Journalist Debaprasad Mukherjee

Journalist Debaprasad Mukherjee Don't waste your time, success is waiting for you.

শহীদওরাও আমার মতো অভাগা,পৃথিবীর এক কোণায় বসে বাঁচার চেষ্টা করছিল।আসলে বাঁচতে গেলে একটা চাকরি লাগে,আর চাকরি পেতে টাকাকড়ি,...
19/07/2024

শহীদ

ওরাও আমার মতো অভাগা,
পৃথিবীর এক কোণায় বসে বাঁচার চেষ্টা করছিল।
আসলে বাঁচতে গেলে একটা চাকরি লাগে,
আর চাকরি পেতে টাকাকড়ি, আরো কত কি...
আর মরতে গেলে একটা গুলিই যথেষ্ট,
কিংবা একটা বেপরোয়া গাড়ির চলমান চাকা

আদতে আমাদেরকে পিষেই মারতে চায় রাজার দল
শুধু চাকার তফাৎ বুঝে ওঠার আগেই সন্ধ্যে নামে,
কাল-কেউটের মতো ছোবল মারে বেকারত্বের জ্বালা
বেঁচে থাকতে লড়াই করতে হয়,
আর লড়াই করলে মরতে হয়

কেউ রাস্তায় রাস্তায় ঘুরে মরে,
কেউ মরে দরজা বন্ধ করে
আসলে, মৃত্যুর কোনো সমার্থক নেই,
মৃত্যুর নেই কোনো আলাদা-আলাদা বিচার,
কেউ শুধু মরে, আর কাউকে আমরা বলি শহীদ।

©দেবপ্রসাদ মুখার্জী

ভয় না পেয়ে প্রশ্ন প্রশ্ন করুন, আওয়াজ তুলুন, প্রয়োজনে হাতও তুলুন। আর দণ্ডধারীদের বুঝিয়ে দিন জনগণ কারো গোলাম নয়, গোলাম তো ...
06/06/2024

ভয় না পেয়ে প্রশ্ন প্রশ্ন করুন, আওয়াজ তুলুন, প্রয়োজনে হাতও তুলুন। আর দণ্ডধারীদের বুঝিয়ে দিন জনগণ কারো গোলাম নয়, গোলাম তো তারাই।

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যখন বিক্রিত ও বিকৃত তখন এরাই শিরদাঁড়া সোজা রেখে সংবিধানকে বাঁচাতে এগিয়ে এসেছেন। একজন সাংবাদিক হ...
05/06/2024

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যখন বিক্রিত ও বিকৃত তখন এরাই শিরদাঁড়া সোজা রেখে সংবিধানকে বাঁচাতে এগিয়ে এসেছেন। একজন সাংবাদিক হিসেবে স্যালুট তোমাদের ❤️

এই ছেলেটার সাহস তো কম নয়! প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে ছেলেখেলা! এটা কি মেনে নেওয়া যায়! কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি করছে ছেল...
21/05/2024

এই ছেলেটার সাহস তো কম নয়! প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে ছেলেখেলা! এটা কি মেনে নেওয়া যায়! কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি করছে ছেলেটা? ছেলেটা যে Dhruv Rathee, এটা সবারই মোটামুটি জানা। সে যে জার্মানি থেকে বসে বসে দেশের নিন্দে করতে মশগুল, এটাও অনেকে জানে। কিন্তু ছেলেটা করছে টা কি?

আসলে ধ্রুব রাঠি সেই কাজটাই বিদেশে বসে করছে, যেটা দেশে বসে কেউ করছে না কিংবা করতে চাইলেও সাহসে কুলাচ্ছে না। তবে আসল সাংবাদিকতার কাজটা সে'ই করছে। না, আপনারা রাত ৯ টার যেমনটা কোনো স্পেশ্যাল শো বা বুলেটিনে দেখেন, সেরকম সাংবাদিকতা নয়। এই ছেলেটা গলা ফাটিয়ে চিৎকার করেও কিছু বলেনা, আবার গ্রেফতার হওয়ার নাটক করতেও হয়না তাকে। সে যেটা করে, সেটা হল তথ্যপ্রমাণ সহ সত্যিটা সবার সামনে তুলে ধরে। হ্যাঁ, তেতো লাগলেও এই সত্যিগুলোর মধ্যেই বেঁচে আছি আমি বা আপনি। 'Forwarded Many Times' লেখা ম্যাসেজ কমবেশি সবার Whstsapp-এই ঢোকে, যেগুলো পড়লে আপনি হয়তো অতিরিক্ত গর্বিত কিংবা আতঙ্কিত হয়ে ওঠেন। এগুলোর পিছনে থাকা তেতো সত্যিগুলোকে টেনে হিঁচড়ে বের করে ধ্রুব রাঠি। আর এই সত্যিগুলো আপনার জানা দরকার।

কিন্তু ছেলেটা কে? কেউ বলছে সে পাকিস্তানি, কেউ বলছে তার বউ পাকিস্তানি, কেউ আবার তাকে বিদেশি কুকুর বলতেও ছাড়ছে না। জার্মানি দেশের সঙ্গে জার্মান শেফার্ড নামটা খুব সহজেই তো জুড়ে দেওয়া যায়। কিন্তু এমন জার্মান শেফার্ড হতে ক'জন পেরেছে? লাইভ টিভিতে 'ড্রাগ' চাওয়া সাংবাদিক পেরেছে নাকি চাটুকারী খবরিলালরা পেরেছে? আমিও হয়তো পারিনি। কিন্তু ভাবুন তো, হরিয়ানার জাঠ পরিবারে জন্ম হওয়ার পর, সরকারি প্রাইমারি স্কুলে পড়াশুনা করে জার্মানির কার্লসুহে ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করে, কেউ এভাবে সোজা শিরদাঁড়াওয়ালা সাংবাদিক কি হতে পেরেছে? সেভাবে পারেনি হয়তো কেউই। তা না হলে আজ এক ইউটিউবারের ভিডিও জায়ান্ট স্ক্রিনে দেখানো হত না।

তবে ছেলেটা যেভাবে লড়ছে, যেভাবে সত্যিটা দেখানোর চেষ্টা করছে, যেভাবে আপনার-আমার চোখ খুলতে চাইছে, সেভাবে একটু ভেবে দেখুন। কারণ, ত্রেতা যুগে রামের রাজ্যে কিন্তু এত অরাজকতা, মিথ্যাচার, নির্যাতন ছিল না। তাহলে আজকের ভারতে এসব কেন!

সাংবাদিকের কলমে

03/05/2024

ভারতীয় রেলকে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক-এর তকমা দেওয়া হয়। যার পুরো ট্র্যাকের দৈর্ঘ্য ৬৭ হাজার ৩....

03/05/2024

ভারতে এখন ক্রিকেটের মরশুম। কারণ এখন দেশজুড়ে চলছে আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হল বিশ্বের সবথেকে বড় ফ্র্যাঞ্চ.....

03/05/2024

বাঙালির কাছেপিঠের সুন্দর জায়গাগুলির মধ্যে অন্যতম হল দার্জিলিং ও দীঘা। উত্তরবঙ্গে অবস্থিত ছবির মতো শহর দার্জিলি...

এনাকে কর্ণাটকের শেখ শাহজাহান বললেও খুব একটা ভুল হবেনা। ১০০-র বেশি মহিলাকে ধ'র্ষণ করে সেই কুকর্মের ভিডিও তৈরি করে, সেগুলি...
03/05/2024

এনাকে কর্ণাটকের শেখ শাহজাহান বললেও খুব একটা ভুল হবেনা। ১০০-র বেশি মহিলাকে ধ'র্ষণ করে সেই কুকর্মের ভিডিও তৈরি করে, সেগুলিকে পেনড্রাইভে স্টোর করার অভিযোগে অভিযুক্ত ইনি। বাড়ির কাজের মহিলা থেকে সরকারি কর্মী, কাউকেই বাদ দেননি। এই মহান ব্যক্তিটি আবার আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নিজের নাতি।

এনার নাম প্রজ্জ্বল রেভান্না। ইনি কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা এবারের জেডিএস প্রার্থী। এই জেডিএস আবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়ছে। যদিও সেটা অন্য বিষয়। কিন্তু এই মহান ব্যক্তির কুকর্ম সম্পর্কে আপনার জেনে রাখা দরকার। এই অভিযুক্তর বাবা কর্ণাটকের হোলেনারসিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এইচডি রেভান্না। তিনি হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার মেজো ছেলে। তাই অভিযুক্ত প্রজ্জ্বল সম্পর্কে দেবেগৌড়ার নাতি। কিন্তু কি করেছেন তিনি?

ঘটনা হয়তো চলছে বহু বছর ধরে। কিন্তু ঘটনাকে নিয়ে আলোচনার সূত্রপাত ঘটে গত রবিবার। এদিন প্রজ্জ্বলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে এফআইআর দায়ের করেন এক মহিলা। তার অভিযোগ ছিল, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি। অভিযোগে ওই মহিলা আরো জানিয়েছেন, এইচডি রেভান্না ও প্রজ্বল তাঁদের বাড়িতে মহিলা কর্মীদের উপর যৌন হেনস্থা করতেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ (যৌন হেনস্থা), ৩৫৪ডি (পিছু নেওয়া), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৫০৯ (মহিলার শালীনতা লঙ্ঘন) ধারায় মামলা দায়ের করেছে।

তারপর একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে। আরেকজন অভিযোগ করে বলেন যে, এইচডি রেভান্না তাঁদের এক পরিচারিকাকে অপহরণ করে আনেন ছেলের জন্য। পরে তাঁর উপর শারীরিক নির্যাতন চালান বর্তমানে পলাতক হাসানের সাংসদ প্রজ্জ্বল রেভান্না।

এমনকি এই পরিবারের প্রাক্তন গাড়ি চালক অভিযোগ করে বলেন যে, ১৫ বছর ধরে তিনি রেভান্নাদের বাড়িতে গাড়ি চালিয়েছেন। গতবছর তিনি চাকরি ছেড়ে দেন। তার কারণও জানিয়েছেন কার্তিক। তাঁর অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গেও অশালীন আচরণ করা হয়েছিল। শুধু তাই নয়, তাঁর একটি জমি জোর করে বেচে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল রেভান্না পরিবার। তা নিয়ে অশান্তির জেরেই তিনি চাকরি ছেড়ে চলে যান, দাবি কার্তিকের।

তাহলে ভাবুন তো, কতটা পাশবিক হলে এমন কাজ করা যায়। কেউ বলছে ১০০ মহিলা, আবার কেউ বলছে ৪০০-র বেশি মহিলা নির্যাতিতা হয়ে থাকতে পারেন এই নৃশংস খেলায়। কিন্তু অভিযুক্ত কোথায়? স্বাভাবিকভাবেই ঘটনা সামনে আসতে প্লেন ধরে সোজা বিদেশে। এখন জার্মানির মিউনিখ শহরে নাকি রয়েছেন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। ফিরবেন নাকি ১৫ ই মে। ততদিন কি তার জন্য অপেক্ষা করবে তদন্তকারী সংস্থা SIT? চাইলে আপনারাও প্রশ্ন করতে পারেন। রাজনীতির বাইরে বেরিয়ে তো এমন পাশবিক ঘটনা নিয়ে সরব হওয়া যায়!

সাংবাদিকের কলমে
০৩.০৫.২০২৪

30/04/2024

বাড়ি থেকে বাইরে বেরোলেই অনেক টাকার খরচ- আজকাল এই কথা কমবেশি অনেক মানুষই বলে থাকেন। আর কথাটি যে মিথ্যা, তা নয়। কারণ, .....

সোনার দাম কত আজ?
30/04/2024

সোনার দাম কত আজ?

ভারতে সোনা ও রুপোর দাম অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক করা হয়। দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চ.....

আবহাওয়ার আপডেট
30/04/2024

আবহাওয়ার আপডেট

গত কয়েকদিন ধরেই হাঁসফাঁস গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। একটু স্বস্তি পেতে মানুষ এখন চাতক পাখি হয়ে বৃষ্টির জন্য প্রার্থন....

খবরটা কতটা সত্যি জানিনা। তবে যেভাবে গরম বাড়ছে তার হাত থেকে রক্ষা পেতে গেলে একমাত্র সস্তার সমাধান হল গাছ লাগানো। বর্ষাকাল...
20/04/2024

খবরটা কতটা সত্যি জানিনা। তবে যেভাবে গরম বাড়ছে তার হাত থেকে রক্ষা পেতে গেলে একমাত্র সস্তার সমাধান হল গাছ লাগানো। বর্ষাকালে প্রতি সপ্তাহে একটা করে গাছ লাগান। সঙ্গে তিনজনকে এই বার্তা পৌঁছে দিয়ে বলুন তারাও যেন এভাবে তিনজনকে সতর্ক করে। ১০ বছর পর এর ফলাফলটা চোখে পড়বে। আপনার আগামী প্রজন্মের জন্য এটুকু উপকার অন্তত আমাদের সবারই করে যাওয়া উচিত। যেহেতু প্রয়োজনটা শুধু সরকারের নয়, তাই সরকারের উদ্যোগের আশায় বসে না থেকে নিজেরাই কিছু করতে পারি। হয়তো একটা এমন ক্যাম্পেন বদলে দিতে পারে পৃথিবীর ভয়ঙ্কর ভবিষ্যৎ-কে। বিষয়টি নিয়ে কেউ আগ্রহী থাকলে আলোচনা শুরু করুন।

Address

Kolkata

Telephone

+919733511571

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journalist Debaprasad Mukherjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Journalist Debaprasad Mukherjee:

Share