Astha বাংলা

Astha বাংলা digital news media

প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা দীপক সরকারআস্থা ওয়েব ডেস্ক, মেদিনীপুর: সোমবার রাতে প্রয়াত হলেন  বর্ষীয়ান বামপন্থী নেতা ...
14/10/2025

প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা দীপক সরকার

আস্থা ওয়েব ডেস্ক, মেদিনীপুর: সোমবার রাতে প্রয়াত হলেন বর্ষীয়ান বামপন্থী নেতা তথা অবিভক্ত মেদিনীপুর জেলার সিপিআইএমের তৎকালীন জেলা সম্পাদক দীপক সরকার। সোমবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ মেদিনীপুর শহরের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০ বছর।

পরিবার ও দলের তরফে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন দীপক সরকার। বার্ধক্যজনিত রোগে কাবু হয়ে পড়েন তিনি। বাম আমলে সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতেও দীপক সরকারের স্থান ছিল উল্লেখযোগ্য। দলের ট্রেড ইউনিয়নের দাপুটে নেতা হিসেবেও তাঁর বিশেষ অবদান রয়েছে। তবে ২০১৫ সালে দলের জেলা সম্পাদকের পদ থেকে তিনি নিজেই সরে দাঁড়িয়েছিলেন। পরবর্তী সময়ে ২০২২ সালে রাজ্য সম্পাদকমণ্ডলী থেকেও সরে যান। ১৯৯২ সাল থেকে একটানা ২০১৫ সাল পর্যন্ত ২৩ বছর ধরে সিপিআইএমের জেলা সম্পাদকের পদ সামলেছিলেন দীপক সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর কলেজের প্রাক্তন এই অধ্যাপক রাজনীতিবিদ হিসেবে অল্প দিনের মধ্যেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মেদিনীপুর শহরে অনেক কিছুই তাঁরই হাত ধরে গড়ে উঠেছিল। শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন থেকে শুরু করে স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি, বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ তৈরির অন্যতম প্রধান কারিগর ছিলেন এই দীপক সরকার। এমনকী মেদিনীপুর মেডিক্যাল কলেজ গড়ে ওঠার পেছনেও তাঁর অবদান এখনও স্বীকার করে নেন অনেকেই।

এমন এক রাজনীতিবিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেদিনীপুরের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। দলমত নির্বিশেষে বহু মানুষ তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।
তাঁকে নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। তবে তাঁর নেতৃত্বদানের ক্ষমতা ছিল ব্যতিক্রমী। সেই সঙ্গে তাঁর নিয়মানুবর্তিতাও সমসাময়িক রাজনীতিবিদদের কাছে শিক্ষার বিষয় ছিল।

তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর জেলা সিপিআইএম নেতৃত্বের তরফে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে বেলা ২টো পর্যন্ত দলের জেলা পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জানানোর জন্য দীপক সরকারের মরদেহ শায়িত রাখা হবে। তারপর সেখান থেকে মিছিল করে নিয়ে গিয়ে শহরের বিভিন্ন রাস্তা ধরে দীপক সরকারের মরদেহ নিয়ে যাওয়া হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সেখানেই প্রয়াত সিপিআইএম নেতার দেহ দান করা হবে , , , , , ゚viralシviralシfypシ゚viralシalシ , #আস্থাবাংলা , , #আস্থা , ,

13/10/2025

গত তিন মাসে সাড়ে চার লাখ রিচ। এ শুধু আস্থা 'কে ভালোবাসেন বলেই সম্ভব। এভাবেই আগামী দিনে আপনাদের পাশে পাবো এই আশা রাখতেই পারি।

13/10/2025

আস্থা ওয়েব ডেস্ক, জলপাইগুড়ি: নাগরাকাটায় সাম্প্রতিক বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Assessing flood hit areas in Nagrakata, Jalpaiguri. #জলপাইগুড়ি, #আস্থাবাংলা, , #আস্থা, ゚viralシviralシfypシ゚viralシalシ, , , ,

দেশ জুড়ে সমালোচনার মুখে ফের প্রেস মিট তালিবান মন্ত্রীর, এবার আমন্ত্রণ মহিলা সাংবাদিকদেরআস্থা ওয়েব ডেস্ক নয়াদিল্লি: দ...
12/10/2025

দেশ জুড়ে সমালোচনার মুখে ফের প্রেস মিট তালিবান মন্ত্রীর, এবার আমন্ত্রণ মহিলা সাংবাদিকদের

আস্থা ওয়েব ডেস্ক নয়াদিল্লি: দেশ জুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়ে আবারও দিল্লিতে সাংবাদিক বৈঠক ডাকলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তিকা। এবার সেই সাংবাদিক সম্মেলনে তিনি মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করেছিলেন মুত্তাকি। যদিও সেই সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়।বিরোধীরা সরকারকে নিশানা করে আক্রমণ শানায়। মুত্তাকির এই বৈষম্যমূলক আচরণে সমর্থন জানিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। যা নিয়ে দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

অপরদিকে, এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেন প্রেস কর্পস (আইডব্লিউপিসি) ভিয়েনা কনভেনশনের অধীনে কূটনৈতিক অধিকারের কথা উল্লেখ করে এই কাজটিকে অত্যন্ত বৈষম্যমূলক বলে অভিহিত করে। গিল্ড এক বিবৃতিতে বলেছে, 'যদিও কূটনৈতিক এলাকা ভিয়েনা কনভেনশনের অধীনে সুরক্ষার দাবি করতে পারে, তবে এটি ভারতীয় মাটিতে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারের ক্ষেত্রে স্পষ্ট লিঙ্গ বৈষম্যকে সমর্থন করতে পারে না।'

প্রবল এই বিতর্ক শুরু হতেই সরকারকে আসরে নামতে হয়। শনিবার বিদেশমন্ত্রক জানায় যে মুত্তাকির সাংবাদিক সম্মেলনে তাদের কোনও ভূমিকা ছিল না। তবে, গিল্ড বলেছে, 'ভারতের বিদেশমন্ত্রক সাংবাদিক বৈঠকের আয়োজন করুক বা না করুক, এটা গভীরভাবে উদ্বেগজনক যে এই ধরনের বৈষম্যমূলক বর্জনকে আপত্তি ছাড়াই চলতে দেওয়া হয়েছিল।' আইডব্লিউপিসি ভারত সরকারকে আফগান দূতাবাসের কাছে বিষয়টি তোলার জন্য অনুরোধ করেছে। যাতে ভবিষ্যতে মিডিয়া ব্রিফিংয়ে এই ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করা যায়।

আরও পড়ুনঃ https://www.facebook.com/share/p/19h7qq18fQ/

অন্যদিকে, মহিলা সাংবাদিকদের বৈঠকে ঢুকতে না দেওয়ার ঘটনা সামনে আসতেই আসরে নামে বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, 'যখন আপনি একটি পাবলিক ফোরাম থেকে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ার অনুমতি দেন, তখন আপনি ভারতের প্রতিটি মহিলাকে বলছেন যে আপনি তাঁদের পক্ষে দাঁড়ানোর জন্য খুবই দুর্বল। আমাদের দেশে, মহিলাদের প্রতিটি ক্ষেত্রে সমান অংশগ্রহণের অধিকার রয়েছে। এই ধরনের বৈষম্যের মুখে আপনার নীরবতা নারী শক্তির স্লোগানের শূন্যতাকে প্রকাশ করে।'

এই ইস্যুতে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, 'তালিবান মন্ত্রীর সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ার অনুমতি দিয়ে সরকার প্রতিটি ভারতীয় নারীকে অসম্মান করেছে। লজ্জাজনক মেরুদণ্ডহীন ভণ্ডদের দল।' #আস্থাবাংলা , , ゚viralシviralシfypシ゚viralシalシ , , #আস্থা , , ,

রবিবার সন্ধ্যায় ফের ব্লু লাইনে দুর্ভোগ, দমদমগামী মেট্রোয় বিঘ্নিত পরিষেবাআস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : ছুটির দিন রবিবারেও ...
12/10/2025

রবিবার সন্ধ্যায় ফের ব্লু লাইনে দুর্ভোগ, দমদমগামী মেট্রোয় বিঘ্নিত পরিষেবা

আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : ছুটির দিন রবিবারেও ফের বিপত্তি কলকাতা মেট্রোয়! এদিন সন্ধ্যায় ব্লু লাইনের আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচলে বিপত্তি দেখা দেয়। এদিন মহানায়ক উত্তম কুমার স্টেশনে ঢোকার মুখেই দাঁড়িয়ে পড়ে একটি দমদমগামী মেট্রো। বেশ কিছুক্ষণ ধরে তা সেখানে আটকে যাওয়ার কারণে আপ লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। যান্ত্রিক ত্রুটির কারণেই মেট্রোটি দাঁড়িয়ে যায় বলেই মেট্রো সূত্রে খবর। এরপর ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চালু করা হয় পরিষেবা। এর জেরে ডাউন লাইনেও বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয় পরিষেবা।

যাত্রীদের অভিযোগ, মহানায়ক উত্তম কুমার স্টেশনে ঢোকার মুখেই ট্রেনটি দু’বার ঝাঁকুনি দেওয়ার পরে দাঁড়িয়ে গেল! রেল পুলিশকে ফোন করে জানা গেল, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এর জেরে কামরার ভেতরে দমবন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। প্রায় আধ ঘণ্টা পরে একজন ইঞ্জিনিয়ার এসেও দরজা খুলতে পারেনি।’ এর পরে ড্রাইভার কেবিনের সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসতে হয়। যাত্রীরা আরও জানান, প্রায় ৩০-৩৫ মিনিট ধরে আপ ও ডাউন— দুই লাইনেই পরিষেবা অনিয়মিত। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেট্রোর তরফে কোন কিছু জানান হয়নি , , #আস্থাবাংলা , , , ゚viralシviralシfypシ゚viralシalシ , #আস্থা

ফটোওয়ালা......বিশ্বের বৃহত্তম পাগড়িওয়ালা!নিচের ছবির ব্যক্তিটি হলেন, পঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা অবতার সিং মৌনি। যিনি...
12/10/2025

ফটোওয়ালা......

বিশ্বের বৃহত্তম পাগড়িওয়ালা!

নিচের ছবির ব্যক্তিটি হলেন, পঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা অবতার সিং মৌনি। যিনি "দ্য ইন্ডিয়ান টার্বোনেটর" নামে পরিচিত। তিনি এমন একটি পাগড়ি পরেন যা দেখে চোখ কপালে উঠতে বাধ্য! এটি শুধু একটি সাধারণ পাগড়ি নয়, বিশ্বের বৃহত্তম পাগড়ি।
এ তাঁর ধার্মিকতা ও অদম্য ইচ্ছাশক্তির প্রতীক।

এই বিশাল পাগড়িটির ওজন প্রায় ১০০ পাউন্ড (প্রায় ৪৫ কেজি)। যা ৬৪৫ মিটার দীর্ঘ কাপড় দিয়ে তৈরি। উদাহরণ হিসেবে বলা যায়, প্রায় ১৩টি অলিম্পিক-আকারের সুইমিং পুলের দৈর্ঘ্যের সমান!

প্রতিদিন এই পাগড়ি পরতে তাঁর প্রায় ৬ ঘণ্টা সময় লাগে। পাগড়িটি এতটাই বড় যে তিনি গাড়ি বা বাসেও চড়তে পারেন না, তাই তিনি তাঁর বাইকেই যাতায়াত করেন।

অবতার সিং মৌনি তাঁর পাগড়িকে "মাথার ওপর একটি পদ্মফুল" হিসেবে দেখেন।
তাঁর এই বিশাল পাগড়ি শুধু একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং শিখ ধর্মের প্রতি তাঁর গভীর ভক্তি ও ঐতিহ্যের প্রতি নিষ্ঠার প্রকাশ।

এছাড়াও, তিনি পাগড়ির সঙ্গে তলোয়ার ও ভারী চুড়িও পরেন, যা তার পোশাকে আরও প্রায় ৮৭ কেজি ওজন যোগ করে!

অবতার সিংয়ের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি চান মানুষ তাঁকে শুধু তাকিয়ে বা ছবি তুলে চলে না গিয়ে তাঁর সঙ্গে কথা বলুক।
অবতার সিং মৌনির এই অবিশ্বাস্য পাগড়ি সত্যিই অবাক করার মতো! , #আস্থাবাংলা , , #আস্থা , ゚viralシviralシfypシ゚viralシalシ , , , , #ফটোওয়ালা

12/10/2025
তুষারঝড়ে মৃত বাংলার দুই জওয়ানের দেহ ফিরলো বাড়িআস্থা ওয়েব ডেস্ক, পানাগড়: কাশ্মীরে সদ্য সন্ত্রাসবিরোধী অভিযানের সদস্য...
11/10/2025

তুষারঝড়ে মৃত বাংলার দুই জওয়ানের দেহ ফিরলো বাড়ি

আস্থা ওয়েব ডেস্ক, পানাগড়: কাশ্মীরে সদ্য সন্ত্রাসবিরোধী অভিযানের সদস্য বাংলার দুই জওয়ানের তুষার ঝড়ে মৃত্যু হয়। মৃত জওয়ানরা হলেন পলাশ ঘোষ (হরিহরপাড়া, মুর্শিদাবাদ) ও সুজয় ঘোষ (বীরভূম)।
পুজোর ছুটি কাটিয়ে দেশের সুরক্ষায় সীমান্তে গিয়েছিলেন তাঁরা। কিন্তু আর বাড়ি ফেরা হল না। আজ শনিবার পানাগড় এয়ারবেসে বিশেষ বিমানে তাঁদের মরদেহ নিয়ে আসা হয়। দুই শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তাঁদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়।

বাড়িতে খবর আসার পর থেকেই ছেলের ছবি বুকে জড়িয়ে ধরে একনাগাড়ে কেঁদেই চলেছে মা। ছেলের কফিনে ঢাকা নিথর দেহ সেনা কনভয়ে পৌঁছয় বাড়িতে। চোখের জল মুছতে মুছতে সেই দেহের ওপর ভেঙে পড়েন বীর জওয়ানের বাবা, দাদা, দাদু, ভাই ও বন্ধুরা।চোখের জল যে বাঁধ মানে না। কাঁদছে গোটা কুন্ডিরা গ্রাম, রাজনগর ব্লক, গোটা বীরভূম। মূলত কৃষিজীবী প্রান্তিক পরিবারের ছেলে সুজয় ঘোষ(২৭) ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। কাশ্মীরে পোস্টিং ছিলেন। সেনাবাহিনীর বিশেষ অভিযানে বেরিয়ে অনন্তনাগের গাদোলের জঙ্গলে তুষারঝড়ের কবলে পড়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় এই জওয়ানের। তাঁর সঙ্গে মারা যান মুর্শিদাবাদের হরিহর পাড়ার আরেক বীর যোদ্ধা পলাশ ঘোষ। #আস্থাবাংলা , , , , #আস্থা ,

তুষারঝড়ে প্রাণ হারানো সেনার মরদেহ ফিরল গ্রামেআস্থা ওয়েব ডেস্ক, পানাগড় : কাশ্মীরে জঙ্গী দমনে গিয়ে প্রবল তুষারঝড়ে প্রাণ...
11/10/2025

তুষারঝড়ে প্রাণ হারানো সেনার মরদেহ ফিরল গ্রামে

আস্থা ওয়েব ডেস্ক, পানাগড় : কাশ্মীরে জঙ্গী দমনে গিয়ে প্রবল তুষারঝড়ে প্রাণ হারালেন ল্যান্সনায়েক সুজয় ঘোষ। বীরভূমের কুন্দিরা গ্রামের বাসিন্দা বীর সেনানি সুজয় ঘোষের কফিন বন্দি দেহ আজ শনিবার সকালে বিশেষ বিমানে পানাগড় সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।
সেখানে তাঁকে শ্রদ্ধা জানান হয়।

এরপর বীর জওয়ানের দেহ বীরভূমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান গ্রামবাসীরা। গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। , #আস্থাবাংলা , , #আস্থা , ,

২০ ঘণ্টা তল্লাশি চালিয়ে মধ্যরাতে সুজিত বসুর অফিস থেকে বেরিয়ে গেল ইডিআস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : শুক্রবার প্রায় ২০ ঘণ্টা...
11/10/2025

২০ ঘণ্টা তল্লাশি চালিয়ে মধ্যরাতে সুজিত বসুর অফিস থেকে বেরিয়ে গেল ইডি

আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : শুক্রবার প্রায় ২০ ঘণ্টা তল্লাশি চালানোর পর রাত দেড়টা নাগাদ সুজিত বসুর অফিস থেকে বেরিয়ে যায় ইডি। এর পাশাপাশি এদিন বাইপাস সংলগ্ন সুজিত বসুর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালায় ইডি। বাইপাস সংলগ্ন এই ধাবায় প্রায় ২২ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি। অবশেষে ভোর রাতে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা।

রাজ্যে দুর্গাপুজো মিটতেই পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ফের উদ্যোগী হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। শুক্রবার সাতসকালেই একসঙ্গে কলকাতার ১০টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গতকাল, শুক্রবার সকালে সুজিত বসুর সল্টলেকের অফিসে হানা দেয় ইডি। সকাল থেকেই শুরু হয় তল্লাশি। সন্ধ্যা গড়ালেও ইডি আধিকারিকরা বের হননি। শেষে ২০ ঘণ্টা তল্লাশির পর রাত দেড়টা নাগাদ দমকলমন্ত্রীর অফিস থেকে বের হন ইডি আধিকারিকরা।

অন্যদিকে, একই সময়ে সুজিত বসুর ছেলের রেস্তোরাঁতেও চলে তল্লাশি অভিযান। বাইপাস সংলগ্ন ধাবায় প্রায় ২২ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি। শনিবার ভোর রাতে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। এখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে ইডি, এমনটাই সূত্রের খবর।

এর পাশাপাশি এদিন সুজিত বসুর ঘনিষ্ঠ নেতা, চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি ও গোডাউনেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

এই তল্লাশি অভিযানে ইডি জানতে চাইছে, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে সুজিত বসুর রেস্তোরাঁ, তাঁর ছেলের রেস্তোরাঁয় যে টাকা ঢালা হয়েছে, সেই টাকার উৎস কী?

প্রসঙ্গত, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগেও, ১২ জানুয়ারি সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই সময় বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল সুজিত বসুর ফোন।

এদিকে, ইডির এই সক্রিয়তা নিয়ে রাতে দমকলমন্ত্রী বলেন, 'সবাই জানে যে এটা প্রেসার পলিটিক্স। যত নির্বাচন সামনে আসবে, তত এগুলো বাড়বে। ভয় পেয়ে কি চুপ করে বসে থাকব না পালিয়ে যাব? এটা ভোটের রাজনীতি। এভাবে না বলে অফিসে ঢুকে পড়া…এটাও তো হতে পারে যে আমাদের যে কাগজপত্র রয়েছে, তার মধ্যে অন্য কাগজ ঢুকিয়ে দিল! আইনের মাধ্যমেই আমরা ব্যবস্থা নেব।' , , #আস্থাবাংলা , , #আস্থা, ,

তালিবানি নারী বিদ্বেষের কাছে মাথা নত দিল্লির! মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিক প্রবেশে বাধাআস্থা ওয়েব ডেস্ক, নয়...
10/10/2025

তালিবানি নারী বিদ্বেষের কাছে মাথা নত দিল্লির! মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিক প্রবেশে বাধা

আস্থা ওয়েব ডেস্ক, নয়াদিল্লি : 'হিন্দু খতরে মে হ্যায়!' মুসলিম বিদ্বেষ যে সরকারের মুখ্য অ্যাজেন্ডা সেই সরকার বিশ্বের সবচেয়ে সমালোচিত তালিবানদের সন্তুষ্ট করতে উদগ্রীব! দিল্লিতে সফররত তালিবান বিদেশমন্ত্রীকে সন্তুষ্ট করতে ‘নারী বিদ্বেষ’ কে মেনে নিল দিল্লির মোদী সরকার! দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে ঢুকতে দেওয়া হল না কোনও মহিলা সাংবাদিককে! এই ঘটনা সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। তালিবানের কট্টরপন্থাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিক মহিলা সাংবাদিক।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে কট্টরপন্থী মৌলবাদী মুসলিম সংগঠন তালিবান ক্ষমতায় আসার পর থেকেই সে দেশের মহিলাদের সব অধিকার কেড়ে নিয়েছে। সেখানকার মহিলারা একা রাস্তায় বেরোতে পারেন না! মেয়েদের স্কুল বা উচ্চশিক্ষা বন্ধ! বাইরে কাজ করার অধিকার কেড়ে নিয়ে মহিলাদের গৃহবন্দি করা হয়েছে! নিয়ম অমান্য করলেই রয়েছে ভয়াবহ শাস্তি! এহেন কট্টর মৌলবাদের দেশের প্রতিনিধিকে খুশি করতে দিল্লির নরেন্দ্র মোদী সরকার মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলাদের প্রবেশ করতে না দেওয়া শুধু তালিবানের নারী বিদ্বেষকে সমর্থন যোগানো নয়, খোদ কেন্দ্রের তরফে ভারতীর মহিলাদের ‘অপমান’ বলে অভিযোগ উঠছে। যেখানে উপস্থিত ছিলেন খোদ দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর!

এই ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে বরিষ্ঠ সাংবাদিক নয়নিমা বসু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারত সরকারের নাকের ডগায়, রাজধানীর কেন্দ্রস্থলে আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি সাংবাদিক বৈঠক করলেন। সেখানে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হল না। এটা কীভাবে সম্ভব? মহিলা সাংবাদিকদের প্রতি এই জঘন্য আচরণের সিদ্ধান্ত কে অনুমোদন করেছে?’ ‘দ্য হিন্দু’র সাংবাদিক সুহাসিনী হায়দার লিখেছেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তালিবান তাদের দেশে মহিলাদের প্রতি ঘৃণ্য আচরণ করে, লিঙ্গ বৈষম্যকে মান্যতা দেয়। তাঁদের সেই চিন্তাধারাকে সরকার প্রটোকলের মাধ্যমে ভারতে জায়গা দিল। এই ঘটনাকে কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’ আলিশান জাফরি নামে আরও এক সাংবাদিক এই ঘটনাকে কটাক্ষ করে লিখেছেন, ‘ভারতের মহিলা সাংবাদিকরা ভারতের মাটিতেই সাংবাদিক বৈঠকে যোগ দিতে পারছেন না! কারণ তালিবান এটা পছন্দ করছে না!’ তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত বিদেশমন্ত্রকের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, ৬ দিনের গতকাল বৃহস্পতিবার ভারত সফরে ভারতে এসেছেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। শুক্রবার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর সাংবাদিক বৈঠকে দুই দেশ একে অপরের সঙ্গে সহযোগিতার বার্তা দেয়।

জয়শঙ্কর জানান, 'খুব দ্রুত কাবুলে দূতাবাস চালু করবে ভারত। এছাড়াও আফগানিস্তানের স্বাস্থ্যখাতে নতুন ৬টি প্রকল্প শুরু করা হবে ভারতের তরফে ‘বন্ধুত্বে’র নিদর্শন হিসেবে দেওয়া হবে ২০টি অ্যাম্বুল্যান্স, এমআরআই ও সিটি স্ক্যান মেশিন। এছাড়াও ক্যানসারের ওষুধ দেওয়া হবে আফগানিস্তানকে।'

অন্যদিকে মুত্তাকি বলেন, 'উন্নয়নমূলক প্রকল্প ও আফগানিস্তানে নিজেদের সম্ভাবনা বৃদ্ধি করার জন্য ভারতের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।' সেই সঙ্গেই নিরাপত্তা বিষয়েও মুখ খোলেন তিনি। বলেন, ”নিরাপত্তা সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আফগানিস্তানের ভূখণ্ডকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। উভয়পক্ষই এই বিষয়ে যোগাযোগ রাখবে।' #আস্থাবাংলা , , #আস্থা , #আফগানিস্তান , #তালিবান , , ,

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Astha বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astha বাংলা:

Share