22/06/2025
মন অস্থির লাগলে মাঝে মাঝে মেডিক্যাল ড্রামা দেখি আমি। Grey’s anatomy এর একটা এপিসোড দেখছিলাম সেদিন। সতেরো বছরের একটা মেয়ের ক্যান্সার ফিরে এসেছে আবার। সে তার প্রম ড্যান্স থেকে অসুস্থ হয়ে গিয়ে হসপিটালে আসতে বাধ্য হয়েছে। তার আংকেল যেহেতু হসপিটালের সার্জারি চিফ, সে মৃত্যুপথযাত্রী মেয়েটার জন্য হসপিটালে প্রম অ্যারেঞ্জ করে।
তো ওখানে একটা জায়গায় মেয়েটা ওর আংকেলকে বলে ওর বয়ফ্রেন্ডের ওপর খুব রেগে না থাকতে। কারণ ও মেয়েটাকে ভালোবাসে। মেয়েটা যখন বলে, ‘I have been loved and that’s something everyone should have once in their life’, আমার মনে হলো আমি এই ব্লেসিংটাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিইনি তো?
How often do I count my blessings? মাঝে মাঝে তো ব্লেসিংগুলোকে ব্লেসিং হিসেবেই ধরিনা। এই যে আমি জানি, I am loved, এই অনুভূতিটা কেমন, এটা কেমন করে একটা মানুষের ডানায় জোর দিতে পারে, নাও তো জানতে পারতাম!
আপনারা যারা একটা সুন্দর, সৎ, লয়াল মানুষের ভালোবাসা পেয়েছেন, আপনারা ব্লেসড। এমনও তো হতে পারতো অনেকের মতো একটা loveless marriage এ আটকে আছেন! এমনও হতে পারতো আপনি থাকার পরেও পার্টনার সারাক্ষণ এদিক সেদিক অপশন খুঁজতে থাকে! এমনও হতে পারতো আপনার পাশে শুয়ে সে তার এক্সের প্রোফাইল স্টক করছে। এই যে পুরোটা দিয়ে একটা মানুষকে ভালোবাসা, তার প্রতি ১০০% কমিটেড থাকা, আমরা যারা এটা পাই, সেটাকে এতো স্বাভাবিক আর গিভেন ভাবি যে এটার জন্য শুকরিয়া করতে ভুলে যাই, ওই মানুষটাকে appreciate করতে ভুলে যাই।
অনেক মানুষ জীবনে কোনদিন কারো সত্যিকার ভালোবাসা পায়নি, কেয়ার পায়নি, দেয়ার মতো এক সমুদ্র ভালোবাসা থাকার পরও সেটা দেয়ার জন্য কাউকে পায়নি। সেখানে আপনি পেয়েছেন। You're loved! It’s a huge deal! Make sure you remember that! 🙂
©️Sincerely, Zana
Toronto, Canada 🍁
(নির্দ্বিধায় শেয়ার করতে পারেন কিন্তু আমার নাম কেটে কপি পেস্ট করবেন না প্লিজ!)