
23/04/2025
যে প্রশ্নগুলোর উত্তর কোনোদিন মিলবে না....
১. সীমান্তের ভিতরে ত্রিস্তরীয় নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেদ করে নিরীহ পর্যটকদের ওপর এতবড় হামলা হলো কী করে?? আর জঙ্গিরা যদি ধর্ম জিজ্ঞেস করে করে মারছিলো তো নিশ্চিতভাবেই কিছুটা সময় লাগছিলো তাতে, ঐ সময়টুকু পাওয়া সত্ত্বেও নিরাপত্তা রক্ষীরা পৌঁছাতে পারলো না কেনো ওরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায়??
২. এন আই এর কাজটা কী?? শুধু বিরোধী দল শাসিত রাজ্যে ঘুরে ঘুরে বিরোধী নেতাদের ফাঁসানো??
৩. মনিপুরে প্রায় দুবছর ধরে জাতি দাঙ্গা চলছে, কাশ্মীরে জঙ্গিরা নিরীহ পর্যটকদের প্রায় বিনা বাধায় গুলি করে মারছে, আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাস্ত বাংলা দখলের কৌশলে। ঘটনা ঘটলেই তারপর কড়া হওয়ার নিস্ফলা আক্রোশ আর কতদিন??
৪. ওয়াকফ আইন নিয়ে সারা দেশ যখন উত্তাল তখন কীভাবে একটি সেনসেটিভ রাজ্যে যেখানে উগ্র জঙ্গিদের আক্রমনের সম্ভাবনা সবসময় বেশি সেখানে এভাবে পর্যটকদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হলো কোন স্বার্থে??
৫. মিলিটারি ইন্টিলিজেন্স, প্যারা মিলিটারি ইন্টিলিজেন্স সারা বছর এক্টিভ থাকে সীমান্তবর্তী কাশ্মীরে, সব একসাথে ফেল হলো কীভাবে??
আপাতত পঁচিশ জন নিরীহ পর্যটকের অকালে মৃত্যুর খবর পাওয়া গেছে, পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে। ছাপান্ন ইঞ্চি, জাতীয়তাবাদ,জঙ্গীদের হুমকি, পাকিস্তানকে হুমকি , গুড়িয়ে দেওয়ার কথা, সব এরপর একে একে আসবে, কিন্তু পুলওয়ামার মতন এবারেও এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। গোদী মিডিয়ার সাহস হবে না এইসব প্রশ্ন তোলার।