Astha বাংলা

Astha বাংলা digital news media

লিটারে ২ টাকা দুধের দাম কমাচ্ছে মাদার ডেয়ারি, কমছে ঘি-পনিরের দামওআস্থা ওয়েব ডেস্ক, কলকাতা: মূল্যবৃদ্ধির এই জমানায় দাম ...
16/09/2025

লিটারে ২ টাকা দুধের দাম কমাচ্ছে মাদার ডেয়ারি, কমছে ঘি-পনিরের দামও

আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা: মূল্যবৃদ্ধির এই জমানায় দাম কমতে চলেছে দুধ ও দুগ্ধজাত পণ্যের। GST পরিকাঠামো সংস্কারের পর দুধের দাম লিটার প্রতি ২ টাকা কমানোর কথা ঘোষণা করল মাদার ডেয়ারি। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই লাগু হবে এই নয়া দাম, বলে জানিয়েছে এই সংস্থা।

প্রসঙ্গত ৩ সেপ্টেম্বর GST কাউন্সিলের বৈঠকে ১২ ও ২৮ শতাংশের GST হার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বর্তমানে ৫, ১৮, ৪০ শতাংশ হারে GST নেওয়া হবে। এর ফলে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসই এখন ৫ শতাংশ জিএসটির আওতায় চলে এসেছে। সেই অনুযায়ীই দুধের দাম কমল বলে জানিয়েছে সংস্থা।

এর ফলে এবার এক লিটার টোনড টেট্রা প্যাক দুধের দাম ৭৭ টাকার বদলে মিলবে ৭৫ টাকায়।
শুধু দুধ নয়, এর পাশাপাশি পনির, মাখন, ঘি, মিল্কশেক ও আইসক্রিমের মতো পণ্যেরও দাম কমাচ্ছে মাদার ডেয়ারি। উল্লেখ্য, বর্তমানে ৫০০ গ্রামের মাখনের প্যাকেটের দাম ৩০৫ টাকা। যা কমে দাঁড়াবে ২৮৫ টাকা। মাদার ডেয়ারি জানিয়েছে এখন তাদের বেশির ভাগ প্রোডাক্টই হয় করহীন নয়তো সর্বনিম্ন ৫% জিএসটি স্ল্যাবের অধীনে চলে এসেছে। এর ফলে স্বাভাবিক ভাবেই কমেছে দাম।

তবে এর পাশাপাশি সংস্থাটি আরও জানিয়েছে পলি ব্যাগে যে দুধ সরবরাহ করা হয় তার দাম অপরিবর্তিতই থাকছে। মাদার ডেয়ারি কর্ণধার জানিয়েছেন, ‘প্রতিদিনের পলিপ্যাক দুধ (ফুল ক্রিম মিল্ক, টোনড মিল্ক, গরুর দুধ, ইত্যাদি) বরাবরই জিএসটি-এর আওতার বাইরে। তাই নর্ম্যাল পলিপ্যাকের দুধের এমআরপিতে এর কোনও প্রভাব পড়বে না।’

উল্লেখ্য, সম্প্রতি অপর ডেয়ারি সংস্থা আমূলও জানিয়েছ তাদের পলিপ্যাকের দুধের দামও কমানো হচ্ছে না। , , #আস্থাবাংলা , , #আস্থা , , #আমূল , , , , ,

রায়না, ধাওয়ানের পর বেআইনি বেটিং অ্যাপ মামলায় যুবরাজকে তলব ইডি'রআস্থা ওয়েব ডেস্ক, নয়াদিল্লি: অনলাইন বেটিং অ্যাপের মামলা...
16/09/2025

রায়না, ধাওয়ানের পর বেআইনি বেটিং অ্যাপ মামলায় যুবরাজকে তলব ইডি'র

আস্থা ওয়েব ডেস্ক, নয়াদিল্লি: অনলাইন বেটিং অ্যাপের মামলায় এবার ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব পেলেন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং! বেআইনি বেটিং অ্যাপের আর্থিক তছরূপ মামলায় সম্প্রতি তৎপর হয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বেটিং অ্যাপের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত থাকার কারণে একের পর এক অভিনেতা অভিনেত্রী সহ ক্রিকেটারদের সমন পাঠাচ্ছে এই তদন্তকারী সংস্থা৷ গত মাসেই প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এই মামলায় প্রায় আট ঘণ্টা জেরার মুখে পড়েন৷ এরপর চলতি মাসের শুরুতেই ডাকা হয় শিখর ধাওয়ানকে৷ এবার ডাক পেলেন যুবরাজ সিং।

প্রাক্তন বাঁ-হাতি এই অলরাউন্ডারের পাশাপাশি ইডি ডেকে পাঠিয়েছে আরেক প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকেও৷ সর্বভারতীয় এক সংবাদসংস্থার খবর অনুযায়ী জানা গেছে, যুবরাজকে আগামী মঙ্গলবার অর্থাৎ, ২৩ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ উথাপ্পাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকেছে তার একদিন আগে অর্থাৎ, ২২ সেপ্টেম্বর৷ দুই ক্রিকেটারের পাশাপাশি ইডি তলব করেছে অভিনেতা সোনু সুদকেও।

'1এক্স বেট' (1xBet) নামক বেটিং-অ্যাপ সংস্থার সঙ্গে বিভিন্ন এনডোর্সমেন্টের মাধ্যমে যুক্ত থাকার কারণ চলতি মাসের প্রথম সপ্তাহেই শিখর ধাওয়ানকে জেরা করেছিল ইডির আধিকারিকরা। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের (PMLA) আওতায় তাঁকে জেরা করে বয়ান রেকর্ড করেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা৷ এবার একই কারণেই যুবরাজ ও উথাপ্পাকেও সমন জারি করা হল।

বেআইনি অনলাইন বেটিং-অ্যাপটির বিরুদ্ধে বিনিয়োগকারীদের সঙ্গে আর্থিক প্রতারণা, পাশাপাশি কর ফাঁকি দেওয়ার মত মারাত্মক সব অভিযোগ রয়েছে৷ এই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরটের হাতে৷ তারই অংশ হিসেবে বছর তেতাল্লিশের যুবরাজকে ডেকে পাঠাল ইডি৷ যিনি ভারতের হয়ে চারশোরও বেশি ম্যাচ খেলার পাশাপাশি জিতেছেন জোড়া বিশ্বকাপ ট্রফিও৷ যার মধ্যে ২০১১ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরাও হয়েছিলেন তিনি। উথাপ্পাও ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য।

উল্লেখ্য, গতকাল এই বেআইনি বেটিং অ্যাপ মামলায় নয়াদিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন টলিউড অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী৷ মিমির পাশাপাশি গতকাল হাজিরা দেওয়ার কথা ছিল সংশ্লিষ্ট বেটিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঊর্বশী রাউতেলারও৷ তবে তিনি সমন এড়িয়ে গিয়েছেন বলেই খবর। আজ মঙ্গলবার এই মামলায় দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে পৌঁছেছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। , #আস্থাবাংলা , , , , , #আস্থা , ,

অভিজাত আবাসনে মিলল মহিলার রক্তাক্ত মৃতদেহআস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : কলকাতার এক অভিজাত আবাসনে মহিলার রহস্যমৃত্যু! উদ্ধার...
16/09/2025

অভিজাত আবাসনে মিলল মহিলার রক্তাক্ত মৃতদেহ

আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : কলকাতার এক অভিজাত আবাসনে মহিলার রহস্যমৃত্যু! উদ্ধার রক্তাক্ত দেহ, খুন নাকি দুর্ঘটনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে খাস কলকাতার অভিজাত আবাসন আরবানায় এক মহিলার রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে আবাসনের সামনে থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ২২ তলা টাওয়ারের ১৯ তলা থেকে নিচে পড়েই মৃত্যু হয়েছে এই মহিলার। কিন্তু ঘটনাটি আত্মহত্যা? নাকি দুর্ঘটনা? তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টা জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর মৃতার নাম সঞ্চিতা আগরওয়াল (৪৪), স্বামীর নাম রাকেশ আগরওয়াল। ভোর সাড়ে ৫টা নাগাদ ওই মহিলার নিথর দেহ উদ্ধার হয়েছে টাওয়ারটির নীচ থেকে। তাঁর ডান হাঁটুতে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতা সঞ্চিতা আগরওয়াল কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তদন্ত চলাকালীন পুলিশ ১৯ তলা ফ্ল্যাটের ব্যালকনিতে একটি বসার টুল (সিটি) খুঁজে পায়, যা দেখে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, তিনি নিজেই ব্যালকনিতে উঠে ঝাঁপ দেন। এরই মধ্যে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কীভাবে ওই মহিলার মৃত্যু হল? এর পেছনে অন্য কিছু ঘটনা রয়েছে না কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। , #আস্থাবাংলা, , #আস্থা, , , , ***de,

16/09/2025

Breaking: আরবানা আবাসনে মহিলার রহস্যমৃত্যু! ২২ তলা থেকে পড়ে শেষ! , , , #আস্থাবাংলা , , #আস্থা , ,

Breaking: ইডি দফতরে হাজিরা দিতে পৌঁছলেন অঙ্কুশআস্থা ওয়েব ডেস্ক, নয়াদিল্লি: দিল্লির ইডির দফতরে হাজিরা দিতে পৌঁছলেন টলিউ...
16/09/2025

Breaking: ইডি দফতরে হাজিরা দিতে পৌঁছলেন অঙ্কুশ

আস্থা ওয়েব ডেস্ক, নয়াদিল্লি: দিল্লির ইডির দফতরে হাজিরা দিতে পৌঁছলেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা। গতকাল অনলাইন বেটিং অ্যাপের মামলায় ইডির তলবে হাজিরা দিয়েছিলেন আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ মঙ্গলবার সেই মামলায় ইডির সমন পেয়ে হাজির হলেন অঙ্কুশ হাজরা।

উল্লেখ্য, বেটিং অ্যাপ মামলায় সোমবার ইডির সদর দফতরে হাজিরা দেন অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। টানা ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাত ৮টা নাগাদ ইডি অফিস থেকে বেরিয়ে যান নায়িকা। ইডির অফিস থেকে বেরিয়ে এদিন তিনি আর সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। গাড়িতে উঠে বেরিয়ে যান। তবে ক্যামেরায় ধরা পড়ে, হাসিমুখেই ফিরছেন মিমি।

প্রসঙ্গত, দক্ষিণী সিনেমার একগুচ্ছ তারকার সঙ্গে বেটিং অ্যাপ কাণ্ডে নাম জড়িয়েছে বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীর। ইডির সমন পেয়ে সোমবার দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে রবিবার রাতেই তিনি পৌঁছে যান দিল্লি। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে পৌঁছে যান ইডির অফিসে। এই মামলাতেই নাম জড়িয়েছে মিমির ঘনিষ্ঠ বন্ধু অঙ্কুশ হাজরারও। এই তদন্তে এরই মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মধ্যে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের নামও রয়েছে। তলব করা হয়েছে বলিউডের অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও।

সোমবার সকালে ইডির অফিসে পৌঁছলেও সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চাননি মিমি চক্রবর্তী। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষ হলে বেরোনোর সময়ই যা বলার বলবেন। এরপর ১১ টা নাগাদ শুরু হয় জিজ্ঞাসাবাদ। কীভাবে মিমির সঙ্গে চুক্তি হয়, আর্থিক লেনদেন কীভাবে হয়, জানতে চান ইডি অফিসাররা। মিমির কাছে চুক্তির কাগজপত্র না থাকায়, তিনি বাইরে খবর পাঠান, সেই কাগজ নিয়ে যান মিমির লোকেরা। সবমিলিয়ে টানা ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে রাত ৮টা নাগাদ ইডি অফিস থেকে বেরোন তিনি। রাতে ইডির দফতর থেকে বার হওয়ার সময়ে গাড়ির কাঁচ নামাতে চাননি তিনি। গাড়িতে ওঠার সময় হাত নেড়ে শুধু ইশারা করেন, কিছু বলার নেই!

অনলাইনে বেআইনি বেটিং অ্যাপের মামলার তদন্ত করছে ইডি। অভিযোগ, এই সমস্ত অ্যাপ বেআইনি ভাবে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আয় করেছে। সূত্রের খবর, অফিসাররা জানতে চাইছেন, বেটিং অ্যাপ বেআইনি জেনেও এই তারকারা কেন তার প্রচার করেছিলেন? এই প্রচারের জন্য তাঁরা কত টাকা পেয়েছিলেন? সেই টাকা কীভাবে তাঁদের কাছে পৌঁছেছিল? , , , , #আস্থাবাংলা , , #আস্থা , , , ,

এবার গ্রুপ সি মামলায় সিবিআই আদালতে জামিন পার্থর, কবে হবে জেলমুক্তি?আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : আজ মঙ্গলবার আরও একটি মামল...
16/09/2025

এবার গ্রুপ সি মামলায় সিবিআই আদালতে জামিন পার্থর, কবে হবে জেলমুক্তি?

আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা : আজ মঙ্গলবার আরও একটি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের দায়ের করা মামলায় মঙ্গলবার তাঁকে জামিন দিয়েছে আদালত। জানা গিয়েছে, ৯০ হাজার টাকার বন্ডে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। তবে এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। কারণ, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জামিন মেলেনি তাঁর।

কলকাতা হাই কোর্টে সোমবারই তার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। সেই মামলায় জামিন পেলে তবেই প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল থেকে বেরতে পারবেন বলে ওয়াকিবহাল মহল সূত্রে খবর। , , , , #আস্থাবাংলা , , #আস্থা , , ,

ভয়াবহ আগুনে সন্তোষপুর স্টেশনে পুড়ে গেল দোকানপাট, বন্ধ ট্রেন চলাচলআস্থা ওয়েব, কলকাতা: পুজোর আগেই ভয়াবহ আগুনের জেরে সর...
16/09/2025

ভয়াবহ আগুনে সন্তোষপুর স্টেশনে পুড়ে গেল দোকানপাট, বন্ধ ট্রেন চলাচল

আস্থা ওয়েব, কলকাতা: পুজোর আগেই ভয়াবহ আগুনের জেরে সর্বস্ব খুইয়ে পথে বসলেন ব্যবসায়ীরা! মঙ্গলবার সাত সকালে সন্তোষপুর স্টেশনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল একের পর এক দোকান! এর জেরে ব্যাহত হল বজবজ শাখায় ট্রেন চলাচল।

শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে এদিন সকাল ৭টা নাগাদ আগুন লেগে যায়। প্রথম আগুন দেখা যায় ১ নম্বর প্ল্যাটফর্মে। তারপর দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় কুণ্ডলী পাকিয়ে উঠতে শুরু করে কালো ধোঁয়া। এর জেরে নিরাপত্তার কারণে সকাল ৭ টা থেকে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। বিপদে পড়েন অফিস যাত্রী সহ পরীক্ষার্থীরা।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মের ছোট-বড় একাধিক দোকানে। আগুনে ভস্মীভূত হয়ে গেছে দোকানের ভেতরে থাকা সব সামগ্রী।পুজোর আগে সর্বস্ব হারিয়ে পথে বসলেন বহু মানুষ।

আগুনের ভয়াবহ রূপ দেখে আতঙ্কিত যাত্রী থেকে দোকানদাররা। আগুনের খবর পেয়ে প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন। ততক্ষণে আগুনের গ্রাসে পুড়ে সব ছাই হয়ে গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর লড়াই শুরু করেন। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখনও আগুন আয়ত্বে আনতে সক্ষম হননি দমকল কর্মীরা। #আগুন , #সন্তোষপুরস্টেশন , #আস্থাবাংলা , , #আস্থা , , ,

15/09/2025

এবছরের গড়িয়ার ১১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ পার্ক মিলন চক্র ক্লাবের নিবেদন 'জগন্নাথধাম'। #আস্থাবাংলা , , #আস্থা , , , , ,

সাধারণ মানুষ ও সেনাবাহিনীর কর্তারা এক ছাদের তলায়। দু'বছরে একবার আয়োজিত হয় এই বিশেষ সম্মেলন। এই সম্মেলনে সরাসরি দুই তর...
15/09/2025

সাধারণ মানুষ ও সেনাবাহিনীর কর্তারা এক ছাদের তলায়। দু'বছরে একবার আয়োজিত হয় এই বিশেষ সম্মেলন। এই সম্মেলনে সরাসরি দুই তরফের ধারণা ও চিন্তাভাবনা বিনিময় করে ভবিষ্যত সম্পর্ককে আরও মজবুত করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। আজ সোমবার কলকাতার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও ভারতের তিন বাহিনীর প্রধান সহ বিশিষ্টেরা।

অপারেশন সিঁদুরের সাফল্যের জন্যে সকল জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সেনাকে কুর্নিশ জানানো হয় বিভিন্ন দেশে নানান বিপদে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর জন্য, দেশের বিকাশের জন্য, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, নানা দেশে সাহায্যের জন্য আপৎকালীন সামগ্রী পৌঁছে দেওয়ায় ক্ষেত্রে ভারতীয় সেনার ভূমিকাও অনস্বীকার্য। #নরেন্দ্রমোদী, , , , , #আস্থাবাংলা , , #আস্থা

দিল্লির ইডি দফতরে হাজিরা মিমি চক্রবর্তীরআস্থা ওয়েব ডেস্ক, নয়াদিল্লি: অবৈধ বেটিং অ্যাপ কাণ্ডে আজ সোমবার সকালেই দিল্লির...
15/09/2025

দিল্লির ইডি দফতরে হাজিরা মিমি চক্রবর্তীর

আস্থা ওয়েব ডেস্ক, নয়াদিল্লি: অবৈধ বেটিং অ্যাপ কাণ্ডে আজ সোমবার সকালেই দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী। অবৈধ বেটিং অ্যাপে আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের এই প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই মামলায় মঙ্গলবার তলব করা হয়েছে আরেক অভিনেত্রী ঊর্বশি রাউতেলাকে।

'1xBet' নামে একটি অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে সম্পর্কিত একটি মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে এদিন মিমির বয়ান রেকর্ড করা হয় বলে ইডি সূত্রে খবর৷ ইডি সূত্রে জানা গেছে, যাদবপুরের প্রাক্তন এই তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী এই বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে ইডি৷ এরপরেই রবিবার তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো এদিন তাঁকে ইডি দফতরে সশরীরে হাজির হতে বলা হয়৷ অভিযোগ, বহু মানুষ ও বিনিয়োগকারীদের কয়েকশো কোটি টাকা প্রতারণা করার পাশাপাশি বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছে এই অ্যাপ সংস্থাটি। প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকেও এই মামলায় এর আগে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে।

এর পাশাপাশি বলিউডের অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও ইডি মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছে। ঊর্বশী রাউতেলা 1xBet সংস্থার ভারতের ব্রান্ড অ্যাম্বাসাডর। এই 1xBet সারা বিশ্বেই তাদের জাল ছড়িয়ে রেখেছে বলে তদন্তকারী সংস্থার দাবি। তবে কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এটি একটি স্বীকৃত বুকমেকার৷ যারা ১৮ বছর ধরে বেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এই ব্র্যান্ডের গ্রাহকরা যাবতীয় খেলার ইভেন্টে বাজি ধরতে পারেন। কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপ ৭০টি ভাষাতে উপলব্ধ আছে।

অন্যদিকে, ইডি সূত্রে খবর, এই বেটিং অ্যাপ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আগামী দিনে আরও বেশ কয়েকজন ক্রীড়াবিদ ও সেলিব্রিটিদের জিজ্ঞাসাবাদ করা হবে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার আইন এনে রিয়েল-মানি অনলাইন গেমিং নিষিদ্ধ করেছে। মার্কেট বিশেষজ্ঞ সংস্থা ও তদন্ত সংস্থাগুলির অনুমান অনুযায়ী, বিভিন্ন ধরণের অনলাইন বেটিং অ্যাপে প্রায় ২২ কোটি ভারতীয় ব্যবহারকারী রয়েছে যার মধ্যে অর্ধেক (প্রায় ১১ কোটি) নিয়মিত ব্যবহারকারী।

বিশেষজ্ঞদের মতে, ভারতে অনলাইন বেটিং অ্যাপ বাজারের মূল্য ১০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি যা ৩০ শতাংশ হারে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। সরকার সম্প্রতি সংসদে জানিয়েছে, তারা ২০২২ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অনলাইন বেটিং ও জুয়া প্ল্যাটফর্মগুলি ব্লক করার জন্য ১,৫২৪ টি পৃথক নির্দেশিকা জারি করেছে। জানা গিয়েছে, অনলাইন বেটিং অ্যাপ মামলায় ১৫ ও ১৬ সেপ্টেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির সদর দফতরে যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী ও অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব করেছে ইডি। সেই মতো এদিন দিল্লির ইডি দফতরে হাজিরা দেন মিমি চক্রবর্তী। , , , #আস্থাবাংলা , , #আস্থা

ফটোওয়ালা......সুপ্রভাত: সুন্দর রং করা চাঁদোয়ারতলায় দুর্গা এলেন।  #আস্থাবাংলা ,   ,  #আস্থা ,  #ফটোওয়ালা ,   ,  ,   ,...
15/09/2025

ফটোওয়ালা......

সুপ্রভাত: সুন্দর রং করা চাঁদোয়ারতলায় দুর্গা এলেন। #আস্থাবাংলা , , #আস্থা , #ফটোওয়ালা , , , , , ,

ছবি : অমিত ধর।

ফের যান্ত্রিক ত্রুটিতে বিকল মোনোরেল, ঝুলন্ত অবস্থায় থেমে গেল ভিড়ে ঠাসা কামরায় আতঙ্কিত যাত্রীরাআস্থা ওয়েব ডেস্ক, মুম্ব...
15/09/2025

ফের যান্ত্রিক ত্রুটিতে বিকল মোনোরেল, ঝুলন্ত অবস্থায় থেমে গেল ভিড়ে ঠাসা কামরায় আতঙ্কিত যাত্রীরা

আস্থা ওয়েব ডেস্ক, মুম্বই : লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। তারই মধ্যে ফের ঘটল মনোরেল বিভ্রাট! এবারের ঘটনা আরও ভয়ঙ্কর। যান্ত্রিক ত্রুটির ফলে ওয়াডালাগামী মনোরেলেটি চলতে চলতেই বন্ধ হয়ে যায়। রাস্তার ওপরে ঝুলন্ত কামরায় আটকে পড়েন শয়ে শয়ে যাত্রীরা। মুহূর্তের মধ্যেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এরপর চেম্বুর থেকে আরেকটি ট্রেন এনে দমকলের সাহায্যে যাত্রীদের উদ্ধার করা হয়। যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনোরেল কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য, গত আগস্ট মাসেও মুম্বইয়ে মনোরেল আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। বারবার কেন এই গোলযোগ? প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ যাত্রীরা। এক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার মুম্বইয়ে মনোরেল বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটলো।

এমএমআরডিএর জনসংযোগকর্তা (পিআরও) জানিয়েছেন, 'ওয়াডালায় মনোরেলটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। তাই দাঁড়িয়ে যায় ট্রেনটি। তড়িঘড়ি ১৭ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। সকাল ৭টা ৪৫ মিনিটে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।'

প্রসঙ্গত স্মরণে থাকতে পারে, গত ১৯ আগস্টও এই ধরনের একটি ঘটনা ঘটে। মুম্বইয়ের মহীশূর কলোনি স্টেশনের কাছে একটি মনোরেলে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিভ্রাট ঘটে। এর ফলে মোনোরেলটি বিকল হয়ে যায়। পরে বৃহন্নুম্বই পৌর কর্পোরেশন (বিএমসি), দমকল বিভাগের কর্মীরা এবং পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি) এর মুম্বই ফায়ার ব্রিগেড ৫৮২ জন যাত্রীকে উদ্ধার করে। #আস্থাবাংলা , , #আস্থা , #মুম্বইমনোরেল, , ,

ফাইল ছবি।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Astha বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astha বাংলা:

Share