অনুকথিকা

অনুকথিকা writing and story telling contact for script writing .

05/04/2025
।। মা লক্ষ্মী চঞ্চলা।।বাড়ির পূজোতে  ❤️🌻
25/10/2024

।। মা লক্ষ্মী চঞ্চলা।।

বাড়ির পূজোতে ❤️🌻

22/08/2024

আমার খুব জানতে ইচ্ছে করছে অভয়ার ধর্ষক বা ধর্ষককারীদের ঘরে জন্ম দাত্রি মায়েরা কি বেঁচে আছেন?
যদি জীবিত থাকেন তবে তারা কি ভয় পাচ্ছেন নিজ সন্তানদের; নাকি গর্বিত হচ্ছেন ?

জানতে ইচ্ছে করছে তার বাড়িতে কি কোন কন্যা সম বা বোন সম কেউ আছে?
যদি থেকে থাকে তবে তাদের প্রতি দৃষ্টি কীরূপ! খুব জানতে ইচ্ছে করছে!
জানতে ইচ্ছে তারা কি বিবেক বোধ এর গ্লানিতে ভুগছে! নাকি যা করেছি বেশ করেছি বলে এক দলা ভাত বেশি খেয়ে স্বস্তির ঘুম দিচ্ছে!

জানতে ইচ্ছে করছে ওদের ও কি প্রেমিকা আছে?
যদি থেকে থাকে তবে তাদের শরীর ও কি খুবলিয়ে খায় হিংস্র হায়নার মতো করেই নাকি তাদের ও প্রেমিকার প্রতি ভালোবাসা জাগ্রত হয়!

জানতে ইচ্ছে করছে তারা কিভাবে নিঁখুত ভাবে একটার পর একটা প্রমাণ লোপাট করে নিশ্চিন্ত হচ্ছে!
জানতে ইচ্ছে করছে! খুব করে জানতে ইচ্ছে করতে এ অবস্থায় তাদের পরিকল্পনা কি!
জানতে ইচ্ছে করছে এত মানুষের হাহাকার সব কিছুকে উপেক্ষা করে কিভাবে! ঠিক কিভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছে! কিভাবে!

Annesha Jana

আগে যখন রাতে নাইট ডিউটি তে থাকতাম বাবা রোজ বলতো জব ছেড়ে দে ! কখনও মা ফোন ধরে থাকতো রাতে ভয় হলে। মাঝে মধ্যে যেদিন ফোন ক...
16/08/2024

আগে যখন রাতে নাইট ডিউটি তে থাকতাম বাবা রোজ বলতো জব ছেড়ে দে ! কখনও মা ফোন ধরে থাকতো রাতে ভয় হলে। মাঝে মধ্যে যেদিন ফোন করা হতো না সকাল থেকে রাত পেরিয়ে যেতো ,বাবা বলতো এক দিনে কত কি ঘটে যেতে পারে জানিস! তাই নিয়ম করে রোজ হসপিটালে ঢোকার সময় এবং বেরোনোর সময় ফোন করতে হতো। সেদিন খুব হাসি পেতো বাবাকে বলতাম আমি কি বাচ্চা যে হারিয়ে যাবো কিডন্যাপ হয়ে যাবো!

আজ বুঝতে পারছি বাবা মারা কেন চিন্তা করে বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য একটা এক্সট্রা ভয় কাজ করে তাদের। এইরকম বহু নোংরা ঘটনা, নোংরা পলিটিকস এর শিকার আমরা মেয়েরা হয়ে থাকি। সব ঘটনা সামনে আসেনা দোষীরাও শাস্তি পায়না আমাদের দেশে, তাই অপরাধ মনস্ক চিন্তাভাবনা গুলো আরও বেশি করে বেড়ে উঠছে চারিপাশে। কারণ তারা জানে ক্ষমতা আর টাকার জোর থাকলে মানুষ খুন ও স্বাভাবিক ঘটনা ভাবে চালানো যায়।
আমরা মেয়েরা কোথাও নিরাপদ নয়!!

#শাস্তিচাই

একটা ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিলো তুমি  মদ খাও কেন ? ছেলেটি উত্তর দিয়েছিলো আমার প্রেমিকা ছেড়ে যাওয়ার কারনে আমার কষ্ট ...
19/07/2024

একটা ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিলো তুমি মদ খাও কেন ?
ছেলেটি উত্তর দিয়েছিলো আমার প্রেমিকা ছেড়ে যাওয়ার কারনে আমার কষ্ট হয় তাই মদ খায়।
উনি আবারো জিজ্ঞাসা করলেন তোমার প্রেমিকা তোমাকে কেন ছেড়ে গেছে?
ছেলেটি বললো মদ খাওয়ার কারণে সে আমাকে ছেড়ে গেছে।
আমার প্রেমিকা আমাকে যে কোন একটি বেছে নিতে দিয়েছিলো হয় তাকে নয়তো মদ। আমি বাপু মদকে বেছে নিলাম। তাই প্রেমিকা ছেড়ে যাওয়ার কষ্টে এখন মদ খাই।

****
বর্তমান সমাজের অবস্থা কিছুটা এরকমই। এদের আসলে মানুষ মরলেও মদ চাই আবার সদ্যজাত বাচ্চা জন্মানোর আনন্দেও মদ চাই। কারো বিয়ে হলে মদ চাই আবার কারো বউ পালানোর শোকেও মদ চাই। দুঃখেও মদ চাই সুখেও মদ চাই। উল্লাসেও চাই। মন খারাপেও চাই। আসলে জিনিস টা চাই অজুহাতে- বাহানায়, দরকারে- অদরকারে।
আর এই ধরনের মানুষদের পরিমাণ চারপাশে এতোটাই ভরে গেছে যে আপনি আপনার সঠিক যুক্তি দিয়ে যদি বোঝাতে যান আপনাকেই ব্যাকডেটেড বা টক্সিস এর তকমা দিয়ে জাস্ট ছোট করে চলে যাবে।

Annesha Jana

19/07/2024

একটা সময় আমার ধারণা ছিল টাকা সবকিছু ম্যাটার করে না তবে বয়স যত বাড়ছে তত বুঝতে শিখছি টাকা কতটা ম্যাটার করে আমাদের জীবনে। টাকা থাকলে তোমার পাশে মানুষের ভিড় এমনই বাড়বে। টাকা থাকলে তোমার দুঃখ কষ্ট এমনিই এক নিমেষে উড়ে যাবে। টাকা থাকলে তুমি মানুষ খুন করে এসেও পাশে আবর্জনার মতো অনেক মানুষ পাবে তোমাকে সাপোর্ট করার জন্য।

তোমার টাকা থাকলে তুমি অন্যায় করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর ক্ষমতা রাখবে। টাকা ম্যাটার করে ভালো থাকতে, ভালোরাখতে, নিজেকে- অন্যকে এমনকি মানুষের মুখ বন্ধ রাখতে। everything is money. একমাত্র Money ই matter করে এই কৃত্রিম দুনিয়ায়।

Annesha Jana

Sisters goals 💗
17/07/2024

Sisters goals 💗

Big shout out to my newest top fans! 💎 Big shout out to my newest top fans! 💎 Shyamal Datta, Dipankar Das, Sunny Sarkar,...
15/07/2024

Big shout out to my newest top fans! 💎 Big shout out to my newest top fans! 💎 Shyamal Datta, Dipankar Das, Sunny Sarkar, Sourav Ghorai, Saurav Ghoshal

15/07/2024

দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ রাস্তা বদলায় আর না হয় ওই দেওয়ালে নিজেকে বন্ধ করে সারাজীবন পচে মরে! 🖤

মেয়ের বাবার মতো অসহায় বোধ হয় আর কেউ হয় না! ছোটবেলা থেকে সবচেয়ে যত্নে আগলে রেখে বড়ো করে। উচ্চশিক্ষিত করে তোলে সমস্ত ...
08/07/2024

মেয়ের বাবার মতো অসহায় বোধ হয় আর কেউ হয় না! ছোটবেলা থেকে সবচেয়ে যত্নে আগলে রেখে বড়ো করে। উচ্চশিক্ষিত করে তোলে সমস্ত পুঁজি দিয়ে। কোন আশা প্রত্যাশা ও রাখে না যে বয়স কালে তাদের লাঠি হবে। তবু কোনদিন অভাব কি জিনিস বুঝতেও দেয়না সমস্তটা দিয়ে মেয়েকে যোগ্য করে তোলে। একবার ও ভাবে না শেষ বয়সে ওই মেয়ে তাদের দেখবে কিনা।

তারপরও একটা সময় আসে যখন তার সবচেয়ে প্রিয় জিনিসটা অন্য কারো হাতে তুলে দিতে হয়। অনেক ক্ষেত্রেই মেয়েকে যাতে কথা শুনতে না হয় সেই ভয়ে মা বাবা দু হাত ভরে মেয়েকে সব দিয়ে দেয় সাধ্যের বাইরে গিয়ে, নিজেদের জন্য কিছু রাখে না ! কারো কাছে হাত পাততেও দুবার ভাবে না!

তাও আশঙ্কায় ভোগে ছেলের বাড়ির লোক কেমন হবে কতটা ভালোবাসবে মেয়েকে কেমন ভাবে রাখবে।

বাঙালি বিয়ের একটা রিচুয়াল আছে মেয়ে বাড়ি ছেড়ে আসার সময় দুমুঠো চাল দিয়ে ঋণ শোধ করার যে বিষয়টা, আমার মতে ওটা এক প্রকার বাবা মাকে অপমান করা।

কেউ কোন দিন বাবা মা'র ঋণ শোধ করতে পারে? যে মানুষগুলো জন্ম দিলো মুখে রক্ত তুলে বড়ো করলো তার ঋণ ওই দুমুঠো চালে মিটে যায়না! এসব নিয়ম কানুন তুলে দেওয়া উচিত। মেয়েরা কোনদিনই তাদের ঋণ শোধ করতে পারে না সে সুযোগ সব মেয়েরা পায় না।

----Annesha Jana

you thought she would never leave,and you got comfortable disrespecting her.And look, now she's gone!🖤
04/07/2024

you thought she would never leave,and you got comfortable disrespecting her.

And look, now she's gone!🖤

03/07/2024

ছোটবেলায় যখন স্কুলে পড়তাম ভোরে উঠতাম।বাবা একটা সাদা এলার্ম ঘড়ি কিনে দিয়েছিলো ক্লাস টেনে, যেটাতে এলার্ম দিতাম। ভোর চারটেয় উঠে একদফা পড়ে নিতাম সকালে উঠে মুখ ধুয়ে মিছরির সরবত, ছোলা ভেজানো খেয়ে আবার ছটায় পড়তে বসতাম মাঝে আবার কোনদিন ঘুমিয়ে ও পড়তাম।

যেদিন টিউশন থাকত সেদিন আলাদা রুটিন। মাঝে মা এসে চা আর দুটো লেড়ো বিস্কুট কিংবা দুটো পাউরুটি ঘি ভেজে চিনি দিয়ে দিয়ে যেত। অঙ্ক আর ভুগোল ভালোলাগার বিষয় ছিল। টেস্ট পেপার করতে আরো বেশি ভালো লাগতো তখন কিন্তু আমার অঙ্কের উত্তর মিলতো না কেন জানিনা যেভাবে এখন জীবনের উত্তর গুলো মেলাতে পারিনা। যাক অঙ্ক নিয়ে সে কথা পরে বলবো না হয়।
পড়ে উঠে স্নান করতে যেতাম আমাদের পুরানো বাড়িতে। সে এক দিন ছিল আমরা ভাই বোনেরা মিলে অনেকজন, কলতলায় সে এক দৃশ্য চলতো রোজ। চুলোচুলি ছুটোছুটি কে আগে বাথরুমে ঢুকবে সে নিয়ে চলতো ঝগড়া, জল ছোঁড়াছুঁড়ি কখনও কখনও মা কাকিমা এসে দু এক ঘা পিঠে দিতো।

ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, আলু সেদ্ধ, ঘি আর মাছ ভাজা এই ছিল রোজের খাবার। তাড়াতাড়ির ঠেলায় সবজি জুটতোনা বেশির ভাগ দিনই যেদিন সকালে সবজি না খেয়ে যেতাম মা রেখে দিতো, বিকেলে এসে খেতাম। ছোট থেকেই আমার সবজি খুব পছন্দের। মোটামুটি দশটা দশ পনেরো করে বাড়ি থেকে বেরোতাম। ঝড়ের গতিতে হাঁটতাম দশ মিনিট লাগতো। মা পাঁচ টাকা করে দিতো তখন ক্লাস ইলেভেনে উঠে দশটাকা হয়েছিলো সেটা। স্কুল থেকে ফিরে আবার টিউশন কখনও একটা কখনও দুটো, ফিরতে ফিরতে রাত। বাবা এগিয়ে যেতো আনতে। তখন ফোন ছিলোনা স্যারের ফোনে বাবাকে বলে দিতাম আনতে আসো।
একটু টিভি দেখতাম জানিনা কেন টিভি সিরিয়াল দেখতে আমার ভালো লাগতো কখনও তাই মায়ের সাথে রান্নার কাজ করতাম ছোট থেকেই। রাতের খাবার খেয়ে আবার পড়তে বসা। রাত জাগতে আমার ভালো লাগতো না কোন কোনদিন বই খুলেই বইয়ের ওপর ঘুমিয়ে যেতাম। মা কিংবা বাবা এসে ঠিক করে শুইয়ে দিতো ঘুমিয়ে পড়লে তখন আমি মরা এতো ঘুম ছিল আমার। এই অকৃত্রিম দিন গুলো সহজ সরল ভালোবাসার হিসাব গুলো বেশ ছিল।

Annesha Jana

----অনুকথিকা

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুকথিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share