Ⓢⓚ Ⓡⓐⓗⓐ

Ⓢⓚ Ⓡⓐⓗⓐ 🙏Welcome you all to my page here movie 🎥 review, sports 🏏⚽ discussion and others discussion, everyone will be with you will love you ♥️

24/06/2025

ধুমকেতু টিজার 👍

  জিৎ বলিউডে? বেশ কয়েকদিন ধরেই জিৎ কে ঘন ঘন ইয়ারপোটে দেখা যাচ্ছে মুম্বাই গামি বিমানে এবার কথা হলো জিৎ কি শুধু শুধু মুম...
20/06/2025

জিৎ বলিউডে? বেশ কয়েকদিন ধরেই জিৎ কে ঘন ঘন ইয়ারপোটে দেখা যাচ্ছে মুম্বাই গামি বিমানে এবার কথা হলো জিৎ কি শুধু শুধু মুম্বাই যাবেন না তা নয় আসলে জিৎ হিন্দি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন তার প্রস্তুতি চলছে তার জন্য তিনি নিজের অনেক টা ওজন কমিয়ে ফেলেছেন সেটা তাকে দেখলেই বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে বলিউডে তাঁর হিন্দি ছবির লুক টেস্টের জন্য তিনি মুম্বাই যাচ্ছিলেন এই ছবিতে তিনি ছাড়া ও বলিউডের এক সুপারস্টার থাকার কথা হয়েছে আর ও শোনা যাচ্ছে এটি একটি হার্ডকোর কমার্শিয়াল ছবি নির্মাণ হতে চলেছে( জিৎ বলিউডে হিন্দি ছবির দ্বিতীয় লিডের অফার এসেছে এটি প্রথম বের হয় আনন্দ বাজারে)

যদি কাশ্মীর তোমাকে আঘাত করে তবে বাংলা তোমাকে তাড়া করবে  #গোপালপাঁঠা    সিনেমা টি আসছে খুব তাড়াতাড়ি গোপাল পাঁঠার চরিত্...
19/06/2025

যদি কাশ্মীর তোমাকে আঘাত করে তবে বাংলা তোমাকে তাড়া করবে #গোপালপাঁঠা সিনেমা টি আসছে খুব তাড়াতাড়ি গোপাল পাঁঠার চরিত্রে সৌরভ দাস

JEET  #বসিরহাট    স্বাধীনতা সংগ্রামি বিপ্লবী অনন্ত সিংহ এর বায়োপিক জিৎ এর সিনেমাতে সুর দিতে চলেছেন উওর 24 পরগনার গ্রাম ...
19/06/2025

JEET #বসিরহাট স্বাধীনতা সংগ্রামি বিপ্লবী অনন্ত সিংহ এর বায়োপিক জিৎ এর সিনেমাতে সুর দিতে চলেছেন উওর 24 পরগনার গ্রাম থেকে উঠে আসা বসিরহাটের ছেলে রজত ঘোষ , উত্তর ২৪ পরগণা: ছেলেবেলার হিরো জিৎ, এবার তাঁর সিনেমায় সুর দিচ্ছেন বসিরহাটের রজত ঘোষ। ছোটবেলায় সিনেমা মানেই ছিল জিতের ছবি। ৯০-এর দশকে ‘সাথী’, ‘সঙ্গী’, ‘নাটের গুরু’-র মতো সিনেমা কিশোর রজতের মনে এক অন্যরকম দাগ কেটে যায়। স্কুলের ক্লাসরুমে জিতের সংলাপ বলা, বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করে তাঁর সিনেমার পোস্টার জমানো, এমনকি তার কন্ঠ নকল করে গান গেয়ে শোনানো—সবটাই ছিল রজতের নেশার মতো।
রজতের এমন দক্ষতায় অনেকেই তাক লেগে যেতেন। জিতের একাধিক গান নিজের কণ্ঠে গাইতে পারতেন তিনি, আর এতটাই নিখুঁতভাবে জিতের কণ্ঠ অনুকরণ করতেন যে অনেকে চোখ বুজে শুনলে বিভ্রান্ত হতেন। আজ সেই ছেলেবেলার অন্ধ ভক্তই ত্রিশের যুবক হয়ে নিজের জায়গা তৈরি করেছেন সঙ্গীতের জগতে। রজত ঘোষ, বসিরহাট মহকুমার ভ্যাবলা এলাকার বাসিন্দা, ইতিমধ্যেই বলিউড ও টলিউড-দুই ইন্ডাস্ট্রিতেই একাধিক ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। (এর আগে তাকে জিৎ হিন্দি চ্যানেল এর ভক্তি মুলক গানের দায়িত্ব দিয়েছেন তারপরে এই ছবির সুরের দায়িত্ব পাবেন কিনা সেটা জিৎ ঠিক করবেন)

01/06/2025

জিৎ এর গলায় মহানায়ক উওম কুমারের গান ♥️ কিশোর কুমারের কন্ঠে♥️

10/12/2024

♥️ love you all Ⓢⓚ Ⓡⓐⓗⓐ hasi to banta hai🤣 bd

10/12/2024

জিৎ 🔥এন্ট্রি টা শুধু দেখুন কেন তাকে সুপারস্টার বলা হয়

পুষ্পা২  বাংলায় ৫০ কোটি পার করে দেবে এইভাবে চলতে থাকলে 🔥 'PUSHPA 2' ON A RECORD-SMASHING SPREE... 300 CR DONE - TARGETS...
10/12/2024

পুষ্পা২ বাংলায় ৫০ কোটি পার করে দেবে এইভাবে চলতে থাকলে 🔥 'PUSHPA 2' ON A RECORD-SMASHING SPREE... 300 CR DONE - TARGETS 425 CR IN *WEEK 1*.... is rewriting history... Having crossed the ₹ 300 cr milestone, it's now eyeing a ₹ 425 cr total in its *extended* Week 1.

Despite an extraordinary run over the *extended* weekend, has stormed into the weekdays with a bang... The Monday numbers are nothing short of phenomenal.

At this pace, is on track to become the fastest film to cross the ₹ 400 cr milestone.

[Week 1] Thu 72 cr, Fri 59 cr, Sat 74 cr, Sun 86 cr, Mon 48 cr. Total: ₹ 339 cr.
biz | version | Nett BOC | JEET Dev এরপরেও এক হয়ে কি বড় সিনেমা কি কোন বড় উদ্যোগ নেবেন না ? এই প্রশ্ন থেকে যায় Dev Entertainment Ventures Grassroot Entertainment Pvt.ltd

শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শুরু হয় গত ২০ অক্টোবর। খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল এর কাজ। প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ হয়...
09/12/2024

শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শুরু হয় গত ২০ অক্টোবর। খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল এর কাজ। প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ হয়ে এখন থেমে আছে সিনেমাটির শুটিং। জানা যায় শুটিংয়ের সময় আঘাত পেয়ে আহত হয়েছিলেন শাকিব খান।পরিচালক মেহেদী হাসান জানান।
বরবাদ’ ছবিতে শাকিবের একটি ভিন্ন লুক রয়েছে। সেই লুক আনাটা বেশ সময় সাপেক্ষ। যে কারণে একটু বিরতি নেওয়া হচ্ছে। এবং আরও বলেন,শাকিব একটি গুরুত্বপূর্ণ লুক আছে সিনেমাটিতে। এই লুক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে। কিন্তু ন্যাচারালি লুক চাই বলে প্রসথেটিকে যেতে চাই না। শাকিব ভাইও চাচ্ছেন তার এই লুকটি ন্যাচারালি আসুক। এটা সময় সাপেক্ষ ব্যাপার।’
শাকিবের সঙ্গে ‘বরবাদ’-এ দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে।

৬/৭ বছর পর Dev Entertainment Venturesদেবের সিনেমার কোন গান চার্টবাস্টার হলো।একটা সময় দেবের সিনেমার গান মানেই দুই বাংলায়...
09/12/2024

৬/৭ বছর পর Dev Entertainment Venturesদেবের সিনেমার কোন গান চার্টবাস্টার হলো।একটা সময় দেবের সিনেমার গান মানেই দুই বাংলায় হিউজ জনপ্রিয়তা।বাট দেব আর্ট ফিল্ম শুরু করার পর আর তেমন কোন চার্টবাস্টার গান পাওয়া যায় নি।অবশেষে অনেক বছর পর দেব নিয়ে আসছে
একশন-মাসালা খাদান।সিনেমার প্রথম ২ টি গান তেমন রেসপন্স না পেলেও ৩য় গান কিশোরী দারুন রেসপন্স পাচ্ছে। গানে দেব-ঈধিকার রসায়ন দারুন লেগেছে। বিশেষ করে ঈধিকা পালের ডান্স,এক্সপ্রেশন
দারুন ছিলো। Dev
দেবকে অনেক বছর পর পুরোনো রুপে দেখতে পেয়ে ভালো লাগছে,আশাবাদী এটা সে এখন থেকে কন্টিনিউ করবে, খাদান অবশ্যই সবাই দেখবেন জিৎ দেবের ফ্যান এক হয়ে খাদান দেখবে এবং খাদানকে সুপারহিট করবে,

এসব দেখেও গর্ব হয়,,,আল্লু অর্জুন🥰🙏 reply দিলো আমাদের সকলের প্রিয় জিৎ দা❤️🙏 কে,,সত্যি এসব দেখেও আনন্দ হয়,,,জিৎ দা সেই একই...
08/12/2024

এসব দেখেও গর্ব হয়,,,
আল্লু অর্জুন🥰🙏 reply দিলো আমাদের সকলের প্রিয় জিৎ দা❤️🙏 কে,,
সত্যি এসব দেখেও আনন্দ হয়,,,জিৎ দা সেই একই তেলেগু ইন্ডাস্ট্রি তে আজ থেকে ২৩ বছর আগে সিনেমা করে এসেছে,
তবে দুজনের একটা মিল আছে দুজনই আদ্যপ্রান্ত অমিতাভ বচ্চনের ভক্ত❤️🥰
JEET

https://www.facebook.com/297340303633031/posts/6765608413472822/
27/03/2023

https://www.facebook.com/297340303633031/posts/6765608413472822/

Jeet| Chengiz| Widda Song: 'চেঙ্গিজ' ছবির সংগীত পরিচালনা করেছেন গায়ক অনীক ধর। এবার তিনি পরিচালকের আসনে। হিন্দি গানটি লিখেছেন পঞ্ছ....

Address

Kolkata

Telephone

+918961693840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ⓢⓚ Ⓡⓐⓗⓐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share