GolপBaজ

GolপBaজ Don’t be thinking too much, just enjoy your life...

কাশেম আলী। একসময় স্বপ্ন দেখেছিলেন সুখের সংসারের, ভালোবাসার মানুষ আলেয়ার সঙ্গে কাটাবেন সারাটি জীবন। কিন্তু নিয়তি তাকে নিয়...
20/03/2025

কাশেম আলী। একসময় স্বপ্ন দেখেছিলেন সুখের সংসারের, ভালোবাসার মানুষ আলেয়ার সঙ্গে কাটাবেন সারাটি জীবন। কিন্তু নিয়তি তাকে নিয়ে খেলেছে নির্মম এক খেলা।

আলেয়াকে বিয়ে করার মাত্র পঁচিশ দিনের মাথায় পাড়ি জমিয়েছিলেন বাহরাইন, পরিবার ও প্রিয়জনদের জন্য ভালো কিছু করার স্বপ্ন নিয়ে। কিন্তু সেই প্রবাস জীবনে একদিন শুনলেন, তার হৃদয়ের রাণী আলেয়া তার আগের প্রেমিকের সাথে পালিয়ে গেছে।

সেই খবর শোনার পর থেকে কাশেম আলীর পৃথিবী যেন থমকে গেল। আলেয়াকে তিনি ভালোবেসেছিলেন মন-প্রাণ দিয়ে, অথচ সে তাকে ফেলে চলে গেলো। আলেয়ার প্রতি তার ভালোবাসা ছিল নিখাদ, কারণ সে-ই ছিল কাশেমের জীবনের প্রথম নারী, প্রথম ভালোবাসা।

আলেয়ার চলে যাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে কাশেম আর দেশে ফেরেননি। একটানা ২৪ বছর কাটিয়ে দিলেন প্রবাসে, বুকের ভেতর চাপা কষ্ট আর বেদনার পাহাড় বয়ে নিয়ে।

কিন্তু ভাগ্য তাকে আর বেশিদিন সহ্য করলো না। মেডিকেল পরীক্ষায় আনফিট হয়ে বাধ্য হয়েই দেশে ফিরতে হলো। ভাবলেন, অন্তত দীর্ঘ প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থে এবার শান্তিতে বাকি জীবন কাটাবেন।

কিন্তু দেশে ফিরে যা দেখলেন, তাতে তার হৃদয়ের রক্তক্ষরণ হলো আরও তীব্রভাবে। মা-বাবা, ভাই-বোনেরা তার প্রবাস জীবনের সমস্ত উপার্জন শেষ করে ফেলেছে। তিনি শূন্য হাতে দাঁড়িয়ে রইলেন।

চার মাস বাড়িতে কাটালেন, তবে সেই বাড়িও তার জন্য হয়ে উঠল অচেনা। মান-অভিমান, কষ্টে-দুঃখে এক কাপড়ে বেরিয়ে গেলেন বাড়ি থেকে।

আজ সাড়ে পাঁচ বছর হয়ে গেছে তিনি পথে পথে ঘুরছেন। কোনো ঠিকানা নেই, আশ্রয় নেই, জীবন কেবল একমুঠো ভাতের আশায়। মাজারে মাজারে ঘুরে কাটান দিন। আজও হাঁটতে হাঁটতে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কুমিল্লা স্টেশনে এসে পৌঁছেছেন। গন্তব্য চট্টগ্রামের আমানত শাহ মাজার, শুনেছেন সেখানে দুই বেলা খাবার মেলে।

কাশেম আলীর জীবনের কাছে আর কোনো চাওয়া নেই। শুধু দুই বেলা ভাত পেলেই তিনি সুখী।

চোখ মুছতে মুছতে বললেন কাশেম, “আল্লাহ যেদিন ডেকে নেবে, সেদিন যেন এই মাজারেই শেষ নিঃশ্বাস ফেলতে পারি।”

পথের ধুলো আর জীবনের দুঃখ-কষ্ট বুকে নিয়ে কাশেম আলী হাঁটছেন অনন্ত গন্তব্যের পথে…
#প্রবাসী
Kolkata, India GolপBaজ
[collected]

Hi.....      Kolkata, India GolপBaজ Facebook
24/06/2024

Hi.....
Kolkata, India GolপBaজ Facebook

 #বন্ধু_কী_খবর_বলআমাদের ক্লাসে যে মেয়েটা ফার্স্ট হত, কলেজ অবধি তার আর পৌঁছানো হয়নি। পিঠাপিঠি আরও চারটে বোন থাকার দায়ে, ব...
07/03/2024

#বন্ধু_কী_খবর_বল

আমাদের ক্লাসে যে মেয়েটা ফার্স্ট হত, কলেজ অবধি তার আর পৌঁছানো হয়নি। পিঠাপিঠি আরও চারটে বোন থাকার দায়ে, বাড়ি থেকে সাত তাড়াতাড়ি বড় মেয়েটারই বিয়ে দিয়ে দিতে হয়েছিল। আজ তিন ছেলেপুলের মা হয়ে তার ভরা সংসার। একদিন ওর বাড়িতে গেছিলাম। ওর বর আর শাশুড়ির অভিযোগ শুনে বুঝলাম, মেয়েটা এখন প্রতিদিন কী নিদারুণভাবে ফেল করে!

জিনাত বোরখা পরে স্কুলে আসত। একদিন বলেছিলাম, এই গরমে এতকিছুভাবে নিজেকে যে মুড়ে রাখিস, কষ্ট হয় না? ও স্রেফ হেসেছিল। বলল, আমাদের কতকিছু বারণ জানিস? ওর বারণের লিস্ট শুনে অবাক হয়েছিলাম।
মাঝে বহু বছর। এখন জিনাত দুবাইতে থাকে, মডেলিং করছে। কিছুদিন আগে ওর একটা ছবি পাঠিয়েছিল, রঙিন দুটো ডানার এখন সে এক মালকিন।

স্কুলের অন্য বন্ধু ছিল অরূপ। দারুণ মেধাবী। অবাক লাগত, কীভাবে ছেলেটা সবার আগে ক্লাসে হাত তুলে শান্ত গলায় সব উত্তর মুখস্থ বলে দিতে পারত! একদিন জিজ্ঞেস করেছিলাম, বড় হয়ে কী হওয়ার ইচ্ছে তোর? বলেছিল, পাইলট। চোখ বন্ধ রেখে বলেছিল, "দেখিস একদিন আমি ঠিক হওয়ায় ভাসব।"
অরূপ এখন অটো চালায়। ওর বাবা মারা গেলে মাঝপথে পড়া বন্ধ করে দিতে হয়েছিল। গোটা সংসারে একমাত্র ওই এখন উপার্জনকারী।

আমাদের লাস্ট বেঞ্চে বসত অম্বরিশ। মুকুল স্যার অংকের ফর্মুলা জিজ্ঞেস করলেই ও জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকত। স্যার রোজ ওকে বকতেন। ওর গুণের মধ্যে কেবল অসাধারণ ছিল ওর গানের গলাখানা। অম্বরিশ অংকের সূত্র কখনও মুখস্থ করতে পারেনি কিন্তু সেই দরাজ গলার ছেলেটা এখন সুপ্রতিষ্ঠিত এক ক্লাসিক্যাল গুরুজী। শুধু কলকাতা কেন কলকাতার বাইরেও এক নামে সক্কলে ওকে আজ চেনে।

শিউলিকে আমার বেশ লাগত। ও যখন বেহালা বাজাত আমরা মুগ্ধ হয়ে ওর দিকে চেয়ে থাকতাম। ফর্সা সুন্দরী একপিঠ চুলের শিউলি ঠিক যেন আমাদের স্কুলের সরস্বতী ঠাকুর।
যখন আমরা কলেজে, শুনলাম কোনো এক বাজে পাড়ায় এখন নাকি ও থাকে। কেন কীভাবে কিচ্ছু জানতে পারিনি। কেবল শুনেছিলাম ওখানে কেউ একবার পৌঁছে গেলে তার ফেরার নাকি কোনো রাস্তা নেই। শিউলি ওর জীবনে এখন কেবল রাতেই বেঁচে ভোরে ঝরে যায়।

এলিনা ক্লাসে ঢুকেই অনন্যার পাশে গিয়ে বসতো। রেগে যেত অনন্যা, বড্ড বকবক করে মেয়েটা, ক্লাসে না নিজে পড়াশোনা করে না ওকে মনোযোগ দিতে দেয়, অসহ্য একেবারে। কিন্তু সব মিলিয়ে ওর নাচের প্রশংসা না করলেই নয়। ক্লাসের অফ পিরিয়ডে রোজ ও অনন্যার কাছে স্টেপসগুলো শেখার জন্য বায়না করতেই থাকত। শিখেও নিত চটপট করে।
একদিন বিকেলে খবর পাওয়া গেল, এলিনাদের পাড়ার পুকুরে ওর মৃতদেহটা ভেসে উঠেছিল। তাল ছন্দ মেয়েটার দুম করে সারাজীবনের জন্য কেমন করে বন্ধ হয়ে গেল!

ঋদ্ধি কম কথার ছেলে, মোটামুটি টাইপের স্টুডেন্ট। ক্লাস এইটে জীবনবিজ্ঞান ক্লাসে আমাদের বিষ্ণুস্যার ব্যাঙ কেটে দেখালে হঠাৎ লাইনের পিছনে দুম করে এক আওয়াজ পেয়েছিলাম, ঋদ্ধি উল্টেছে। আমরা তো হেসেই খুন। অসম্ভব এক ভীতু ছেলে। আমরা ওকে এসব নিয়ে হেব্বি খ্যাপাতাম।
ঋদ্ধি এখন মেডিকেলের ডাক্তার। প্রায় রোজই আধমরা মানুষগুলোকে ওর ম্যাজিকের মতো হাতের ছোঁয়ায় বাঁচিয়ে তোলে।

মানুষের জীবন কীভাবে পাল্টে যায় কেউ জানে না। জানে না কীভাবে শুরু হতে হতে শেষের গল্প এসে যায়, আবার শেষ হতে হতে জীবনের গোটা গল্পখানা পাল্টে এমন এক মোড় আসে, সেখানে হয়তো কেবলই প্রাপ্তির মৃদু বাতাস হালকাভাবে স্পর্শও করে যেতে পারে।

(Collected🥀)
GolপBaজ Facebook Facebook

দাদী বলতো, 🥴দাদু ভাই, যদি কখনো ভূত দেখো তাহলে কাপড় চোপর খুলে ফেলবে, ন্যাংটো হলে ভূত চলে যায়!  আমিও মন দিয়ে শুনতাম, যেহেত...
17/02/2024

দাদী বলতো, 🥴
দাদু ভাই, যদি কখনো ভূত দেখো তাহলে কাপড় চোপর খুলে ফেলবে, ন্যাংটো হলে ভূত চলে যায়!

আমিও মন দিয়ে শুনতাম,
যেহেতু ছোটো বেলায় শেখানো কথা, তাই মনে গেথে গিয়েছিলো।

তো একদিন, রাত করে বাসায় ফিরছিলাম।
তখন রাত ১২,৩০ এর মত বাজে,
গ্রামে রাত ১২,৩০ মানে অনেক রাত।

বাসায় ফেরার পথে একটা গলি পরে,
বাসা থেকে একটু দুরেই গলিটা, গলিটা একটু লম্বা। তো পার হওয়ার জন্যে ঢুকেছি, আমি সোজা সামনে দিয়ে বের হয়ে যাবো।
একটু হাটলে সামনে থেকে ডানদিকে আরেকটা গলি চলে গেছে, কিন্তু আমি যাবো সোজা।

গলিতে ঢুকেছি মাত্র ৩০ সেকেন্ড হয়েছে বোধয়, বেশ খানিক টা পার হয়ে এসেছি। হটাত করে লোড শেডিং, আশেপাশের সব আলো অফ।
ভয়ে গেলো আত্বা উরে, ধুমধাম করে শার্টের পকেটে হাত দিলাম ফোনের টর্চ জালানোর জন্যে, ফোন হাতে নিয়ে দেখি চার্জ নাই, অফ হয়ে গেছে।
কি আর করার। অন্ধকারেই হাতরে হাতরে এগোচ্ছি।
একটু যাওয়ার পরে ডানদিকে চলে যাওয়া গলি পড়লো, ওই গলি থেকে একদম সোজা অনেক খানি দুরে একটা আলো দেখা যাচ্ছিলো, আলো টা কিসের দেখার জন্যে তাকাতেই,
দেখি পাশের দেওয়ালের উপর মানুষের আকৃতির কি যেন ঝুলতেছে।
মনে হলো কেও যেন আমাকে বুকের ভেতর চাপ দিয়ে ধরলো, এত টা ভয় পেলাম।

আমি নিশ্চিত ওটা অশরীরী কিছু। হটাত করে দাদীর শেখানো কথা মনে পড়লো।
যেহেতু গ্রামে ছিলাম, তাই লুঙ্গি পরেই ছিলাম, তাই খুব একটা অসুবিধা হলো না, এক টানে লুঙ্গি খোলা শেষ, এদিকে ভয়ে আমি চোখ খুলে তাকাতেও পারতেছিলাম না! লুঙ্গি খুলে নিচে ফেলে চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম,

তার ভেতেরেই হটাত করে কারেন্ট চলে আসলো।
চোখ বন্ধ থাকায় তখনো বুঝি নি, কিন্তু প্রায় সাথে সাথেই বুঝলাম যে কারেন্ট এসেছে। তাই সাহস করে চোখ টা খুলে দেখি ওখানে যা ছিলো তা নেই।

আমি যেন হাফ ছেরে বাচঁলাম। তারপর লুঙ্গি টা পরে নিলাম। আর দুরে তাকিয়ে দেখলাম৷ কেও একজন দৌরে চলে যাচ্ছে।
এমনি তেই ভয় পেয়েছি। তাই অত কিছু না ভেবে হন্ত দন্ত করে বাসায় এসে শুয়ে পরলাম।

******

পরের দিন সন্ধ্যায়, বাসা থেকে বেরিয়ে আড্ডা দেওয়ার জন্যে বেরোবো, মা বলতেছে, রাত করে তো ঘোরা ফেরা করোই, একটু সাবধানে যেও।
আমি বললাম কেন?
মা বললো কাল রাতে ওই পাড়ার কালু নাকি আমাদের ওই গলিতে বসে ছিলো, ও নাকি ন্যাংটা ভুত দেখেছে।
আমি অবাক হয়ে বললাম কালু?
মা বললো
হ্যা, বেচারা খুব ভয় পেয়েছে, কাল রাতে নাকি ওকে পানি ঢেলেছে।

!!😁😁 এমন আরো গল্প পেতে পেইজটি সবাই ফলো করতে পারেন।

Collected 🥀
GolপBaজ

ছোটবোন আজ সকাল থেকে জিদ করতেছে। সবজি রান্না করা দেখে সে বলতেছে সবজি খাবে না ডাল খাবে। পরে ডাল রান্না করছে। এরপর বলছে ডাল...
04/02/2024

ছোটবোন আজ সকাল থেকে জিদ করতেছে।
সবজি রান্না করা দেখে সে বলতেছে সবজি খাবে না ডাল খাবে। পরে ডাল রান্না করছে। এরপর বলছে ডাল দিয়ে ভাত খাবে না রুটি খাবে পরে রুটি করে দিছে। এরপর সে বলতেছে পরোটা খাবে। পরোটা করে দেয়ার পর বলছে সেমাই দিয়ে পরোটা খাবে। সেমাই রান্না করার পর বলতেছে সেই সবজি দিয়েই খাবে।
অতঃপর সে আম্মুর হাতে মা'ই'র খাইলো।

এখন চুপচাপ সেই সবজি দিয়েই ভাত খাচ্ছে🌚🌚

Collected 🥀
GolপBaজ

প্লেনের পাইলট ঘোষনা করলেন আধা ঘণ্টা পর আমরা ল্যান্ড করব।  বলে পাইলট মাইক অফ করতে ভুলে যান এবং পাশের পাইলট কে বলেন এখন আম...
24/01/2024

প্লেনের পাইলট ঘোষনা করলেন আধা ঘণ্টা পর আমরা ল্যান্ড করব।

বলে পাইলট মাইক অফ করতে ভুলে যান এবং পাশের পাইলট কে বলেন এখন আমি আগে গরম চা খাব এরপর এয়ারহোস্টেস কে চুমু খাব😘

একথা শুনে এয়ারহোস্টেস দৌড়ে মাইক বন্ধ করতে যেতে নিয়ে এক বাচ্চার পায়ের সাথে হোচট খেয়ে পরে গেল 🥴 তখন বাচ্চাটি বলল আপনার এত তাড়া কিসেন উনি ত বলল আগে চা খাবেন🙂

(Collected)🥀
GolপBaজ

আমার নাম অনুঅনু মানেবিন্দু বা শিশির কণা।তোমার 👉?             GolপBaজ
10/01/2024

আমার নাম অনু
অনু মানে
বিন্দু বা শিশির কণা।
তোমার 👉?

GolপBaজ

True💔🥀          GolপBaজ
15/12/2023

True💔🥀

GolপBaজ

জীবন খাতার পাতায় পাতায়,,,,যতই লিখো হিসেব নিকেষ---কিছু রবে না, কিছু রবে না।💔🙂🥀         GolপBaজ
03/12/2023

জীবন খাতার পাতায় পাতায়,,,,
যতই লিখো হিসেব নিকেষ---
কিছু রবে না, কিছু রবে না।
💔🙂🥀

GolপBaজ

বৌয়ের মন যাচাই করার জন্য Angel Sadia নামে একটা ফেইক আইডি খুললাম। তাড়াতাড়ি আইডি লগ ইন করেই বৌকে একটা মেসেজ পাঠিয়ে দিলাম।-...
31/10/2023

বৌয়ের মন যাচাই করার জন্য Angel Sadia নামে একটা ফেইক আইডি খুললাম। তাড়াতাড়ি আইডি লগ ইন করেই বৌকে একটা মেসেজ পাঠিয়ে দিলাম।

---হাই আপু, বলছিলাম আপনার স্বামী আপনাকে ঠিকঠাক দেয় তো.... মানে ভরণপোষণ??

কিছুক্ষণ পরে আমার বৌ এর রিপ্লাই - 🙄🙄ইমুজি।

হঠাৎ কাউকে এই প্রশ্ন করাতে সে থমমত খেয়ে যাবে এটাই স্বাভাবিক। না,আগে একটু আদি-খ্যে'তা করার দরকার ছিলো। সরাসরি এইভাবে বলা ঠিক হয়নি।

---বলছিলাম আপু, আপনার পোস্ট অনেকদিন ধরে ফলো করি আমি। তবে কেনো জানি মনে হয় আমি পার্সোনাল লাইফে আমার মতোই খুব অসুখী। নিশ্চয়ই ভাইয়া ঝামেলা করে তাই না?

বৌএর রিপ্লাই - 🙂💔

তার মানে ও নিজেও এটাই মনে করে।নয়তো অন্য কিছু বলতো।
আমি আবারো বললাম :
---খুব একাকীত্ব ফিল করেন তাই না??

বৌএর রিপ্লাই - 😭😭

আমি --আমার কাছে একটা দারুণ উপায় আছে??

বৌ - 😴🤔

---আমার অফিসের বসের সাথে প্রেম করবেন? আসলে উনি অনলাইনে টাইম পাস করার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দেবার দ্বায়িত্ব দিয়েছেন আমাকে। যদি আপনি রাজি হতেন আমার কষ্টটা কমতো🙂

বৌএর শেষ রিপ্লাই - তাই নাকি😲

আমি -- হ্যাঁ আপু 😌

বৌ আমার একটু হলেও গলে যাচ্ছে বুঝতে পারছি।😾 লক্ষ্য করলাম আমার প্রশ্নের অপেক্ষা না করেই সে অনলাইন থেকে বেরিয়ে যায়। আমিও অফিসের কাজ সেরে বাসায় ফিরি।

কিন্তু কথা সেটা না, কথা হলো আজ তিনদিন ধরে আমি হাসপাতালে ভর্তি!
আমার বাম হাত আর ডান পায়ের ভ"গ্ন-দ'শা।বাকিগুলোর কন্ডিশন ভালো না।
আসলে ঐ দিন ভুল করে ফেইক আইডি মনে করে নিজের রিয়েল আইডি দিয়ে বৌকে মেসেজ দিয়ে ফেলেছিলাম। তাই আজকের এই অবস্থা।😴😐
🙂💔💔





GolপBaজ



যারা আইডি ফলো না করে গল্প পরছেন, তারা প্লিজ আইডি ফলো করুন 👉👉

🥴🥀
30/09/2023

🥴🥀

30/09/2023

কে কাকে ঠকায়,,,,
তাকে ভগবান ঠকায়।
💔🙏🥀

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when GolপBaজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GolপBaজ:

Share