03/08/2025
"সাত বছরের ফেরার গল্প"
একটা ছোট্ট মেলা, একটা ভিড়ের মাঝখানে, হঠাৎ করে দু’জনে মুখোমুখি হয়েছিলাম।
সে মঞ্চের এক কোণে দাঁড়িয়ে ছিল, আমি দর্শকের ভিড়ে। চোখে চোখ পড়তেই যেন সময় থেমে গিয়েছিল।
সেই প্রথম দেখা, আর সেখান থেকেই শুরু আমাদের গল্প।
প্রথমে কথা, তারপর বন্ধুত্ব… আর সেই বন্ধুত্বই একদিন ভালোবাসায় রূপ নেয়।
সেই সময়টাতে যেন পৃথিবীটা শুধু আমাদের দু’জনের হয়ে উঠেছিল।
কিন্তু সম্পর্ক মানে শুধু হাসি নয়, সেখানে ভুল বোঝাবুঝিও থাকে।
আমাদের মধ্যেও কিছু মান-অভিমান, কিছু অপূর্ণতা এসে দাঁড়ায়।
ভালোবাসা ছিল, কিন্তু সময় বুঝি আমাদের পক্ষে ছিল না।
তাই একসময় আমরা আলাদা হয়ে যাই…
সেই দিনগুলো খুব কঠিন ছিল। কেউ কাউকে ভুলতে পারিনি, তবুও যোগাযোগ ছিল না।
জীবন চলেছে আলাদা পথে—কিন্তু মন কি কখনও ভুলে যেতে পারে?
এরপর দীর্ঘ সাতটা বছর কেটে গেল…
তারপর একদিন, হঠাৎ করে আবার দেখা—একটা অনুষ্ঠানে।
ভীড়ের মধ্যেই আমাদের চোখ ফের মিলল।
চোখের ভাষা কি আর ভুল করে? সবকিছু মনে পড়ে গেল এক মুহূর্তেই।
কিছু চুপচাপ মুহূর্তের পর, শুরু হলো আবার কথা।
তখন বুঝলাম, ভালোবাসা হারিয়ে যায়নি, শুধু অপেক্ষা করছিলো সঠিক সময়ের।
আমরা ধীরে ধীরে আবার কাছে এলাম… একে অপরকে নতুন করে জানলাম।
ভালোবাসা আবার শুরু হলো—এইবার আরও গভীর, আরও পরিপক্ব।
এবং… কিছু মাস পর, আমাদের বিয়ে হলো।
সাত বছর পরে, আমরা সত্যিই এক হলাম—চিরকালের জন্য।
"ভালোবাসা যদি সত্যি হয়, সে হারায় না—সে ফিরে আসে ঠিক নিজের সময়ে..." ❤️