NDA জোট ২৪৪ টি করে এগিয়ে আছে।

বাংলার ক্ষেত্রে তৃণমূল ১৭, বিজেপি ১৯, বাম ১ ও কংগ্রেস ২টি সিটে এগিয়ে আছে। তবে এটা নিতান্তই প্রাথমিক ইঙ্গিত।

ব্রেকিং নিউজ - ভোটের ফলাফলের প্রাথমিক ইঙ্গিতে  NDA ধাক্কা খাচ্ছে     ভোটের রেজাল্টের প্রাথমিক ইঙ্গিত আসার সঙ্গে সঙ্গে শে...
04/06/2024

ব্রেকিং নিউজ -

ভোটের ফলাফলের প্রাথমিক ইঙ্গিতে NDA ধাক্কা খাচ্ছে

ভোটের রেজাল্টের প্রাথমিক ইঙ্গিত আসার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে ব্যাপক ধস। চিন্তা বাড়াচ্ছে শেয়ার বাজারের গ্রহকদের।

ব্রেকিং নিউজ - এই মুহূর্তের খবর রাজ্যে এগিয়ে শতাব্দী, মনোজ টিগ্গা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলী, পার্থ ভৌমিক, ...
04/06/2024

ব্রেকিং নিউজ - এই মুহূর্তের খবর

রাজ্যে এগিয়ে শতাব্দী, মনোজ টিগ্গা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলী, পার্থ ভৌমিক, সৌমিত্র খাঁ, অধীর চৌধুরী।

03/05/2024

Star Bangla News Entertainment's broadcast

মাথার উপর খেলা করছে ছোট মাছ। চুলই হয়ে উঠেছে আস্ত একোরিয়াম! ওয়েবডেস্ক :-   নিজেকে সকলের সামনে প্রেসেন্টেবল করার বাসনা নিয়...
27/02/2024

মাথার উপর খেলা করছে ছোট মাছ। চুলই হয়ে উঠেছে আস্ত একোরিয়াম!

ওয়েবডেস্ক :-
নিজেকে সকলের সামনে প্রেসেন্টেবল করার বাসনা নিয়ে এখন চলেছে প্রতিযোগিতা। মূল কথা হলো সকলের সামনে নিজেকে তুলে ধরা। আর এই বিষয়ে সমাজ মাধ্যম একটা বড়ো জায়গা। তাই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় মানুষ কত রকম রীল বানায়। হাল ফ্যাশানের যুগে মন মাতানো নানান হেয়ার স্টাইলের ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। এখন এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখে চোখ কপালে নেটপাড়ার। চুলেই পুরো অ্যাকোয়ারিয়াম তৈরি করে সকলকে তাক লাগিয়েছেন এক মহিলা। প্রথমে বিষয়টা বুঝতে একটু অসুবিধা হয়েছে। কারণ এমন ভাবনা কারোর মাথায় আসতে পারে তা কেউ ভাবতেই পারে নি। কিন্তু ১০০ শতাংশ সত্য দৃশ্য।

ঘটনাটি অবশ্য কোন দেশের তা বোঝা যাচ্ছে না। অবাক করা কাণ্ড ঘটালেন এক মহিলা। আর তাঁর এই আজব কীর্তি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই জোর চর্চা। কীভাবে সম্ভব? প্রশ্ন নেটপাড়ার! হাল ফ্যাশানের যুগে মন মাতানো নানান হেয়ার স্টাইলের ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। এখন এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখে চোখ কপালে নেটপাড়ার। চুলেই পুরো অ্যাকোয়ারিয়াম তৈরি করে সকলকে তাক লাগিয়েছেন এক মহিলা। সুন্দরভাবে চুলের উপরে ঘুরে বেড়াচ্ছে নানা রঙের ছোট মাছ।

ভিডিওটিতে আপনি দেখতে পাবেন একটি পার্লারে এক মহিলা চেয়ারে বসে ফোন ঘাটছেন। একই সঙ্গে সেলুনের দুই হেয়ার স্টাইলিশ মহিলার চুলে জেলির মতো কিছু লাগিয়ে পাত্রের আকৃতি নিয়ে এসে তাতে জল যোগ করেন এবং কিছু সোনালি রঙের কিছু ছোট মাছ ছেড়ে দেয় চুলের উপর। একই সঙ্গে মহিলাকে এমন চুলের ডিজাইন দেখে খুশিতে হেসে উঠতে দেখা যায়। ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার মুহূর্তে কোটি মানুষ তার পছন্দ জানিয়েছেন। সুন্দর সুন্দর অবাক করা মন্তব্য এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি বেশ দুর্দান্ত দেখাচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘আমার কাছে বেশ অবাক লাগছে।’ এটা আপনাদেরও নিশ্চই ভালো লাগবে।

দীপিকার বেবিবাম্পা এখন ভক্তদের নজর কেড়েছেওয়েবডেস্ক :-  দীপিকা মানেই এখন বলিউডের  মস্তানি গার্ল। পর পর সব ছবি বক্স অফিসে ...
25/02/2024

দীপিকার বেবিবাম্পা এখন ভক্তদের নজর কেড়েছে

ওয়েবডেস্ক :-
দীপিকা মানেই এখন বলিউডের মস্তানি গার্ল। পর পর সব ছবি বক্স অফিসে সারা ফেলেছে। এবার সামনে আসলো তার মা হওয়ার সম্ভাবনার কথা। সম্প্রতি বাফটা অ্যাওয়ার্ডের লুক থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছে। শাড়ি পরে যে ছবি-ভিডিও শেয়ার করেছিলেন বলিউডের মস্তানি, সেসব দেখেই জল্পনা তুঙ্গে। এমনকী, বলিউডের অন্দরেও কানাঘুষো শোনা যাচ্ছে, রণবীর-দীপিকার সংসারে প্রথম সন্তান আসতে চলেছে। তারকাদম্পতি যদিও মুখে কুলুপ এঁটেছেন, তবে সপ্তাহান্তে দীপিকার পোস্ট করা ভিডিও আবারও তাঁর মা হওয়ার জল্পনা উসকে দিয়েছে। সম্প্রতি নিজেই মা হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন এক সাক্ষাৎকারে। “রণবীর আর আমি দুজনেই বাচ্চা ভালোবাসি। আমরা মুখিয়ে রয়েছি নিজেদের পরিবার শুরু করার অপেক্ষায়।”

একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, দুই মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থামিয়ে রাখেননি। আজ মুম্বই তো কাল বিদেশ ছুটছেন। এবার অভিনেত্রীর পোস্ট করা রিল ভিডিওতে বেবি বাম্প খুঁজে পেল ভক্তরা। শ্যাম্পেইন রঙের সিক্যুইন শাড়ির আঁচলে পেট ঢেকে রেখেছেন দীপিকা। পেট আড়ালে রেখেই ছবিগুলো তুলেছেন। কেউ বলছেন, ‘কেউ কি বেবি বাম্পটা দেখতে পেলে?’ আবার কারও মন্তব্য, ‘উফ দীপিকা তুমি কি সত্যিই অন্তঃসত্ত্বা? দয়া করে জানাও আমাদের।’ কেউ বা বলছেন, ‘শুধু পিছন দিক থেকেই ছবিগুলো তোলা। দীপিকা তো নানা অ্যাঙ্গেলে ছবি তোলে সাধারণত, তাহলে এবার কেন ব্যতিক্রম? তার মানে সত্যিই অন্তঃসত্ত্বা।’ কিন্তু বলি পাড়ায় গোপন কথা তো বেশিদিন গোপন থাকে না। প্রকাশ্যে আসলো বলে।

ভারতীয় সংগীতের কিংবদন্তি লতা মঙ্গেস্কর অবিবাহিত কিন্তু সিঁথিতে সিঁদুর পরেনওয়েবডেস্ক :-  ভারতীয় সংগীতে তিনি নিজেই একটা প্...
07/02/2024

ভারতীয় সংগীতের কিংবদন্তি লতা মঙ্গেস্কর অবিবাহিত কিন্তু সিঁথিতে সিঁদুর পরেন

ওয়েবডেস্ক :-
ভারতীয় সংগীতে তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। তাঁর কন্ঠে বিরাজ করেন সরস্বতী। আজীবন তিনি সংগীত সাধনা করে গেছেন। গত ৬ ফেব্রুয়ারি ২০২২, সকলকে কাঁদিয়ে চির ঘুমে লতা মঙ্গেশকর, গোটা দেশ শোকে কাতর হয়ে পড়েছিল। আজও মেনে নিতে পারে না ভক্তরা, তিনি নেই। তাল, সুর, ছন্দে-লয়ে তিনি থেকে যাবেন আজীবন। লতা মঙ্গেশকরকে সরস্বতীর বরকন্যাও বলে থাকেন অনেকে। তবে তাঁর জীবনও বিতর্কের বলয় থেকে মুক্তি পায়নি। যদিও তিনি চিরকাল নিজেকে বিতর্ক থেকে দূরে রেখেছেন।

কিন্তু তাঁর সিঁথিতে মাঝে মধ্যেই কেন সিঁদুর দেখা যায়, সেই প্রসঙ্গে সাফ জবাব দিয়েছিলেন লতা। যদিও জল্পনা ছিল অন্য। বিয়ে করবেন না, প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাই-বোনেদেরই সন্তান স্নেহে বড় করার পন নিয়েছিলেন তিনি। যদিও শোনা যায় একটা সময় BCCI প্রেসিডেন্ট রাজ সিং দুনগাপুরের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। লতার দাদা হৃদয়নাথ মঙ্গেশকরের ভাল বন্ধু ছিলেন রাজ সিং। ফলে বড় বোনের সঙ্গেও তাঁর পরিচিতি তৈর হয়। শোনা যায় সেই সময়ই তাঁরা একে অন্যকে মন দিয়েছিলেন। কিন্তু তাঁদের ভালোবাসা বিবাহের পরিনাম পায় নি। শোনা যায়, গোপনে তারা বিয়ে করেছিলেন ও তাঁর তিনি মাঝে মাঝেই সিঁথিতে সিঁদুর পরতেন।

ঠাকুর পরিবারের সঙ্গে শর্মিলা ঠাকুরের সম্পর্ক - এবার সামনে আনলেন শর্মিলা নিজেওয়েবডেস্ক :-   ভারতীয় জনজীবনে 'ঠাকুর' পদবির ...
06/02/2024

ঠাকুর পরিবারের সঙ্গে শর্মিলা ঠাকুরের সম্পর্ক - এবার সামনে আনলেন শর্মিলা নিজে

ওয়েবডেস্ক :-
ভারতীয় জনজীবনে 'ঠাকুর' পদবির একটা বিশেষ ঐতিহ্য আছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে ভারতীয় চলচ্চিত্রের আইকন শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের রক্ত বহন করে চলেছেন। কিন্তু তাঁদের সম্পর্ক কতটা গভীর তা বোঝানোর জন্যই এক অনুষ্ঠানে শর্মিলা বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, তাঁর দাদার বংশধর আমরা। আমার ঠাকুরদার বাবা গুণীন্দ্রনাথ ঠাকুর। যিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই। তাঁরা দু’জনেই খুব ভালো পেইন্টার। জাপানি শিল্পীদের থেকে অনুপ্রাণিত হয়ে যাঁরা তুলে ধরেছিলেন তাঁদের প্রতিভা। আমার সম্পর্ক সেদিক থেকেই। তখন ঠাকুর পরিবার একে অন্যের সঙ্গে ভীষণই ঘনিষ্ঠ ছিলেন। একে অন্যকে চিনতেন। এখন সবটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছে।' তিনি জানান ঠাকুর পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়।

ঠাকুর পরিবারের ইতিহাস ঘেটে জানা যায়, শর্মিলার দিদিমা ছিলেন ললিতা। তিনি আসলে রবীন্দ্রনাথের বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি ছিলেন। হ্যাঁ, লতায়-পাতায় ঠাকুর পরিবারের সঙ্গে শর্মিলার যোগ নিবিড়। বছর খানেক আগে পারিবারিক অ্যালব্য়াম থেকে লাল দিদি ও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবিও শেয়ার করেন শর্মিলা কন্যা সাবা আলি খান পতৌদি। তবে শর্মিলা ঠাকুর ছেলে মেয়েদের সেভাবে বাংলা শেখাতে পারেন নি বলে একটা খেদ তাঁর আছে।

ভাগ্যিস হেলমেট পরার আগে নজরে পড়েছে!ওয়েবডেস্ক :-ভাগ্যিস হেলমেট পরার আগে নজরে পড়েছে। ভিতরে ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে । দেখুন...
05/02/2024

ভাগ্যিস হেলমেট পরার আগে নজরে পড়েছে!

ওয়েবডেস্ক :-ভাগ্যিস হেলমেট পরার আগে নজরে পড়েছে। ভিতরে ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে । দেখুন সেই হাড় হিম করা ঘটনা।

সোশ্যাল মিডিয়ার দৌলতে কত ঘটনাই না আমাদের সামনে আসে। কখনো তা খুব হাসির, কখনো আবার বেশ উত্তেজক, এমন কি কখনো রোমহর্ষক। এমনই একটি বিরল ঘটনা ভাইরাল হয়েছে। আপনি দেখলেও চমকে উঠবেন। ঘটনা হলো, ভাগ্যিস বাইকে চড়ে হেলমেট মাথায় ঢোকানোর আগে ওনার একবার হেলমেটর ভিতরটাতে চোখ পড়েছিল। হেলমেট পরার আগে তাকাতেই চোখ কপালে। ভিতরে লুকিয়ে বিষধর সাপ। হাড় হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আমরা দেখতে পাচ্ছে, এক ব্যক্তি বাইকে বসে হেলমেটটি মাথায় দেওয়ার আগে একবার হঠাৎ ভিতরটা তাকিয়ে দেখলেন। কিন্তু পরার আগেই হেলমেট থেকে বেরিয়ে আসে ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপকে বেরিয়ে আসতে দেখা যায়। এমন রোমহর্ষক দৃশ্য দেখে নেটমহল চমকে উঠেছেন।

এই চমকপ্রদ ঘটনাটি ভিডিওটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘snake_hunter_mallu’-অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তবে কখন কোথায় এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। কিন্তু এই ক্লিপটি এখন ইন্টারনেটে একটি সেনসেশন হয়ে উঠেছে, যা অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ছে। সকলেই অনেক মন্তব্য করেছেন, কেই লিখেছেন, 'ভাবুন কেউ যদি এই হেলমেটটি চেক না করে পরেন?’ দ্বিতীয় ব্যক্তি বললেন, ‘যখন আপনি অনেক দিন পর হেলমেট ব্যবহার করবেন, একবার এটি পুরোপুরি দেখে তবেই পরুন। যাতে এ ধরনের ঝুঁকি এড়ানো যায়।’ এছাড়াও আরো অজস্র মন্তব্যে ভরে উঠেছে ওই ভাইরাল ভিডিও। ৬ লক্ষের বেশি মানুষ এই দৃশ্য দেখেছেন।

বিয়ে করার জন্য চাপের মুখে বিজয়-তমন্না জুটি!ওয়েবডেস্ক :-বিয়ে করার জন্য চাপের মুখে বিজয়-তমন্না জুটি। চুটিয়ে প্রেম করছে। এব...
04/02/2024

বিয়ে করার জন্য চাপের মুখে বিজয়-তমন্না জুটি!

ওয়েবডেস্ক :-বিয়ে করার জন্য চাপের মুখে বিজয়-তমন্না জুটি। চুটিয়ে প্রেম করছে। এবার মনে হয় বিয়ের পিঁড়িতে বসতেই হবে।
ভারতীয় ছবির জগতে এখন বিজয়-তমন্না জুটি খুবই পরিচিত নাম। তাদের সম্পর্ক নিয়ে আর কোনো লুকোচুরি নেই। প্রকাশ্যেই তারা প্রেমের জগতে মশগুল। গত বছর থেকেই বিজয় এবং তমন্নার সম্পর্কের কানাঘুষো শোনা যাচ্ছিল। বছরের শেষ দিকে নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন দু'জনেই। তার পর থেকেই তমন্নার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘দহাড়’ খ্যাত এই অভিনেতা। রেস্তরাঁ, ছবির প্রিমিয়ারে হাসিমুখে ক্যামেরার সামনে ‘পোজ’ দিয়েছেন এই জুটি। প্রেমের সম্পর্কে যে তাঁরা দু'জনেই ভাল রকম রয়েছেন, সেটা বেশ বোঝা যায়। তারা এখন উপভোগ করছেন প্রেমের মধুর জীবন। এর মধ্যেই সামনে আসলো তাদের বিয়ের কথা।
ভক্তদের তো প্রশ্নের শেষ নেই। কিন্তু একটা প্রশ্ন খুব কেমন - 'কবে বিয়ে করছেন?’ স্বাভাবিক কারণে ওরাও উদ্বিগ্ন তা নিয়ে। আমরা জানি, 'লাস্ট স্টোরিজ় ২’ ওয়েব সিরিজ়ের শুটিংয়ের সময় একে-অপরের কাছাকাছি আসেন তাঁরা। মণীশ মলহোত্রের বাড়ির দীপাবলির অনুষ্ঠান শেষে হাত ধরে গাড়িতে ওঠার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। নিজেদের বিয়ে নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি বিজয়-তমন্না। এবার মুখ খুললেন, বিজয়। তিনি বলেন, "আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সকলেই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে, কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।’’ তিনি জানান, তার মা তাকে বিয়ে করার জন্য বার বার করে বলছেন।
খবরে প্রকাশ, বিয়ের চাপ আসছে তমন্নার বাড়ি থেকেও। তমন্না ৩৩ পাড় করেছে। স্বাভাবিম কারণেই চাপ দিচ্ছে বাড়ির অভিভাবকরা। তাই এবার মনে হয়, প্রেম জীবন শেষ করে তারা এক পা এগিয়ে গেছে বৈবাহিক জীবনের দিকে।

আমিরের দুই স্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন দ্বিতীয় পত্নী কিরণওয়েবডেস্ক :-  সেলেব জগতে ২টো, ৩টে বা ৪টে বিয়ে খু...
04/02/2024

আমিরের দুই স্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন দ্বিতীয় পত্নী কিরণ

ওয়েবডেস্ক :-
সেলেব জগতে ২টো, ৩টে বা ৪টে বিয়ে খুব অস্বাভাবিক নয়। নায়ক থেকে নায়িকা সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এটাও অস্বাভাবিক নয় যে সেই সম্পর্ক নিয়ে বলি পাড়ায় গুঞ্জনের ছাড়াছড়ি। সম্প্রতি আমির কন্যার বিয়ের আসরে আমিরের দুই স্ত্রীকে দেখে নতুন করে আবার সেই বিতর্ক সামনে এসেছে। আর সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন আমিরের দ্বিতীয় পত্নী কিরণ রাও। আমরা জানি, খুব ছোট্ট বয়সে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। যদিও বিয়ের কিছু বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এর পর পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিন্তু দু’জনের যৌথ সিদ্ধান্তে কিছু বছর আগে বিচ্ছেদ হয়ে যায় তাঁদেরও। বিচ্ছেদ হলেও আমিরের সঙ্গে তাঁর দুই স্ত্রীর সম্পর্ক দারুণ। এখানেই শেষ নয়, দুই স্ত্রীর মধ্যেও সম্পর্ক বেজায় ভাল। কী করে? প্রাক্তনেরা কি সত্যি বন্ধু হতে পারে? এ নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছিলে কিরণ।

কিরণ স্পষ্ট করে বলেন, আমরা তো আলোচনা করেই আলাদা হয়েছি। ফলে বন্ধুত্ব আছে অটল।তাঁর বক্তব্য, “খুব স্বাভাবিক ভাবেই এটা আসে। আমার পরিবার ওর বিয়েতে হাজির ছিল। সত্যি কথা বলতে খুব একটা মাথাও দিতে হয় না। আমরা পরিবার।প্রতি সোমবার রাতে একসঙ্গে খাওয়াদাওয়া করি আমরা।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “একই ফ্ল্যাটে আমরা থাকিও। আমার প্রাক্তন শাশুড়ি উপরে থাকেন। রীনা পাশেই থাকেও। আমিরের বোনও খুব একটা দূরে থাকেন না। আমরা প্রত্যেকে প্রত্যেককে মানুষ হিসেবে দারুণ ভালবাসি। আমি রীনা ও আমিরের বোন একসঙ্গে ঘুরতে যাই। আমরা তো কথা বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যেরকম পরিবার ছিল এখনও তেমনই আছে।” আমরা এভাবেই বাকি জীবন সকলেই সকলের পাশে থাকবো - এটা আপনারা দেখে নেবেন।

Address

201, Briji Road, Birji East, East, Garia
Kolkata
700084

Alerts

Be the first to know and let us send you an email when Star Bangla News Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star Bangla News Entertainment:

Videos

Share