SangbadBanglarmukh

SangbadBanglarmukh Sangbad Banglarmukh is an offbeat News Portal in Bengali & English for the people - enjoy news more.,

বাংলা ও পাঞ্জাব মুখোমুখি হবে রাজকোটেসংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ অনূর্ধ্ব - ১৯, ভিনু মানকঁড় ট্রফির খেলা পন্ড। মূ...
28/10/2025

বাংলা ও পাঞ্জাব মুখোমুখি হবে রাজকোটে

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

অনূর্ধ্ব - ১৯, ভিনু মানকঁড় ট্রফির খেলা পন্ড। মূলতঃ বৃষ্টির জন্যই শেষমুহূর্তে বাতিল ঘোষণা। যদিও বাংলা সেমিফাইনালে । গুজরাটের রাজকোটে মঙ্গলবার অনূর্ধ্ব - ১৯ বিভাগের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ছিল খেলা। সেই মতো মুম্বইয়ের সঙ্গে বাংলা দল প্রস্তুতি নেয়। কোয়ার্টার ফাইনাল পর্বের খেলায় অসময়ে বৃষ্টিপাতের দরুণ একেবারে শেষ মুহূর্তেই মুখোমুখি হতে পারল না দুই দল। উল্লেখ্য, যদিও বাংলা দল সেমিফাইনালে পৌঁছেছে। প্রসঙ্গতঃ গ্রুপ লিগের খেলায় তুলনায় ভালো "রান - রেট" থাকার ফলে মুম্বইকে পিছনে ফেলে এগিয়ে গেল বাংলা । পরবর্তী পর্যায়ে বাংলা ও পাঞ্জাব পরস্পর মুখোমুখি। আগামী বৃহস্পতিবার বাংলা সহ চার দলকে সঙ্গে নিয়ে সেমিফাইনাল রাউন্ডের খেলা হবে। -19

14/10/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

যে রাঁধে সে চুল ও বাঁধে - 'শ্রেষ্ঠ পুজো ২.০' সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃদুর্গোৎসবে অভিজ্ঞতার সাক্ষী নগর কলকাতা ও...
04/10/2025

যে রাঁধে সে চুল ও বাঁধে - 'শ্রেষ্ঠ পুজো ২.০'

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

দুর্গোৎসবে অভিজ্ঞতার সাক্ষী নগর কলকাতা ও সুইগি-র অভিনব উদ্যোগ। একদিকে, যখন প্রবল ভিড়ে ঠেলাঠেলি করে মণ্ডপে যাওয়া অসম্ভব, তখন ঘরের মধ্যেই হাজির মন্ডপ। দ্বিতীয় বছরের উদ্যোগেও সামিল তারা। এ বছরেও দুর্গোৎসবে অভিনবত্বের ডালি নিয়ে হাজিরা এবং অভিজ্ঞতার সাক্ষী তিলোত্তমা মহানগরীর নাগরিকবৃন্দ। মহতী এর উদ্যোগ পাশে সুইগি।

‘শ্রেষ্ঠ পুজো ২.০’ - দ্বিতীয় বছরে পদার্পণ ডিজিটাল প্রতিযোগিতায় নতুন করে কলকাতায় পুজোর শহরে। গতবারের সাফল্যের পর এবারও দ্বিতীয় বছরে এমন উদ্যোগের আয়োজন করে সুইগি। উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর ১ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতা চলে। শহরের ৫০ এর বেশি নামী পুজো যোগদান করে। প্রতিটি মণ্ডপের শিল্পকলা, ঐতিহ্য ও রীতিনীতি তুলে ধরা হয়েছে সুইগি অ্যাপের বিশেষ বিভাগে। দর্শকরা নিজেদের পছন্দের মণ্ডপে ভোট দেন এবং ৫০ টাকা সুইগি ক্যাশ অফার পান, যা ব্যবহারযোগ্য ছিল তাঁদের পরবর্তী অর্ডারে।

ফলে, যাঁরা ভিড় এড়িয়ে ঘরে বসে উৎসব উপভোগ করতে চেয়েছেন, প্রবীণ নাগরিক থেকে শুরু করে শহরের বাইরে বাঙালিরাও কলকাতার দুর্গোৎসবের স্বাদ অভিনব উপায়ে তা পেয়েছেন। বিজয়ীদের সম্বন্ধে ২ অক্টোবর ঘোষণা করা হয়। বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমেই ঘোষণা, প্রথম স্থান - অর্জুনপুর আমরা সবাই ক্লাব, ৫ লক্ষ টাকা। দ্বিতীয় স্থান - অজেয় সংহতি ক্লাব, ২ লক্ষ টাকা। তৃতীয় স্থান - দমদম পার্ক ভারতচক্র ক্লাব, ১ লক্ষ টাকা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিনেত্রী সৌরসেনী মৈত্র উপস্থিত ছিলেন।

সুইগি-র তরফে ভাইস প্রেসিডেন্ট (সিন্স ) সুপ্রিয়া শঙ্কর ও সংস্থার অন্যান্য সদস্যরা সরাসরি পৌঁছে গিয়ে বিজয়ী মণ্ডপগুলির আয়োজকদের হাতে পুরস্কার তুলে দেন। সংবর্ধনার আবহে মিলেমিশে একাকার - বিজয়া দশমীর রঙে। ক্লাবের সদস্য, সুইগি-র প্রতিনিধি ও স্থানীয়রা একসঙ্গে অংশগ্রহণে সিঁদুর খেলায়। দেবীর বিদায়ের মুহূর্তে আবেগ আর আনন্দে ভরে ওঠে চারপাশ। প্রযুক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে সুইগি-র ওই উদ্যোগ ইতিমধ্যেই বাঙালির মনে দাগ কাটতে শুরু করেছে। বরং ঘরের ড্রইং রুমে কলকাতার সেরা পুজো উপভোগের সুযোগ করে দিয়ে, দুর্গোৎসবকে আরও অন্তরঙ্গ, সর্বজনীন করে তুলেছে ‘শ্রেষ্ঠ পুজো - ২.০’। You ❤️ On time.


I gained 251 followers, created 50 posts and received 154 reactions in the past 90 days! Thank you all for your continue...
01/10/2025

I gained 251 followers, created 50 posts and received 154 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

শারদোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানাইতেছি

থ্রিডি প্রিন্টিং ল্যাবে পরিবেশবান্ধব দুর্গা মূর্তিসংবাদ বাংলার মুখ প্রতিবেদন, সল্টলেকঃ প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধনে ন...
29/09/2025

থ্রিডি প্রিন্টিং ল্যাবে পরিবেশবান্ধব দুর্গা মূর্তি

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, সল্টলেকঃ

প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধনে নজির গড়ল কলকাতার ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তাদের থ্রি-ডি প্রিন্টিং ল্যাবরেটরিতে তৈরি পরিবেশবান্ধব দুর্গা মূর্তি, জৈব-প্লাস্টিক পলিল্যাকটিক অ্যাসিড ব্যবহার করে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট কর্মসূচির অধীনে অভিনব প্রকল্পের নেতৃত্বে রয়েছেন আইইএম – এর অধিকর্তা অধ্যাপক ডঃ সত্যজিৎ চক্রবর্তী। সহায়তায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ডঃ দ্বৈপায়ন দে ও থ্রিডি ল্যাবের কেন্দ্রপ্রধান রিমঝিম মজুমদার। আধুনিক এফডিএম ও এসএলএ প্রযুক্তি সমৃদ্ধ এই ল্যাব ইতিমধ্যেই গবেষণা ও পণ্য উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। ভবিষ্যতে ধাতব থ্রিডি প্রিন্টার সংযোজনে আরও এগোতে চায় আইইএম। এই মূর্তি শুধুই প্রযুক্তির নিদর্শন নয়, বরং পরিবেশ সচেতনতা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতীক ও বটে।

বিদ্যাধরীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ সম্পন্ন সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃউত্তর ২৪ পরগণার হাটগাছি গ্রাম পঞ্চায়েত এলাকাধ...
23/09/2025

বিদ্যাধরীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ সম্পন্ন

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

উত্তর ২৪ পরগণার হাটগাছি গ্রাম পঞ্চায়েত এলাকাধীন কানমারীতে প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাধরী নদীবক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত নৌকাবাইচ প্রতিযোগিতা হল। কয়েক দশকের ঐতিহ্য বহন করছে। ওই প্রতিযোগিতা উপলক্ষেও মেলা বসে। তাকে কেন্দ্র করে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে স্থানীয় দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে বস্ত্র বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। মূলতঃ গ্রামবাসীদের বিশেষভাবে উৎসাহিত করে। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজের প্রেরণায় ও স্থানীয় বিধায়কের সক্রিয় সাহায্যে মহোৎসবের আয়োজন হয়।

ওই অনুষ্ঠানে স্বামী সৌরভানন্দ, স্বামী শিবমিত্রানন্দ, স্বামী সুদামানন্দ ও স্বামী অরিন্দমানন্দ মহারাজ উপস্থিত ছিলেন ।
এই উদ্যোগের অন্যতম সার্বিক সহযোগী ও সঙ্ঘ অনুরাগী ডাঃ শম্ভুনাথ চৌধুরী। তাঁর পিতা - মাতা স্বর্গীয় ডাঃ মণীন্দ্র মোহন চৌধুরী ও নীলিমা রানী চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে অবদান রেখেছেন তিনি। অন্যদিকে, নদীর দুই পাড়ে ভিড় জমে ভক্ত ও দর্শকদের। কানমারী মৎস্য বাজার কমিটি, স্থানীয় প্রশাসন ও এলাকার ছয়টি ক্লাবের সক্রিয় ভূমিকায় তা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নৌকাবাইচ প্রতিযোগিতা শুধু ক্রীড়া নয়, বরং স্থানীয় ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে মত গ্রামবাসীদের।

শান্তির বার্তা নিয়েই বঙ্গকন্যা স্বাতী সিওলেসংবাদ বাংলার মুখ প্রতিবেদন, দঃ কোরিয়াচিত্রশিল্পী, বঙ্গকন্যা স্বাতী ঘোষ সিওল...
23/09/2025

শান্তির বার্তা নিয়েই বঙ্গকন্যা স্বাতী সিওলে

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, দঃ কোরিয়া

চিত্রশিল্পী, বঙ্গকন্যা স্বাতী ঘোষ সিওলে ১৮ তম বিশ্ব শান্তি সম্মেলনে শিল্প ও শিক্ষার মাধ্যমে শান্তির বার্তা পৌঁছতে দক্ষিণ কোরিয়াতে ভারতের প্রতিনিধিত্ব করেন।
চেওংজু শহরে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোক্তা আন্তর্জাতিক সংস্থা হেভেনলি কালচার,ওয়ার্ল্ড পিস এন্ড রেস্টোরেশন অফ লাইট। সহযোগী সংগঠন হিসেবে অংশগ্রহণে ইন্টারন্যাশনাল ওমেন পিস গ্রুপ ও ইন্টারন্যাশানাল ইউথ পিস গ্রুপ।
বিশ্বজুড়ে ৭৭০ জনেরও বেশি প্রতিনিধি রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, সাংসদ অধ্যক্ষ, আধ্যাত্মিক নেতা, নারী ও যুব সংগঠনের সদস্যরা অংশ মহাসম্মেলনে অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক বিচারক ও বিশেষ অতিথি স্বাতী ঘোষ প্রতিনিধিত্ব করেছেন। এবার ভারত, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের আরও দুই বিচারককে আমন্ত্রণ জানানো হয়। স্বাতী বলেন - আমার মূল লক্ষ্য শিল্প ও শিক্ষার মাধ্যমে সাধারণের মধ্যেই শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। ভবিষ্যৎ প্রজন্মকে শান্তি ও সম্প্রীতির মূল্যবোধ শেখানোর মাধ্যমে নারীরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। আলোচনার বিষয় - মহিলাদের নেতৃত্ব, শান্তি শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও বিশ্বশান্তির জন্য Declaration of Peace and Cessation of War (DPCW) কার্যকর করা।

বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্বাতী ঘোষের শিল্পকর্ম ও শান্তির বার্তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আন্তর্জাতিকস্তরে শান্তির দূত হিসেবে সম্মানিত করা হয়েছে। এই প্রসঙ্গে স্বাতী আরো জানান, ভবিষ্যতে ভারতে এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা আয়োজনে আগ্রহী। শিল্প ও শিক্ষার মেলবন্ধনে শান্তি ও সম্প্রীতির উদ্যোগকে আরও প্রসারিত করা সম্ভব। স্বীকৃতিপ্রদান ভারতের জন্য এক গৌরবময় মুহূর্ত। শিল্পীরাও বিশ্বশান্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তা প্রমাণিত। সংস্কৃতি ও সমাজকে সংযুক্তকরণের সেতু হিসেবে মধ্যমণি শিল্প ।

বানভাসি তিলোত্তমা নগরীতে স্বামীজিরাওসংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃজলমগ্ন কলকাতায় রান্না খাবার পরিবেশনে  ভারত সেবাশ্...
23/09/2025

বানভাসি তিলোত্তমা নগরীতে স্বামীজিরাও

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

জলমগ্ন কলকাতায় রান্না খাবার পরিবেশনে ভারত সেবাশ্রম সঙ্ঘ। একটানা বর্ষণ ও ভরা কোটালের জেরে গঙ্গার জলস্তর বেড়েছে। এর ফলে কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত কার্যতঃ জলমগ্ন। বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ও জলমগ্ন হয়ে পড়েছে। রান্নাঘর থেকে আশ্রম প্রাঙ্গণে জল থইথই অবস্থা। তবুও থেমে নেই মানবসেবার কাজ। জলমগ্ন এলাকায় প্রায় হাঁটু সমান জল ঠেলে সেখানে পৌঁছে দুর্গতদের মধ্যেই জলের মাঝে দাঁড়িয়ে প্রতিকূল পরিস্থিতিতে বড় হাঁড়িতে রান্না খিচুড়ি বিতরণ করেন সঙ্ঘের স্বেচ্ছাসেবকেরা। দুপুরে ট্রলি ভ্যানে করে সেই খিচুড়ি নিয়ে তারা পৌঁছান কলকাতার বিভিন্ন জলমগ্ন এলাকায়। আটকে পড়া ও দুর্গত মানুষদের হাতে পৌঁছে দেওয়া হয় ত্রাণের জন্যে ওই রান্না খাবার।
সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ ত্রাণের কাজ সশরীরেই পরিচালনা করেন। তিনি বলেন, কোটালের কারণেই জল দ্রুত নামছে না। তিনি আরও বলেন, পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয়, ততদিন দুর্গতদের জন্য সেবাকার্য অব্যাহত থাকবে। শহর জুড়ে ঘোরতর দুর্দিনে ভারত সেবাশ্রম সঙ্ঘের ওই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।

বাংলা ও ঝাড়খন্ডের খেলা অমীমাংসিতসংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কল্যাণীঃপ্রস্তুতি ম্যাচে বাংলার ড্র। বিপক্ষে ঝাড়খণ্ড।আসন্ন ...
22/09/2025

বাংলা ও ঝাড়খন্ডের খেলা অমীমাংসিত

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কল্যাণীঃ

প্রস্তুতি ম্যাচে বাংলার ড্র। বিপক্ষে ঝাড়খণ্ড।আসন্ন ঘরোয়া ক্রিকেট লিগের আগেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলল বাংলার সিনিয়র ক্রিকেট দল। আগামী ক্রিকেট মরসুমের প্রাক্কালে মূলতঃ গা ঘামিয়ে নিতে এমনতর উদ্যোগ। রবিবার কল্যাণীতে বেঙ্গল স্টেডিয়ামে তিনদিনের খেলায় দ্বিতীয় ম্যাচে বাংলার সঙ্গে ঝাড়খণ্ডের খেলার ফলাফল - অমীমাংসিত। কল্যাণীতে অনুশীলনে তৃতীয় ও শেষদিনের খেলায় বাংলা ৯ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে। সুমন্ত গুপ্ত -৬৩, অভিষেক পোড়েল - ৫৪, কাজই জুনেইদ সৈফি - ৪৫ ও আমির গণি - ৫০ রানে অপরাজিত। মহম্মদ কাইফের ৩টি উইকেট উল্লেখযোগ্য। এছাড়াও ঈশান পোড়েল, সাক্ষম চৌধুরী, আমির গণি, করন লাল, শ্রেয়ান চক্রবর্তী, সন্দীপন ও সুমিত মোহান্ত একটি করে উইকেট পায়। যদিও ঝাড়খণ্ড দলের প্রথম ইনিংসে সংগ্রহ - ৩৯৮ রান। @ Bengal

মহাতর্পণে মহিলাদের যোগদান সুন্দরবনেসংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃমহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই মহাতর্পণ  চাক্ষুষ...
21/09/2025

মহাতর্পণে মহিলাদের যোগদান সুন্দরবনে

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই মহাতর্পণ চাক্ষুষ করেছেন কাকদ্বীপের মানুষ। দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন এলাকায় মহালয়ার দিন কাকভোরে সেখানে মহাতর্পণে যোগদান করে বহু মানুষ। মূলতঃ মাহেন্দ্রক্ষণে সাক্ষী থাকতে উৎসুক ও আগ্রহী এবং কৌতুহলীদের দেখতে ভিড় জমে কালনাগিনী নদী বক্ষে। মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের উদ্যোগে গুন্ডাকাটা ত্রিমুখী নদীর সঙ্গম স্থলেও তর্পণকে ঘিরেই এলাকার মানুষের মধ্যেই বিপুল উৎসাহ ও উদ্দীপনার ছবি ধরা পড়েছে। স্থানীয় মহিলারা গুন্ডাকাটার শিবলিঙ্গ প্রদক্ষিণের পর পিতৃপুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ সুসম্পন্ন করেছেন। উল্লেখ্য, রবিবার ছুটির দিনে ভোর থেকেই কালনাগিনী নদীর দুই তীরে মহিলাদের ও এই বিশেষ তর্পণ দেখতে সাধারণ মানুষের উজ্জ্বল উপস্থিতিও নজরে পড়ে।

রবীন্দ্র চামারিয়া'কে ডক্টরেট সম্মান প্রদান সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, ভুবনেশ্বর :রবীন্দ্র চামারিয়া'কে ডক্টরেট সম্মান ...
21/09/2025

রবীন্দ্র চামারিয়া'কে ডক্টরেট সম্মান প্রদান

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, ভুবনেশ্বর :

রবীন্দ্র চামারিয়া'কে ডক্টরেট সম্মান প্রদান। ম্যানেজমেন্টে ‘ডক্টর অফ ফিলোজফি সম্মান তাঁকে প্রদান করা হয়েছে। ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র চামারিয়া। সদ্য ভুবনেশ্বরের এএসবিএম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই সম্মান প্রদান করা হয়। উদ্যোক্তা হিসেবেই দীর্ঘদিনের অবদান, তথ্যপ্রযুক্তি পরিকাঠামো গড়ে তোলা, সমাজ সেবামূলক কর্মকাণ্ড ও নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ সম্মান এএসবিএম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

সল্টলেক সেক্টর ফাইভে ইনফিনিটি গ্রুপের প্রযুক্তিনগরী গঠনে তাঁর ভূমিকা পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়েছে। কৃষ্ণভূমি আবাসন প্রকল্পেরও কর্ণধার তিনি, বিশ্বের সর্বোচ্চ কৃষ্ণ মন্দির ঘিরে যা গড়ে উঠছে। এর পাশাপাশি অক্ষয়পাত্র, জয়পুর ফুট, রামকৃষ্ণ মিশনের মতো সংস্থার সঙ্গেও যুক্ত তিনি - রবীন্দ্র চামারিয়া। প্রাপ্য সম্মান জয়ী চামারিয়া বলেন, এই স্বীকৃতি ইনফিনিটি পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফসল।তাদের সমাজকল্যাণ প্রধান ও প্রথম মূল লক্ষ্য।

হেরিটেজ সম্পত্তি রক্ষার দায়িত্ব সরকারের সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃহেরিটেজ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব রাজ্য সর...
16/09/2025

হেরিটেজ সম্পত্তি রক্ষার দায়িত্ব সরকারের

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

হেরিটেজ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের। ওই বিশেষ সম্মান তো দিয়েছে রাজ্য হেরিটেজ কমিশন। কাজেই সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর। সম্মিলিত বক্তব্য বালি দেওয়ানাগাজী এলাকায় গিয়েই শোনা গেল। অক্ষয়কুমার দত্তের হেরিটেজ সম্পত্তি কোনও মূল্যে রক্ষা করতে হবে - অঙ্গীকার নিয়ে পথে নেমেছেন বালির শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। গত মঙ্গলবার বিকালে সেখানে অক্ষয়কুমার দত্ত মেমোরিয়াল ফাউন্ডেশন (বালি) র উদ্যোগে চলেছে প্রতিবাদ সভা। সর্বস্তরের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। প্রতিবাদীদের বক্তব্য - অক্ষয়কুমার দত্তের স্মৃতি বিজড়িত ভবন - শোভনোদ্যান, একটি হেরিটেজ সাইট। কাজেই বেআইনি নির্মাণ বন্ধ করতে হবে।

এদিকে, হাওড়া জেলার বালি থানার অধীনে জি টি রোডে সংলগ্ন দেওনাগাজী বাস স্ট্যান্ড এর সামনেই এ নিয়ে চলেছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এক ঘন্টারও বেশি সময় ধরেই পথ সভা হয়েছে। উল্লেখ্য, জেসিবি মেশিন ভবনের মধ্যে ঢুকিয়ে সাফাই অভিযান চালানোর জন্য অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রমোটর সংস্থা ওই ঘটনায় জড়িত। অবিলম্বে সেই কাজ থেকেই বিরত থাকতে এমনতর প্রতিবাদ আন্দোলন।

অন্যদিকে, সেই প্রতিবাদে উপেক্ষিত কবির একদা বাসভবন পরবর্তী সময়ে মিউজিয়াম হিসেবে রূপান্তরিত হয়েছে। অক্ষয়কুমারের স্মৃতিধন্য ওই বাড়ি'তে - শোভনোদ্যান যে বেআইনি কিছু নির্মাণ করা চলবে না। এ নিয়ে দলমত নির্বিশেষে এককাট্টা তাঁর অনুরাগীরা।শতাধিক অক্ষয় অনুরাগীদের উপস্থিতিতেই প্রতিবাদ সভায় জানানো হয়েছে যে, দেশ ও বিদেশের মাটিতে ছড়িয়ে রয়েছে হেরিটেজ ভবন ও অক্ষয়কুমার দত্তের সুনাম ও তাঁর শোভনোদ্যান। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফেও হেরিটেজ ঘোষণা করা হয়েছে।

কাজেই এখন তা রক্ষা করার গুরুদায়িত্ব রাজ্য সরকারের। এদিনের প্রতিবাদ সভায় বক্তব্য রেখেছেন অক্ষয় কুমার দত্ত মেমোরিয়াল ফাউন্ডেশন এর তরফেও শঙ্কর মৈত্র, প্রশান্ত ব্যানার্জী। বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পক্ষে অনুপ সরকার, রাহুল মজুমদার, বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন ব্রেক থ্রু - র পক্ষে বিশ্বজিৎ মিত্র এবং বালি অঞ্চলের অক্ষয় অনুরাগীবৃন্দ, শিক্ষানুরাগী অর্ণব চ্যাটার্জি প্রমুখ।
akshoykumarduttamemorialfoundation

Address

Park Street
Kolkata

Telephone

+918101251355

Website

Alerts

Be the first to know and let us send you an email when SangbadBanglarmukh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SangbadBanglarmukh:

Share