PodcastingSubho

PodcastingSubho Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PodcastingSubho, Podcast, KOLKATA.

নির্যাতিতা ডাক্তারের নাম, পরিচয় প্রকাশে আপত্তি কোথায়?আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় গত ৯ আগস্ট রাতে এক মহিলা চিকিৎস...
21/08/2024

নির্যাতিতা ডাক্তারের নাম, পরিচয় প্রকাশে আপত্তি কোথায়?

আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় গত ৯ আগস্ট রাতে এক মহিলা চিকিৎসকের ওপর নির্যাতন করে খুনের অভিযোগ এখনও তদন্তের অধীনে। এখনও পর্যন্ত গ্রেপ্তার ১। এই নিয়ে ফুঁসছে জনমানস। অনেকে প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন। আমি নামতে পারিনি। কারণ, পেশাগত নৈতিকতা। রবি শাস্ত্রী খেলার ধারাবিবরণী শোনান। ভারত হারছে দেখলে, প্যাড পরে - ব্যাটহাতে মাঠে নেমে পড়েন না।
তবে কি আমি অপরাধের পক্ষে? মনে হয়, না। কারণ নিজের নাগরিক-কর্তব্য পালন করে চলাও সভ্যতার, সমাজবদ্ধতার পরিচয়, নিঃসন্দেহে।
সামাজিক মাধ্যম, ৫জি ইন্টারনেটের দৌলতে নির্যাতিতার নাম এখন প্রায় সবাই জানেন। মুখ নিশ্চয়ই দেখে ফেলেছেন। এমনকী বাড়ি কোথায়, পরিবারের সদস্যদের কী পেশা - তাও হয়তো জানা হয়ে গেছে। অনেকে প্রকাশ্যে এ সব নিয়ে আলোচনা করছেন। আষাঢ়ে গপ্প ছড়াচ্ছেন। ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। সবচেয়ে বেশি নাম-পরিচয়-ছবি দিয়ে পোস্ট করছেন আমাদের সীমান্তপারের সমব্যথীরা। অনেকের প্রশ্ন, এতে আপত্তি কোথায়? আমরা কি হেতাল, আরুশি, অরুণাদের মতো আক্রান্তদের নাম নিইনি কখনও? এখন ঢং যত্ত সব। "অভয়া, নির্ভয়া, তিলোত্তমা".!

না, অকারণ নয়। এই গোপনীয়তা যেমন আইন মেনে, তেমনই নৈতিকতার স্বার্থেও।

১) দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, যৌন নির্যাতনের শিকার বা নিপীড়িত কোনও অপ্রাপ্তবয়ষ্কের পরিচয় প্রকাশ করাও এক ধরনের অপরাধ। এটা কোনও ভাবে করা যায় না। এমনকী, পরিবারের সম্মতিক্রমেও না।

২) এই পোস্টের নিচে একটি পরিমার্জিত স্ক্রিনশট ছবি দেওয়া আছে। পরিমার্জিত, ইচ্ছে করেই। ছবিটিতে জনাকয়েক সমাজ-মাধ্যমবাসী অসামাজিক জীব, মৃতার সম্মান ছিঁড়ে খাচ্ছে। ঠিক যেমন শেয়াল-কুকুরের ফেলে যাওয়া লাশ, শকুনে ছিঁড়ে খায়....
হ্যাঁ, এরা আমাদের সমাজেই আছে। আমাদের সমাজ নিখুঁত, নিটোল নয়। মানতে হবে, শ্বাপদ-প্রবৃত্তির মাঝেই আমাদের বাস। ঘাপটি মেরে লুকিয়ে আছে ওরা। আন্তর্জালের আনাচে কানাচে খুঁজছে সেই মুহূর্তের একঝলক ছবিতে নিজেদের ইন্দ্রিয়সুখ। এরাও সম্ভাব্য আততায়ী, অপরাধী। তাই আপনি যদি সচেতন হন, আপনাকে অনুরোধ করছি, শকুনদের লক্ষ্য করে মাংস ছুঁড়ে দেবেন না।

নির্যাতিতার নাম-ছবি ইত্যাদি শেয়ার করবেন না। 🙏

জীবন ভরে উঠুক রঙে - রঙিন শুভেচ্ছা...
24/03/2024

জীবন ভরে উঠুক রঙে - রঙিন শুভেচ্ছা...

https://youtu.be/NhkYuFVv27c
11/02/2024

https://youtu.be/NhkYuFVv27c

‌ভাগ্য–ভবিষ্যৎ–ভবিতব্য–নিয়তি। যুগ যুগ ধরে মানুষ কৌতুহল বোধ করে এসেছে এই নিয়ে। কীভাবে জানা যায় নিজের ভাগ্য?‌ জীব....

https://youtu.be/1oJzsYfrAdk?si=w7ZkC_TAJ4a-APtC
25/12/2023

https://youtu.be/1oJzsYfrAdk?si=w7ZkC_TAJ4a-APtC

২৫শে ডিসেম্বর, ক্রিসমাস। ইংরেজি ক্যালেন্ডার এক্কেবারে শেষপাতার শেষ পার্ব্বন। বাঙালির বড়দিন। আর এমন দিনে অনেকেই...

https://youtu.be/xEJnmvSKqtk?si=tZNT331UmNSQapf4
22/12/2023

https://youtu.be/xEJnmvSKqtk?si=tZNT331UmNSQapf4

এক দিকে উল্কাপাত, অন্য দিকে তেমনই ডায়নোসর। একটা তত্ত্ব বলে এই উল্কাপাতেই নাকি বিলুপ্ত হয়েছে এই বড় বড় দৈত্যদানোরা.....

শ্যামাঙ্গিনী মায়ের পূজা উপলক্ষে দুই আঙ্গিকে শ্যামাসঙ্গীত নিয়ে পডকাস্টিং শুভর জোড়া নিবেদন শুনুন ইউটিউব আর স্পটিফাইতে।
12/11/2023

শ্যামাঙ্গিনী মায়ের পূজা উপলক্ষে দুই আঙ্গিকে শ্যামাসঙ্গীত নিয়ে পডকাস্টিং শুভর জোড়া নিবেদন শুনুন ইউটিউব আর স্পটিফাইতে।

24/10/2023
বছরখানেক হল নিজের কণ্ঠে পডকাস্ট এপিসোড করছি। তবে পডকাস্ট করে বিদেশযাত্রা এই প্রথম। চাইলে আপনিও হতে পারেন সফরসঙ্গী। চলুন ...
23/09/2023

বছরখানেক হল নিজের কণ্ঠে পডকাস্ট এপিসোড করছি। তবে পডকাস্ট করে বিদেশযাত্রা এই প্রথম। চাইলে আপনিও হতে পারেন সফরসঙ্গী। চলুন ঘুরে আসি ভেনিস থেকে।




রাজ্য, দেশ, বিদেশ। যেদিকে দু’‌চোখ চায় বেড়িয়ে আসতে, কান পাতুন ইউটিউব আর স্পটিফাইতে। বাঙালির চিরন্তন ‘‌ভ্রমণ–তৃষ্ণ...

বাঙালির বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি উৎসব। সেই উপলক্ষেই শুনুন পডকাস্টিং শুভর বিশেষ পর্ব - ভোকাট্টা।
18/09/2023

বাঙালির বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি উৎসব। সেই উপলক্ষেই শুনুন পডকাস্টিং শুভর বিশেষ পর্ব - ভোকাট্টা।

বাংলা প্রবাদে বলে, ‘‌বাজির পয়সা পোড়ানো, আর ঘুড়ির পয়সা ওড়ানো।’ তবে সেই কোন কালে সে–জমানা পেরিয়ে এসেছে আমাদের মহানগ....

পাঠানের পর জওয়ান। যেন আরও জোয়ান হয়ে ফিরলেন কিং খান। আর তাতেই পাগল তার ভক্তকুল। আপনিও যদি তাদেরই একজন হন তাহলে জওয়ান দেখত...
08/09/2023

পাঠানের পর জওয়ান। যেন আরও জোয়ান হয়ে ফিরলেন কিং খান। আর তাতেই পাগল তার ভক্তকুল। আপনিও যদি তাদেরই একজন হন তাহলে জওয়ান দেখতে হল-মুখো হওয়ার আগে শুনতে ভুলবেন না পডকাস্টিং শুভর সেই পর্ব.... মিস করবেন না যেন।

বেশ মনে আছে ‌দ্বিতীয় পুরুষের এই ডায়লগটার পর যা সিটি আর হাততালি পড়েছিল হলে, বোধহয় শেষদৃশ্যেও তত পড়েনি। হ্যাঁ, তিনি .....

12/08/2023

আসছে পডকাস্টিং শুভর নতুন সিরিজ। ট্র্যাভেল পডকাস্ট — যেদিকে দুচোখ যায়। প্রতি মাসে দুই পর্ব। ভুলেও শুনতে ভুলবেন না কিন্তু।

Happy 51, Sourav Ganguly
08/07/2023

Happy 51, Sourav Ganguly

সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সফলতম অধিনায়ক খেলা ছেড়েছেন ২০০৮-এ। তার বর্ণময় ক্রিকেটিয় জীবনে টেস্টে .....

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when PodcastingSubho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PodcastingSubho:

Share

Category