21/05/2024
এই ছেলেটার সাহস তো কম নয়! প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে ছেলেখেলা! এটা কি মেনে নেওয়া যায়! কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি করছে ছেলেটা? ছেলেটা যে Dhruv Rathee, এটা সবারই মোটামুটি জানা। সে যে জার্মানি থেকে বসে বসে দেশের নিন্দে করতে মশগুল, এটাও অনেকে জানে। কিন্তু ছেলেটা করছে টা কি?
আসলে ধ্রুব রাঠি সেই কাজটাই বিদেশে বসে করছে, যেটা দেশে বসে কেউ করছে না কিংবা করতে চাইলেও সাহসে কুলাচ্ছে না। তবে আসল সাংবাদিকতার কাজটা সে'ই করছে। না, আপনারা রাত ৯ টার যেমনটা কোনো স্পেশ্যাল শো বা বুলেটিনে দেখেন, সেরকম সাংবাদিকতা নয়। এই ছেলেটা গলা ফাটিয়ে চিৎকার করেও কিছু বলেনা, আবার গ্রেফতার হওয়ার নাটক করতেও হয়না তাকে। সে যেটা করে, সেটা হল তথ্যপ্রমাণ সহ সত্যিটা সবার সামনে তুলে ধরে। হ্যাঁ, তেতো লাগলেও এই সত্যিগুলোর মধ্যেই বেঁচে আছি আমি বা আপনি। 'Forwarded Many Times' লেখা ম্যাসেজ কমবেশি সবার Whstsapp-এই ঢোকে, যেগুলো পড়লে আপনি হয়তো অতিরিক্ত গর্বিত কিংবা আতঙ্কিত হয়ে ওঠেন। এগুলোর পিছনে থাকা তেতো সত্যিগুলোকে টেনে হিঁচড়ে বের করে ধ্রুব রাঠি। আর এই সত্যিগুলো আপনার জানা দরকার।
কিন্তু ছেলেটা কে? কেউ বলছে সে পাকিস্তানি, কেউ বলছে তার বউ পাকিস্তানি, কেউ আবার তাকে বিদেশি কুকুর বলতেও ছাড়ছে না। জার্মানি দেশের সঙ্গে জার্মান শেফার্ড নামটা খুব সহজেই তো জুড়ে দেওয়া যায়। কিন্তু এমন জার্মান শেফার্ড হতে ক'জন পেরেছে? লাইভ টিভিতে 'ড্রাগ' চাওয়া সাংবাদিক পেরেছে নাকি চাটুকারী খবরিলালরা পেরেছে? আমিও হয়তো পারিনি। কিন্তু ভাবুন তো, হরিয়ানার জাঠ পরিবারে জন্ম হওয়ার পর, সরকারি প্রাইমারি স্কুলে পড়াশুনা করে জার্মানির কার্লসুহে ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করে, কেউ এভাবে সোজা শিরদাঁড়াওয়ালা সাংবাদিক কি হতে পেরেছে? সেভাবে পারেনি হয়তো কেউই। তা না হলে আজ এক ইউটিউবারের ভিডিও জায়ান্ট স্ক্রিনে দেখানো হত না।
তবে ছেলেটা যেভাবে লড়ছে, যেভাবে সত্যিটা দেখানোর চেষ্টা করছে, যেভাবে আপনার-আমার চোখ খুলতে চাইছে, সেভাবে একটু ভেবে দেখুন। কারণ, ত্রেতা যুগে রামের রাজ্যে কিন্তু এত অরাজকতা, মিথ্যাচার, নির্যাতন ছিল না। তাহলে আজকের ভারতে এসব কেন!
সাংবাদিকের কলমে