Scary Tales

Scary Tales শুনতে থাকুন Scary Tales. Welcome to Scary Tales! Here, you can experience the thrill and suspense of classic Bengali horror stories.

Our channel is dedicated to providing you with the best in Bengali audio storytelling. From classic tales of ghosts and ghouls to modern-day horror stories, we have something for everyone. So sit back, relax, and let us take you on a journey into the dark and mysterious world of Bengali horror.

আসছে ! আসছে ! আসছে !ট্রেলার আসছে শীঘ্রই !চ্যানেল লিঙ্ক : https://youtube.com/?si=t_5AHFh-jq29oFFg"রাজনৈতিক খিল্লি, কোলকা...
15/03/2024

আসছে ! আসছে ! আসছে !
ট্রেলার আসছে শীঘ্রই !
চ্যানেল লিঙ্ক : https://youtube.com/?si=t_5AHFh-jq29oFFg

"রাজনৈতিক খিল্লি, কোলকাতা টু দিল্লী!"

সায়ক আমানে'র কাহিনী অবলম্বনে স্বল্পদৈর্ঘ্যের বড়ো ছবি "গণেশবাবু ভ্যাম্পায়ার", Scary Tales নিবেদিত ......

কাহিনী ও সংলাপ : Sayak Aman
চিত্রনাট্য ও পরিচালনায় : Sushobhan Roy Mistri
সৃজনশীল পরিচালনায় : Usnish Chatterjee
চিত্রগ্রহণে : Suryasish Mondal
অভিনয়ে : Usnish Chatterjee Joyeeta Sanyal Deb Sarkar Debjit Bedi Rounak Bhanja
সহকারী পরিচালনায় : Rounak Bhanja
সম্পাদনায় : Sushobhan Roy Mistry
আবহ : Debojyoti Das
সঙ্গীত : রো হি ত
কার্যকারী নির্বাহ : Soumyasree Das
প্রযোজনায় : Usnish Chatterjee

আস্তে আস্তে চোখ সয়ে আসতে শুরু করে রাতুলের। এবার সে যেটা দেখতে পায় সেটায় তার নিজের চোখেকেই সে বিশ্বাস করতে পারে না। বিছান...
07/01/2023

আস্তে আস্তে চোখ সয়ে আসতে শুরু করে রাতুলের। এবার সে যেটা দেখতে পায় সেটায় তার নিজের চোখেকেই সে বিশ্বাস করতে পারে না। বিছানার উপর শুয়ে আছে একটা পূর্ণ দৈর্ঘ্যের পুতুল। আর তার উপর উলঙ্গ হয়ে শুয়ে আছে সায়ন্তন। আর সেই পুতুলের সিলিকন রাবারের হাত দিয়ে পিছলে নামছে এক চিলতে আলো। তার কৃত্রিম হাতের নখগুলো ক্রমশ কেটে বসছে সায়ন্তনের পিঠের উপর। এটা কি সত্যিই সম্ভব? রাতুল আতঙ্কে স্থির হয়ে যায়।
“কী হল রাতুলদা? কী হয়েছে? কী দেখতে পাচ্ছ? এরকম কাঁপছ কেন?” অমিত পিছন থেকে প্রশ্নগুলো পরপর করে, কিন্তু কোনও উত্তর পায় না। সে এবার প্রায় রাতুলকে ঠেলে সরিয়ে কি-হোলে চোখ রাখে।
আর ঠিক সেই মুহূর্তেই পুতুলটা চেপে বসে সায়ন্তনের উপর। এরপরেই ঝটিতে দরজার দিকে মুখ ফেরায় পুতুলটা। স্থির চোখের নীল মণিদুটো ওই আঁধারেও জ্বলছে। পুতুলটার ঠোঁটটা একদিকে হেলে যাচ্ছে ধীরে ধীরে। একটা ক্রুর হাসি লেপ্টে আছে সেই ঠোঁটের কোণে।

ঠিক আজ রাত্রি দশটায় নতুন বছরের প্রথম গল্প সৌরভ আঢ্যের কলমে “কাম পাশ” নিয়ে ফিরছে ScaryTales ​ । সবাই কিন্তু চটপট রিমাইন্ডার অন করে রাখো, সকলকে প্রিমিয়ারে চাই। আমাদের Scary Tales পরিবারের প্রত্যেক শ্রোতা বন্ধুদেরকে Happy New Year । সবাই নতুন বছর খুব খুব ভালো করে কাটাও , ভালো থেকো এবং শুনতে থাকো Scary Tales।
https://youtu.be/HElI5rRqs3Y

অরুণ বললো, 'এ তান্ত্রিক নয়, এ হলো কাপালিক।'আমার এ বিষয়ে কিঞ্চিৎ ভাসা ভাসা জ্ঞান ছিল। বললাম, 'দু'টো আলাদা নাকি?''হু। কাপা...
28/12/2022

অরুণ বললো, 'এ তান্ত্রিক নয়, এ হলো কাপালিক।'
আমার এ বিষয়ে কিঞ্চিৎ ভাসা ভাসা জ্ঞান ছিল। বললাম, 'দু'টো আলাদা নাকি?'
'হু। কাপালিকদের সবসময়ই একটু সাবধানী চোখে দেখা হয়। তান্ত্রিকরা যদি রহস্যময় হোন তো কাপালিকরা অতি রহস্যময়। এদের নিয়ে কিছু কমন অভিযোগ আছে, যেমন এরা বেদ এর সিদ্ধান্ত মানে না, নরবলি দেয়, কালো জাদুর চর্চা করে, অশুভ শক্তির পূজা করে। দৈব কিংবা অপদৈব শক্তির সাধনা করে শক্তি লাভ করাই এদের লক্ষ্য। সেই শক্তি এরা মানুষের অকল্যাণের কাজেই বেশি ব্যবহার করে। তান্ত্রিকদের কাছে অনেকে বিভিন্ন প্রয়োজন পূরণ আর দৈব কল্যাণমূলক উদ্দেশ্য সাধনে যায়, কিন্তু কাপালিকদের কাছে লোকে যায় কারো ক্ষতি করানোর বাসনায়, কিংবা কারো উপর প্রতিশোধ নেবার জন্য। সব ধর্মে, সব সংস্কৃতিতেই ঐশ্বরিক শক্তির বিরুদ্ধাচারণ করার মতো কিছু লোক থাকেই। ঐ যে ঝুলি থেকে যেটা বের করলো, সেটা নরকরোটি বা নরকপোল, সোজা বাংলায় মাথার খুলি। ঐ কপোল থেকেই ওদের নাম হয়েছে কাপালিক।

সেই ক্ষীণদেহী মেয়েটাকে নরকপোলে করে কিছু একটা খাইয়ে দিলো কাপালিক। তারপর জলদগম্ভীর কন্ঠে বললো, 'আজ তোর সাধনা পূর্ণ হবে। এই শবের উপর বসে তুই আজ প্রেতরঙ্গিনী মহাডামরী কে আহবান করবি। আর কিছুক্ষণ, তারপর চন্দ্র রক্তবর্ণ ধারণ করবে। প্রেতরঙ্গিনীর চ্যালা চামুন্ডি তাবৎ পিশাচিনীরা মর্ত্যে অবতরণ করবে সেই লগ্নে। যা বলেছি মনে আছে তো? পিশাচীরা খুব চেষ্টা করবে তোর সাধনা ভঙ্গ করতে, তোকে নানা ভয় দেখাবে, বিটকেল সব চেহারা ধারণ করে আসবে, মেরে ফেলতে চাইবে, ভয় পাবি না।'

শুনতে ভুলবেন না Scary Tales এর আজকের নিবেদন রুবায়েত আমিনের কলমে গ্ৰাম বাংলার ভৌতিক অ্যাডভেঞ্চার গল্প “অঘোর কাপালিকের শবসাধনা”
https://youtu.be/EbpBA9neFBw

**ra

দেখতে দেখতে কিভাবে একটা গোটা বছর কেটে গেল। আজ থেকে ঠিক একবছর আগে গল্প শোনানোর একটা স্বপ্ন থেকেই আজকের দিনে জন্ম নিয়েছিল...
17/11/2022

দেখতে দেখতে কিভাবে একটা গোটা বছর কেটে গেল। আজ থেকে ঠিক একবছর আগে গল্প শোনানোর একটা স্বপ্ন থেকেই আজকের দিনে জন্ম নিয়েছিল আমাদের Scary Tales ​। সুদীর্ঘ এই যাত্রায় অনেক মানুষ আমার সাথে থেকেছে । না হলে আমার একার পক্ষে কখনোই এতোটা পথ একা পেরিয়ে আসা সম্ভব হতো না । সেই জন্যই আমাদের ছোট্ট পরিবার আজ কুড়ি হাজার সাবস্ক্রাইবারসের গন্ডি পেরিয়ে আরো এগিয়ে চলেছে। আশা রাখি আগামী সময়েও তোমরা আমার সাথে থাকবে, এখনো অনেক গল্প বলা যে বাকি আছে...

সাধকের চিৎকারে তার সহকারী লোকগুলি পর্যন্ত কেঁপে ওঠে। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে মেয়েটি, কাঁপতে কাঁপতে মাথা নোয়ায় ভীষণা...
16/11/2022

সাধকের চিৎকারে তার সহকারী লোকগুলি পর্যন্ত কেঁপে ওঠে। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে মেয়েটি, কাঁপতে কাঁপতে মাথা নোয়ায় ভীষণা মূর্তির সামনে। মূর্তির পাদদেশ থেকে সিঁদুরভর্তি একটা পাথরের থালা তুলে আনেন প্রধান সাধক, উপুড় করে দেন মেয়েটির মাথায়। বিড়বিড় করে বীজমন্ত্র জপ করেন তিনি। ধুনির থেকে অল্প ছাই তুলে সেটি গুলে নেন কারণবারিতে, তারপরে মাখিয়ে দেন মেয়েটির কপালে।
" হে মহান ঈশ্বরী, আপনার পাদপদ্মে সন্ধিপূজার সময়ে আমার এই নিবেদন গ্রহণ করুন। আজ আমি নিজের সাধন সম্পন্ন করলাম। এরপরে আপনার পরীক্ষা। ফিরিয়ে দিন তাকে, যাকে ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আপনি৷ তার আগে গ্রহণ করুন আমার শেষ উপহার!"
পাশে দাঁড়ানো লোকটির হাত থেকে কাস্তের মতো অস্ত্রটি নিয়ে সোজা মেয়েটির ঘাড় বরাবর চালান সাধক। ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ে দেবীর পাদপদ্মে, মেয়েটির কর্তিত মুণ্ড গড়াগড়ি খায় পাথরের মেঝেতে, তার নিথর দেহ লুটিয়ে পড়ে কয়েকবার কেঁপে চিরদিনের জন্য স্থির হয়ে যায়। যত্ন করে কর্তিত মুণ্ডটি কুড়িয়ে গর্ভগৃহের একমাত্র কুলুঙ্গির দিকে এগিয়ে যান সাধক। যত্ন করে সেটি সাজিয়ে রাখেন সেখানে। সহসা প্রবল ভূমিকম্প অনুভূত হয়। তীব্র হাওয়ার স্রোত মন্দিরের দেওয়ালের ফাটল গলে প্রবেশ করে গর্ভগৃহের অন্দরে। চক্রাকারে পাক খায় সেটি। উলটে পড়ে ধুনি, নিভে যায় প্রজ্বলিত প্রদীপ, শুধু দেবীর হাতে ধরা নরমুণ্ডের কপোলের আগুন দ্বিগুণ উৎসাহে জ্বলে৷

শুনতে ভুলবেন না Tales ​ এর 20K সাবস্ক্রাইবারস স্পেশাল প্রজেক্ট রিয়া ভট্টাচার্যের কলমে ভয়াল ভয়ংকর তন্ত্র নির্ভর কাহিনী “বজ্র চন্ডালিনীর কোপ” ঠিক আজ রাত্রি দশটায়। প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন।
https://youtu.be/BibrHioqEx4

আমি সজাগ দৃষ্টি রেখেছিলাম। কিন্তু কখন যেন রাত গভীর হতেই আমাদের সবার মধ‍্যে একটা তন্দ্রা এসেছে।  আমি নিজেও এত সতর্ক থেকেও...
31/10/2022

আমি সজাগ দৃষ্টি রেখেছিলাম। কিন্তু কখন যেন রাত গভীর হতেই আমাদের সবার মধ‍্যে একটা তন্দ্রা এসেছে। আমি নিজেও এত সতর্ক থেকেও বুঝতে পারিনি হঠাৎ কি করে আমার চোখটা লেগে এসেছে। হঠাৎ একটা গোঙানির শব্দে ঘুম ভেঙ্গে গেলো। শুধু আমার নয়। আমার সঙ্গে চন্দন বাবু, প্রভা দেবী, ফাদার আর আরো দুজন ফাদারের সঙ্গীর। প্রভা দেবী আর চন্দন বাবু বেগতিক বুঝে দুজনে শক্ত করে স্বপ্নার দুহাত চেপে ধরেছে। ওদিকে আমিও ধড়মড় করে উঠে বসেছি‌।

ফাদার আমার মুখ থেকে শুনলেও স্বপ্নার ঐ বিভৎস‍্য রূপ দেখে ভয়ে মুখ শুকিয়ে রক্ত শূন‍্য দৃষ্টিতে তাকিয়ে। স্বপ্না ধনুকের মতো বেঁকে গেছে। যদিও চোখ দুটো বন্ধ কিন্তু ঠোঁটের কষ বয়ে রক্ত ঝরছে। হয়তো ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছে। শ্বাসনিতে পারছে না বোঝা যাচ্ছে। হয়তো চেষ্টাও করছে জেগে ওঠার কিন্তু পারছেনা আর তাতেই বেঁকে উঠছে বারবার। চুলগুলো এলিয়ে পরেছে। হাত, পায়ে আসুরিক শক্তি। ছাড়িয়ে নিতে চাইছে !!!!!!!
শুনতে ভুলবেন না শর্মিষ্ঠা মজুমদারের কলমে মহামায়া সিরিজের কাহিনী মহামায়া ও স্বপ্ন বিভীষিকা ঠিক আজ রাত্রি দশটায় Scary Tales এ। প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন।
https://youtu.be/UeEagerlct4

**ra

আমাদের গাড়িটা প্রায় কাছে চলে এসেছে। হঠাৎ একটা কি যেন এসে আমাদের গাড়ির গায়ে লাগল। ভদ্রলোক আমাদের উদ্দেশ্যে বললেন ভদ্রলোক ...
23/10/2022

আমাদের গাড়িটা প্রায় কাছে চলে এসেছে। হঠাৎ একটা কি যেন এসে আমাদের গাড়ির গায়ে লাগল।
ভদ্রলোক আমাদের উদ্দেশ্যে বললেন ভদ্রলোক - " সাবধান ওরা আমাদের দেখতে পেয়েছে৷ গুলি ছুড়ছে।" মুহূর্তে আমরা মাথা নীচু করে ফেললাম এবার ব্যোমকেশ আর সেই ভদ্রলোক নিজেদের পকেট থেকে বন্দুক বার করেছে। ব্যোমকেশ চেঁচিয়ে গাড়োয়ান দুজনকে একটু দূরে দূরে গাড়ি চালাতে বলল ব্যোমকেশ - রাস্তার দুদিকে চলে যাও দুজন। যতটা সম্ভব মাথা নীচু করে থাকো। " আমি রুদ্ধশ্বাসে তাকিয়ে দেখতে লাগলাম এই লড়াই। একটা গুলি এসে আমাদের গাড়ির ছাউনি ফুটো করে দিল। আগের গাড়িটা দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের গাড়িদুটোও প্রানপনে এগিয়ে যাবার চেষ্টা করছে। আমাদের গাড়ির গাড়োয়ান হাফাতে হাফাতে বলল গাড়োয়ান - " বাবু সামনে বাঁদিকে একটা রাস্তা আছে সেটা দিয়ে গেলে ওই গাড়িটার আগে আমরা পোছাব। সোজা রাস্তাটা আরেকটু গিয়ে ওই বাদিকেই বাঁক নেবে। যাবো?"
ভদ্রলোক অর্থাৎ পুলি ইনস্পেকটর যার নাম পরে জেনেছিলাম অখিলেশ বর্মন। তিনি বললেন
ভদ্রলোক - " ব্যোমকেশবাবু আপনি বাঁদিকের রাস্তা ধরে যান। যদি সামনে থেকে আটকাতে পারেন। এভাবে পিছন থেকে খুব কাছে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। আপনি যাবেন নাকি আমি যাবো?"
ব্যোমকেশ - " আপনি ওদের পিছু করুন। তবে সাবধানে। আমিই যাচ্ছি।" আমাদের গাড়িটা রাস্তা থেকে বাঁদিকে বাক নিল। ব্যোমকেশ পিস্তল হাতে গাড়ির মধ্যে আধবসা অবস্থায়, গাড়ির খোলের যেখানে গুলি লেগেছিল সেখান দিয়ে হাওয়া ঢুকছে তীব্রবেগে। এতক্ষন ধরে যে ব্যপারটা আমরা লক্ষ্য করিনি তা হল আকাশ কালো করে মেঘ জমে এসেছে। কয়েক ফোটা বৃষ্টি পড়ল গাড়ির ওপর। তারপর কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে গেল। মাটির রাস্তা বৃষ্টির জলে পিছল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ব্যোমকেশ বলল - " সাবধানে।"
গাড়োয়ান হেসে বলল
গাড়োয়ান - কিচ্ছু ভাববেন না বাবু। আজ তিরিশ বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি।" আর কোনো কথা নয়। বৃষ্টির জলে ভিজে যাচ্ছি আমরা। ঘোড়াগুলো যেন ক্লান্ত হয়ে আসছে এবার। মাঝে মাঝেই ডেকে উঠছে ভিজতে ভিজতেই। গাড়োয়ান শক্ত হাতে লাগাম ধরে আছে। চাবুক চালাচ্ছে না আর। ব্যোমকেশ সোজা সামনের দিকে তাকিয়ে আছে। যেন অপেক্ষা করছে কিছুর জন্য। যেন কিছু হতে চলেছে।
আজ রাত্রি দশটায় আসছে সুকান্ত দাসের কলমে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী সিরিজের প্যাসটিশ গল্প ব্যোমকেশ ও নেতাজীর কল, শুনতে ভুলো না কিন্তু, প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখো
https://youtu.be/InimqQobdgI

গল্প হলেও সত্যির নতুন এপিসোড, শ্বশান পিশাচের সত্যি ভৌতিক ঘটনা কিন্তু আজ রাত্রি দশটায় আসছে আমাদের   Tales ​ চ্যানেলে, শু...
20/10/2022

গল্প হলেও সত্যির নতুন এপিসোড, শ্বশান পিশাচের সত্যি ভৌতিক ঘটনা কিন্তু আজ রাত্রি দশটায় আসছে আমাদের Tales ​ চ্যানেলে, শুনতে ভুলবে না কিন্তু প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখো।

https://youtu.be/U2UXVMMWTbY

সন্দীপ্তা উত্তেজনার ভারে তখন নেতিয়ে পড়েছে। হাঁফাতে হাঁফাতে সে বলতে লাগলো " আহ.....আঙ্কেল....ইউ আর সো গুড......প্রোবাবলি ...
11/10/2022

সন্দীপ্তা উত্তেজনার ভারে তখন নেতিয়ে পড়েছে। হাঁফাতে হাঁফাতে সে বলতে লাগলো " আহ.....আঙ্কেল....ইউ আর সো গুড......প্রোবাবলি দ্যা বেস্ট......।" কথাটা বলেই সে ঘুমের কোলে ঢলতে লাগলো। সমগ্র শরীর শিথিল করে সন্দীপ্তা শান্তিলালের বিছানাতেই শুয়ে থাকলো।
কিন্তু কিছুক্ষণ পরেই "আহহহহহহ" চিৎকারে সে এক তীব্র যন্ত্রণায় ককিয়ে উঠলো। এ যন্ত্রণা যেন মৃত্যুকে আহ্বান দিচ্ছে। ঘর অন্ধকার থাকলেও সে বুঝতে পারলো শান্তিলাল তার পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। কিন্তু কেন? উত্তর পেলো না সে। সন্দীপ্তা বুঝতে পারলো রক্তে বিছানার চাদর ভেসে যাচ্ছে। কিন্তু তার প্রতিঘাত করার কোনো ক্ষমতা নেই। শরীরের সব বল তার সঙ্গমেই নষ্ট হয়েছে। তাই মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া তার সামনে আর অন্য কোনো উপায় নেই। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেলো তার।
শান্তিলাল এখন বেজায় খুশি। বহুদিন পর আবার সেই নারীমাংসের স্বাদ। সে আর অপেক্ষা না করে সন্দীপ্তার স্তন থেকে কিছুটা মাংস ছোরা দিয়ে কেটে নিয়েই মুখে পুরে দেয়। চর্বিযুক্ত মাংসের মজাই আলাদা।

শুনতে ভুলবেন না ডক-পা রচিত আরেক সাইকো থ্রিলার গল্প, “নরখাদকের খপ্পরে” ঠিক আজ রাত্রি দশটায় শুধুমাত্র Scary Tales এ। নিচে দেওয়া প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন।

https://youtu.be/hNIt7myTPv8

ধনঞ্জয়ের কথা শেষ হবার আগেই বাঁদিকে রাস্তার পাশের ঝোপটা প্রবলভাবে নড়ে উঠল। সেই দৃশ্য দেখে দুজনে দাঁড়িয়ে গেল। ধনঞ্জয়ের চোখ...
28/09/2022

ধনঞ্জয়ের কথা শেষ হবার আগেই বাঁদিকে রাস্তার পাশের ঝোপটা প্রবলভাবে নড়ে উঠল। সেই দৃশ্য দেখে দুজনে দাঁড়িয়ে গেল। ধনঞ্জয়ের চোখে কৌতুহল, সুহাসের চোখে ভয়। পরক্ষণেই সেই ঝোপ তছনছ করে বিরাট বড় দুটো শুঁড় এগিয়ে এল। এবং চোখের পলকে ধনঞ্জয়কে সাপের মতো পেঁচিয়ে ধরল। সেই শুঁড়ের মতো অংশগুলো থেকে বেরিয়ে আছে বড় বড় বাঁকানো চোষক-কাঁটা। সেই শুঁড়দুটো একসাথে এমন চাপ দিল যে ধনঞ্জয়ের পা আর কোমরের হাড় ভেঙে গেল! এবং কাঁটাগুলো শরীরের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেল। ধনঞ্জয়ের তীব্র আর্তনাদে রাতের নিস্তব্ধতা খানখান হয়ে গেল। এই ভয়াবহ এবং অবিশ্বাস্য দৃশ্য দেখে সুহাসের মাথাটা ঘুরে গেল। সে ধপাস করে মাটিতে পড়ে গেল। কিন্তু প্রাণের দায় বড় দায়। সুহাসের ভেতর থেকে কে যেন বলে উঠল, "এখন অজ্ঞান হলে চলবে না। যে করেই হোক পালাতে হবে!"
সুহাস টলতে টলতে উঠে দাঁড়াল। ধনঞ্জয়ের পুরো শরীরটা কে যেন ঝোপের ভেতর টেনে নিয়েছে। চাপা হুশ-হুশ করে কেমন যেন একটা গা ঘিনঘিনে শব্দ হচ্ছে। যেন কেউ বিশাল মুখ দিয়ে কিছু চুষে চুষে খাচ্ছে। ধনঞ্জয়কে কি তবে এভাবেই খাদ্য হিসেবে...!
শুনে ফেলুন Tales এর আজকের গল্প, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা হাড় হিম করা ভয়ের গল্প, “মারাচ”, ঠিক আজ রাত্রি দশটায়। প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন।
https://appopener.com/yt/624jmod6o

প্রথমেই তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি Golpo Holeo Sotti ​ র নতুন এপিসোড নিয়ে আসতে এত দেরি হওয়ার জন্য । তোমাদের...
24/09/2022

প্রথমেই তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি Golpo Holeo Sotti ​ র নতুন এপিসোড নিয়ে আসতে এত দেরি হওয়ার জন্য । তোমাদের সকলের ভালোবাসায় ইতিমধ্যেই আমার দ্বিতীয় হরর পডকাস্ট চ্যানেল Golpo Holeo Sotti ​ প্রায় ৮০০ সদস্যের পরিবারে পরিণত হয়েছে তাই আমিও তোমাদের জন্য গল্প হলেও সত্যির নতুন এপিসোড নিয়ে যথারীতি আবার হাজির হয়েছি। আজ ঠিক রাত্রি দশটায় গল্পের প্রিমিয়ার রয়েছে নিচে দেওয়া লিঙ্ক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখো।

https://appopener.com/yt/7u2y0z0ih

Address


Alerts

Be the first to know and let us send you an email when Scary Tales posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Scary Tales:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share