15/09/2025
মানসিকভাবে খুব ভেঙে পড়েছি আমরা।। রোজ এইভাবেই গুড্ডিকে খাইয়ে আদর করে আসতো ছোট্টমানুষ ।। কাল সন্ধ্যায়ও গুড্ডির Medicine কিনে দিয়ে এলাম ওই flat-এ যে family- টা ওকে ভালবাসতো বলে যানতাম তাদের ।। আর তারাই রাতে হঠাৎ Cage ফেরত দিতে এসেছে ।। বলছে গুড্ডিকে নাকি কার কাছে দিয়ে এসেছে ।। অথচ দেওয়ার আগে কিছু বুঝতেই দিল না ।। একবারও ভাবলো না কারো কথা !! এমনকি যে মা-টা কদিন আগে একটা সন্তানকে হারিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছিল -- সেই বুচু কতটা কষ্ট পাবে এই বাচ্চাটাকেও না দেখতে পেলে ।। মেনে নিতে পারছি না।। আদৌ কি আর ফেরত আনবে ??আদৌ কি ওর operation- টা হবে?? সবটা চোখের বাইরে চলে গেল ।। খুব কষ্ট হচ্ছে ।। পৃথিবীতে মানুষের এত অভাব কেন ??