26/05/2025
বিদায় সমুদ্র
-অর্ণব
আমি আরবতীরে পা ছড়িয়ে শুনছি ঢেওয়ের হুংকার,
চোখের তখন খুব আবেদন দুপুরের ভাত-ঘুমটার।
ঘন্টাখানেক বাকি তখন ফিরতি-ছুটির ঘন্টার,
ঝরছে অঝোর বাদলা পাগল, ফুঁসছে সাগর ঝঞ্ঝা।
ব্যালকনিতে জমছে শুধুই নোনতা মেঘের বর্ষা,
মূহুর্তটুক পাওনা সবার, বাদবাকি সব খরচা।
সোঁ সোঁ ঝড়ে পড়ছে ঝরে ঝাউবন ঘেরা স্পর্ধা,
আমি তুমি সব নেহাতই ক্ষুদ্র, প্রকৃতি মোদের বড়দা।
ছুটিও মিটল, চাপও কাটল, জমল খানিক গল্প,
খাওয়া দাওয়া বেশ সাগর-সোহাগী, ও নিয়ে পরে বলব,
আপাতত আজ ফিরবার পালা, জীবনের চেনা সুত্র,
একদিন সব ফিরে যাবে তীরে, বিদায় নিও, সমুদ্র।
--সমাপ্ত --