
17/05/2025
প্রতি বছরের মতো এই বছরেও মাধ্যমিকে অভূতপূর্ব ফল মধ্যমগ্রাম রামকৃষ্ণ মিশনে।সর্বোচ্চ নম্বর 667(95.3%)
মধ্যমগ্রাম ,বারাসাত তথা উত্তর ২৪ পরগনার অনেক প্রতিষ্ঠিত স্কুলকে পিছনে ফেলে মধ্যমগ্রাম রামকৃষ্ণ মিশন এবার অভূতপূর্ব ফল করেছে।
# এই স্কুল সর্বদা পড়াশোনাকে অগ্রাধিকার দিয়ে আসছে বছরের পর বছর।
# প্রতিটি ছাত্রছাত্রীর পড়াশোনার দুর্বল স্থানগুলোতে বিশেষ নজর প্রদান করে তাদের বিষয়ের ভিত গড়ে তোলা হয়।
# অভিজ্ঞ শিক্ষক - শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ছাত্রছাত্রীদের ভালো ফল করার অন্যতম প্রধান কারণ।
# প্রতিটি ছাত্র ছাত্রীর সঠিক মূল্যায়নের জন্য সপ্তাহে একবার বিষয় ভিত্তিক ক্লাসটেস্ট নেওয়া হয়,যা তাদের দক্ষতাকে আরও বৃদ্ধি করতে সহায়তা করে।
সর্বোপরি বর্তমান সমাজের সঙ্গে তালমিলিয়ে এই বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের মনোবিজ্ঞান,ইংলিশ কথপোকথনের দক্ষতা বৃদ্ধি করা এই স্কুলের এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
এই বছরের মাধ্যমিকের ফলাফল