Telly Universe

Telly Universe বাংলা সিরিয়ালের নতুন সব আপডেট ❤ Providing latest updates on Bengali television shows.

নতুন বর-কনে রুবেল এবং শ্বেতা ❤Rubel Das Sweta Mou Bhattacharya
20/01/2025

নতুন বর-কনে রুবেল এবং শ্বেতা ❤

Rubel Das Sweta Mou Bhattacharya

24/12/2024

প্যারে লাল গান গাইলেন দুই শালিক অভিনেত্রী নন্দিনী দত্ত 🙂

বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য এবং আদৃত রায়। বর্তমানে দুজনেরই বয়স 34 বছর। নীল যেখানে 2014 সালে ...
29/11/2024

বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য এবং আদৃত রায়। বর্তমানে দুজনেরই বয়স 34 বছর। নীল যেখানে 2014 সালে স্টার জলসার ঠিক যেন লাভ স্টোরি সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনে ডেবিউ করেন। সেখানে আদৃতের ডেবিউ হয় 2021 সালে জি বাংলার মিঠাই সিরিয়ালের মাধ্যমে। এখনও পর্যন্ত নীল মোট 6 টি সিরিয়ালে অভিনয় করেছেন। সেখানে আদৃত অভিনয় করেছে মাত্র 2 টি সিরিয়ালে। তবে দর্শকদের মাঝে দুজনেরই জনপ্রিয়তা প্রায় সমান। বয়স এবং জনপ্রিয়তার পাশাপাশি আরও একটি দিক থেকে দুজনের মধ্যে মিল রয়েছে। দুজনেই বিয়ে করেছেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রীকে। অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে 2021 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নীল। অন্যদিকে চলতি বছরেই অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আদৃত।

হিয়া মুখার্জি এবং শ্রীতমা মিত্র হলেন বর্তমানে বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী। হিয়ার বর্তমানে বয়স 22 বছর এবং ...
26/11/2024

হিয়া মুখার্জি এবং শ্রীতমা মিত্র হলেন বর্তমানে বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী। হিয়ার বর্তমানে বয়স 22 বছর এবং শ্রীতমার 23 বছর। দুজনেরই জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়। টেলিভিশনে হিয়ার যাত্রা শুরু হয় সান বাংলার নয়নতারা সিরিয়ালের মাধ্যমে। অন্যদিকে শ্রীতমা টেলিভিশনে আত্মপ্রকাশ করে পাণ্ডব গোয়েন্দা সিরিয়ালের মাধ্যমে। বর্তমানে হিয়া অভিনয় করছে স্টার জলসার গীতা এলএলবি সিরিয়ালে। অন্যদিকে শ্রীতমা অভিনয় করছে গীতা এলএলবি সিরিয়ালের হিন্দি সংস্করণ অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি সিরিয়ালে। দুজনেই বাংলার নাম উজ্জ্বল করে এগিয়ে চলেছে তাঁদের স্বপ্নপুরনের দিকে।

অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী পারিজাত চৌধুরী দুজনেই কাজ বর্তমানে কাজ করছেন জি বাংলার মিত্তির বাড়ি সিরিয়ালে। আদৃতের জন্ম...
25/11/2024

অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী পারিজাত চৌধুরী দুজনেই কাজ বর্তমানে কাজ করছেন জি বাংলার মিত্তির বাড়ি সিরিয়ালে। আদৃতের জন্ম কলকাতায়, বর্তমানে বয়স 34 বছর। তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন নূর জাহান সিনেমাটির মাধ্যমে। তারপর থেকে তিনি অভিনয় করেছেন পাসওয়ার্ড, পরিণীতা, লকডাউন এর মত বহু জনপ্রিয় সিনেমায়। তবে আদৃতকে জনপ্রিয়তা পাইয়ে দেয় তাঁর প্রথম সিরিয়াল মিঠাই। যেখানে সিদ্ধার্থ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন আদৃত। অন্যদিকে পারিজাত অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন একজন শিশুশিল্পী হিসেবে আরশিনগর সিনেমাটির মাধ্যমে। তারপর পরবাস এবং ক্ষত সিনেমায় দেখা যায় তাঁকে। তাঁর টেলিভিশনে আত্মপ্রকাশ হয় স্টার জলসার মহানায়ক সিরিয়ালের মাধ্যমে। তারপর ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ সিরিয়ালেও দেখা যায় তাঁকে। বর্তমানে আদৃত এবং পারিজাত দুজনেই প্রধান নায়ক এবং নায়িকার চরিত্রে অভিনয় করছেন জি বাংলার মিত্তির বাড়ি সিরিয়ালে।

অয়ন্যা চ্যাটার্জি এবং সুকৃত সাহা বাংলা ফিল্ম ইন্ড্রাস্ট্রির দুই উদীয়মান তরুণ প্রতিভা। দুজনেই জনপ্রিয়তা পেয়েছেন একসঙ্গে স...
24/11/2024

অয়ন্যা চ্যাটার্জি এবং সুকৃত সাহা বাংলা ফিল্ম ইন্ড্রাস্ট্রির দুই উদীয়মান তরুণ প্রতিভা। দুজনেই জনপ্রিয়তা পেয়েছেন একসঙ্গে স্টার জলসার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়াল অভিনয় করে।

অয়ন্যা চ্যাটার্জির জন্ম কলকাতায়, বর্তমানে বয়স 13 বছর। টেলিভিশনে আত্মপ্রকাশ করেন জি বাংলার করুণাময়ী রাণী রাসমণি সিরিয়ালের মাধ্যমে। তাঁরপরেই তাঁকে দেখা যায় বড় পর্দায়। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিপরীতে মিনি সিনেমাটিতে। তবে তাঁকে জনপ্রিয়তা পাইয়ে দেয় স্টার জলসার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। শেষবার অয়ন্যাকে দেখা যায় আকাশ আটের বউ চুরি সিরিয়ালে।

সুকৃত সাহার জন্ম কলকাতায়, বর্তমানে বয়স 19 বছর। টেলিভিশনে আত্মপ্রকাশ করেন শিশু শিল্পী হিসেবে জি বাংলার রাশি সিরিয়ালের মাধ্যমে। তারপর থেকেই বেশ কিছু সিরিয়ালে দেখা যায় সুকৃতকে। তবে তাঁকেও জনপ্রিয়তা পাইয়ে দেয় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। সিরিয়ালের পাশাপাশি একটি সিনেমা এবং একটি ওয়েব সিরিজে কাজ করেছেন সুকৃত।

অয়ন্যা এবং সুকৃত দুজনেই কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়ালে কমলা ও মানিকচাঁদ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে একটি আলাদা জায়গা করে নিয়েছে।

বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং পল্লবি শর্মা। বর্তমানে শ্বেতার বয়স 32 বছর এবং তাঁর জন্ম...
23/11/2024

বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং পল্লবি শর্মা। বর্তমানে শ্বেতার বয়স 32 বছর এবং তাঁর জন্ম কলকাতায়।বর্তমানে পল্লবির বয়স 28 বছর এবং তাঁর জন্ম দেরাদুনে। শ্বেতার জন্মদিনে হাতে খড়ি হয় স্টার জলসার সিঁদুরখেলা সিরিয়ালের মাধ্যমে। পল্লবির অভিনয়ে আত্মপ্রকাশ করেন সানন্দা টিভির নদের নিমাই সিরিয়ালটির মাধ্যমে। বর্তমানে শ্বেতা অভিনয় করছেন জি বাংলার কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে। অন্যদিকে পল্লবি করছেন জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালে।

ঊষসী রায় একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলা সিরিয়াল এবং সিরিজে অভিনয় করেন। তাঁর জন্ম পশ্চিমবঙ্গের কলকাতা শহরে 1993 সালের 1...
22/11/2024

ঊষসী রায় একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলা সিরিয়াল এবং সিরিজে অভিনয় করেন। তাঁর জন্ম পশ্চিমবঙ্গের কলকাতা শহরে 1993 সালের 17 অক্টোবর। ঊষসী অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন স্টার জলসার মিলন তিথি সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে। তারপর থেকে এখনও পর্যন্ত মোট 5 টা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সিরিয়ালের পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজেও দেখা যায় তাঁকে।

স্বস্তিকা দত্ত একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলা সিরিয়াল, সিনেমা এবং সিরিজে কাজ করেন। তাঁর জন্ম 1994 সালের 23 এপ্রিল কলকাতায়। স্বস্তিকা অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন রাজ চক্রবর্তীর পারবোনা আমি ছাড়তে তোকে সিনেমাটির মাধ্যমে। তারপর থেকে একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ এবং সিরিয়ালে অভিনয় করে আসছেন স্বস্তিকা।

বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এবং তিয়াসা লেপচা। দুজনেরই জন্ম কলকাতায় তবে বর্তমানে অনুষ্কার...
20/11/2024

বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এবং তিয়াসা লেপচা। দুজনেরই জন্ম কলকাতায় তবে বর্তমানে অনুষ্কার বয়স 24 বছর তো অন্যদিকে তিয়াসার বয়স 26 বছর। টেলিভিশনে তিতিক্ষার পথ চলা শুরু হয়েছিল আকাশ আটের দীপাবলির সাতকাহন সিরিয়ালের মাধ্যমে। তারপর স্টার জলসার গাঁটছড়া সিরিয়ালে বনি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন অনুষ্কা। অন্যদিকে টেলিভিশনে তিয়াসার যাত্রা শুরু হয় জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। তারপর বাংলা মিডিয়াম এবং রামপ্রসাদ সিরিয়ালে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন তিয়াসা এবং বর্তমানে রোশনাই সিরিয়ালে অভিনয় করছেন অভিনেত্রী। 2018 সালে অভিনেতা সুবান রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিয়াসা। তবে 2022 সালেই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। অন্যদিকে এখনও পর্যন্ত কারো সঙ্গেই অনুষ্কার প্রেমের গুঞ্জন শোনা যায়নি। বর্তমানে দুজনেই মন দিয়েছেন অভিনয়ে।

বাংলা সিরিয়ালে জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস, বয়স 21, এবং সৌমিতৃষা কুণ্ডু, বয়স 24। টেলিভিশনে তিতিক্ষার পথ চলা...
18/11/2024

বাংলা সিরিয়ালে জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস, বয়স 21, এবং সৌমিতৃষা কুণ্ডু, বয়স 24। টেলিভিশনে তিতিক্ষার পথ চলা শুরু হয় কালার্স বাংলার দত্ত এন্ড বৌমা সিরিয়ালের মাধ্যমে। তবে তিতিক্ষাকে জনপ্রিয়তা এনে দেয় জি বাংলার ইচ্ছে পুতুল। অন্যদিকে টেলিভিশনে সৌমিতৃষার যাত্রা শুরু হয়েছিল কালার্স বাংলার এ আমার গুরুদক্ষিণা সিরিয়ালের মাধ্যমে। তবে তাঁকে জনপ্রিয়তা দেয় জি বাংলার মিঠাই। বর্তমানে স্টার জলসার দুই শালিক সিরিয়ালে অভিনয় করছেন তিতিক্ষা এবং সৌমিতৃষা ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ওয়েব সিরিজ কালরাত্রিকে নিয়ে।

Debchandrima Singha Roy and Adrija Roy, both 25 and from Kolkata, have impressive acting careers. Debchandrima has starr...
23/10/2024

Debchandrima Singha Roy and Adrija Roy, both 25 and from Kolkata, have impressive acting careers. Debchandrima has starred in over five TV serials, including Sanjher Baati and made her film debut in Boomerang. Adrija, with more than 12 serials, has appeared in Imlie and Kundali Bhagya, and debuted in films with Parineeta. Both actresses recently ended their respective relationships. Their journeys highlight their growing influence in the industry.

Kaushambi Chakraborty, 28, and Soumitrisha Kundu, 24, are two of Bengali television’s leading talents. Kaushambi has mad...
19/10/2024

Kaushambi Chakraborty, 28, and Soumitrisha Kundu, 24, are two of Bengali television’s leading talents. Kaushambi has made her mark with roles in 12 television serials, though she has yet to explore web series or films. In contrast, Soumitrisha has appeared in 6 serials, 1 web series, and 2 films. Kaushambi recently married actor Adrit Roy in 2024, while Soumitrisha is currently not married. Both actresses continue to captivate audiences with their dynamic performances on screen.

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Telly Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Telly Universe:

Share