Watchmore Tv

Watchmore Tv Don't forget to like, comment and share on our page to get neutral news about politics, literature,

29/04/2023

মামলা থেকে সরিয়ে দেওয়ার পর লাইভ সাংবাদিক সম্মেলনে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী

07/04/2023

গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ড

সাহিত্য সাথীর উদ্যোগে বসন্ত উৎসব ও কবিতা পাঠের আসর।.............................................................নিজস্ব প...
13/03/2023

সাহিত্য সাথীর উদ্যোগে বসন্ত উৎসব ও কবিতা পাঠের আসর।.............................................................

নিজস্ব প্রতিনিধি :হাওড়া--গত রবিবার ১২-০৩-২৩ তারিখ হাওড়া জেলার সাঁকরাইল-এ হীরাপুর পল্লশ্রী পাঠাগারে সাহিত্য সাথী পত্রিকার উদ্যোগে দশম কবিতা পাঠের আসর ও বসন্ত উৎসব পালিত হলো।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ব্রত চক্রবর্তী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌতম সায়েদি,বেনজির মানব,ডাঃ রুহুল আমিন,সৌরেন প্রমানিক,বাসুদেব দাস,তপন কোলে,তারক নাথ সাহা,মদন মোহন কাঁজী,সমালোচক সমীর কুমার ভৌমিক,সংস্থার সভাপতি মধুসূদন বাঘ,সহ সম্পাদক সেখ জাকির হোসেন,কার্যকরি সম্পাদক আসগার আলি মণ্ডল প্রমুখ।সকলকে ব‍্যাচ পরিয়ে বরণ করেন সাহিত‍্যিক সোমা পাল।অনুষ্ঠানের শুভ সূচনা হয় দীপঙ্কর পাত্র মহাশয়ের গাওয়া সঙ্গীতের মধ‍্য দিয়ে।এছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সম্পা রানী রায় ও বাসুদেব দাস। অনুষ্ঠানে প্রায় ষাট জন কবি সাহিত‍্যিক উপস্থিত ছিলেন।সকল কবিকে আবির ও পলাশ ফুল দিয়ে বরণ করেন সাহিত্যিক তুহিনা মিত্র।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বরচিত কবিতা পাঠ করেন তরুণ মিত্র,দীপক জানা,সোমনাথ ঘোষ,মনোজ বিশ্বাস,সেখ মহিবুর রহমান,গৌতম গঙ্গোপাধ্যায়,সেখ গিয়াসুদ্দিন,নূপুর কোলে,তোতন রায়,চয়নিকা বিশ্বাস,স্বাগতা গঙ্গোপাধ্যায়,তজউদ্দিন সেখ,এস.কে.বান্টি,মিন্টু প্রমানিক,জুবায়ের হাসান,চন্দন সামন্ত,প্রণব মুখার্জী,অনির্বান মিত্র প্রমুখ।এছাড়াও আরও অনেকে উপস্থিত থেকে কবিতা পাঠ করেন।সাহিত‍্য সাথীর সম্পাদক ডাঃ নুরুল ইসলাম সাহেব শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত না থাকার জন‍্য সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিমল চন্দ্র সরদার।

13/02/2023
ভারতের অসমে বাল্যবিবাহের ঘটনায় ধরপাকড় ইস্যু উঠল মুসলিম পার্সোনাল ল'বোর্ডে      বিজেপিশাসিত অসমে বাল্যবিবাহের ঘটনায় ধরপাক...
07/02/2023

ভারতের অসমে বাল্যবিবাহের ঘটনায় ধরপাকড় ইস্যু উঠল মুসলিম পার্সোনাল ল'বোর্ডে



বিজেপিশাসিত অসমে বাল্যবিবাহের ঘটনায় ধরপাকড় ইস্যু উঠল মুসলিম পার্সোনাল ল’বোর্ডের বৈঠকে। গোটা বিষয়টির উপরে নজর রাখতে বোর্ডের আইনি সেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল (রোববার) উত্তর প্রদেশের লখনৌতে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের বৈঠকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেছেন, বাল্যবিবাহের ঘটনায় অসমে যেভাবে ধরপাকড় চলছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের বৈঠকে। তিনি বলেন, ‘মুসলিম মেয়েদের বিয়ের বয়সের ক্ষেত্রে শরীয়াহ আইনই প্রযোজ্য হবে বলে রায় দিয়েছিল পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট। পরবর্তীতে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। ওই মামলায় সুপ্রিম কোর্ট রায় না দেওয়া পর্যন্ত বাল্যবিবাহের ঘটনায় অসম সরকার যাতে আর কোনও পদক্ষেপ গ্রহণ না করে তা নিয়ে বোর্ডের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।’

এ প্রসঙ্গে আজ (সোমবার) অসমের হাইলাকন্দির বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর রেডিও তেহরানকে বলেন, ‘মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সব সময়ে প্রচার মাধ্যমের ক্যামেরার সামনে থাকতে চান। তার বর্তমান বাল্যবিবাহ নিয়ে যে পদক্ষেপ তা অত্যন্ত অবিবেচক ও অপরিপক্ক একটা পদক্ষেপ। মানুষকে উচিত ছিল সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ করা।’

অসমের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেছেন, ‘মুসলিম মেয়েদের বিয়ে, তালাক ইত্যাদিতে ১৯৩৭ সালের শরীয়াহ আইনই প্রযোজ্য হওয়ার কথা উল্লেখ আছে। বিভিন্ন হাইকোর্ট মুসলিম মেয়েদের বিয়ের ক্ষেত্রে বয়সের ব্যাপারে শরীয়াহ আইনের পক্ষে রায় দিয়েছে। বাল্যবিবাহের ঘটনায় ‘পকসো’ আইনের একটি মামলা খারিজ করে দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। রাজ্যে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০০৬ সালে কার্যকর হয়েছে। কিন্তু সেই আইনের রুল এখনও তৈরি হয়নি। এমনকি সেই আইনের ১৬ ধারায় বাল্যবিবাহের ঘটনা রোধে কর্মকর্তা নিয়োগের কথা রয়েছে। গত ২৪ জানুয়ারি রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতে একজন করে কর্মকর্তা নিয়োগ করা হয়। কিন্তু কোনও কিছু চিন্তা না করে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে যেভাবে চার হাজারের বেশি মামলা দায়ের এবং তারপর ধরপাকড় যেভাবে শুরু হয়েছে, তা মেনে নেওয়া যায় না। কেননা আইন মেনে মামলা দায়ের করা হয়নি। হাজারে হাজারে স্বামী গ্রেফতার করা হলেও একটিও বিয়ে কিন্তু অবৈধ নয়।’

বিয়ে ভাঙতে গেলে ২০০৬ সালের আইনের ৩ ধারা অনুযায়ী নাবালিকার পরিবারকেই আবেদন করতে হবে বলেও বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মন্তব্য করেন। এদিকে, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শ্রমাকে নিশানা করে বলেছেন, ‘বাল্যবিবাহ নিয়ে যদি এত মায়া কান্না তাহলে, আপনারা পুলিশকে বলুন, বাল্যবিবাহের অপরাধে দেশের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করুন। তাহলে চিরতরে বাল্যবিবাহ বন্ধ হয়ে যাবে।’

‘১৯৬৭ সালে বাল্যবিবাহের আইন তৈরি করা হয়েছিল। ১৯৬৮ সালে দেশের প্রধানমন্ত্রী এক নাবালিকাকে বিয়ে করেছেন’ বলেও মন্তব্য করেন রাজ্য কংগ্রেসের সভাপতি ভূপেন বরা।

03/02/2023

Morning assembly of Gunotsav 2023

02/02/2023

হাত-পা নেই এরপরেও হাজার হাজার লোক তার কথা......

31/01/2023

A mother and two pups are rescued after being buried in landslide for two days!😞

31/01/2023

অমর্ত্য সেনের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতার

30/01/2023

৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে | Inauguration of 46th International , 2023

28/01/2023

মধ্যপ্রদেশের মোরেনা জেলায় দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার ২টি যুদ্ধবিমান। অন্যদিকে, রাজস্থানের ভরতপুরে ভারতীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ু সেনা।

28/01/2023

৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

27/01/2023

পাঠানে সলমনের ধামাকা এন্ট্রি

26/01/2023

Pathan  -
26/01/2023

Pathan
-

25/01/2023

বিধায়ক পীরজাদা মুসা সিদ্দিকীর গ্রেফতারে, সংবিধানকে উপেক্ষা করা হল।

24/01/2023

লালবাজারে নওসাদ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ এর পর পিরজাদারা কী বলছেন?

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Watchmore Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share