Namoskar Kolkata

৫২-তে সব শেষ! কীভাবে মৃত্যু হল জু়বিন গর্গের? সামনে এল আসল কারণ...জানা গেছে, বছর তিনেক আগে ডিব্রুগড়ের এক রিসোর্টে শৌচাগা...
20/09/2025

৫২-তে সব শেষ! কীভাবে মৃত্যু হল জু়বিন গর্গের? সামনে এল আসল কারণ...

জানা গেছে, বছর তিনেক আগে ডিব্রুগড়ের এক রিসোর্টে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান জুবিন। সে সময় চিকিৎসকেরা স্পষ্টই বলেছিলেন, তাঁর মৃগীরোগ আছে এবং সে কারণেই তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন।

মাথার গুরুতর চোট থেকে সুস্থ হলেও সেই থেকে তাঁর শারীরিক দুর্বলতা বেড়েছিল। মঞ্চে গান গাইতে গিয়ে বহুবার গলা কেঁপে উঠত, শ্বাসকষ্ট দেখা দিত। তবু তিনি থামেননি, ভক্তদের জন্য গান গেয়ে গেছেন।

কিন্তু এ অবস্থায় স্কুবা ডাইভিংয়ের মতো ঝুঁকিপূর্ণ খেলায় অংশ নেওয়াটা কতটা নিরাপদ ছিল? চিকিৎসক, পরিবার, নাকি বন্ধু—কেউ কি তাঁকে এ ব্যাপারে নিরস্ত করেছিল? নাকি শিল্পীর নিজের জেদই তাঁকে ঠেলে দিয়েছে এ সিদ্ধান্তে?

সিঙ্গাপুরের সমুদ্রতটে ডাইভিং করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই জুবিন অচেতন হয়ে ভেসে ওঠেন। উদ্ধারকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি।

মাথায় আবারও গুরুতর আঘাত পান তিনি, যা আগের চোটের জায়গার সঙ্গেই মিলে যায়। শিল্পীর মৃত্যুর পর চিকিৎসক মহলেও আলোচনা শুরু হয়েছে। মৃগীরোগে আক্রান্ত কেউ যদি জলের নিচে যায়, হঠাৎ খিঁচুনি হলে তার জীবন রক্ষা প্রায় অসম্ভব।

একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যান আর তার প্রতিবাদেই উত্তাল কাঠমান্ডু, পুলিশের গুলিতে মৃত্যু ১২! একাধিক সোশ্যাল মিডি...
09/09/2025

একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যান আর তার প্রতিবাদেই উত্তাল কাঠমান্ডু, পুলিশের গুলিতে মৃত্যু ১২!

একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যান আর তার প্রতিবাদেই উত্তাল পরিস্থিতি কাঠমান্ডুর। অন্যদিকে অভিযোগ পুলিশের গুলিতে মৃত্যু! যা ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কাঠমান্ডু। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ ও সোশ্যাল মিডিয়ায় একাধিক প্ল্যাটফর্ম ব্যান হওয়ার প্রতিবাদে প্রতিবাদ করতে নেমেছে ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের নেটি জিনরা। কার্যত বলা চলে বাংলাদেশে যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক সেই পরিস্থিতি যেন ফের একবার নেপালে পুনরাবৃত্তি হচ্ছে। সরকার ফেলে দিতে চান নেটিজেনরা। যদিও প্রতিবাদ কারীদের দাবি অবিলম্বে যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করা হয়েছে তা খুলে দেওয়া হোক। কার্য তো বলা চলে প্রধানমন্ত্রী ভবন ও রাষ্ট্রপতি ভবনের সামনে প্রতিবাদকারীদের ঢল। বিক্ষোপকারীদের হটাতে পুলিশের জল কামান টিয়ার গ্যাস থেকে শুরু করে গুলি চালানোর অভিযোগ করছেন প্রতিবাদকারীরা। সূত্রের খবর নেপাল পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে একাধিক জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালের কাঠমান্ডুদের জারি করা হয়েছে কারফিউ। যদিও সেই কারফিউ ম মানতে নারাজ প্রতিবাদকারীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যার কারণে নামানো হয়েছে নেপালের সেনাবাহিনী। তবে এখনো পর্যন্ত বিক্ষোভকারীদের হঠাতে পারেনি নেপাল সরকার।

কলকাতা পুর সভায় ক্ষতিপূরণ-পত্র জমা দেওয়া শুরু করল রুফ টপের মালিকরা।অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে এস ও পি জারি করে শর্ত ...
01/09/2025

কলকাতা পুর সভায় ক্ষতিপূরণ-পত্র জমা দেওয়া শুরু করল রুফ টপের মালিকরা।অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে এস ও পি জারি করে শর্ত সাপেক্ষে রুফ টপ খুলার অনুমতি দেয় রাজ্য স্তরের কমিটি।মুচলকা দিয়ে রুফ টপ মালিকদের ফর্ম জমা দিতে বলা হয়।সেই মত মুছলকা দিয়ে ফর্ম জমা দিতে শুরু করল রুফ টপ মালিকরা।গত শনিবার থেকে শুরু হয়েছে ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া।কলকাতার 84 টি রুফ টপ রেস্তোঁরা তালিকা দিয়েছিল কলকাতা পুলিশ।15 সেপ্টেম্বর মধ্যে মুচলেকা দিয়ে জানাতে হবে তালিকাভুক্ত রুফ টপ মালিকদের।শর্ত পূরণ করলেই খুলা যাবে রুফ টপ রেস্তোঁরা গুলি।রাজ্যস্তরের বৈঠকের পর এই কথা জানিয়ে দিয়ে ছিল কমিটি।রুফ টপের মালিকদের শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়ার ঘোষণা করেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম।গত ২৯ এপ্রিল বড়বাজারের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ ১৪ জনের মৃত্যু হয়।পুজোর মুখে সাধারণ মানুষের ভিড়, খাদ্যরসিকদের চাহিদা এবং বিপুল সংখ্যক কর্মীর জীবিকা মাথায় রেখে কলকাতা পুরসভা রুফটপ রেস্তরাঁ খোলার সিদ্ধান্তে সিলমোহর দেয়।

আজ শহরে আসছেন মোদী,কোন কোন রাস্তা জান চলাচল নিয়ন্ত্রণ করা হবে,বাইরে বেরোনোর আগে জেনে নিন,
22/08/2025

আজ শহরে আসছেন মোদী,
কোন কোন রাস্তা জান চলাচল নিয়ন্ত্রণ করা হবে,বাইরে বেরোনোর আগে জেনে নিন,

হাজরা মোড়ে পুলিশকে রাখি পড়াচ্ছে অভয়ার মঞ্চের সদস্যরা
10/08/2025

হাজরা মোড়ে পুলিশকে রাখি পড়াচ্ছে অভয়ার মঞ্চের সদস্যরা

https://youtu.be/5IWtQVVIXHA?si=8m948bva1AJ_odFI
10/07/2025

https://youtu.be/5IWtQVVIXHA?si=8m948bva1AJ_odFI

সমীক ভট্টাচার্যের প্রেমিককে জনসমক্ষে আনবে অমরনাথ?শুভেন্দু নিজেকে হিন্দু প্রমান করুক,চ্যালেঞ্জ ? ...

https://youtu.be/VVXR5NXJ50U?si=ptb4nvjus84PdOQx
08/06/2025

https://youtu.be/VVXR5NXJ50U?si=ptb4nvjus84PdOQx

*নাগেরবাজারে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি। সিসিটিভি ফুটেজ দেখে আটক দুই মহিলা*দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার...

ধর্মকথা জামাইষষ্ঠী - লৌকিক আচার   আজ, রবিবার জামাইষষ্ঠী। হিন্দু বাঙালিদের ঘরে ঘরে শ্বশুড়ির জামাইদের আদর করে বারণ করে নেব...
01/06/2025

ধর্মকথা

জামাইষষ্ঠী - লৌকিক আচার

আজ, রবিবার জামাইষষ্ঠী। হিন্দু বাঙালিদের ঘরে ঘরে শ্বশুড়ির জামাইদের আদর করে বারণ করে নেবেন। তবে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছে কিছু লৌকিক আচার। ষষ্ঠী পূজার উপকরণ- আম পাতা, তালপাখার পাখা, ধান, দূর্বা, পাঁচ থেকে নয় রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ।

শাস্ত্র মতে, এই পুজোয় কাঁঠালপাতার ওপর পাঁচ, সাত বা নয় রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, লিচু, কাঁঠালের রমরমা। তাই এই মরশুমি ফলগুলিও থাকে পাতে। তবে এর মধ্যে অপরিহার্য হল করমচা। সঙ্গে থাকে ১০৮টি আঁটি বাঁধা দূর্বা। জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজোর জন্য ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন শ্বাশুড়িরা। এই ঘটের ওপর আম পাতা রাখা হয়। পাশে থাকে তালপাতার পাখা। একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে তৈরি করা হয়। একে ষষ্ঠীর ডোর বলা হয়ে থাকে। এবার দেবী ষষ্ঠীর পুজোর পালা। সকালে কাটা ফলের ডালি, সঙ্গে ফুল, দূর্বা, ষষ্ঠীর ডোর দিয়ে দেবী ষষ্ঠীর থানে অর্থাৎ স্থানে পুজো দিয়ে আসার রীতি পালন করেন শাশুড়ি মায়েরা। এবার জামাই এলে কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়। সেই দূর্বার আঁটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার সঙ্গে ধরে তাঁকে হাওয়া করা হয়। এতে তাঁর নিজস্ব সন্তানও বাদ যান না। এবার জামাইয়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শ্বাশুড়ি ষাট-ষাট-ষাট বলে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাইকে আশীর্বাদ করে জামাকাপড় উপহার দেন। তার পর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয়। সঙ্গে থাকে বিস্তর খানাপিনার আয়োজন।

যে প্রশ্নগুলোর উত্তর কোনোদিন মিলবে না....১. সীমান্তের ভিতরে ত্রিস্তরীয় নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেদ করে নিরীহ পর্যটক...
23/04/2025

যে প্রশ্নগুলোর উত্তর কোনোদিন মিলবে না....

১. সীমান্তের ভিতরে ত্রিস্তরীয় নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেদ করে নিরীহ পর্যটকদের ওপর এতবড় হামলা হলো কী করে?? আর‌ জঙ্গিরা যদি ধর্ম জিজ্ঞেস করে করে মারছিলো তো নিশ্চিতভাবেই কিছুটা সময় লাগছিলো তাতে, ঐ সময়টুকু পাওয়া সত্ত্বেও নিরাপত্তা রক্ষীরা পৌঁছাতে পারলো না কেনো ওরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায়??

২. এন আই এর কাজটা কী?? শুধু বিরোধী দল শাসিত রাজ্যে ঘুরে ঘুরে বিরোধী নেতাদের ফাঁসানো??

৩. মনিপুরে প্রায় দুবছর ধরে জাতি দাঙ্গা চলছে, কাশ্মীরে জঙ্গিরা নিরীহ পর্যটকদের প্রায় বিনা বাধায় গুলি করে মারছে, আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাস্ত বাংলা দখলের কৌশলে। ঘটনা ঘটলেই তারপর কড়া হওয়ার নিস্ফলা আক্রোশ আর কতদিন??

৪. ওয়াকফ আইন নিয়ে সারা দেশ যখন উত্তাল তখন কীভাবে একটি সেনসেটিভ রাজ্যে যেখানে উগ্র জঙ্গিদের আক্রমনের সম্ভাবনা সবসময় বেশি সেখানে এভাবে পর্যটকদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হলো কোন স্বার্থে??

৫. মিলিটারি ইন্টিলিজেন্স, প্যারা মিলিটারি ইন্টিলিজেন্স সারা বছর এক্টিভ থাকে সীমান্তবর্তী কাশ্মীরে, সব একসাথে ফেল হলো কীভাবে??

আপাতত পঁচিশ জন নিরীহ পর্যটকের অকালে মৃত্যুর খবর পাওয়া গেছে, পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে। ছাপান্ন ইঞ্চি, জাতীয়তাবাদ,জঙ্গীদের হুমকি, পাকিস্তানকে হুমকি , গুড়িয়ে দেওয়ার কথা, সব এরপর একে একে আসবে, কিন্তু পুলওয়ামার মতন‌ এবারেও এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। গোদী মিডিয়ার সাহস হবে না এইসব প্রশ্ন তোলার।

নতুন করে জিআই স্বীকৃতি পেল নলেন গুড়ের সন্দেশ ও বারুইপুরের পেয়ারা  জিআই স্বীকৃতি পেলে স্বাভাবিক কারণেই বিশ্ববাজারে তার ...
12/04/2025

নতুন করে জিআই স্বীকৃতি পেল নলেন গুড়ের সন্দেশ ও বারুইপুরের পেয়ারা

জিআই স্বীকৃতি পেলে স্বাভাবিক কারণেই বিশ্ববাজারে তার মূল্য বেড়ে যায়। দক্ষিণ ২৪ পরগনার মধু ও জয়নগরের মোয়া আগেই জিআই স্বীকৃতি পেয়েছিল। এবার নতুন করে নলেন গুরের সন্দেশ ও বারুইপুরের পেয়ারা। নলেন গুড়ের সন্দেশ বাংলার অন্যতম জনপ্রিয় মিষ্টি, যা শীতকালে বিশেষভাবে জনপ্রিয়। এর পাশাপাশি বারুইপুরের পেয়ারা অতুলনীয় এবং পুষ্টিগুণে ভরপুর। এই স্বীকৃতির ফলে বাংলার মিষ্টি ও কৃষিজাত পণ্যের আন্তর্জাতিক বিপণন ও মান বৃদ্ধি পাবে। রাজ্য সরকারও বাংলার নিজস্ব পণ্যের স্বীকৃতি ও প্রসারে বিশেষ উদ্যোগ নিচ্ছে। মিষ্টান্ন থেকে শুরু করে কৃষিজাত পণ্য জিআই তকমায় এগিয়ে রাজ্য। একই জেলায় চারটি জিআই তকমা। সব মিলিয়ে রাজ্যে মোট ৩৫টি পণ্যের ঝুলিতে এল এই বিশেষ স্বীকৃতি। ইতিমধ্যেই বারুইপুরের পেয়ারা দেশ-বিদেশে রফতানির ফলে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে।

জিআই তকমা পেলে এই পেয়ারার চাহিদা যে আরও বাড়বে এবং পেয়ারা চাষের সঙ্গে যুক্ত চাষিরা ভাল দাম পাবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ইনস্টিটিউট, কৃষি পণ্যের বিভাগে এই পণ্যের আবেদন করে তারা। বারুইপুর ফেমাস প্রসিডিওর কোম্পানির তরফ থেকে বারুইপুর পেয়ারার আবেদন করা হয়েছিল। মিষ্টি উদ্যোগ সংগঠনের তরফে জন্য আবেদন জানানো হয়। তা স্বীকৃতি মেলে। শীত মানেই নলেন গুড়, আর নলেন গুড় মানেই তার লালচে আভার, মুখে মিলিয়ে যাওয়া সন্দেশ। এর আগেই সব সন্দেহের অবকাশ দূর করে ২০১৭-তে বাংলার রসগোল্লা ছিনিয়ে নিয়ে এসেছে জিআই ট্যাগ।

ইন্ডিয়ান আইডল জিতে বাড়িতে ফিরলেন নিমতার মানসী  উদ্বেলিত মানসীর পরিবার, সমস্ত নিমতা সহ সমস্ত বাঙালি সমাজ। এই স্বীকৃতিতে...
08/04/2025

ইন্ডিয়ান আইডল জিতে বাড়িতে ফিরলেন নিমতার মানসী

উদ্বেলিত মানসীর পরিবার, সমস্ত নিমতা সহ সমস্ত বাঙালি সমাজ। এই স্বীকৃতিতে মানসী চূড়ান্ত খুশি। ইতিমধ্যেই দেশের মধ্যে ১৫ তম সংগীতের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলে, বাংলার মেয়ে মানসী ঘোষ জয় করেছেন সেরার খেতাব। বাংলার এই মেয়ে বাড়ি ফিরতেই যেন এখন উৎসবের মেজাজ নিমতায়। পরিবার থেকে পাড়া-প্রতিবেশী ঘরের মেয়ের এমন সাফল্যে যেন আজ উচ্ছ্বসিত। বাংলার মেয়ে হিসেবে প্রথমবার ট্রফি নিয়ে আসতে পেরেই যেন সবচেয়ে বেশি খুশি মানসী নিজেও। তবে স্বপ্ন সফল হবে সেদিন, যেদিন অরিজিৎ সিং এর সঙ্গেই করতে পারবেন ডুয়েট। এই স্বপ্ন কে ছুঁতেই এখন চালিয়ে যাচ্ছেন চেষ্টা। ইন্ডিয়ান আইডলে প্রথম হয়ে বাড়ি ফিরতেই মা এর হাতের চিংড়ি কাতলা খেয়ে যেন পরিপূর্ণ তৃপ্তি মিলেছে। তবে মা-র হাতের মাটন কষা সবথেকে প্রিয় মেনু মানসীর। মা-বাবার ইচ্ছেতেই চার বছর বয়স থেকেই শুরু গান শেখার।

তবে দীর্ঘ কুড়ি বছরের সেই সাধনার ফল যেন মিলল এক রাতেই। ছোটবেলা থেকেই শিখতে শিখতেই গানের প্রতি যেন জন্মেছে ভালোবাসা। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেন তিনি। আর সেই থেকেই স্টেজ শো করে রোজগার শুরু পরিবারের পাশে দাঁড়াতে। সেই সঙ্গে মানসী সমানতালে চালিয়ে গিয়েছে পড়াশোনাও। দমদমের ক্রাইস চর্চা হাইস্কুল থেকে পাশ করে ইংরেজীতে অনার্স নিয়ে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ থেকে গ্রাজুয়েশন করেন ২০২১ সালে। ওই বছরই সুপার সিঙ্গারে অংশগ্রহণ করে দ্বিতীয় হয় মানসী। সেখানেই থেমে না গিয়ে, বরং নিজেকে আরও তৈরি করে ইন্ডিয়ান আইডলে অডিশন দেয় সে। বাকিটা ইতিহাস। বাংলার গর্বের মেয়ে মানসী। আমাদের অভিনন্দন মানসীর প্রতি।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Namoskar Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namoskar Kolkata:

Share