Bookishly Yours

Bookishly Yours YouTuber

 #ভিডিও_লিঙ্ক_প্রথম_কমেন্টে
31/10/2025

#ভিডিও_লিঙ্ক_প্রথম_কমেন্টে

I believe in the ability of the newcomers. Best wishes.
30/10/2025

I believe in the ability of the newcomers. Best wishes.

ভেঙে গেলে ব্রিজ কি আর ব্রিজ থাকে? 🌉

এই প্রশ্ন ঘোরাফেরা করে উপন্যাসের কেন্দ্রে। এই উপন্যাসের মুখ্য চরিত্র, কলকাতার অনতিদূরে সীমান্ত-সংলগ্ন এক আপাতশান্ত মফস্সল শহর। এই মফস্সলেরই এক অনাথ আশ্রমে বেড়ে ওঠে কিশোর রাজা; পদবিহীন, রাজত্বহীন, 'রাজা'।

তার প্রিয় ইস্ত্রিওয়ালা সবুজদা, নিঃসঙ্গ লীদাদু, আধপাগলা মোমবাতি, লাইব্রেরিয়ান মেরী অ্যান, সিডির দোকানদার নাড়ু, পরিযায়ী শ্রমিক পদা, নাপিত শিবু, ট্যাক্সিচালক আব্দুল...সকলের জীবন আর যাপনের সঙ্গে সম্পৃক্ত এই মফস্সল এবং তার একপাশে থাকা ভাঙা ব্রিজ।

মুক্তিদেবী স্মৃতি পাঠাগারের মুক্তি দেবীর পরিচয়, মাইকা ফ্যাক্টরির বন্ধ হয়ে যাওয়ার কারণ, চাঁদের বাড়িতে লীদাদুর আস্তানা, মিহির আর অবন্তীর হারানো সুর, সমর আর সাগরিকার সংসার, জুবিন আর মেহেরের সাধের ক্যাফে সিনাগঘ, আব্দুল আর বিপাশার অনুচ্চারিত অসম প্রেম, ক্রিস্টিনার সীমান্ত ছুঁতে চাওয়া... এমন কত অজানার সন্ধানে হন্যে হয়ে ফেরে রাজার কিশোর মন।

'ভাঙা ব্রিজ' শুধু জনজীবনে স্থিতিশীলতা হারানোর গল্প বলে না, নিয়ে যায় আরও বৃহৎ পরিসরে।

তরুণ লেখক রোহিত দে-র প্রথম উপন্যাস, বই আকারে প্রকাশিত। 🌷

পাড়ায় জগদ্ধাত্রী আর🥰♥️🌼
30/10/2025

পাড়ায় জগদ্ধাত্রী আর🥰♥️🌼

30/10/2025

সুকুমার রায়ের জন্মদিনে দ্য ওয়ালের শুভেচ্ছা...

30/10/2025

আমার দুটো প্রিয় ইউটিউব চ্যানেলের নাম দিলাম। আপনার প্রিয় ইউটিউব চ্যানেলের নাম বলতে পারেন।

🌼 Half Pant History
🌼 70 mm With Rahoul

 কাল আমার প্রোফাইলে উস্মা প্রকাশ করেছিলাম, গুগল ও চ্যাট জিপিটি নির্ভর পোস্ট নিয়ে। তাহলে, কিরকম পোস্ট আমার পড়তে ভালো লা...
29/10/2025


কাল আমার প্রোফাইলে উস্মা প্রকাশ করেছিলাম, গুগল ও চ্যাট জিপিটি নির্ভর পোস্ট নিয়ে। তাহলে, কিরকম পোস্ট আমার পড়তে ভালো লাগে❓

🌼 যেখানে জ্ঞান দিলেও জাহির করার প্রবনতা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ, গল্পটা বলতে হবে হালকা ছলে।

🌼 ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যর, খেলাধুলো ও তার ইতিহাস নিয়ে প্রজ্ঞা প্রশ্নাতীত। উনি এমন অনেক বিষয় জানেন যেগুলো আমরা জানি না এবং চট করে জানা সম্ভব নয়। অর্থাৎ, সেই তথ্য যেগুলো সহজে পাওয়া যায় না। নাহ, গুগল করলেও পাবেন না।

🌼 সেগুলোকে সহজপাচ্য ভাবে পরিবেশন করতে হবে। যে পড়ছে তাকে হারিয়ে দেওয়ার চেষ্টা না করাই ভালো। অর্থাৎ, দেখো আমি কত জানি এবং তোমার নলেজ ও পড়াশোনার লেভেল কত কম, এরকম হাবভাব ঠিক নয়। এটা সবচেয়ে জরুরি আমার জন্য। যেখানে প্রমান করার কোনো চেষ্টাই নেই পোস্টদাতার নলেজ লেভেল।🥰

🌼 গৌতম স্যারের একটা ছোট ঘটনা দিয়ে শেষ করি। উনি, লাহোরে ইমরান খানের বাড়িতে দুবার গেছিলেন বিভিন্ন সময়ে ইন্টারভিউ করতে। প্রথমবার দেখেছিলেন বাড়ির নম্বর ২২ আর পরের বার দেখলেন ২। উনি জিজ্ঞেস করেছিলেন, ইমিকে, কি হলো একটা দুই কি খসে পড়ে গেলো।🙄😉

উত্তর ছিল না। লাহোর মিউনিসিপ্যালিটি নম্বর re-shuffle করেছে, তাই পরের বার নতুন নম্বর হয়েছে ২। এই তথ্য আপনি চেষ্টা করে দেখুন তো গুগুলে পান কিনা। ওপেন চ্যালেঞ্জ করলাম।💪🏻

🌼 এগুলো তখনই সম্ভব যখন নির্দিষ্ট কতগুলো বিষয় আপনি যথেষ্ট ভালো করে জানবেন আর ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবেন। ব্যক্তিগত মানে, আমরা নির্দিষ্ট কিছু বিষয় বুঝি। সেটা সত্যি নয়। উপরে উল্লেখ করা ঘটনা কিন্তু গৌতমবাবুর ব্যক্তিগত ঘটনাই।

ছবিটি গৌতম স্যারের প্রোফাইল থেকে নেওয়া।

ভুতের গল্প খুব বেশি পড়ি না এবং খুব যে ভালো লাগে তেমনও নয়। তবে এর লেখক তালিকা বেশ আকর্ষণীয়। আগ্রহীরা ট্রাই করতে পারেন।
28/10/2025

ভুতের গল্প খুব বেশি পড়ি না এবং খুব যে ভালো লাগে তেমনও নয়। তবে এর লেখক তালিকা বেশ আকর্ষণীয়। আগ্রহীরা ট্রাই করতে পারেন।

কিশোর ভারতী নভেম্বর সংখ্যা : শিহরনের ৯ গল্প 😶‍🌫️🥶

👁️‍🗨️ প্রকাশিত হবে ১লা নভেম্বর !

প্রচ্ছদ -- অরিজিৎ ঘোষ ।

দাম : ৩০ /-

আজই আপনার নিকটবর্তী বইয়ের দোকান বা সংবাদপত্র বিক্রেতাকে বলে রাখুন। 😃

28/10/2025

'বৃষ্টিভেজা বইয়ের হাট'-এ থাকবেন ক্ষতিগ্রস্ত প্রকাশক, বিপণি এবং লিটল ম্যাগাজ়িনগুলি।
▪️অংশ নিতে আগ্রহীদের ১ নভেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে উল্লেখিত দু-টি নম্বরের যেকোনো একটিতে।
▪️কোনো অংশগ্রহণ-মূল্য নেই। আবেদনের ক্রম অনুসারে জায়গা ধার্য করা হবে।
▪️এটি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত বইয়ের হাট। কোনোভাবেই নতুন বা ভালো অবস্থার বইয়ের বিক্রির জন্য একে ব্যবহার করা যাবে না।

'বেঁচে উঠুক বইপাড়া'-র আহ্বানে আপনারা স্বতঃপ্রণোদিত হয়ে বইপাড়ার পাশে দাঁড়িয়েছিলেন। বই-মরমী আপনাদের সকলকে আমরা আরও একবার স্বাগত জানাই।

  #জ্ঞান_দিচ্ছিশচীন টেন্ডুলকার বা জশপ্রিত বুমরার মধ্যে মিল কোথায়? দুজন দুটো ভিন্ন সময়ের ক্রিকেটার এবং একজন ব্যাটার আর ...
27/10/2025


#জ্ঞান_দিচ্ছি
শচীন টেন্ডুলকার বা জশপ্রিত বুমরার মধ্যে মিল কোথায়? দুজন দুটো ভিন্ন সময়ের ক্রিকেটার এবং একজন ব্যাটার আর একজন বোলার। মিল বুঝতে গেলে আমাদের বুঝতে হবে কিভাবে দল নির্বাচন হয়। দল নির্বাচনের বৈঠকে মূলত থাাকে ক্যাপ্টেন, বোর্ডের সদস্য এবং সিলেকশন কমিটির চেয়ারম্যান। দল নির্বাচনে সময় লাগে বড়জোর এক ঘন্টা। এই যাবতীয় তথ্য জেনেছি, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বিভিন্ন সাক্ষাৎকার থেকে। সৌরভ ওরকম বহু মিটিং এ অংশগ্রহণ করেছেন ক্যাপটেন থাকাকালীন।

যাই হোক, যা বুঝছি, যদি ১১ বা ১৫ জনকে নির্বাচন করতে হয়, তাহলে সময় প্রায় ১২ - ১৫ ঘণ্টা লাগবে। তাহলে একঘন্টায় শেষ হয় কি করে? এখানেই আসে অটোমেটিক চয়েস থিওরি। কেউ ১১ জনকে সিলেক্ট করে না। মোটামুটি শেষের ৩-৫ জনকে সিলেক্ট করা হয়। বাকিদের নিয়ে কোনো আলোচনা হয় না কারণ তাদের এমনিতেই দলে জায়গা হবে। যাদের ছবি দিয়েছি তারা ওরকম দুজন খেলোয়াড়।

যেকোনো ক্ষেত্রে চেষ্টা থাকা উচিত অটোমেটিক চয়েস হওয়ার। যদি সেটা করা যায়, আর ভাবতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমরা হয়ে উঠতে পারি না আর দুর্ভাগ্যজনক বুঝিও না যে ওটাই লক্ষ্য। যাইহোক আমি হয়ে উঠতে না পারলেও অন্তত বুঝে গেছি, কোনো ক্ষেত্রে অটোমেটিক চয়েস হওয়ার গুরুত্ব কতখানি।

এই নিয়ম কিন্তু বইপত্রের ক্ষেত্রেও সত্যি। কাদের বই চোখ বুজে কিনে নেওয়া যায় বা কাদের বই নিয়ে বক্তব্য চোখ বুজে ভরসা করা যায়।

 িভিউ লিখিত রিভিউ করতে মোটেই স্বচ্ছন্দ বোধ করি না এবং বেশিরভাগই জানেন আমি মূলত ভিডিও বানাই। কিন্তু বইটি পড়ে এমন নির্মল আ...
26/10/2025

িভিউ
লিখিত রিভিউ করতে মোটেই স্বচ্ছন্দ বোধ করি না এবং বেশিরভাগই জানেন আমি মূলত ভিডিও বানাই। কিন্তু বইটি পড়ে এমন নির্মল আনন্দ পেলাম যেটা শেয়ার না করে পারলাম না। এখনকার বাংলায় লেখালেখির অনেকটা জুড়ে আছে ডার্ক আর হতাশা। বহু স্কুল অফ থট ও রয়েছে। দেশে আশার কিছুই নেই বা ওরকম কথা। সেগুলো কতটা সত্যি জানা নেই, কিছুটা অবশ্যই সত্যি।

তার মধ্যেই রম্য পড়তে বেশ ভাল লাগে বৈকি। আমি মানসিক আরাম পেয়েছি। কোনো জটিল তত্ত্বকথা নয়, সহজ ভাবে আমাদের স্কুল জীবনের কথা, প্রবাসী বাঙালির কথা।

যদি আপনি মনের আনন্দে পড়তে চান এই বই আপনার জন্য। কিন্তু যদি কোনো জটিল কিছু আশা করেন, কেনো কোনো ভদ্রলোক, সবরমতি থেকে ডান্ডি অবধি হেঁটেছিলেন অথবা বিপ্লব স্পন্দিত বুকে আপনিই কেউ একজন, স্যরি, this is not your cup of tea.

 #ভিডিও_লিঙ্ক_প্রথম_কমেন্টে Debarati Mukhopadhyay
24/10/2025

#ভিডিও_লিঙ্ক_প্রথম_কমেন্টে
Debarati Mukhopadhyay

24/10/2025

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bookishly Yours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bookishly Yours:

Share