13/03/2023
সাহিত্য সাথীর উদ্যোগে বসন্ত উৎসব ও কবিতা পাঠের আসর।.............................................................
নিজস্ব প্রতিনিধি :হাওড়া--গত রবিবার ১২-০৩-২৩ তারিখ হাওড়া জেলার সাঁকরাইল-এ হীরাপুর পল্লশ্রী পাঠাগারে সাহিত্য সাথী পত্রিকার উদ্যোগে দশম কবিতা পাঠের আসর ও বসন্ত উৎসব পালিত হলো।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ব্রত চক্রবর্তী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌতম সায়েদি,বেনজির মানব,ডাঃ রুহুল আমিন,সৌরেন প্রমানিক,বাসুদেব দাস,তপন কোলে,তারক নাথ সাহা,মদন মোহন কাঁজী,সমালোচক সমীর কুমার ভৌমিক,সংস্থার সভাপতি মধুসূদন বাঘ,সহ সম্পাদক সেখ জাকির হোসেন,কার্যকরি সম্পাদক আসগার আলি মণ্ডল প্রমুখ।সকলকে ব্যাচ পরিয়ে বরণ করেন সাহিত্যিক সোমা পাল।অনুষ্ঠানের শুভ সূচনা হয় দীপঙ্কর পাত্র মহাশয়ের গাওয়া সঙ্গীতের মধ্য দিয়ে।এছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সম্পা রানী রায় ও বাসুদেব দাস। অনুষ্ঠানে প্রায় ষাট জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।সকল কবিকে আবির ও পলাশ ফুল দিয়ে বরণ করেন সাহিত্যিক তুহিনা মিত্র।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বরচিত কবিতা পাঠ করেন তরুণ মিত্র,দীপক জানা,সোমনাথ ঘোষ,মনোজ বিশ্বাস,সেখ মহিবুর রহমান,গৌতম গঙ্গোপাধ্যায়,সেখ গিয়াসুদ্দিন,নূপুর কোলে,তোতন রায়,চয়নিকা বিশ্বাস,স্বাগতা গঙ্গোপাধ্যায়,তজউদ্দিন সেখ,এস.কে.বান্টি,মিন্টু প্রমানিক,জুবায়ের হাসান,চন্দন সামন্ত,প্রণব মুখার্জী,অনির্বান মিত্র প্রমুখ।এছাড়াও আরও অনেকে উপস্থিত থেকে কবিতা পাঠ করেন।সাহিত্য সাথীর সম্পাদক ডাঃ নুরুল ইসলাম সাহেব শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত না থাকার জন্য সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিমল চন্দ্র সরদার।