Somoyer Sathe

Somoyer Sathe bengali online news

প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। প্রতিটি গাছ, নদী, পাখি, পশু এমনকি মৌসুম পরিবর্তনের মধ্যেও লুকিয়ে আছে জীবনের গুরুত্বপূর...
13/07/2025

প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। প্রতিটি গাছ, নদী, পাখি, পশু এমনকি মৌসুম পরিবর্তনের মধ্যেও লুকিয়ে আছে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ। নিচে কিছু প্রধান শিক্ষা তুলে ধরা হলো:

---

# # # 🌿 ১. **ধৈর্য ও সময়ের মূল্য**

* গাছ যেমন ধীরে ধীরে বড় হয়, তেমনই প্রকৃতি শেখায় ধৈর্য ধরতে। ভালো ফল পেতে সময় লাগে।

# # # 🌧️ ২. **পরিবর্তনই চিরন্তন**

* ঋতু পরিবর্তনের মাধ্যমে প্রকৃতি শেখায় – জীবনেও সব সময় একরকম থাকবে না, দুঃসময়ের পর ভালো সময় আসবেই।

# # # 🌾 ৩. **নম্রতা ও বিনয়**

* গাছ যত বড় হয়, তত নিচু হয়ে যায়। প্রকৃতি শেখায় বিনয়ী হতে, অহংকার নয়।

# # # 🐝 ৪. **পরিশ্রমের ফল মেলে**

* মৌমাছির মতো প্রাণীরা দিনের পর দিন কাজ করে মধু সংগ্রহ করে। পরিশ্রম করলে ফল অবশ্যই আসে।

# # # 🦋 ৫. **রূপান্তর সম্ভব**

* কীট থেকে প্রজাপতির রূপান্তর আমাদের শেখায় – উন্নতি সম্ভব, নিজেকে বদলানো সম্ভব।

# # # 🌊 ৬. **সহনশীলতা ও ক্ষমাশীলতা**

* নদী যেমন সব ময়লা নিয়েও চলতে থাকে, তেমনই প্রকৃতি আমাদের সহনশীল ও ক্ষমাশীল হতে শেখায়।

# # # 🔥 ৭. **সমতা ও ভারসাম্য**

* প্রকৃতি নিজের ভারসাম্য রক্ষা করে চলে – যেমন খাদ্যচক্র বা আবহাওয়ার নিয়ম। আমরাও আমাদের জীবনে ভারসাম্য রাখতে শিখি।

# # # 🐾 ৮. **সহাবস্থান ও সহমর্মিতা**

* বনে পশুপাখি, গাছপালা একসঙ্গে টিকে থাকে। প্রকৃতি শেখায় কিভাবে একে অন্যের সঙ্গে মিলেমিশে বাঁচা যায়।

---

প্রকৃতি আসলে এক নিরব শিক্ষক – যে কথা না বলে, অনুভব করায়। যত আমরা প্রকৃতির সাথে ঘনিষ্ঠ হবো, ততই জীবনের গভীরতা বুঝতে পারব।

সবকিছু ঠিক করে দিও আগের মতো মা🙏
03/04/2025

সবকিছু ঠিক করে দিও আগের মতো মা🙏

23/03/2025

রাজুদা কে কেউ স্যার বলবেন না 🙂

23/03/2025

খুব সুন্দর

22/03/2025
18/03/2025

জীবন মানেই ঘুরে দাঁড়াতে হবে

Address

Kolkata
700083

Alerts

Be the first to know and let us send you an email when Somoyer Sathe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share