Rajesh Baidya

Rajesh Baidya জেতার আনন্দ তখন আসে,
যখন সারা দুনিয়া তোমাকে হারানোর জন্যে তৈরী থাকে।

কোনো কোনো ছাত্র বা ছাত্রীকে দেখে আপনার মনে হয়, আরে, এ তো জিনিয়াস, লাইফে নিশ্চয়ই বড় কিছু হবে।আবার কাউকে কাউকে দেখে আপ...
24/10/2025

কোনো কোনো ছাত্র বা ছাত্রীকে দেখে আপনার মনে হয়, আরে, এ তো জিনিয়াস, লাইফে নিশ্চয়ই বড় কিছু হবে।

আবার কাউকে কাউকে দেখে আপনি নিশ্চিত হয়ে যান, এটা একেবারেই অপদার্থ, জীবনে কিছুই করতে পারবে না!

বাস্তব ঘটে উল্টোটা। যাকে আপনি "বিরল প্রতিভা" ভেবেছিলেন, সে ছাপোষা কেরানি, ভবঘুরে বা মাদকাসক্ত হয়ে দিন কাটায়, আর যাকে "কোনো কাজের না" মনে করেছিলেন, সে একদিন উচ্চ পদাধিকারী, পাবলিক ফিগার বা শিল্পপতি হয়ে ওঠে।

কখনো কি ভেবে দেখেছেন কেন এটা হয়? এমনটা ঘটার কারণ আর কিছুই না, আপনি যাকে অপদার্থ ভেবেছিলেন তার IQ (পড়া মুখস্থ করার সামর্থ্য) কম হলেও EQ (দায়িত্বশীল হয়ে ওঠার যোগ্যতা), SQ (অন্যদের সাথে নেটওয়ার্ক তৈরি করার ক্ষমতা) ও AQ (হাল ছেড়ে না দেবার মানসিকতা) অনেক বেশি। আর যাকে মেধাবী ভেবেছিলেন তার মধ্যে শুধু IQ ছাড়া আর কিছুই নেই!

গবেষণায় দেখা গেছে, যাদের মধ্যে উচ্চ EQ, SQ ও AQ আছে তারা, যাদের উচ্চ IQ আছে তাদের তুলনায় জীবনে এগিয়ে যায়, যদিও আমাদের দেশের বেশিরভাগ স্কুল ছাত্রছাত্রীদের IQ বাড়ানোর জন্য সচেষ্ট হলেও EQ, SQ ও AQ এর উন্নতির দিকে নজর দেয় না।

আপনি জানলে অবাক হবেন, পেশাগত জীবনে প্রায় ক্ষেত্রেই উচ্চ IQ সম্পন্ন একজন মানুষ, উচ্চ EQ, SQ ও AQ সম্পন্ন একজনের অধীনে কাজ করে। বিশ্বের বেশিরভাগ সফল মানুষের IQ সাধারণ মানের। উদাহরণস্বরূপ, একটি কোম্পানির কর্মচারীদের IQ অনেক বেশি হয়, পক্ষান্তরে ওই কোম্পানির মালিকের IQ কম থাকলেও EQ, SQ ও AQ বেশি থাকে। IQ কম থাকলেও আপনি জীবনে কোনো না কোনোভাবে উতরে যাবেন, কিন্তু EQ, SQ ও AQ কম থাকলে আপনি জীবনে প্রতি পদে পদে ধরা খাবেন।

আপনার সন্তানকে পড়াশুনার পাশাপাশি জীবনের অন্যান্য দিকগুলোর সাথে পরিচয় করিয়ে দিন। তার মধ্যে কায়িক শ্রমের অভ্যাস গড়ে তুলুন, তাকে অভাবের মধ্যে চলতে শেখান, খেলাধুলা, বিজ্ঞান, শিল্প, সাহিত্য ইত্যাদির প্রতি তার আগ্রহ তৈরি করুন। মোদ্দা কথা, তার মধ্যে IQ এর পাশাপাশি EQ, SQ এবং AQ এর বিকাশ ঘটান, যেন সে বড়দের মুখাপেক্ষী না হয়ে থেকে স্বাধীনভাবে কিছু করতে সক্ষম হওয়ার মতো বহুমুখী চরিত্রের মানুষ হিসেবে গড়ে ওঠে।

(সংগৃহীত)

"উপহাস: যেখান থেকে শুরু হয় সফলতার যাত্রা"একটা বিষয় খেয়াল করে দেখো—তুমি যখন কোনো সাধারণ সিদ্ধান্ত নিই, যেমন চাকরি করা, পর...
01/08/2025

"উপহাস: যেখান থেকে শুরু হয় সফলতার যাত্রা"

একটা বিষয় খেয়াল করে দেখো—তুমি যখন কোনো সাধারণ সিদ্ধান্ত নিই, যেমন চাকরি করা, পরীক্ষা দেওয়া, বা বিয়ে করার মতো চিরচেনা রাস্তায় হাঁটো—তখন খুব বেশি কেউ কিছু বলে না। সবাই চুপচাপ দেখে, কিছু উৎসাহ দেয়, কিছু পরামর্শ দেয়, হয়ে যায়।

কিন্তু ঠিক তখনই চারপাশ অস্বস্তিতে পড়ে যায়, যখন তুমি ভিন্ন কিছু করতে চাও।
নিজের একটা স্বপ্ন গড়তে চাও, নিজের মতো করে ভাবতে চাও, কিছু "আলাদা" করতে চাও।

সেখানেই শুরু হয় উপহাস।
⟶ “এটা দিয়ে কী হবে?”
⟶ “তোমার মতো মানুষ এটা পারবে?”
⟶ “বেকার সময় নষ্ট করছো।”

এই কথাগুলো শুনে কষ্ট হয়—এটাই স্বাভাবিক। কিন্তু এটাও ঠিক যে, এ কথাগুলোই তোমাকে সত্যিকার অর্থে গড়ে তোলে।

কেন উপহাস আসে?

কারণ তুমি পরিচিত ছকে হাঁটছো না।
মানুষ নতুন কিছুকে প্রথমে ভয় পায়, তারপর ব্যঙ্গ করে, এরপর প্রশ্ন তোলে—আর সবশেষে সেই নতুনকেই মেনে নেয়।

তুমি যদি সাহস করো নিজের মতো করে চলার, তাহলে তারা তোমাকে ব্যতিক্রমী ভাববে। কিন্তু ‘ব্যতিক্রমী’ হওয়াটাই তো বড় হওয়ার প্রথম ধাপ।
সবাই যা করে, সেটাই যদি করো, তাহলে নতুন কিছু তৈরি হবে কীভাবে?

উপহাস আসলে এক প্রকার প্রশংসা, ছদ্মবেশে

তারা তোমাকে ব্যঙ্গ করে, কারণ তুমি তাদের পরিচিত গণ্ডির বাইরে চলে গেছো।
তুমি হয়তো সেই কথাগুলোতে ভেঙে পড়তে পারো, আবার চাইলে সেগুলোকে শক্তিতে পরিণত করেও এগিয়ে যেতে পারো।

তোমার কাজের প্রতিক্রিয়া যত বেশি হয়—উপহাসই হোক বা প্রশ্নবিদ্ধতা—তত বেশি তুমি জানবে, তুমি "কিছু একটা" ঠিক করছো।

ইতিহাসও তাই বলে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যখন বানানো হচ্ছিল, অনেকেই বলেছিল এটা কেউ দেখবে না।
জেকে রাউলিং-এর হ্যারি পটার ১২টি প্রকাশনী প্রত্যাখ্যান করেছিল।
স্টিভ জবস, এলন মাস্ক, এমনকি কবি রবীন্দ্রনাথও—সবার জীবনে শুরুতে উপহাস এসেছিল।

তাদের সবাইকেই প্রথমে ‘অসম্ভব’ মনে করা হয়েছিল। কিন্তু তারাই একদিন হয়ে উঠেছে অনুপ্রেরণা।

তোমার জন্য বার্তা

তুমি যদি এখন উপহাসের মুখে দাঁড়িয়ে থাকো—জেনো, তুমি একা নও।
এটাই সেই পর্যায়, যেটা পেরিয়ে গেলে ভবিষ্যত তোমার হবে।

তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, কঠোর পরিশ্রম করতে পারো, আর ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখতে পারো—তাহলে আজ যে মানুষগুলো হাসছে, কাল তারাই তোমার গল্প শোনাবে অন্যকে।

শেষ কথা:
উপহাসের মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যতের সম্ভাবনা।
তোমার স্বপ্নের দরজা খুলে আছে—শুধু দরজার সামনে একটু হাসির শব্দ বাজছে। ভয় পেও না। এগিয়ে যাও।

#সংগৃহীত

চা কি?চা একটা অনুভূতি...আনন্দে চা, কষ্টে চা, রাগে চা, টেনশনে চা, ডেট এ চা, ব্রেকআপে চা...চায়ের পরে চা
15/05/2025

চা কি?
চা একটা অনুভূতি...
আনন্দে চা, কষ্টে চা, রাগে চা, টেনশনে চা, ডেট এ চা, ব্রেকআপে চা...
চায়ের পরে চা

09/03/2025

𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🏆


Congratulations cricket team!! 🇮🇳

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajesh Baidya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajesh Baidya:

Share