
16/09/2025
লিটারে ২ টাকা দুধের দাম কমাচ্ছে মাদার ডেয়ারি, কমছে ঘি-পনিরের দামও
আস্থা ওয়েব ডেস্ক, কলকাতা: মূল্যবৃদ্ধির এই জমানায় দাম কমতে চলেছে দুধ ও দুগ্ধজাত পণ্যের। GST পরিকাঠামো সংস্কারের পর দুধের দাম লিটার প্রতি ২ টাকা কমানোর কথা ঘোষণা করল মাদার ডেয়ারি। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই লাগু হবে এই নয়া দাম, বলে জানিয়েছে এই সংস্থা।
প্রসঙ্গত ৩ সেপ্টেম্বর GST কাউন্সিলের বৈঠকে ১২ ও ২৮ শতাংশের GST হার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বর্তমানে ৫, ১৮, ৪০ শতাংশ হারে GST নেওয়া হবে। এর ফলে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসই এখন ৫ শতাংশ জিএসটির আওতায় চলে এসেছে। সেই অনুযায়ীই দুধের দাম কমল বলে জানিয়েছে সংস্থা।
এর ফলে এবার এক লিটার টোনড টেট্রা প্যাক দুধের দাম ৭৭ টাকার বদলে মিলবে ৭৫ টাকায়।
শুধু দুধ নয়, এর পাশাপাশি পনির, মাখন, ঘি, মিল্কশেক ও আইসক্রিমের মতো পণ্যেরও দাম কমাচ্ছে মাদার ডেয়ারি। উল্লেখ্য, বর্তমানে ৫০০ গ্রামের মাখনের প্যাকেটের দাম ৩০৫ টাকা। যা কমে দাঁড়াবে ২৮৫ টাকা। মাদার ডেয়ারি জানিয়েছে এখন তাদের বেশির ভাগ প্রোডাক্টই হয় করহীন নয়তো সর্বনিম্ন ৫% জিএসটি স্ল্যাবের অধীনে চলে এসেছে। এর ফলে স্বাভাবিক ভাবেই কমেছে দাম।
তবে এর পাশাপাশি সংস্থাটি আরও জানিয়েছে পলি ব্যাগে যে দুধ সরবরাহ করা হয় তার দাম অপরিবর্তিতই থাকছে। মাদার ডেয়ারি কর্ণধার জানিয়েছেন, ‘প্রতিদিনের পলিপ্যাক দুধ (ফুল ক্রিম মিল্ক, টোনড মিল্ক, গরুর দুধ, ইত্যাদি) বরাবরই জিএসটি-এর আওতার বাইরে। তাই নর্ম্যাল পলিপ্যাকের দুধের এমআরপিতে এর কোনও প্রভাব পড়বে না।’
উল্লেখ্য, সম্প্রতি অপর ডেয়ারি সংস্থা আমূলও জানিয়েছ তাদের পলিপ্যাকের দুধের দামও কমানো হচ্ছে না। , , #আস্থাবাংলা , , #আস্থা , , #আমূল , , , , ,