
06/08/2025
সিআইআই লজিসইস্ট -২০২৫ এই প্রথম
সংবাদ বাংলার মুখ প্রতিবেদন, কলকাতাঃ
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাস্ট্রি,পূর্বাঞ্চল শাখা'র উদ্যোগে এই প্রথম কলকাতায় দুই দিনের লজিসইস্ট - ২০২৫। ওই সম্মেলনে আলোচনার পাশাপাশি একযোগেই চলবে প্রদর্শনী। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের এগজিবিশন হল - বি'তে আগামী ১২-১৩ আগস্ট ওই প্রদর্শনী হবে। শিল্পপতি থেকে শুরু করে নীতি নির্ধারণকারী সংস্থার প্রতিনিধিরা। ছোট এবং মাঝারি শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্তরা ও এই শিল্পের মূলতঃ পরিষেবা প্রদানকারী সংস্থার যোগদানে এক নতুন দিগন্তের সূচনা হবে।
সুতরাং ওই অনুষ্ঠানে ২০০-২৫০ প্রতিনিধি যোগদানের আশাপ্রকাশ করা হয়েছে। প্রেস ক্লাব, কলকাতায় এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়। উদ্বোধনী ভাষণে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত দেবাশিস দত্ত বক্তব্য রাখেন। ওই শিখর সম্মেলন আসলে পশ্চিমবঙ্গ'কে লজিস্টিকস - এর "ক্লাস্টার হাব" গড়ে তোলার মূল প্রচেষ্টা বলে জানান। এছাড়াও উপস্থিত ছিলেন - দীপঙ্কর ভট্টাচার্য, আশুতোষ জয়সওয়াল, দেবজ্যোতি ব্যানার্জি, সুশীল দুগার প্রমুখ। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে নতুন সংযোজন নিয়ে চলছে নিরন্তর চর্চা। এ নিয়ে দিশা খুঁজতেই এই আয়োজন। উদ্যোক্তাদের অভিমত, এমনতর আয়োজন চলতি বছরেই প্রথম। উল্লেখ্য, কলকাতা'তে এর আগেও বণিকসভার উদ্যোগে সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং তা সফল হয়।
তবে, এবার সংশ্লিষ্ট এক প্রদর্শনীকে যুক্ত করা হয়েছে। ওই ঘোষণাযর জন্য এক সাংবাদিক সম্মেলনের আয়োজন। সিআইআই - এর পূর্বাঞ্চল শাখার মূল উদ্দেশ্য - পূর্ব ভারত তথা পূর্বাঞ্চলের মধ্যেই লজিস্টিক পরিষেবার জন্য যে সমস্ত ঘাটতি রয়েছে তা পূরণ করে তুলতে উদ্যোগপতি থেকে শুরু করে উৎপাদনকারীদের মধ্যেই সরাসরি সংযোগ স্থাপন। ইতিমধ্যেই শতাধিক সংস্থার তরফেও যোগদানের জন্য সন্মতি প্রদান ও অনুমতি মিলেছে।