Mitra Chakraborty

  • Home
  • Mitra Chakraborty

Mitra Chakraborty Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mitra Chakraborty, Digital creator, .

Hello my dear lovely freinds Well come.Please come &join me & enjoy my Face book page with your more &more sweet sweet Likes love react Comments in my page. page business page Chakraborty����

মা কালি, তোমার জ্যোতিতে আমার অজ্ঞতা বিলীন হোক,আর আমার জীবন সত্যের পথে আলোকিত হোক।হে শ্যামা মা, আমার প্রতি হওয়া সকল অন্যা...
19/12/2025

মা কালি, তোমার জ্যোতিতে আমার অজ্ঞতা বিলীন হোক,
আর আমার জীবন সত্যের পথে আলোকিত হোক।
হে শ্যামা মা, আমার প্রতি হওয়া সকল অন্যায়ের ভার আজ তোমার চরণে—
তোমার ন্যায়ের আলোয় যার যা প্রাপ্য, তুমিই নির্ধারণ করো। 🙏✨

“আজো দেখি ভালোবাসার সেই নরম স্বপ্নটা—যেখানে নেই কোনো অজুহাত, নেই ছলনার ছায়া,নেই আর ঠকে যাওয়ার পুরোনো ভয়।সেখানে শুধু দ...
16/11/2025

“আজো দেখি ভালোবাসার সেই নরম স্বপ্নটা—
যেখানে নেই কোনো অজুহাত, নেই ছলনার ছায়া,
নেই আর ঠকে যাওয়ার পুরোনো ভয়।
সেখানে শুধু দু’টি হৃদয়, মুখোমুখি নীরবতায়—
বিশ্বাসের আলোয় ভেজা, নিঃশর্ত ভালোবাসায়।”

14/08/2025

🇮🇳 ভারতের স্বাধীনতা শুধু ব্রিটিশ শাসন থেকে মুক্তি নয়, এটি এক জাতির আত্মপরিচয় ফিরে পাওয়ার গল্প।
🌅 এই দিনটি মনে করিয়ে দেয় সংগ্রাম, আত্মত্যাগ আর একতার শক্তি।
✊🇮🇳🕊️

🌅 Good Morning! নতুন সূর্য হোক নতুন স্বপ্নের দুয়ার — শুরু হোক দিনটা শান্তি, ভালবাসা আর আলোয় ভরে। ☀️💖🌸✨
13/08/2025

🌅 Good Morning! নতুন সূর্য হোক নতুন স্বপ্নের দুয়ার — শুরু হোক দিনটা শান্তি, ভালবাসা আর আলোয় ভরে। ☀️💖🌸✨

03/05/2025

বিষয় :-আমি ও একটি পাখি তথা আত্মার জাগরন।🤵🐥🪔
মোন নয় হ্যাঁ আত্মার শান্তি হলো আজ।

পরশু রাতের ঝড়ে আমার একটি তিনতলা সমান বারোমাসি আমগাছের বাসা থেকে এক পাখির ছানা উঠোনে পড়ে যায়, আমি ঐ ঝড়জলের রাতে অন্ধকারে একটি কুকুর ছানা বিড়াল ছানার মতো কান্না শুনে ছুটে অনেক খোঁজাখুঁজি করি,অন্ধকারে ঠাওর করতে না পেড়ে সকালে তাকে রেস্কিইউ করতে গিয়ে তাকে দেখতে পেলাম না এমনকি তার কোনো এক বিন্দু মৃদু আওয়াজ পর্যন্ত পেলাম না।

অন্যদিকে জীবন সংগ্রামের বিশেষ দিন গুলোর মধ্যে গতকাল একটি বিশেষ দিন ছিল আমার ,সকাল সকাল বেরোতেই হবে আমাকে, ঝড়ের সেই রাতে সারাক্ষন ঠিক মতো ঘুম হলোনা পরমেশ্বরের প্রতি গভীর অভিমান ছিল রাগ করে ভ্রান্ত মোহে বলেই ফেলেছিলাম তোমার দেওয়া প্রকৃতির ঝড়ে একটা ছোট্ট পাখিকে তুমি রক্ষা করতে পারলেননা!! আমাকে কি রক্ষা করবে?কেন জানি না বুকের ভেতর এক চাপা কষ্ট দুশ্চিন্তা হচ্ছিল ঐ ছোট্ট পাখি ছানাটির জন্য জীবনের অসময়ে একা তার এই কঠিন সংগ্রামটির জন্য; আর অসম্ভব কষ্ট হচ্ছিল পাখি ছানাটির মা বাবার জন্য ; যারা তাদের শিশু সন্তানটির জন্য ব্যাকুল রোদন করছিল সারা ক্ষন মনে প্রানে তারা তাদের অন্যান্য সিকিউর সন্তানদের থেকে ঐ একটি সন্তানের জন্য ছটফট করছিল।অবিশ্মরনীয় সেই গানের প্রথম লাইনটা মনে পড়লো "একি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়"আমিও ঐ পরিবারটির জন্য সারাক্ষণ পরমেশ্বরকে কটু বাক্য বলতে থাকলাম আধো ঘুম ঘোরে। গতকাল যেখানে ই গেছি যার সাথে ই কথা বলতে হয়েছে পাখিটির বিষয় উঠে এসেছে বারবার, বাড়ি ফিরেছি যখন মা পাখি টা আমার সদর গেটের সামনে পাঁচিলে বসে কি একটা যেন আমায় বলতে চাইছে। আমি মা পাখি টিকে বকলাম কেন সে এমন জায়গায় বাসা বেঁধে তার সন্তানের বিপদ করেছে বললাম নিজের বাচ্চাটাকে রক্ষা করতে পারিসনি কেমন মা বাবা তোরা?বাড়ির অন্য ঝাঁকড়া গাছগুলোতে কেন বাসা করলিনি আরো কতো কি...
মহা দুশ্চিন্তা হচ্ছিল একটি পরিবার যারা আমার এতগুলো আমগাছের মধ্যে সেই গাছটায় ঘর বেঁধে ছিল যেটা আমি ঘরে ও ছাদে আলো বাতাস খেলার জন্য ছাটিয়ে ছোট করে দিয়েছিলাম ঐ বারো মাসি গাছটায় প্রচুর মুকুল এসেছে,সেই গাছটাকে ই নিশ্চিন্তে তাদের সন্তানদের এ পৃথিবীর আলোর মুখ দেখাতে একটা ছোট্ট সংসার করতে আশ্রয় করে নিল। যেখানে সূর্যের রশ্মি প্রথম এসে পড়ে আমার নজরের সামনে।খুব সহসা ওই পরিবারটিকে দেখে নিজের মনে এক অনাবিল আনন্দ উপভোগ করতাম।ছাদে গাছে জল দিতে গেলে আর ওদের জল খাবার দিতে গেলে ওরা কখনো কিছু মাত্র বিরক্ত করেনি।আর তাই গাছ গাছের মুকুল ফুল ফল পাখি প্রকৃতির সৌন্দর্য সব মিলে মিশে আমার এক সংসার ও সখ্যতা গড়ে উঠেছিল তাদের সবার সাথে আমি ও পাখিদের সাথে পাখিদের মতো করে কথা বলি।
💟আজ সকালে আমার আত্মার সহযাত্রী আমায় দেখিয়ে দিল ঐ পাখির ছানাটিকে🐣 কি অদ্ভুত আশ্চর্য সত্যি ই সারপ্রাইজড হলাম ->ঐ পাখি ছানাটিকে দেড়তলা বাড়ির সমান একটি ডালে বসে থাকতে দেখলাম, আমার প্রশ্ন: কিভাবে এত টা উচুতে পাখিটি বসে আছে একটি ছোট্ট ডালে এখনো যে সময় হয়নি তার বাসা থেকে ডালে বসার, উড়তে পারে না সে একা খেতে পারেনা তাই মা পাখিটি ঠোঁটে করে তার ভবিষ্যত এর এই বীর যোদ্ধা সন্তান কে খাবার খাইয়ে দিচ্ছে ভবিষ্যৎ এর কান্ডারী হবে এই শিশু সন্তান। কেউ আমার বাগানে আসেনি শিশু পাখি টি উড়তে পারেনা বাবা মা তাদের ছোট্ট ঠোঁটে এতখানি শক্তি ধরে কি করে !!!??এত উঁচুতে পাখিটিকে তোলার?!মনে পড়ে গেল বাবার কথা টা ভগবানের কৃপা থাকলে"পঙ্গুতে লঙ্ঘায় গিড়ি"কঠিন ঝড় পাখি ছানা টিকে অন্য সবার থেকে আলাদা শিক্ষা দিল যে শিক্ষায় সে পাখি সমাজে একদিন হাজার হাজার পাখির প্রেরনা হয়ে উঠবে হয়তো, আলাদা পরিচিতিও পাবে হয়তো।
🛐 আমার আত্মার বহু জন্মের সে প্রেমময় পরমেশ্বর আমার অন্তর আত্মাকে ছুঁয়ে নিরবে বুঝিয়ে দিলেন ও আমার চঞ্চল মনকে জীবনের পাঠ পড়ালেন হাতে কলমে প্রমাণ দিলেন তার অস্তিত্বের অনুভব করালেন আবার।আমার চোখে সে ভীষণ আনন্দ অশ্রু অন্তরকে ভেজালো অনুভব করলাম আমার আত্মা স্নাত আরো পবিত্র হলো আরো শান্ত হলো। এই অনুভূতি তাই শেয়ার করলাম ✍️ মিত্রা চক্রবর্তী
#আত্মারজাগরন #পরীক্ষা ゚viralシfypシ゚viralシalシ #আমিওএকটিপাখি #পরীক্ষা

30/04/2025

অক্ষয় তৃতীয়া: চিরজাগরী পুণ্যের প্রদীপ

আজ তিথি অক্ষয় তৃতীয়া, বৈশাখের নির্মল দিনে,
সূর্য–চাঁদ যুগপৎ ওঠে, যেন আলোয় ভাসে চিনে।
এত পবিত্র, এত শুভ, তিথির মাঝে শ্রেষ্ঠ—
জন্মে মহাপুণ্য, দানের মহিমা চিরবেশেষ।

এই দিনে কৃষ্ণ দিলেন সখা সুদামাকে অন্ন,
ভিক্ষার থালায় উঠল সুধা—বৈকুণ্ঠের প্রসন্ন।
অশ্রু মুছে বন্ধুর, গরিবী হল বিস্মৃত,
ভক্তির দানে পূর্ণ হল হৃদয়ের দীপ্ত পিপাসিত।

এই তিথিতেই ব্যাসদেব শুরু করলেন মহাভারত লেখা,
জ্ঞান আর ধর্মের সমন্বয়ে উঠল ঐশ্বর্য রেখা।
এই দিনেই পরশুরাম—ষষ্ঠ অবতার বিষ্ণুর—
আবির্ভূত হয়েছেন ধরণীতে, ধরলেন ধর্মদুর।

ত্রেতাযুগের অক্ষয় মুহূর্তে রামচন্দ্র সীতার সাথে,
বিবাহবন্ধনে আবদ্ধ হন, প্রেমের সত্য পথে।
পাণ্ডবেরা অজ্ঞাতবাসে এই দিনেই পেলেন অক্ষয়পাত্র,
যার থালা যতদিন দিন চলে, অন্ন না হয় মাত্র।
পশ্চিমবঙ্গে দীঘার জগন্নাথ মন্দির
দ্বার উদঘাটন হল অক্ষয় তৃতীয়ায়।।

অক্ষয় মানে যা কখনো ক্ষয় হয় না কভু,
এই দিন তাই দানের মহাতিথি, নয় নিছক ধর্মরথু।
বলা হয়—যা দান করো আজ, সে ফিরে আসে শতগুণে,
আর্থিক নয় শুধু—ভক্তিতে, সদগুণে, স্নেহপূর্ণে।

বিবাহ, ব্যবসা, শিক্ষা, গৃহপ্রবেশ—সব আজ শুভক্ষণ,
শঙ্খ বাজে, আলপনা পরে গৃহে–মন্দিরে লক্ষণ।
শুভ সূচনার সিঁড়ি এ তিথি, ভবিষ্যতের আশ্রয়,
এ দিনে কীর্তন করে হৃদয় পায় নিরাশ্রয়।

এই দিনেই হিন্দুরা বরণ করেন গণেশ-লক্ষ্মীকে,
স্বর্ণ ক্রয়ে হয় সমৃদ্ধি, ধন রাখে আশীর্বাদী ঢেকে।
জৈন মতে, তীর্থঙ্কর ঋষভদেবের অন্ন গ্রহণের তিথি,
এই দিনেই ত্যাগ ভাঙে তিনি, পান করেন ইক্ষুরস-মতি।✍️ মিত্রা চক্রবর্তী
# ゚viralシfypシ゚viralシalシ

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mitra Chakraborty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mitra Chakraborty:

  • Want your business to be the top-listed Media Company?

Share