Kolkata Today news

Kolkata Today news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kolkata Today news, Media/News Company, KOLKATA.

kolkata today news. নেটওয়ার্ক ১৮ সংস্থার একটি বাংলা খবরের ওয়েবসাইট৷ পশ্চিমবঙ্গ তথা গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি সংবাদ পাঠকদের কথা ভেবেই এই নিউজ ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে৷ বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার মতো আটটি হিন্দি ভাষী রাজ্যের জন্য হিন্দি ওয়েবসাইট ছাড়াও অন্যান্য বিভিন্ন ভাষায় রয়েছে এই খবরের ওয়েবসাইট৷ kolkata today news আপনাকে সবসময় খবরের আপডেট দিতে থাকে

27/04/2025
27/04/2025

:কাশ্মীরে পেহেলগ্রাম জঙ্গি হামলা হিন্দু পর্যটকদের মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনার প্রতিবাদে বড়বাজার গাঙ্গুলী লেন গণেশ মন্দিরের সন্নিকটে কাশ্মীরে শহীদ পর্যটকদের স্মৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি মোমবাতি জ্বালিয়ে স্মরণসভার আয়োজন করলো, পশ্চিমবঙ্গ সনাতন ধর্ম রক্ষা সেনা, পশ্চিমবঙ্গ পরশুরাম সেনা এবং গাঙ্গুলী লেন্স স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানের মুখ্য উপদেষ্টা সচিন ত্রিপাঠী পশ্চিমবঙ্গ পরশুরাম সেনার চেয়ারম্যান, বাগেশ মিশ্রা পশ্চিমবঙ্গ সনাতন ধর্ম রক্ষা সেনার প্রেসিডেন্ট। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বিধায়ক সঞ্জয় বক্সী। উপস্থিত ছিলেন বরুণ মল্লিক, মনিষ তিওয়ারি, পবন শর্মা, প্রমোদ রায়, সুনীল শুক্লা, কৈলাশ উপাধ্যায়, কৃপাশংকর দুবে, মতি সোনকার, অরুন কুমার পাত্র, সরবেশ ঠাকুর, চন্দন মিশ্রা, শশী সহ আরো অন্যান্যরা

23/04/2025

২২শে এপ্রিল বেহালা শিমুলতলা বাজারের সন্নকটে, ১২১নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা রুপক গাঙ্গুলী মহাশয়ের উদ্যোগে বিশিষ্ট সংগীত শিল্পী স্বর্গীয় সত্য চৌধুরী এর আবক্ষ মূর্তি উদ্বোধন। এই মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দেবাশীষ কুমার মাননীয় মেয়র পারিসদ, কলকাতা পৌরসংস্থা ও মাননীয় সরকারি মূখ্য সচেতক, পশ্চিমবঙ্গ সরকার

26/03/2025

:রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। চলছে পবিত্র রমজান মাস। এই মাসে মুসলিম ধর্ম বিলম্বীরা ইফতারে অংশগ্রহণ করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ২৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অয়ন চক্রবর্তীর উদ্যোগে রাজাবাজারে হয়ে গেল দাওয়াত এ ইফতার। প্রতি বছরের মত এ বছরও ইফতার মজলিসে প্রায় ৬০০ ও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ ববি হাকিম, এম এম আই সি সন্দীপন সাহা, পৌর পিতা সুব্রত ব্যানার্জি, শক্তি প্রতাপ সিং সহ বহু বিশিষ্ট বর্গ।

Gangasagar Mela 2025
18/01/2025

Gangasagar Mela 2025

28/12/2024

: পার্ক স্ট্রিটের আদলে পাটুলিকে ফুটিয়ে তুলেছে।১০১ নম্বর ওয়ার্ডের পৌর পিতা বাপ্পাদিত্য দাশগুপ্তর উদ্যোগে আয়োজিত হল ছোটদের বড়দিন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে পৌরপিতা বাপ্পাদিত দাশগুপ্ত তার শৈশব কে খুঁজে পায়। কেক বিতরণের পাশাপাশি অসংখ্য ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পাড়ায় বাপ্পাদিত খুবই খুশি বলে জানালেন। এই ছোটদের বড়দিন কেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতা মন্ত্রী থেকে শুরু করে চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীরা। পৌর পিতাবাপ্পাদিত দাস গুপ্ত জানালেন প্রতি বছরের তুলনায় এ বছর চার লক্ষেরও বেশি মানুষ উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে। বাপ্পাদিতর এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলে।

03/11/2024

#শহর থেকে জেলা সব জায়গায় প্রতিবছরের মতো এবছরও সাড়ম্বরে চলছে মাতৃ শক্তির আরাধনা। এরই মধ্যে সেরা পুজোগুলিকে দীপ সম্মান দিয়ে কুর্নিশ জানালো কলকাতা টুডে নিউজ। সাবেকিয়ানা কে মাথায় রেখে এই এই পুজো 55 বছরে পদার্পণ করল। পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক মূলক কাজকর্ম করে থাকেন।আমাদের চ্যানেলের পক্ষ থেকে২০২৪ দীপ সম্মানে ভূষিত হলো বালি স্পূটনিক'৭০.

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata Today news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share