Astha বাংলা

Astha বাংলা digital news media

01/07/2025

কেন্দ্রীয় তেল ও পেট্রোলিয়াম মন্ত্রক ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ৫৮ টাকা ৫০ পয়সা কমানোর কথা ঘোষণা করেছে। যার জেরে দিল্লিতে আগে যেখানে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডারের দর ছিল ১৭২৩ টাকা। তা কমে এসে হল ১৬৬৫ টাকা। অপরদিকে, কলকাতাতে গতকাল পর্যন্ত ১৯ কেজির এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১৮০২ টাকা। যা দাঁড়ালো ১৭৪৪ টাকা। তবে ১৪ কেজি গৃহস্থ রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত আছে। #আস্থাবাংলা , , #আস্থা , , ,

ফিরে দেখা....                 🪴আজকের দিন।🪴                            জাতীয় চিকিৎসক দিবস                ঢাকা বিশ্ববিদ্য...
01/07/2025

ফিরে দেখা....

🪴আজকের দিন।🪴

জাতীয় চিকিৎসক দিবস
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

১৮৩৫ - উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ করা হয়।

১৮৪৭ - মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে।

১৮৬২ - ভারতের প্রাচীনতম হাই কোর্ট কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাই কোর্ট স্থাপিত হয়।

১৮৬২ - রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।

১৮৭৯ - অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়।

১৯০৮ - আন্তর্জাতিক এমার্জেন্সি সংকেত এসওএস চালু হয়।

১৯২১ - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯২১ - কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।

১৯২১ - নদিয়ার বড়জাগুলীতে জমিদার গোপাল সিংহের হাত ধরে বড়জাগুলী গোপাল অ্যাকাডেমি স্কুল প্রতিষ্ঠা হয়। এটি নদিয়া জেলার সবচেয়ে প্রাচীন উচ্চ বিদ্যালয়।

১৯৫৫ - ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া তথা ভারতীয় স্টেট ব্যাঙ্ক নামে পরিচিত হয়।

১৯৯৭ - ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান- সায়েন্স সিটি কলকাতার উদ্বোধন হয়।

২০১৭ - ভারতে পরোক্ষ কর পণ্য-পরিষেবা কর পদ্ধতি চালু হয়।

২০২৪ - ভারতে ২০২৩ সালের তিনটি নতুন ফৌজদারি আইন (ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম) লাগু হয়।

*জন্মদিন*

১৮৮০ - অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় কর্মী, যুগান্তর দলের তহবিল গঠনে ভারপ্রাপ্ত ছিলেন।

১৮৮২ - ভারতরত্ন বিধানচন্দ্র রায়, চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলা বিহার রাজ্যের পটনাতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ও চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম হয়।

১৯২৩ - হাবীবুর রহমান, বাঙালি কবি, শিশু সাহিত্যিক ও সাংবাদিক।

১৯৩২-ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক আনন্দ বাগচী।

১৯৩৮ - হরিপ্রসাদ চৌরাসিয়া, বিখ্যাত ভারতীয় বাঁশী বাদক।

১৯৬১ - কার্ল লুইস, মার্কিন ক্রীড়াবিদ।

১৯৬১ -প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের যুবরাজ্ঞী।

১৯৬৮ - ওস্তাদ রশিদ খান, রামপুর ঘরানার হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী।

*মৃত্যুদিন*

১৯৬২ - ভারতরত্ন বিধানচন্দ্র রায়, ভারতীয় চিকিৎসক, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।

২০০৪ - মার্লোন ব্রান্ডো, অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

২০২০ - লতিফুর রহমান, বাংলাদেশি শিল্পপতি ও সমাজসেবক। #আস্থাবাংলা , , #আস্থা , #ফিরেদেখা , #ইতিহাসেরপাতাথেকে ,

আজ মঙ্গলবার ১ জুলাই। ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। যা ডক্টর ডে হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে আস্থার প্র...
01/07/2025

আজ মঙ্গলবার ১ জুলাই। ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। যা ডক্টর ডে হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে আস্থার প্রতিবেদন। লড়াইটা জারি থাকুক সুস্থ থাকার জন্য। #আস্থাবাংলা , , #আস্থা , , ,

কিভাবে সুস্থ থাকবেন?

আজ মঙ্গলবার ১ জুলাই। ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। যা ডক্টর ডে হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে আস্থার প্র...
01/07/2025

আজ মঙ্গলবার ১ জুলাই। ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। যা ডক্টর ডে হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে আস্থার প্রতিবেদন। সুস্থ থাকতে গেলে কমাতে হবে শব্দ দূষণ। #আস্থাবাংলা , , #আস্থা , , ,

কিভাবে সুস্থ থাকবো?

আজ মঙ্গলবার ১ জুলাই। ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। যা ডক্টর ডে হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে আস্থার প্র...
01/07/2025

আজ মঙ্গলবার ১ জুলাই। ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। যা ডক্টর ডে হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে আস্থার প্রতিবেদন। নিঃশব্দে আঘাত হানে ডায়াবেটিস। #আস্থাবাংলা , , #আস্থা , , ,

কিভাবে সুস্থ থাকবেন?

আজ মঙ্গলবার ১ জুলাই। ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। যা ডক্টর ডে হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে আস্থার প্র...
01/07/2025

আজ মঙ্গলবার ১ জুলাই। ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। যা ডক্টর ডে হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে আস্থার প্রতিবেদন। সুস্থ সবল শিশুই জাতির ভবিষ্যৎ। #আস্থাবাংলা , , #আস্থা , , ,

01/07/2025
এখনও তন্দ্রাচ্ছন্ন সৌগত রায়, খাওয়ানো হচ্ছে রাইস টিউবেআস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : গত রবিবার বাড়িতে পড়ে গিয়ে জ্ঞান হারি...
30/06/2025

এখনও তন্দ্রাচ্ছন্ন সৌগত রায়, খাওয়ানো হচ্ছে রাইস টিউবে

আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : গত রবিবার বাড়িতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও সাংসদ সৌগত রায়। তারপর তাঁকে তড়িঘড়ি মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকৎসকদের তত্বাবধানে থাকলেও এখনও তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন হয়নি।তন্দ্রাভাব এখনও কাটেনি। চিকিৎসক মনোজ সাহার তত্ত্বাবধানে রয়েছে তিনি।

প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এই বর্ষীয়ান সাংসদ। প্রথমবার অসুস্থ হন দিল্লিতে। সেই সময় লোকসভার অধিবেশন চলছিল।

বেসরকারি হাসপাতালের তরফে প্রতিদিন মেডিক্যাল বুলেটিনে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানানো হচ্ছে। সোমবার হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, বর্তমানে তন্দ্রাচ্ছন্ন রয়েছেন সাংসদ। তবে সাড়া দিতে পারছেন। জ্বর রয়েছে। রাইস টিউবের মাধ্যমে তাঁকে গলা বা তরল জাতীয় খাবার খাওয়ানো হচ্ছে। ইউরিনারি সমস্যার কারণে ক্যাথেটার ব্যবহার করা হচ্ছে।

এর পাশাপাশি সাংসদের টাইপ-টু ডায়াবেটিস রয়েছে। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ এবং সর্দি কাশির সমস্যাতেও ভুগছেন তিনি৷ উল্লেখ্য, কয়েক মাস আগেই হৃদযন্ত্রের সমস্যায় অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁর বুকে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। গত ৩০ এপ্রিল আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দিরের উদ্বোধনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত রায়। তখন তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ মতো পেসমেকার বসানো হয়। তারপর শারীরিক অবস্থার উন্নতি হয়।

গত সপ্তাহের রবিবার বাড়িতে পড়ে যাওয়ার ফলে মাথায় ও কোমরে চোট পান। যার ফলে হাসপাতালে ভর্তির পরেই তাঁর মাথায় সিটি স্ক্যান করা হয়। তবে সেদিন তাতে গুরুত্বপূর্ণ কোনও সমস্যা ধরা পড়েনি। , , , , #আস্থাবাংলা , , #আস্থা , ,

উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবের সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগআস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জ...
30/06/2025

উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবের সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ

আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবের সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ সোমবার কলকাতায় জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, 'উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবদের ওপর শনাক্তকরণ ট্যাগ বসানো হবে। ওড়িশা উপকূলের পর এবার পশ্চিমবঙ্গ উপকূলেও এই শনাক্তকরণের কাজ হবে।' #আস্থাবাংলা , , #আস্থা , , ,

রাজ্যের তথ্য কমিশনার পদে শপথ নিলেন সঞ্চিতা কুমার সান্যাল ও মৃগাঙ্ক মাহাতোআস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : সোমবার রাজ্যের তথ্য...
30/06/2025

রাজ্যের তথ্য কমিশনার পদে শপথ নিলেন সঞ্চিতা কুমার সান্যাল ও মৃগাঙ্ক মাহাতো

আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : সোমবার রাজ্যের তথ্য কমিশনার হিসেবে দু’জন শপথ নিলেন। এদিন রাজভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে দু’জন এই পদে শপথ নিলেন, তাঁরা হলেন - প্রাক্তন আইআরএস অফিসার সঞ্চিতা কুমার সান্যাল ও মৃগাঙ্ক মাহাতো ৷ যদিও এই দু’জনেরই অন্য একটি পরিচয় আছে। আর তা নিয়েই সরব বিরোধী দলগুলো। সঞ্চিতা কুমার সান্যাল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের স্ত্রী৷ আর মৃগাঙ্ক মাহাতো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ৷

রাজভবনের তরফে জানা গিয়েছে, রাজ্যের তরফে তথ্য কমিশনার পদে এই দু’জনকে নিয়োগের প্রস্তাব পাঠানো হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। প্রায় দেড়মাস আগে এই দু’জনকে ওই পদে নিয়োগের সম্মতি দেন রাজ্যপাল। তার পর সোমবার রাজভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার বীরেন্দ্র৷

প্রশাসন সূত্রে খবর, এই পদে নিয়োগের জন্য তিন সদস্যের একটি কমিটি রয়েছে৷ সেই কমিটির সদস্যরা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ কমিটির বৈঠকে বেশ কয়েকটি নামের মধ্য থেকে তথ্য কমিশনার পদে নাম বাছাই করা হয়৷ তার পর সেই নাম রাজ্যের প্রধান সচিবালয় নবান্নের তরফে রাজভবনে পাঠানো হয়৷ রাজ্যপাল সম্মতি দেওয়ার পর তাঁরা তাঁদের পদে শপথগ্রহণ করে দায়িত্ব নেন।

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, এক্ষেত্রে গত মার্চে সংশ্লিষ্ট কমিটির বৈঠক হয়। তবে বিধানসভায় অনুষ্ঠিত ওই বৈঠকে বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন না৷ যার ফলে বাকি দুই সদস্য অর্থাৎ মুখ্যমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী আটটি নামের মধ্য থেকে এই দু’জনকে বেছে নেন৷ পরবর্তী প্রক্রিয়া শেষের পর অবশেষে সোমবার দু’জন শপথ নিলেন৷

সঞ্চিতা কুমার সান্যাল রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারের স্ত্রী। তাছাড়া তিনি প্রাক্তন আইআরএস (ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস) অফিসার৷ অন্যদিকে, মৃগাঙ্ক মাহাতো পেশায় চিকিৎসক। তিনি রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবেই পরিচিত। ২০১৪ সালে তিনি পুরুলিয়া লোকসভা আসন থেকে জয়ী হন৷ তাঁর হাত ধরেই পুরুলিয়ায় দীর্ঘ প্রায় চার দশকের বামদুর্গের পতন হয়৷ তবে ২০১৯ সালে তিনি বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে হেরে যান। #আস্থাবাংলা , , , , , #তথ্যকমিশনার

ছবি: রাজভবন সূত্রে প্রাপ্ত।

মুখ্যসচিব পদে ৬ মাস মেয়াদ বৃদ্ধি মনোজ পন্থের আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : মুখ্যসচিব পদে মনোজ পন্থের মেয়াদ আরও ছ’মাস বাড়...
30/06/2025

মুখ্যসচিব পদে ৬ মাস মেয়াদ বৃদ্ধি মনোজ পন্থের

আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : মুখ্যসচিব পদে মনোজ পন্থের মেয়াদ আরও ছ’মাস বাড়াল রাজ্য। কেন্দ্রের অনুমোদন মেলার পরেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে জানালো নবান্ন।

আজ সোমবার ছিল মনোজ পন্থের অবসরগ্রহণের দিন। ২০২৪ সালের ৩১ আগস্ট বিপি গোপালিকার স্থলাভিষিক্ত হয়ে মুখ্যসচিবের দায়িত্ব পেয়েছিলেন মনোজ পন্থ। উল্লেখ্য, অবসর গ্রহণের আগেই কেন্দ্রীয় সরকারের কাছে মুখ্যসচিব পদে তাঁর আরও এক বছরের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিল রাজ্য সরকার। সেই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার এক বছরের বদলে ছ’মাস তাঁর মেয়াদ বৃদ্ধির অনুমতি দিয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর। সেই মতো এদিন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মনোজ পন্থকে মুখ্যসচিব পদে বহাল রাখার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন।

প্রসঙ্গত স্মরণ করা যায়, ২০২৪ সালের ৩১ আগস্ট মুখ্যসচিব পদের দায়িত্ব পেয়েছিলেন মনোজ পন্থ। তৎকালীন বিদায়ী মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে দিল্লি অনুমোদন না দেওয়ায় মনোজ পন্থকেই নতুন মুখ্যসচিব হিসাবে বেছে নিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

উল্লেখ্য, ইউপিএ জমানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী পদে যখন প্রণব মুখোপাধ্যায় আসীন ছিলেন তখন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রে যুগ্মসচিব হয়েছিলেন তিনি। পরবর্তী কালে ওয়াশিংটনে বিশ্বব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে মনোজ পন্থের। এহেন যোগ্য ব্যক্তিকে তাই রাজ্যের উন্নয়নের প্রশ্নে আরও একবছর তাঁর পদে বহাল রাখার ব্যাপারে সচেষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #আস্থাবাংলা , , , , , ,

30/06/2025

জল যন্ত্রণা সরিয়ে পরিষেবা শুরু হতে না হতেই মেট্রোয় ঝাঁপ, ফের আংশিক বন্ধ চলাচল

আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : জল যন্ত্রণা কাটিয়ে ঘণ্টা দুয়েক পর পরিষেবা চালু হতে না হতেই ফের বিপত্তি! এবার বেলগাছিয়া স্টেশনের ডাউন লাইনে মেট্রোর সামনে মরণঝাঁপ যাত্রীর! যার জেরে ফের আংশিক বন্ধ মেট্রো চলাচল। সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ভিড়ের মাঝে থাকা একজন ঝাঁপ দেন। তিনি পুরুষ নাকি মহিলা তা এখনও জানা যায়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে তাঁকে লাইন থেকে উদ্ধারের চেষ্টা চলছে। লাইন ফাঁকা না হওয়া পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়াও সম্ভব নয়। আপাতত গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল চালু রয়েছে। বাকি পথ বন্ধ।সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে দ্বিতীয় দফায় চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।

উল্লেখ্য, সোমবার সকালে চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের ওপর জল জমে যায়। যার ফলে সকাল ৯টা নাগাদ ময়দান থেকে কবি সুভাষ ও গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে ভিন্ন পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন যাত্রীরা। এরপরেই মেট্রোর তরফে যত তাড়াতাড়ি সম্ভব জল সরিয়ে ফের মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করা হয়। প্রায় ঘণ্টাদুয়েক পর বেলা ১১টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। তবে মেট্রো পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে না হতেই দ্বিতীয় দফায় ফের ভোগান্তি। যার ফলে ফের সমস্যায় মেট্রোর যাত্রীরা।

এর আগে গত শনিবার বিকেলে যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মধ্যে নিকাশি নালা আচমকা জল ভর্তি হয়ে যায়। যার জেরে সেদিনও প্রায় ঘণ্টাদেড়েক বন্ধ ছিল মেট্রো পরিষেবা। #আস্থাবাংলা , , , , ***de , ***de , #আস্থা

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Astha বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astha বাংলা:

Share