SangbadBanglarmukh

SangbadBanglarmukh Sangbad Banglarmukh is an offbeat News Portal in Bengali & English for the people - enjoy news more.,

সিআইআই লজিসইস্ট -২০২৫ এই প্রথম সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃকনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাস্ট্রি,পূর্বাঞ্চল শাখা'...
06/08/2025

সিআইআই লজিসইস্ট -২০২৫ এই প্রথম

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাস্ট্রি,পূর্বাঞ্চল শাখা'র উদ্যোগে এই প্রথম কলকাতায় দুই দিনের লজিসইস্ট - ২০২৫। ওই সম্মেলনে আলোচনার পাশাপাশি একযোগেই চলবে প্রদর্শনী। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের এগজিবিশন হল - বি'তে আগামী ১২-১৩ আগস্ট ওই প্রদর্শনী হবে। শিল্পপতি থেকে শুরু করে নীতি নির্ধারণকারী সংস্থার প্রতিনিধিরা। ছোট এবং মাঝারি শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্তরা ও এই শিল্পের মূলতঃ পরিষেবা প্রদানকারী সংস্থার যোগদানে এক নতুন দিগন্তের সূচনা হবে।

সুতরাং ওই অনুষ্ঠানে ২০০-২৫০ প্রতিনিধি যোগদানের আশাপ্রকাশ করা হয়েছে। প্রেস ক্লাব, কলকাতায় এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়। উদ্বোধনী ভাষণে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত দেবাশিস দত্ত বক্তব্য রাখেন। ওই শিখর সম্মেলন আসলে পশ্চিমবঙ্গ'কে লজিস্টিকস - এর "ক্লাস্টার হাব" গড়ে তোলার মূল প্রচেষ্টা বলে জানান। এছাড়াও উপস্থিত ছিলেন - দীপঙ্কর ভট্টাচার্য, আশুতোষ জয়সওয়াল, দেবজ্যোতি ব্যানার্জি, সুশীল দুগার প্রমুখ। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে নতুন সংযোজন নিয়ে চলছে নিরন্তর চর্চা। এ নিয়ে দিশা খুঁজতেই এই আয়োজন। উদ্যোক্তাদের অভিমত, এমনতর আয়োজন চলতি বছরেই প্রথম। উল্লেখ্য, কলকাতা'তে এর আগেও বণিকসভার উদ্যোগে সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং তা সফল হয়।

তবে, এবার সংশ্লিষ্ট এক প্রদর্শনীকে যুক্ত করা হয়েছে। ওই ঘোষণাযর জন্য এক সাংবাদিক সম্মেলনের আয়োজন। সিআইআই - এর পূর্বাঞ্চল শাখার মূল উদ্দেশ্য - পূর্ব ভারত তথা পূর্বাঞ্চলের মধ্যেই লজিস্টিক পরিষেবার জন্য যে সমস্ত ঘাটতি রয়েছে তা পূরণ করে তুলতে উদ্যোগপতি থেকে শুরু করে উৎপাদনকারীদের মধ্যেই সরাসরি সংযোগ স্থাপন। ইতিমধ্যেই শতাধিক সংস্থার তরফেও যোগদানের জন্য সন্মতি প্রদান ও অনুমতি মিলেছে।

আত্মবিশ্বাস সঙ্গী,কোচিং ইনিংসে ঋদ্ধিমান সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃঅনূর্ধ্ব - ২৩ দলের ইন্ডোর ক্রিকেট কোচিং ইডেন ...
04/08/2025

আত্মবিশ্বাস সঙ্গী,কোচিং ইনিংসে ঋদ্ধিমান

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

অনূর্ধ্ব - ২৩ দলের ইন্ডোর ক্রিকেট কোচিং ইডেন গার্ডেন্সে । সোমবার থেকেই তা আরম্ভ করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার ও বাংলার উইকেটে রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। প্রথম দিনের কোচিংয়ে মূলতঃ ভোকাল টনিক এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ওই গুরুদায়িত্ব আগেই পেয়েছেন, এরপর সেই যাত্রা শুরু হল। নতুন ইনিংস নাকি কোচিংয়ের ইনিংস ! - এ নিয়ে প্রশিক্ষণ শিবিরের হেড কোচ শ্রী সাহা বলেন - দীর্ঘ বৈঠকে বিশ্বাসী নই এবং বেশি লম্বা ও চওড়া বক্তব্য রেখেও তেমন একটা লাভ নেই। সুনির্দিষ্ট পয়েন্ট নিয়েই হবে আলাপ - আলোচনা। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়েই সূচনা হয়েছে। এবং তিনি বলেছেন, পারফরম্যান্স শেষ কথা। কাজেই তা করে দেখাতে হবে। তিনি আরও বলেন, মূল ফোকাস - স্কিলে গুরুত্ব আরোপ করা। দলগতভাবে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই নিয়ে তুল্যমূল্য আলোচনায় না গিয়ে ফের তা স্মরণ করিয়ে দিয়েছেন ও বলেছেন - "ব্যাক্তিগত ক্রীড়া নৈপুণ্যের চেয়েও দলগত সংহতিতে জোর দিতেই চাইছেন - তিনি সেকথাও সকলকে জানানো হয়েছে। মরসুমের শুরুতেই বরং চালু হয়েছে প্রথম দিনের অনুশীলন। ওই শিবিরে ওয়ার্ম - আপ ও শারীরিক সক্ষমতার ক্লাস নেওয়া হয়েছে। এদিনের শিবিরে কোচ উৎপল চ্যাটার্জি ও দেবব্রত দাস উপস্থিত ছিলেন। তিন ঘন্টা ধরেই তা হয়েছে। এছাড়াও কন্ডিশনিং কোচ - সাবির আলি, ভিডিও আ্যনালিস্ট মুকেশ সিনহা, ফিজিওথেরাপিস্ট দীপ্তি রঞ্জন পরিদা, ম্যাসিওর মৃণালকান্তি পাল প্রমুখ শিবিরে হাজির। -23 ceicket

আবু ধাবি কন্যার পুস্তক - 'রোজালিয়া ছায়া' সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃএই মুহূর্তে সে সংযুক্ত আরব আমীরশাহীতে। অথচ...
02/08/2025

আবু ধাবি কন্যার পুস্তক - 'রোজালিয়া ছায়া'

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

এই মুহূর্তে সে সংযুক্ত আরব আমীরশাহীতে। অথচ কলকাতাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আবু ধাবি কন্যার পুস্তক প্রকাশিত। এয়োদশীর রচিত দ্বিতীয় পুস্তক তথা নতুন উপন্যাসের নাম- রোজালিয়া ছায়া। গোলাপের সাম্রাজ্য হল তাঁর উপন্যাসের বিষয়বস্তু। যদিও বাস্তবিকভাবে তা কিন্ত হয় না। আদ্যন্ত কল্পবিজ্ঞানের উপাখ্যান। প্রেস ক্লাব কলকাতা'কে এর জন্য বেছে নেওয়া হয়েছিল। কিশোরী লেখিকা জানিয়ে গেল যে, উপন্যাসে ২ বছর আগেই হাতেখড়ি ও লিখতে সময় লেগেছে। কল্পনার জগতেই সে স্বচ্ছন্দে বিচরণ করে থাকে। এইভাবে সে বড় হয়েছে। নবম শ্রেণির পাঠরতা অটোগ্রাফ সহ বিলি করেছে ৫২১ পাতার লেখা বই। পুস্তকের আবরণ উন্মোচন পর্বে অভিনেতা ভাস্বর চ্যাটার্জি ছাড়াও প্রেস ক্লাব কলকাতার সম্পাদক কিংশুক প্রামাণিক মঞ্চে হাজির। আয়োজক - কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট। এই সংস্থার সম্পাদক উমা ভট্টাচার্য বলেন, লেখিকার উৎসাহের অন্ত নেই। ও উদ্দীপনার জন্য রোমাঞ্চিত। এর রেশ টেনে ঐন্দ্রিলার বাবা মণিশঙ্কর চক্রবর্তী বলেন, ১১ বছর বয়সে "দ্য আডভেঞ্চারস অফ দ্য লিজেন্ডারি কুইন " - প্রথম বই প্রকাশিত হয়। তবে, উপন্যাস এই প্রথম। অফলাইনে কলেজ স্ট্রিট ছাড়াও অনলাইনে আমাজন ও ফ্লিপকার্টে তা মিলবে। তৃতীয় লেখা চলছে জোরকদমেই। উল্লেখ্য, এমিরেটস লিটারেচার ফাউন্ডেশন ও দুবাই'তে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে সম্মান প্রদান করে। দেশের মাটিতেও সে ইয়ং রাইটার্স কম্পিটিশনে তৃতীয় স্থান জয় করেছে বলে জানিয়ে গেল।

বাংলার বিজয়, হকি ইন্ডিয়া সাব - জুনিয়রে সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, তামিলনাড়ুঃহকিতে বাংলার জয়। তামিলনাড়ুতে ১৫ তম হকি...
02/08/2025

বাংলার বিজয়, হকি ইন্ডিয়া সাব - জুনিয়রে

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, তামিলনাড়ুঃ

হকিতে বাংলার জয়। তামিলনাড়ুতে ১৫ তম হকি ইন্ডিয়া সাব - জুনিয়র পুরুষদের জাতীয় চ্যাম্পিয়নশিপ - ২০২৫ জিতেছে। সেই সুবাদে এই প্রতিযোগিতায় চতুর্থ ও পুলের শেষ ম্যাচ জিতে নিয়েছে বাংলা। গুজরাটের বিরুদ্ধে ৪ - ১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে বাংলার হকি খেলোয়াড়রা। বাংলার পক্ষে গোলদাতারা হল যথাক্রমে - ঋষভ রাই, অভিষেক শাহ ও মুন্না কুমার সিং। যদিও ওই খেলায় সেরা নির্বাচিত হয়েছেন শিবম রবিদাস। উল্লেখ্য, এই মুহূর্তে বাংলার সংগ্রহ ৯ পয়েন্ট। শেষ খেলায় জেতার ফলে, পয়েন্টে ছত্তিশগড়ের সঙ্গে বাংলা দল এক জায়গাতে অবস্থান করছে। তবে, পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ছত্তিশগড়। গোলের তারতম্য রয়েছে। বাংলা, গুজরাট ও ছত্তিশগড় তিনটি দল এই প্রতিযোগিতায় তিনটি করে খেলায় জিতেছে ও একটি করে খেলায় পরাজিত। উল্লেখ্য, প্রথম খেলাতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ২-০ তে জয়। গোলদাতা - মুন্না কুমার সিং ও অধিনায়ক - শুভম পাত্র। এরপর দ্বিতীয় খেলাতে গোয়ার বিপক্ষে ৪-২ তে জয়। মুন্না কুমার সিং, শিবম রবিদাস, হীতেন রজক ও শুভম পাত্র। যদিও তিনটি গোল বাংলার পেনাল্টি কর্ণার থেকে। যদিও খেলায় সেরা নির্বাচিত হয়েছে রতন বিন্দ।

জাতীয় অঙ্গদান দিবস, সচেতনতা অভিযান সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃজাতীয় অঙ্গদান দিবসের প্রাক্কালে কলকাতা শহরের প্র...
02/08/2025

জাতীয় অঙ্গদান দিবস, সচেতনতা অভিযান

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

জাতীয় অঙ্গদান দিবসের প্রাক্কালে কলকাতা শহরের প্রাণকেন্দ্র মধ্য কলকাতায় শুক্রবার এক সচেতনতা পদযাত্রাতে সামিল হয়েছেন চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্তদের সকলেই। বর্তমান পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। কলকাতা মেডিক্যাল কলেজ আ্যন্ড হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অতিরিক্ত সুপার, ডেপুটি সুপার, স্টাফ নার্স, পড়ুয়া, হাসপাতালের কর্মী এবং অন্যান্যরা ও সামিল হন। মেডিক্যাল কলেজ আ্যন্ড হাসপাতালের চিকিৎসক ও কর্মসমিতির সদস্য ডা. তরুণ কুমার সরকার এই প্রসঙ্গে বলেন, দৃষ্টিহীনদের কর্ণিয়া প্রয়োজন। সুতরাং মৃত মানুষের দেহদান অর্থাৎ চোখ দান করলেই তো ওই সমস্যার সমাধান হতে পারে। দৃষ্টিহীন ফিরে পেতেই পারেন দৃষ্টি শক্তি। তেমন - ফুসফুস, লিভার, কিডনি, হৃৎপিণ্ড সহ একাধিক অঙ্গ প্রত্যঙ্গ মানবদেহে প্রতিস্থাপন করা হয়ে থাকে। মুমুর্ষু রোগী প্রাণ ফিরে পেতে পারে। এখন চিকিৎসা বিঞ্জান তা অনেক সহজ করে তুলতে সমর্থ হয়েছে। ভারপ্রাপ্ত চিকিৎসকরা বরং জানান, চিকিৎসা বিজ্ঞানের কল্যাণেই নিত্য বদল হচ্ছে। সেকারণেই তা দরকার এবং মানুষের মধ্যেও সেকেলে মানসিকতার বদল ও একান্ত জরুরি। পারস্পরিক ভিত্তিতেই তার প্রয়োজন রয়েছে বলে ফের তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এই উপলক্ষে সচেতনতা পদযাত্রা এমার্জেন্সির সামনে থেকে বের হয়। সূর্য সেন স্ট্রিট হয়ে কলেজ স্কোয়ার প্রদক্ষিণ করে। শতাধিক সামিল হয়েছেন ওই পদযাত্রাতে। অঙ্গদান যে সমাজের পক্ষে কত উপকারী এবং সাধারণ মানুষের জন্য একান্ত জরুরি তা অবহিত করা হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ আ্যন্ড হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই উদ্যোগ নেওয়া হয়। লিফলেট ও বিলি করা হয়েছে ।

৩০ দিনে ৩০০ জেন এ আই আ্যপস তৈরি! সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃপ্রথম বর্ষের আই ই এম ছাত্রেরা এক মাসের মধ্যেই তৈরি ক...
01/08/2025

৩০ দিনে ৩০০ জেন এ আই আ্যপস তৈরি!

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

প্রথম বর্ষের আই ই এম ছাত্রেরা এক মাসের মধ্যেই তৈরি করেছে ৩০০ এর অধিক জেন এ আই অ্যাপ। অভাবনীয় বিষয়েই আগ্রহীরা কলেজের প্রথম বর্ষে আই ই এম - ইউ ই এম গ্রুপের পড়ুয়ারা মাত্র এক মাসে তৈরি করে ফেলেছে ৩০০টির বেশি জেন এ আই - ভিত্তিক মোবাইল ও ওয়েব অ্যাপস - এ রকম প্রথমে দেখে বোঝাই যায় না, বেশ মুশকিল, তবে না দেখলে আরও অবাক লাগে। স্পার্ক আ্যন্ড রক - ২০২৫ নামের জেন এআই - হ্যাকাথন পূর্ব ভারতের প্রথম বড় মাপের উদ্ভাবনী উদ্যোগ।

উল্লেখযোগ্য বিষয় হল অংশগ্রহণকারীরা সদ্য স্কুলের পাঠ শেষ করে তরতাজা, শিক্ষানবীশ - তাদের একমাত্র হাতিয়ার ক্লাউড - ভিত্তিক 'নো - কোড' প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা। জন্মের পর থেকেই টেক ‑ এ আগ্রহ, তার সঙ্গে বাস্তব দক্ষতার মিশ্রণ - বেশ মজার ব্যাপার।
সল্টলেকের ক্যাম্পাসে এ নিয়ে শতাধিক প্রতিযোগিতায় ৪০টি দল ফাইনালে যায়।
তিনটি দল নির্বাচিত - যাঁরা তৈরি করেছিল এমন অ্যাপ যা বাস্তব জীবনে সহজেই ব্যবহারযোগ্য, এবং যার আগামীদিনে ব্যবসায়িক বাজারের সম্ভাবনা রয়েছে।

উদাহরণস্বরূপ বলা যেতেই পারে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফার্মেসি সাপোর্ট অ্যাপ তৈরি করেছে একটি দল, আবার অন্য দলটি গড়ে শিক্ষামূলক ক্যুইজ ইন্টারফেস, তৃতীয় দলটি সামাজিক সহায়তা চ্যাটবট প্রস্তত করেছে।
ওই আয়োজনের যৌথ উদ্যোক্তা - সি এস ই (এ আই এম এল) বিভাগ ও বেসিক সায়েন্স আ্যন্ড হিউম্যানিটিস বিভাগ - অধ্যক্ষ ড. প্রবীর কুমার দাস, ড. অমর্ত্য মুখার্জি এবং ড. সুদীপ্ত ভট্টাচার্য - এর নেতৃত্বধীনে। অধ্যাপকেরা তরুণদের পাশে প্রথম থেকেই সমগ্র পর্বে পরামর্শ দান ও পথের দিশা বাতলেছেন।

অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী আইইএম ও ইউইএম - র পরিচালক বলেন - মূল উদ্দেশ্য শুরুতেই হাতে কলমে আত্নবিশ্বাস তৈরি করা। আমাদের বিশ্বাস, এমন প্রযুক্তির দ্রুত পরিচয় ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেয়। তাঁর এই কথায় প্রতিফলিত শিক্ষাক্ষেত্রেও বাস্তবতা ও প্রযুক্তি একসঙ্গে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা।
প্রসঙ্গতঃ অনেক ছাত্রীর এটিই প্রথম অ্যাপস ডেভেলপমেন্টের অভিজ্ঞতা। কৌতূহল, উদ্যম, দ্রুত শেখার ধারা - এসব স্পার্ক আ্যন্ড রক - ২০২৫ - কে শুধু একটি হ্যাকাথন নয়, বরং নতুন প্রজন্মের প্রযুক্তি যাত্রার সূচনা কার্যক্রমে পরিণত করে তুলেছি। -UEM

কুমোরটুলি গঙ্গার ঘাট সংস্কারে মৌ স্বাক্ষরসংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃউত্তর কলকাতার কুমোরটুলি ঘাট সংস্কারে যৌথ উদ্...
25/07/2025

কুমোরটুলি গঙ্গার ঘাট সংস্কারে মৌ স্বাক্ষর

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

উত্তর কলকাতার কুমোরটুলি ঘাট সংস্কারে যৌথ উদ্যোগে কাজ হবে। এ নিয়ে সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। চলতি মাসের ১১ জুলাই এ নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, কলকাতা ও আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পরস্পর হাত মিলিয়েছে। উভয়েই একযোগে কাজ করবে। তাৎপর্যপূর্ণভাবে এই চুক্তির ফলে, ঐতিহ্যের পুনরুদ্ধার ও হেরিটেজ সমৃদ্ধ হুগলি নদী সংলগ্ন এলাকায় প্রতিমা নির্মাণের প্রাচীন ইতিহাস সুবিদিত রয়েছে। যৌথভাবে নির্মাণের প্রকল্পে এই নিয়ে তাদের মধ্যেই এক সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, কুমোরটুলিতে গঙ্গার ঘাটে পুনরায় উন্নয়ন, সংরক্ষণ ও সৌন্দর্যকরণের কাজ করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে। পরিবেশ অক্ষুণ্ণ রাখা ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বজায় রাখতে সাহায্য করবে। ঐতিহাসিক ওই গঙ্গা সংলগ্ন ঘাটের ওই উন্নয়ন কর্মসূচি প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে যে, স্বচ্ছতা অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবেই বেসরকারি স্তরে তা নির্মাণের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে উল্লেখযোগ্য বিষয় হল - নিরাপদ যাত্রার জন্য, পরিচ্ছন্ন নদী ঘাট নির্মাণের পরিপ্রেক্ষিতেই প্রতিমা শিল্পী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে তা নতুন সাজে অচিরেই প্রতিভাত হবে। এই সন্ধিক্ষণে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রথেন্দ্র রমন এবং আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবসা উন্নয়নের সভাপতি সুব্রত ত্রিপাঠী উপস্থিত ছিলেন।

ম্যাচিং গ্র্যান্টস টু নিডস, ইউনিসেফ উদ্যোগ সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ"ডু ইট নাউ" - শিশুদের কল্যাণে ইউনিসেফ। মুখ...
24/07/2025

ম্যাচিং গ্র্যান্টস টু নিডস, ইউনিসেফ উদ্যোগ

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

"ডু ইট নাউ" - শিশুদের কল্যাণে ইউনিসেফ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে মঙ্গলবার বৈঠক ও এর ফলশ্রুতিতেই বুধবার রাউন্ড টেবল বৈঠক। বিষয় ম্যাচিং গ্র্যান্টস টু নিডস - সুতরাং ফলপ্রসূ হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিবাচক পদক্ষেপের বার্তা দিতেই সময়ের অপচয় না করে রোড ম্যাপ সহ পথেই নামা। সৌজন্য সাক্ষাৎকার পর্ব শেষেই অগ্রণী ভূমিকায়। বণিকসভার প্রতিনিধি, রাজ্য সরকারের সহযোগিতা ও ইউনিসেফ এর বিশেষজ্ঞদের পরামর্শ এই তিন বিষয় ভিত্তি। তার উপর দীর্ঘ আলোচনা হয়েছে। শীঘ্রই তিনপক্ষের তরফে কাজে নামতে চলেছে। ইতিমধ্যেই কলকাতায় শিশুদের নিয়ে এক মুখোমুখি সাক্ষাৎকার পর্ব সম্পন্ন। ইউনিসেফ সূত্রে জানা গিয়েছে যে, অবিলম্বে কাজ শুরু করতে হবে। মূলতঃ শিশু কল্যাণেই। যেখানে যা ঘাটতি রয়েছে তার মোকাবিলায় সচেষ্ট ইউনিসেফ। ভারতের প্রতিনিধিত্ব করছেন - সিন্থিয়া ম্যাক্যাফ্রি, নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের জন্য অর্থের যোগান দিতে প্রস্তুত বণিকসভা - ফিকি, সিআইআই, ফিকি, আ্যসোচেম, চেম্বার অফ কমার্স ইত্যাদি।

অর্থ যোগদানের জনোপারস্পরিক বৈঠকে বসে তিনটি পক্ষ। মন্ত্রী শশী পাঁজা জানান, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ "সি এস আর" - পৃথক পোর্টাল খোলা হয়েছে। ইতিমধ্যেই ৩৭ টি সংস্থা ও এ পর্যন্ত মোট ৪৫০ কোটি টাকার প্রকল্প আপলোড করা হয়েছে। এদিকে, কর্পোরেট সংস্থাগুলি শিশুদের উপযুক্ত চাহিদা অনুযায়ী ও প্রয়োজন ভিত্তিক প্রকল্প যেমন পছন্দ করতে পারে তেমন অর্থ তহবিল মঞ্জুর করতেও সুবিধা হবে। তিনপক্ষের চর্চায় উঠে আসে তথ্য - সুস্থ পরিবেশ গঠন ও শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের সুরক্ষা। অন্যদিকে, কলকাতায় ওই বৈঠকের পরে সাফল্যের আশায় উন্মুখ হয়ে ইউনিসেফ। #,

মহাকাশ গবেষণা পর্যবেক্ষণ সল্টলেকেওসংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ক...
24/07/2025

মহাকাশ গবেষণা পর্যবেক্ষণ সল্টলেকেও

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতার উদ্যোগে সল্টলেক ক্যাম্পাসে স্বর্গীয় ডঃ সত্যজিৎ চক্রবর্তী স্মৃতি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রয়াত প্রতিষ্ঠাতা ডঃ সত্যজিৎ চক্রবর্তীর নামে উৎসর্গীকৃত এই কেন্দ্রটি মহাকাশ গবেষণা ও শিক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে এমন আশা উদ্যোক্তাদের। টেলিস্কোপ এবং ইমেজিং প্রযুক্তি সমৃদ্ধ সল্টলেকের এই মহাকাশ গবেষণা কেন্দ্রটি ছাত্রছাত্রী এবং গবেষক ও শিক্ষকদের জন্য মহাজাগতিক ঘটনার পর্যবেক্ষণ ও অধ্যয়নের আরও সুবিস্তৃত সুযোগ করে দেবে নিঃসন্দেহে।
নতুন কেন্দ্রটির মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি। আইইএম - ইউইএম গোষ্ঠীর অধিকর্তা ড. সত্যজিৎ চক্রবর্তী বলেন - এই পর্যবেক্ষণ কেন্দ্রটি আইইএম - উদ্ভাবন, গবেষণাগত উৎকর্ষতা ও বৈজ্ঞানিক শিক্ষার প্রতি অঙ্গীকারকে দৃঢ় করবে। স্বাগত ভাষণ দেন অধ্যাপিকা বনানী চক্রবর্তী। ড. দেবীপ্রসাদ দুয়ারির প্রাঞ্জল বক্তব্য প্রশংসিত হয়েছে।

মুখ্যমন্ত্রী সকাশে ইউনিসেফ প্রতিনিধিরাওসংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃরাজ্য সচিবালয় নবান্নে ইউনিসেফ এর ৪ সদস্যের এক...
23/07/2025

মুখ্যমন্ত্রী সকাশে ইউনিসেফ প্রতিনিধিরাও

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

রাজ্য সচিবালয় নবান্নে ইউনিসেফ এর ৪ সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক সম্পন্ন। ইউনিসেফ এর ভারপ্রাপ্ত মিসেস সিন্থিয়া ম্যাকফ্রে ও তাঁর সহযোগীরা মুখ্যমন্ত্রী সকাশে। দুই তরফে কুশল বিনিময় করা হয়। এরপর সরকারি প্রোটোকল অনুযায়ী ফটোসেশন ও তির আগে স্বল্প সময়ের জন্য মত বিনিময় পর্ব। দক্ষিণ পূর্ব এশিয়ার ভারপ্রাপ্ত ও পশ্চিমবঙ্গে ইউনিসেফ - এর দায়িত্বপ্রাপ্ত সুচরিতা বর্ধন উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকার বলে উভয় তরফেই জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের স্বাগত জানিয়েছেন। এ রাজ্যের মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভারতে ইউনিসেফের প্রতিনিধিত্বকারী সিন্থিয়া ম্যাকক্যাফ্রি এর নেতৃত্বে রয়েছেন।

সাক্ষাৎপর্বে মুখ্যমন্ত্রী ও ইউনিসেফ প্রতিনিধির মধ্যেই এই রাজ্যের শিশু কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সার্বিক অগ্রগতি নিয়ে মূলতঃ আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যে শিশু ও মাতৃস্বাস্থ্যে সরকারের বিভিন্ন প্রকল্প ও পদক্ষেপের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী এবং ভবিষ্যতে ইউনিসেফ - এর সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ইচ্ছাপ্রকাশ করেন। সৌজন্য সাক্ষাৎকার পর্ব শেষে মুখ্যমন্ত্রী সিন্থিয়া ম্যাকক্যাফ্রিকে ধন্যবাদ জানিয়েছেন। এর রেশ ধরেই পশ্চিমবঙ্গ সরকার ও ইউনিসেফ - এর মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার সুদৃঢ় বার্তা দেওয়া হয়।

পেশাদারিত্বের ছোঁয়া আনতেই তৎপরতাশ্রমিক কল্যাণ পর্ষদের অভিনব প্রশিক্ষণসংবাদ বাংলার মুখ প্রতিবেদন, নিউ দীঘাঃসমুদ্র সৈকত জ...
21/07/2025

পেশাদারিত্বের ছোঁয়া আনতেই তৎপরতা
শ্রমিক কল্যাণ পর্ষদের অভিনব প্রশিক্ষণ

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, নিউ দীঘাঃ

সমুদ্র সৈকত জুড়ে পর্যটকদের আনাগোনা বছরভর। নতুন সংযোজন দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের পর থেকেই পর্যটকের ভিড় আরও বেড়েছে। প্রধানতঃ বিদেশি পর্যটকের সংখ্যা। ঠিক সেকারণে পর্যটকদের সঠিক পরিষেবায় হোটেল ম্যানেজমেন্টের বিষয়ে প্রশিক্ষণে উদ্যোগী পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ। ইতিমধ্যে দীঘাতে বিভিন্ন হোটেলের ২৫ জন কর্মীকে প্রথম দফায় ট্রেনিং দেওয়া হল। নিউ দীঘা'তে রাজ্য শ্রম দফতরের অধীনেই রয়েছে অবসরিকা। রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদের তত্ত্বাবধানে পরিচালিত সংশ্লিষ্ট অতিথি নিবাসেই ১৫ - ১৯ জুলাই পর্যন্ত ৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুর্গাপুরের স্টেট ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এর সহযোগিতায়। মূলতঃ পর্যটকদের মধ্যেই পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি ন্যুনতম ও সুষ্ঠু পরিষেবা প্রদানের জন্যেই শ্রমিক কল্যাণ পর্ষদ আগামীদিনে প্রতি বছরে এ ধরনের চার মাস অন্তর কমপক্ষে তিনবার হোটেল কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা হবে জানান অতিরিক্ত শ্রম কমিশনার, বিশেষ সচিব সুমিতা মুখার্জি।

এদিকে, পেশাদারিত্বের ছোঁয়া আনতে শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে খুশি দীঘা শহরের বহু হোটেল ব্যবসায়ীরাও। তাদের বক্তব্য, এইভাবে ভাবিনি আমরাও। ব্যবসায়ীদের আরও দাবি, দীঘার হোটেলের অধিকাংশ কর্মী প্রশিক্ষণ ছাড়াই কাজ করছে । তাদের সরকারি উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হলে আরো উন্নত পরিষেবা প্রদান করতে পারবেন তারা। ফলে দেশ - বিদেশের পর্যটকদের মোকাবিলায় আর সমস্যায় পড়তে হবে না। অতিরিক্ত শ্রম কমিশনার, বিশেষ সচিব সুমিতা মুখার্জি। উপ-সমাজকল্যাণ কমিশনার দেবু কর, অবসরিকা'র ভারপ্রাপ্ত সুজয় মন্ডল, প্রশিক্ষক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকেই এতে সন্তোষ প্রকাশ করেছেন। নতুন কর্মসংস্থানের লক্ষ্যে, ব্যবসা বৃদ্ধি, ক্রেতা মনস্কতা ইত্যাদিতে পেশাদার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
প্রসঙ্গতঃ ১৯৭২ সালের ১৭ সেপ্টেম্বর অর্থাৎ বাংলার ৩১ ভাদ্র, ১৩৭৯ - বিশ্বকর্মা পুজোর দিনে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় শ্রমিকদের জন্য অবকাশ - ভবন, দীঘার শিলান্যাস করেন। নতুন রূপে ২০১৫- তে সাজিয়ে তোলা হয়েছে। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের সভাপতি ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এর দ্বারোদ্ঘাটন করেছেন।

ডুরান্ড কাপ ফুটবল ২০২৫, বিদেশি ২ দলসংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃএশিয়ার প্রাচীনতম ফুটবল - ডুরান্ড কাপ, ২৩ জুলাই কল...
17/07/2025

ডুরান্ড কাপ ফুটবল ২০২৫, বিদেশি ২ দল

সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ

এশিয়ার প্রাচীনতম ফুটবল - ডুরান্ড কাপ, ২৩ জুলাই কলকাতায় ১৬৪তম ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আগামী ২৩ আগস্ট ফাইনাল খেলা। তার আগে ১৯ ও ২০ জুলাই শিলং ও কলকাতায় যথাক্রমে দুই সেমিফাইনালের খেলা রয়েছে। বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন এ রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। শতাব্দী প্রাচীন এই ফুটবল প্রতিযোগিতায় মোট ২৪ টি দল খেলবে। এর মধ্যেই বাংলা ৪টি দল। কলকাতার তিন প্রধান - মোহনবাগান, ইষ্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং এবং ডি এইচ এফ সি অর্থাৎ ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। প্রথমদিনের খেলায় ইষ্টবেঙ্গলের মুখোমুখি হবে সাউথ ইউনাইটেড এফ সি। উল্লেখ্য, নগদ অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ১কোটি ২০ লাখ টাকা থেকে তা বেড়ে চলতি বছরের জন্য তা হয়েছে - ৩ কোটি টাকা। খেলার সেরা তিনটি বিভাগের জন্য যথারীতি - সর্বাধিক গোলদাতা, সেরা গোল রক্ষক এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এই তিনটি বিভাগের জন্য রয়েছে গোল্ডেন বল, বুট ও গ্লাভস খেতাব ও স্মারক এবং সুদৃশ্য ট্রফি। প্রসঙ্গতঃ "মেনি চ্যাম্পিয়নস, ওয়ান লেগাসি" - ডুরান্ড কাপ ফুটবলের ক্যাচলাইন। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। দুই বিদেশী দল - নেপালের ত্রিভুবন আর্মি এবং মালয়েশিয়ার সেনা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরেই আগামী ১৯ ও ২০ আগস্ট শিলং এবং কলকাতায় দুই সেমিফাইনালের খেলা রয়েছে। ২৩ আগস্ট ডুরান্ড কাপের ফাইনাল। ভারতীয় সেনাবাহিনী ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে ডুরান্ড কাপ - ২০২৫ সংস্করণ এর সূচনার অপেক্ষায়।এক অনাড়ম্বর অনুষ্ঠানেই তা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ছবি সৌজন্যে - সুফল ভট্টাচার্য।

Address

Park Street
Kolkata

Telephone

+918101251355

Website

Alerts

Be the first to know and let us send you an email when SangbadBanglarmukh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SangbadBanglarmukh:

Share