Namoskar Kolkata

রেড রোড।ঈদের নামজও হয়। দুর্গাপুজোর কার্নিভালও হয়।এটাই বাংলা। ❤️
06/10/2025

রেড রোড।

ঈদের নামজও হয়। দুর্গাপুজোর কার্নিভালও হয়।

এটাই বাংলা। ❤️

✨ শাহরুখ খানের যাত্রা: ১৫০০ রুপি থেকে হাজার কোটি সম্পদের মালিক! ✨অনেক সময় আমরা বড় মানুষদের দেখে ভাবি, এরা বুঝি জন্ম থেকে...
05/10/2025

✨ শাহরুখ খানের যাত্রা: ১৫০০ রুপি থেকে হাজার কোটি সম্পদের মালিক! ✨

অনেক সময় আমরা বড় মানুষদের দেখে ভাবি, এরা বুঝি জন্ম থেকেই ধনী ছিলেন। কিন্তু সত্যি কথা হলো — তাদের সাফল্যের শুরুটা অনেক সময় খুবই ছোট থেকে।

শাহরুখ খান যখন মুম্বাইয়ে এসেছিলেন, তখন তাঁর হাতে ছিল মাত্র ১৫০০ রুপি।
এ কথাটি তিনি নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছেন।
এ যেন এক “র‍্যাগস টু রিচেস” গল্প, যেখানে মানুষ স্বপ্নকে সঙ্গী করে অজানা শহরে পা রাখে।

তবে, “মাত্র ১৫০০ রুপি” কথাটি অনেকটা প্রতীকীও হতে পারে।
অর্থাৎ, টাকার দিক থেকে কিছুই ছিল না, কিন্তু তাঁর ভরসা ছিল নিজের পরিশ্রম আর আত্মবিশ্বাসের উপর।

আজকের দিনে এসে ছবিটা একেবারে পাল্টে গেছে।
২০২৫ সালের Hurun India Rich List অনুযায়ী শাহরুখ খান ও তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ১২,৪৯০ কোটি টাকা।
কিছু সংবাদে বলা হয় তাঁর সম্পদ নাকি ১৭,০০০ কোটিরও বেশি, যদিও বিশ্বস্ত হিসাব অনুযায়ী সেটা কিছুটা বাড়িয়ে বলা।

এখানে আসল শিক্ষা হলো —
তিনি একদিন মুম্বাইয়ে এসেছিলেন হাতে মাত্র ১৫০০ টাকা নিয়ে।
কিন্তু আজ কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে হয়েছেন বলিউডের “বাদশাহ”।
এটা প্রমাণ করে, অল্প থেকে শুরু হলেও স্বপ্ন যদি বড় হয় আর পরিশ্রম যদি নিরলস হয়, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়।

শাহরুখ খানের গল্প আমাদের শেখায়—
জীবনে টাকা কম থাকতে পারে, সুযোগ কম থাকতে পারে,
কিন্তু আত্মবিশ্বাস, ধৈর্য আর কঠোর পরিশ্রম থাকলে একদিন সাফল্য আপনার দরজায় কড়া নড়বেই।

বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে পুলিশও আর নিরাপদ নয়! যেখানে সাধারণ মানুষ নিরাপত্তার জন্য পুলিশের ওপর নির্ভর করে...
04/10/2025

বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে পুলিশও আর নিরাপদ নয়! যেখানে সাধারণ মানুষ নিরাপত্তার জন্য পুলিশের ওপর নির্ভর করে, সেখানে গুজরাতের গান্ধীনগরে পুলিশের একজন কনস্টেবলই তার ফাঁকা বাড়িতে অনাবৃত অবস্থায় নিহত—এটি শুধু মানবিক বিপর্যয় নয়, এটি সরকারের ব্যর্থতার চরম উদাহরণ।

এ ঘটনায় প্রকাশ পাচ্ছে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের উদাসীনতা। নিরাপত্তা ব্যর্থ, নারী নিরাপত্তা বিফল, এবং প্রেম-সংক্রান্ত বা ব্যক্তিগত ঝামেলা পর্যন্ত যেন মৃত্যু পর্যন্ত নিয়ে আসছে। বিজেপি সরকারের ব্যর্থতার কারণে এমন হ্রাসপ্রাপ্ত সুরক্ষা এবং হিংসার শিকার হচ্ছেন সাধারণ মানুষও।

গুজরাতের ঘটনা প্রমাণ করে যে, এই সরকারের “নিরাপত্তা” শুধু কথার পর্যায়েই থেমে আছে। নারী ও পুলিশকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব—এতে ব্যর্থ হওয়া গ্রহণযোগ্য নয়।

৫২-তে সব শেষ! কীভাবে মৃত্যু হল জু়বিন গর্গের? সামনে এল আসল কারণ...জানা গেছে, বছর তিনেক আগে ডিব্রুগড়ের এক রিসোর্টে শৌচাগা...
20/09/2025

৫২-তে সব শেষ! কীভাবে মৃত্যু হল জু়বিন গর্গের? সামনে এল আসল কারণ...

জানা গেছে, বছর তিনেক আগে ডিব্রুগড়ের এক রিসোর্টে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান জুবিন। সে সময় চিকিৎসকেরা স্পষ্টই বলেছিলেন, তাঁর মৃগীরোগ আছে এবং সে কারণেই তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন।

মাথার গুরুতর চোট থেকে সুস্থ হলেও সেই থেকে তাঁর শারীরিক দুর্বলতা বেড়েছিল। মঞ্চে গান গাইতে গিয়ে বহুবার গলা কেঁপে উঠত, শ্বাসকষ্ট দেখা দিত। তবু তিনি থামেননি, ভক্তদের জন্য গান গেয়ে গেছেন।

কিন্তু এ অবস্থায় স্কুবা ডাইভিংয়ের মতো ঝুঁকিপূর্ণ খেলায় অংশ নেওয়াটা কতটা নিরাপদ ছিল? চিকিৎসক, পরিবার, নাকি বন্ধু—কেউ কি তাঁকে এ ব্যাপারে নিরস্ত করেছিল? নাকি শিল্পীর নিজের জেদই তাঁকে ঠেলে দিয়েছে এ সিদ্ধান্তে?

সিঙ্গাপুরের সমুদ্রতটে ডাইভিং করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই জুবিন অচেতন হয়ে ভেসে ওঠেন। উদ্ধারকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি।

মাথায় আবারও গুরুতর আঘাত পান তিনি, যা আগের চোটের জায়গার সঙ্গেই মিলে যায়। শিল্পীর মৃত্যুর পর চিকিৎসক মহলেও আলোচনা শুরু হয়েছে। মৃগীরোগে আক্রান্ত কেউ যদি জলের নিচে যায়, হঠাৎ খিঁচুনি হলে তার জীবন রক্ষা প্রায় অসম্ভব।

একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যান আর তার প্রতিবাদেই উত্তাল কাঠমান্ডু, পুলিশের গুলিতে মৃত্যু ১২! একাধিক সোশ্যাল মিডি...
09/09/2025

একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যান আর তার প্রতিবাদেই উত্তাল কাঠমান্ডু, পুলিশের গুলিতে মৃত্যু ১২!

একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যান আর তার প্রতিবাদেই উত্তাল পরিস্থিতি কাঠমান্ডুর। অন্যদিকে অভিযোগ পুলিশের গুলিতে মৃত্যু! যা ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কাঠমান্ডু। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ ও সোশ্যাল মিডিয়ায় একাধিক প্ল্যাটফর্ম ব্যান হওয়ার প্রতিবাদে প্রতিবাদ করতে নেমেছে ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের নেটি জিনরা। কার্যত বলা চলে বাংলাদেশে যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক সেই পরিস্থিতি যেন ফের একবার নেপালে পুনরাবৃত্তি হচ্ছে। সরকার ফেলে দিতে চান নেটিজেনরা। যদিও প্রতিবাদ কারীদের দাবি অবিলম্বে যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করা হয়েছে তা খুলে দেওয়া হোক। কার্য তো বলা চলে প্রধানমন্ত্রী ভবন ও রাষ্ট্রপতি ভবনের সামনে প্রতিবাদকারীদের ঢল। বিক্ষোপকারীদের হটাতে পুলিশের জল কামান টিয়ার গ্যাস থেকে শুরু করে গুলি চালানোর অভিযোগ করছেন প্রতিবাদকারীরা। সূত্রের খবর নেপাল পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে একাধিক জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালের কাঠমান্ডুদের জারি করা হয়েছে কারফিউ। যদিও সেই কারফিউ ম মানতে নারাজ প্রতিবাদকারীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যার কারণে নামানো হয়েছে নেপালের সেনাবাহিনী। তবে এখনো পর্যন্ত বিক্ষোভকারীদের হঠাতে পারেনি নেপাল সরকার।

কলকাতা পুর সভায় ক্ষতিপূরণ-পত্র জমা দেওয়া শুরু করল রুফ টপের মালিকরা।অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে এস ও পি জারি করে শর্ত ...
01/09/2025

কলকাতা পুর সভায় ক্ষতিপূরণ-পত্র জমা দেওয়া শুরু করল রুফ টপের মালিকরা।অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে এস ও পি জারি করে শর্ত সাপেক্ষে রুফ টপ খুলার অনুমতি দেয় রাজ্য স্তরের কমিটি।মুচলকা দিয়ে রুফ টপ মালিকদের ফর্ম জমা দিতে বলা হয়।সেই মত মুছলকা দিয়ে ফর্ম জমা দিতে শুরু করল রুফ টপ মালিকরা।গত শনিবার থেকে শুরু হয়েছে ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া।কলকাতার 84 টি রুফ টপ রেস্তোঁরা তালিকা দিয়েছিল কলকাতা পুলিশ।15 সেপ্টেম্বর মধ্যে মুচলেকা দিয়ে জানাতে হবে তালিকাভুক্ত রুফ টপ মালিকদের।শর্ত পূরণ করলেই খুলা যাবে রুফ টপ রেস্তোঁরা গুলি।রাজ্যস্তরের বৈঠকের পর এই কথা জানিয়ে দিয়ে ছিল কমিটি।রুফ টপের মালিকদের শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়ার ঘোষণা করেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম।গত ২৯ এপ্রিল বড়বাজারের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ ১৪ জনের মৃত্যু হয়।পুজোর মুখে সাধারণ মানুষের ভিড়, খাদ্যরসিকদের চাহিদা এবং বিপুল সংখ্যক কর্মীর জীবিকা মাথায় রেখে কলকাতা পুরসভা রুফটপ রেস্তরাঁ খোলার সিদ্ধান্তে সিলমোহর দেয়।

আজ শহরে আসছেন মোদী,কোন কোন রাস্তা জান চলাচল নিয়ন্ত্রণ করা হবে,বাইরে বেরোনোর আগে জেনে নিন,
22/08/2025

আজ শহরে আসছেন মোদী,
কোন কোন রাস্তা জান চলাচল নিয়ন্ত্রণ করা হবে,বাইরে বেরোনোর আগে জেনে নিন,

হাজরা মোড়ে পুলিশকে রাখি পড়াচ্ছে অভয়ার মঞ্চের সদস্যরা
10/08/2025

হাজরা মোড়ে পুলিশকে রাখি পড়াচ্ছে অভয়ার মঞ্চের সদস্যরা

https://youtu.be/5IWtQVVIXHA?si=8m948bva1AJ_odFI
10/07/2025

https://youtu.be/5IWtQVVIXHA?si=8m948bva1AJ_odFI

সমীক ভট্টাচার্যের প্রেমিককে জনসমক্ষে আনবে অমরনাথ?শুভেন্দু নিজেকে হিন্দু প্রমান করুক,চ্যালেঞ্জ ? ...

https://youtu.be/VVXR5NXJ50U?si=ptb4nvjus84PdOQx
08/06/2025

https://youtu.be/VVXR5NXJ50U?si=ptb4nvjus84PdOQx

*নাগেরবাজারে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি। সিসিটিভি ফুটেজ দেখে আটক দুই মহিলা*দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার...

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Namoskar Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namoskar Kolkata:

Share