13/06/2025
তোমাকে একটা challenge দিচ্ছি পূরণ করতে পারলে আমি তোমাকে সারাজীবন ধরে অনেক ভালবেসে যাব |
ছেলেটি বলল কি challenge......?
মেয়েটি বলল কাল সারাদিনের জন্য আমাকে msg, ph call কিচ্ছু করা চলবে না.....বলো পারবে করতে ?
ছেলেটির ইচ্ছে না থাকলেও তাকে challenge টা পূরণ করতে হবে | তাই সে রাজি হয়ে গেল , সে তাকে ২৪ ঘণ্টার জন্য msg, ph call কিচ্ছুই করল না |
আসলে মেয়েটি জানত তার কাছে আর ২৪ ঘণ্টাই সময় আছে। মেয়েটি এক বিরল রোগ এ ভুগছিল। ......
ছেলেটি শর্ত পূরণ করার পর যখন আনন্দপূর্ণ মুখ নিয়ে তার কাছে গেল তখন দেখল তার রুমে নিথর দেহটি পরে আছে | সে কান্নায় ভেঙে পড়ল | পাশে একটি কাগজ পরেছিল | ছেলেটি কাগজটা নিয়ে দেখল তাতে মেয়েটি তার উদ্দেশ্যে লিখে রেখেছে - "আমি জানতুম তুমি এই শর্তটা পূরণ করতে পারবে..আজ থেকে মনে রাখবে আমি যেখানেই থাকিনা কেন তোমাকে সবসময়ই এর জন্য ভালোবেসে যাব ".....💔
_____________________________________________________
আচ্ছা যদি এমন হত মেয়েটি মরার আগেই ভবিষ্যতের কথা না ভেবে, যদি কথা বলা না বন্ধ করে আরও নিজেদের মধ্যে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তৈরি করে রাখত তাহলে তাদের গল্পের শেষটা আরও সুন্দর হত তাই না....
_____________________________________________________
কখনও ভবিষ্যৎ -এ কি হবে সেটা না ভেবে বর্তমানের আনন্দ গুলো উপভোগ করা উচিত। প্রিয় মানুষগুলির সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করা উচিত। ভবিষ্যৎ এ কি হবে সেটা আমরা কেউ জানি না, তাই ভবিষ্যৎ-এ কি হবে তা নিয়ে অলিক কল্পনা করে বর্তমানের আনন্দ গুলি নষ্ট করা উচিত নয় |✨.........
✍️ True line✨
Follow for more content☺️
Follow our instagram account _trueline_official_