Joy Bangla Sambad

Joy Bangla Sambad জয় বাংলা মানে এই বাংলার গভীর আবেগ।জয় বাংলা মানে জগৎ সভায় বাংলার শ্রেষ্ঠত্বের অঙ্গীকার।জয় হোক বাংলার।
(2)

আসানসোলে বিজয়ার সৌহার্দ্য বার্তাজয় বাংলা সংবাদ:আজ আসানসোলের রবীন্দ্র ভবনে এক অনন্য সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত হল আসান...
12/10/2025

আসানসোলে বিজয়ার সৌহার্দ্য বার্তা

জয় বাংলা সংবাদ:

আজ আসানসোলের রবীন্দ্র ভবনে এক অনন্য সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত হল আসানসোল নর্থ ব্লক–১ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক , যিনি সকলকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন — “বিজয়া শুধু আনন্দের নয়, ঐক্যেরও উৎসব। সমাজের প্রতিটি স্তরে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক।”

অনুষ্ঠানে দলীয় কর্মী, সমাজের বিশিষ্টজন ও স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে দিনটি রঙিন হয়ে ওঠে।
বিজয়ার শুভেচ্ছা জানাতে এই আয়োজন যেন হয়ে উঠল আসানসোলের মিলন ও সম্প্রীতির এক সুন্দর প্রতীক।
Joy Bangla Sambad Santanu Ray Kolkata Municipal Corporation Asansol " CITY OF BROTHERHOOD "

কালি কথা: পর্ব:চারস্বামী বিবেকানন্দ: দক্ষিণেশ্বরের আলোকশিখা যেখানে এক যুবকের আত্মজিজ্ঞাসা রূপ নেয় বিশ্বমানবতার দীপশিখায়J...
11/10/2025

কালি কথা: পর্ব:চার
স্বামী বিবেকানন্দ: দক্ষিণেশ্বরের আলোকশিখা যেখানে এক যুবকের আত্মজিজ্ঞাসা রূপ নেয় বিশ্বমানবতার দীপশিখায়

Joy Bangla Sambad

দক্ষিণেশ্বরের ঘাটে বয়ে চলা গঙ্গার ধারা শুধু জলের নয়, ইতিহাসেরও। সেই ধারার বুকেই একদিন উপস্থিত হয়েছিলেন এক তরুণ—নরেন্দ্রনাথ দত্ত। তাঁর চোখে ছিল তীব্র প্রশ্নের দীপ্তি—“আপনি কি ঈশ্বরকে দেখেছেন?”
এই প্রশ্নই তাঁকে নিয়ে গিয়েছিল সেই সাধক পুরুষের কাছে—শ্রী রামকৃষ্ণ পরমহংসের শরণে।

দক্ষিণেশ্বরের সেই প্রথম সাক্ষাৎ যেন যুগযুগান্তরের এক মহামিলন। একদিকে রামকৃষ্ণের অনন্ত করুণা ও ঈশ্বরানুভব, অন্যদিকে নরেন্দ্রর যুক্তিবোধ ও তপস্যার তৃষ্ণা। দুই স্রোত মিশে গেল এক সাগরে—যেখানে সৃষ্টি হল ভারতের নবজাগরণের সূর্য।

গুরু রামকৃষ্ণের সান্নিধ্যে নরেন্দ্রর অন্তর জেগে উঠল নতুন আলোয়। ঈশ্বরকে পাওয়া মানে শুধু ধ্যান নয়, মানবসেবায় সেই ঈশ্বরকে উপলব্ধি করা—এই শিক্ষাই পেলেন তিনি।
সেই দক্ষিণেশ্বরের চৈতন্যই পরে তাঁকে রূপ দিল “স্বামী বিবেকানন্দ”, এক অনন্ত আলোকশিখা যিনি ভারতকে চিনিয়েছিলেন বিশ্বের দরবারে।

শিকাগোর ধর্মসভায় তাঁর কণ্ঠে উচ্চারিত “Sisters and Brothers of America” — যেন দক্ষিণেশ্বরের বেদিমণ্ডপ থেকে বেরিয়ে আসা এক বিশ্বমন্ত্র।
রামকৃষ্ণের ভালোবাসা, সারদা মায়ের করুণা ও দক্ষিণেশ্বরের আত্মিক শক্তি মিশে গড়ে উঠেছিল এই মহাপুরুষের হৃদয়।

দক্ষিণেশ্বর আজও নিঃশব্দে বলে যায় সেই কাহিনি—
যেখানে এক গুরু, এক মা ও এক শিষ্যের মধ্যে জেগেছিল চিরন্তন মানবধর্মের আলো।
স্বামী বিবেকানন্দ তাই কেবল এক সন্ন্যাসী নন—
তিনি দক্ষিণেশ্বরের আলোকশিখা, যিনি অন্ধকারে পথ দেখান যুগে যুগে।

Santanu Ray Santanu Ray Official জয় বাংলা সংবাদ Kolkata Municipal Corporation Bappaditya Dasgupta Asansol " CITY OF BROTHERHOOD " Sarbani Santanu Ray Arghya Roy

অমিতাভ ৮৩-এ: সময়কে হার মানানো নায়কJoy Bangla Sambad নিজস্ব প্রতিবেদন | মুম্বই, ১০ অক্টোবর ২০২৫আগামীকাল, ১১ অক্টোবর, ভারত...
10/10/2025

অমিতাভ ৮৩-এ: সময়কে হার মানানো নায়ক

Joy Bangla Sambad

নিজস্ব প্রতিবেদন | মুম্বই, ১০ অক্টোবর ২০২৫

আগামীকাল, ১১ অক্টোবর, ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিশেষ দিন। কারণ এই দিনেই জন্মেছিলেন সেই মানুষটি, যিনি আজও কোটি মানুষের হৃদয়ে রাজ করেন — অমিতাভ বচ্চন।
বলিউডের “শাহেনশাহ” পা রাখছেন ৮৩তম বছরে, অথচ সময় যেন তাঁর সামনে থমকে দাঁড়ায়।

আলাহাবাদ থেকে বলিউডের রাজপথে

১৯৪২ সালে আলাহাবাদে জন্ম। হিন্দি কবি হরিভাংশ রাই বচ্চনের সন্তান অমিতাভ প্রাথমিক জীবন কাটিয়েছেন নৈনিতল ও দিল্লিতে।
চলচ্চিত্রে প্রথম অভিনয় Saat Hindustani (১৯৬৯)–তে, কিন্তু আসল পরিচিতি আসে Zanjeer (১৯৭৩) দিয়ে।
“Angry Young Man” চরিত্রে তিনি হয়ে ওঠেন মধ্যবিত্ত ভারতের প্রতিবাদের প্রতীক।

‘Coolie’ দুর্ঘটনা থেকে নতুন জীবন

১৯৮২ সালে Coolie ছবির শুটিং চলাকালীন মারাত্মক দুর্ঘটনা। দেশজুড়ে প্রার্থনার ঢল।
অদম্য ইচ্ছাশক্তি ও ভালোবাসায় ফিরে আসেন মৃত্যুর মুখ থেকে।
সেই দিন থেকে অমিতাভ শুধু অভিনেতা নন — এক প্রতীক হয়ে ওঠেন।

‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সাফল্যে দ্বিতীয় ইনিংস

২০০০ সালে টেলিভিশনে “Kaun Banega Crorepati”–র সঞ্চালক হিসেবে নতুন অধ্যায় শুরু করেন।
আজও সেই মঞ্চে তাঁর উপস্থিতি দর্শকের কাছে সমান জনপ্রিয়।

সম্মান ও গৌরব

অভিনয়ের জন্য পেয়েছেন ৬ জাতীয় পুরস্কার, ১৬ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দাদাসাহেব ফালকে পুরস্কার, এবং ভারতের তিন শীর্ষ সম্মান —
পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ।
লন্ডনের Madame Tussauds–এ তাঁর মোমের মূর্তি স্থাপিত হয়েছে প্রথম ভারতীয় তারকা হিসেবে।

৮৩ বছরেও দীপ্ত অমিতাভ

প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ, অনুশীলনে নিখুঁততা, আর প্রতিটি সংলাপে একাগ্রতা —
৮৩ বছর বয়সেও তিনি শৃঙ্খলা ও প্রেরণার প্রতিমূর্তি।

শুভ জন্মদিন অমিতাভ বচ্চন।
তুমি সময়েরও ঊর্ধ্বে এক নাম — ভারতীয় সিনেমার অনন্ত দীপশিখা।
Santanu Ray

কালি কথা:পর্ব-তিনশক্তির কাহিনি : মায়ের অলৌকিক উপাখ্যানতৃতীয় পর্ব — মা সারদা দেবী : করুণার প্রতিমা, দক্ষিণেশ্বরের নীরব ...
10/10/2025

কালি কথা:পর্ব-তিন
শক্তির কাহিনি : মায়ের অলৌকিক উপাখ্যান

তৃতীয় পর্ব — মা সারদা দেবী : করুণার প্রতিমা, দক্ষিণেশ্বরের নীরব শক্তি

জয় বাংলা সংবাদ

“যে নারী সংসারের মাঝেও ঈশ্বরকে দেখেছেন, যাঁর চোখে করুণা ছিল সমগ্র মানবজাতির জন্য— তিনিই মা সারদা।”

দক্ষিণেশ্বর কালীমন্দির কেবল এক তীর্থক্ষেত্র নয়, এটি এক যুগের জন্মস্থান।
যেখানে একদিকে রামকৃষ্ণ পরমহংসের সাধনা আলোকিত করেছিল ভক্তির পথ, সেখানে অন্যদিকে নীরবে, অনাড়ম্বরভাবে এক নারী হয়ে উঠেছিলেন মাতৃত্বের প্রতীক— মা সারদা দেবী।

সাধিকার সঙ্গিনী, সংসারের মা

জয়রামবাটীর সরল গ্রামীণ জীবনে জন্ম নেওয়া সারদা দেবী ছিলেন শান্ত, লাজুক ও গভীর ভাবুক প্রকৃতির। ছোটোবেলায়ই তাঁর বিয়ে হয়েছিল রামকৃষ্ণ দেবের সঙ্গে। কিন্তু সেই বিয়ে ছিল না সংসারের, বরং এক আধ্যাত্মিক বন্ধন— যেখানে নারী ও পুরুষ মিলিত হন আত্মার স্তরে।

যখন দক্ষিণেশ্বরের মন্দিরে রামকৃষ্ণ দেব তীব্র তপস্যা ও ভক্তির সাগরে নিমগ্ন, তখন সারদা দেবী নীরবে তাঁর পাশে এসে দাঁড়ান। তিনি কোনও উপদেশ দেননি, কোনও প্রচার করেননি— কিন্তু তাঁর উপস্থিতিই হয়ে উঠেছিল এক অদৃশ্য আশ্রয়, এক মায়ের নিঃশব্দ স্নেহ।

দক্ষিণেশ্বরে মায়ের আগমন

১৮৭২ সালের প্রায় শেষদিকে সারদা দেবী প্রথমবার দক্ষিণেশ্বরে আসেন। তখন রামকৃষ্ণ দেবের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে তাঁর আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য। কিন্তু সারদা দেবী সেই কোলাহল থেকে দূরে থেকেও তাঁর মধ্যে দেখেছিলেন কেবল একটিই চিত্র— ‘মা’ হিসেবে মায়ের সন্তান।

রাত্রিবেলা রামকৃষ্ণ দেব তাঁকে জিজ্ঞেস করেছিলেন—

> “তুমি কি আমার সংসারী হতে এসেছো?”
সারদা দেবী শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিলেন—
“না ঠাকুর, আমি তোমার সেবা করতে এসেছি।”

এই সংলাপেই যেন বন্দী আছে তাঁদের সম্পর্কের গভীরতা। সেদিন থেকেই সারদা দেবী হয়ে উঠলেন দক্ষিণেশ্বরের “নীরব শক্তি”— যিনি সাধকের তপস্যাকে মাতৃত্বের আশ্রয়ে পূর্ণতা দিলেন।

করুণার প্রতিমা

রামকৃষ্ণ দেবের জীবনের শেষ পর্বে, যখন তাঁর দেহযন্ত্রণা বেড়ে চলেছে, তখন সারদা দেবী ছিলেন তাঁর একমাত্র সেবিকা, সান্ত্বনা ও শক্তি। তিনি দিনরাত নিরলসভাবে ঠাকুরের সেবা করতেন, চোখে জল আসত না— কারণ তিনি জানতেন, ঈশ্বরের সান্নিধ্যে চোখের জল মানে ভক্তির বিলাসিতা।

ঠাকুর পরলোকগমন করার পর, সারদা দেবী কাঁদেননি। তিনি বলেছিলেন—

“তিনি কোথায় গেছেন? আমি তো তাঁকে প্রতিটি মানুষে, প্রতিটি শিশুর মুখে দেখি।”

এই কথাই পরবর্তীকালে তাঁর জীবনের মূল দর্শন হয়ে ওঠে। তিনি আর কেবল ঠাকুরের স্ত্রী নন, তিনি সমস্ত মানবজাতির ‘মা’ হয়ে উঠলেন।

জয়রামবাটী থেকে দক্ষিণেশ্বর, ভক্তির সেতু

ঠাকুরের মৃত্যুর পর সারদা দেবী দক্ষিণেশ্বর থেকে ফিরে যান জয়রামবাটীতে। কিন্তু দক্ষিণেশ্বর যেন চিরকাল তাঁর সঙ্গে থেকেছে।
ভক্তরা যেখানেই গেছেন, সেখানেই শুনেছেন মায়ের নরম কণ্ঠে সেই অমর বাণী—

“যে যেভাবে আমার কাছে আসে, আমি তাকে সেভাবেই গ্রহণ করি।”

তিনি কখনও ধর্ম, জাত, লিঙ্গ বা বর্ণে ভেদ করেননি।
তাঁর দৃষ্টিতে সকলেই সন্তান। তাঁর মুখে উচ্চারিত প্রতিটি শব্দ ছিল করুণার মন্ত্র, তাঁর নীরবতাই ছিল প্রার্থনার সুর।

দক্ষিণেশ্বরের চিরন্তন মাতৃত্ব

আজ দক্ষিণেশ্বরের গঙ্গার ধারে দাঁড়িয়ে যে কেউ অনুভব করতে পারে—
যেমন ভবতারিণী মা রয়েছেন মন্দিরের অন্তরে, তেমনই সারদা মা রয়েছেন প্রতিটি ভক্তের মনে।
তাঁর স্নেহ, সহিষ্ণুতা, মমতা ও করুণা যেন সেই নীরব শক্তি, যা আজও দক্ষিণেশ্বরকে জীবন্ত রাখে।

তিনি প্রমাণ করে গেছেন—

“মাতৃত্ব কোনও সম্পর্ক নয়, এটি এক চেতনা; যা পৃথিবীর প্রতিটি প্রাণে বিরাজ করে।”

আগামী পর্বে পড়ুন

“স্বামী বিবেকানন্দ: দক্ষিণেশ্বরের আলোকশিখা”
— যেখানে মায়ের আশীর্বাদে এক তরুণের হৃদয় থেকে জ্বলে উঠেছিল এক যুগান্তকারী শক্তির দীপ।
Joy Bangla Sambad Santanu Ray

কালি কথা:পর্ব দুইঃশক্তির কাহিনি : মায়ের অলৌকিক উপাখ্যানদ্বিতীয় পর্ব — রামকৃষ্ণ পরমহংস ও দক্ষিণেশ্বরের অলৌকিক দিনগুলিজয...
09/10/2025

কালি কথা:পর্ব দুইঃ
শক্তির কাহিনি : মায়ের অলৌকিক উপাখ্যান

দ্বিতীয় পর্ব — রামকৃষ্ণ পরমহংস ও দক্ষিণেশ্বরের অলৌকিক দিনগুলি

জয় বাংলা সংবাদ

দক্ষিণেশ্বরের গঙ্গাতীরে, গোধূলির আলোয় ভেসে আসা ঘণ্টাধ্বনি, ভক্তির গান আর ধূপের গন্ধে যেন আজও মায়ের উপস্থিতি অনুভব করা যায়। এই পবিত্র মন্দিরের ইতিহাস যেমন রানী রাসমণির স্বপ্নাদেশে শুরু, তেমনই তার চেতনা ও মাহাত্ম্য চিরজাগরূক হয়ে ওঠে এক মহাপুরুষের আগমনে — রামকৃষ্ণ পরমহংস দেব।

গদাধরের আগমন:

রানী রাসমণির নির্মিত দক্ষিণেশ্বর কালীমন্দিরে প্রধান পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। তাঁর সহায়ক হিসেবে একদিন মন্দিরে আসেন ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায় — যাঁকে তখন সবাই “গদাই” নামে চিনতেন। কিন্তু অচিরেই সেই গদাই মায়ের উপাসনায় নিমগ্ন হয়ে পড়লেন সম্পূর্ণরূপে। মায়ের রূপ, মায়ের মূর্তি, মায়ের উপস্থিতি— সব তাঁর কাছে এক অলৌকিক বাস্তব।

রামকুমারের মৃত্যুর পর, রানী রাসমণি নিজ হাতে তাঁকেই মন্দিরের প্রধান পুরোহিত নিযুক্ত করেন। সেদিন থেকে শুরু হয় দক্ষিণেশ্বরের ইতিহাসে নতুন এক যুগ — ভক্তির, অনুভূতির ও আত্মসমর্পণের যুগ।

ভবতারিণীর সঙ্গে জীবন্ত সম্পর্ক:

রামকৃষ্ণ দেবের উপাসনা কোনো রীতি বা আচার ছিল না, ছিল প্রেম ও অনুভূতির সাধনা। তিনি মাকে ডাকতেন শিশুর মতো — কখনও হাসতেন, কখনও কাঁদতেন, কখনও অভিমান করতেন।
দক্ষিণেশ্বরের গর্ভগৃহে রোজ দেখা যেত এক অলৌকিক দৃশ্য — কখনও তিনি অচেতন অবস্থায়, কখনও হাস্যরত, কখনও কান্নায় ভিজে মায়ের কাছে আর্তি জানাচ্ছেন, “মা, তুই কি সত্যিই আছিস?”
আর তারপরই যেন বাতাসে মায়ের উপস্থিতি, তাঁর চোখে দীপ্তি, মুখে তৃপ্তি — যেন মা নিজে তাঁর হৃদয়ে আবির্ভূত।

লোককথা বলে, এক রাতে মন্দিরের গর্ভগৃহে তিনি স্পষ্ট দেখতে পান মা কালী জীবন্ত হয়ে উঠেছেন, আলিঙ্গন করেছেন তাঁকে, আর অচেতন রামকৃষ্ণ দেব পরদিন ভোরে জেগে উঠেছিলেন সম্পূর্ণ পরিবর্তিত এক মানুষ হয়ে।
সেই থেকেই তাঁর জীবনে শুরু হয় ‘মায়ের সঙ্গে মিলনের পথ’ — যা কেবল দক্ষিণেশ্বর নয়, সমগ্র মানবজাতির জন্য এক আধ্যাত্মিক জাগরণের সূত্রপাত ঘটায়।

রানী রাসমণি ও সাধকের সম্পর্ক:

রানী রাসমণি নিজেও রামকৃষ্ণ দেবের অলৌকিকতায় মুগ্ধ হন। অনেকেই বলতেন, মায়ের আশীর্বাদেই রানী ও সাধকের সাক্ষাৎ ঘটেছিল।
রামকৃষ্ণ দেব মন্দিরে পূজা করতেন নির্ভীকভাবে, কখনও আচারভঙ্গ করেও মায়ের কাছে পৌঁছে যেতেন নিখাদ ভক্তির শক্তিতে। রানী তাঁকে কখনও বাধা দেননি; বরং তাঁর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি রেখেছিলেন।

দক্ষিণেশ্বরের আলোকবর্তিকা:

দক্ষিণেশ্বরের সেই মন্দিরেই পরবর্তীতে আসেন মা সারদা দেবী, যিনি হয়ে ওঠেন চিরসঙ্গিনী ও মায়ের প্রতিরূপ। এখানেই আসেন তরুণ নরেন্দ্রনাথ দত্ত — যিনি রামকৃষ্ণের আশীর্বাদে হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ।
এই দক্ষিণেশ্বরই তাই কেবল একটি তীর্থক্ষেত্র নয় — এটি ভারতীয় আত্মার পুনর্জাগরণের উৎস।
গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা সেই মন্দির আজও যেন বলে,

“যেখানে ভক্তি আছে, সেখানেই মা আছেন — জীবন্ত, জাগ্রত, অনন্ত।”

আজও ভোরের আলোয়, ঘণ্টাধ্বনি আর আরতির সুরে, দক্ষিণেশ্বরের বাতাসে ভেসে আসে এক অনুভব —
“মা এখনো আছেন, তাঁর সন্তানদের মাঝে, প্রতিটি হৃদয়ের অন্তরালে।”

আগামী পর্বে পড়ুন

“মা সারদা দেবী: করুণার প্রতিমা, দক্ষিণেশ্বরের নীরব শক্তি”
— যেখানে মায়ের আশ্রয়ে রচিত হয় এক নারীর অন্তর্নিহিত দেবত্বের গল্প।
Joy Bangla Sambad Santanu Ray Santanu Ray Official

রাজ শুভ তারকা দম্পতি সপরিবারে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে  জয় বাংলা সংবাদবুধবার দিন গোটা পরিবার নিয়ে উজ্জয়নীর মহাকা...
08/10/2025

রাজ শুভ তারকা দম্পতি সপরিবারে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে

জয় বাংলা সংবাদ

বুধবার দিন গোটা পরিবার নিয়ে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরের পূজো দিলেন রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাদের দুই সন্তান অর্থাৎ সপরিবারে তারা পুজো দিতে গিয়েছিলেন।

যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন রাজ শুভ বিভিন্ন উৎসব অনুষ্ঠান গণেশ চতুর্থী থেকে শুরু করে লক্ষ্মীপূজো রথযাত্রা রাসযাত্রা উৎসব পালন করে থাকেন। সন্তানদের জন্মদিনেও বাড়িতে পূজা পাঠ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

বুধবার উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে যাবার পথে সুন্দর মুহূর্তগুলো নিজেদের অনুরাগীদের মধ্যে ভাগ করে নিয়ে নেন রাজ শুভ দম্পতি।

বাবা মার সঙ্গে আধো আধো গলায় ভাই বোন ইউহান ইয়ালিনের জয় মহাকাল ধ্বনি দিচ্ছে।

পুজোর সময় দুজনেই খুব ব্যস্ত ছিলেন। তবে সেই সমস্ত ব্যস্ততা অবশেষে মিটেছে। কাজের মধ্যে কিছু বিরতি নিয়ে রাত শুভ সপরিবারে পুজো দিতে চলে যান উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে। উজ্জয়নী মন্দিরে পুজো যাওয়ার মুহূর্ত গুলো তাঁরা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

দেখা গেছে রাজ চক্রবর্তীর পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি, অপরদিকে শুভশ্রী পড়েছিলেন লাল পাড় সাদা শাড়ি। কপালে ছিল জয় মহাকাল তিলক। বাবা মায়ের সাথে দুই ভাই বোন ও নিষ্ঠা ভরে পূজো দিয়েছেন মহাকালেশ্বর মন্দিরে।
Joy Bangla Sambad

কালি কথা:প্রথম পর্বঃআগামী ২০শে অক্টোবর কালি পুজো। এই উপলক্ষে জয় বাংলা সংবাদ এবার থেকে প্রতিদিন ধারাবাহিক ভাবে মায়ের বিভি...
08/10/2025

কালি কথা:প্রথম পর্বঃ
আগামী ২০শে অক্টোবর কালি পুজো। এই উপলক্ষে জয় বাংলা সংবাদ এবার থেকে প্রতিদিন ধারাবাহিক ভাবে মায়ের বিভিন্ন আধ্যাত্মিক উপাখ্যান আজ থেকে আপনাদের সামনে মেলে ধরবে। আজ প্রথম পর্ব।

শক্তির কাহিনি : মায়ের অলৌকিক উপাখ্যান

প্রথম পর্ব — মায়ের স্বপ্নাদেশে জন্ম দক্ষিণেশ্বর কালীমন্দির

জয় বাংলা সংবাদ

উৎসবের মরশুম এখনো অব্যাহত। দুর্গাপূজোর আবেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে কালীপুজো। রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। আলো, ভক্তি আর আনন্দের এই মিলনমেলায় এবারও সবার নজর দক্ষিণেশ্বর কালীমন্দিরে।
প্রতিবছর কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল নামে। সারা বছরই গঙ্গাতীরে মা ভবতারিণীর দর্শনে দূরদূরান্ত থেকে মানুষ আসেন, তবে কালীপুজোর দিনে সেই ভক্তিস্রোত রূপ নেয় মহাসমুদ্রে। সুন্দর করে সাজিয়ে তোলা হয় মন্দির চত্বর, জেগে ওঠে সমগ্র এলাকা।

আজ জানি সেই দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদি কাহিনি —
জানবাজারের বাবু রাজচন্দ্র দাসের বিধবা স্ত্রী রানী রাসমণিদেবী একবার অন্নপূর্ণা পুজোর উদ্দেশ্যে কাশীযাত্রার আয়োজন করেছিলেন। ২৪টি নৌকা সাজানো হয়েছিল আত্মীয়স্বজন, দাসদাসী ও যাবতীয় সামগ্রী নিয়ে। যাত্রার আগের রাতে, রানী রাসমণি এক অলৌকিক স্বপ্ন দেখেন — মা কালী স্বপ্নে এসে বলেন,

> “কাশী যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গাতীরে মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠিত মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পুজো গ্রহণ করব।”

এই স্বপ্নাদেশ পাওয়ার পর রানী গঙ্গাতীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ শুরু করেন। ১৮৪৭ সালে শুরু হয় নির্মাণকাজ, শেষ হয় ১৮৫৫ সালে। জমিটি জন হেস্টি নামক এক ইংরেজের কাছ থেকে কেনা হয়েছিল, যা একসময় “সাহেবান বাগিচা” নামে পরিচিত ছিল। লোকমুখে প্রচলিত, জায়গাটি পূর্বে মুসলমান গোরস্থান ছিল — তন্ত্রমতে যা শক্তি উপাসনার পক্ষে শুভ বলে বিবেচিত।

মন্দির নির্মাণে ব্যয় হয় প্রায় নয় লক্ষ টাকা। ১৮৫৫ সালের ৩১ মে, জগন্নাথদেবের স্নানযাত্রার পবিত্র দিনে মহাসমারোহে প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বর কালীমন্দির।

প্রথমে মায়ের আরাধ্য রূপ ছিলেন ভবতারিণী কালী — যিনি শিবের বুকে পদার্পণ করে অবস্থান করছেন। মন্দিরের প্রথম প্রধান পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। পরবর্তীতে তাঁর ভাই গদাধর চট্টোপাধ্যায়, যিনি পরবর্তীকালে সারা বিশ্বে রামকৃষ্ণ পরমহংসদেব নামে পরিচিত হন, সেই মন্দিরেই পূজার কাজ গ্রহণ করেন।

দক্ষিণেশ্বর কালীমন্দিরের স্থাপত্য নবরত্ন ধারার। তিনতলা এই দক্ষিণমুখী মন্দিরের উপরের দুটি তলায় রয়েছে নয়টি চূড়া। গর্ভগৃহের ঠিক নিচে রয়েছে শিবলিঙ্গ, যার উপরে আরাধ্যা মা ভবতারিণীর মূর্তি। মন্দিরের পাশে রয়েছে একটি বিশাল নাটমন্দির, যেখানে আজও প্রতিদিন ভক্তদের ভিড় উপচে পড়ে।

আজও দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিদিনের আরাধনা, ঘণ্টাধ্বনি আর ভক্তির গানে ভরে ওঠে গঙ্গার বাতাস — যেন মায়ের সেই স্বপ্নাদেশ আজও বেঁচে আছে, প্রতিটি ভক্তের হৃদয়ে।

আগামীকালের পর্বে পড়ুন

“রামকৃষ্ণ পরমহংস ও দক্ষিণেশ্বরের অলৌকিক দিনগুলি”
— যেখানে মায়ের আরাধনার মধ্য দিয়ে সূচিত হয় এক নবযুগের আধ্যাত্মিক জাগরণ।
Joy Bangla Sambad Santanu Ray জয় বাংলা সংবাদ Santanu Ray Official Bengal News TODAY Kolkata Municipal Corporation Asansol " CITY OF BROTHERHOOD " Bappaditya Dasgupta Sarbani Santanu Ray Arghya Roy Kendua Shanti Sangha Club Asansol City of Brotherhood

হিমাচলে বিপর্যয়! ধসের কবলে যাত্রী বোঝাই বাস, মৃত্যু অন্তত ১৫ জনের জয় বাংলা সংবাদহিমাচলে বিপর্যয়, আচমকা ভূমিধসের কবলে ...
07/10/2025

হিমাচলে বিপর্যয়! ধসের কবলে যাত্রী বোঝাই বাস, মৃত্যু অন্তত ১৫ জনের

জয় বাংলা সংবাদ

হিমাচলে বিপর্যয়, আচমকা ভূমিধসের কবলে যাত্রী বোঝাই বাস। মৃত্যু অন্তত ১৫ জন যাত্রীর। ঘটনা ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। ধসের নিচে আরও বাস যাত্রী রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। উদ্ধার কার্যবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে , বিলাসপুর জেলার একটি সেতুর কাছে হঠাৎ যাত্রী বোঝাই একটি বাস ধসের কবলে পড়ে। রাস্তার উপরে নেমে আসে মাটির স্তূপ এবং পাথরের চাই। দুর্ভাগ্য জনক ভাবে ওই সময় ওই রাস্তা দিয়ে যাত্রী বোঝাই বাসটি যাচ্ছিল। চাপা পড়ে যায় বাসটি। ভেতরে আটকে পড়েন যাত্রীরা। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার কার্য বাহিনী। বেশ কয়েকজন যাত্রীকে ধসের নিচ থেকে বের করা সম্ভব হয়েছে। জীবিত যাত্রীদের উদ্ধার করার ক্ষেত্রে জোড় কদমে চলছে উদ্ধার কাজ।

উল্লেখ খবর মিলেছে বিলাসপুরের ডেপুটি কমিশনার রাহুল কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি তিনজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভবপর হয়েছে। অনুমান করা হচ্ছে বাসটিতে অন্ততপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন।
Joy Bangla Sambad

আহত খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রীজয় বাংলা সংবাদ শিলিগুড়িআহত খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী। ব...
07/10/2025

আহত খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

জয় বাংলা সংবাদ শিলিগুড়ি

আহত খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে পাশাপাশি তিনি কেমন আছেন খোঁজ-খবর নিতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ এর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী জানান বিজেপি সাংসদদের অবস্থা স্থিতিশীল।

প্রকৃতির রোষানলে উত্তরবঙ্গ, পাহাড় থেকে সমতল বিভিন্ন অঞ্চল বন্যার কবলে। নাগরাকাটায় বন্য কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। তাঁকে শিলিগুড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন মুখ্যমন্ত্রী সেই বেসরকারি হাসপাতালে যান তাঁর সাথে দেখা করতে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী বিজেপি সাংসদ এর পরিবারের সঙ্গেও কথা বলেন।
Joy Bangla Sambad Santanu Ray Kolkata Municipal Corporation Asansol " CITY OF BROTHERHOOD "

কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয়ে গেল বড়মা পূজোর খুঁটিপুজো জয় বাংলা সংবাদ ধর্ম যার যার বড় মা সবার। বিভিন্ন ...
06/10/2025

কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয়ে গেল বড়মা পূজোর খুঁটিপুজো

জয় বাংলা সংবাদ

ধর্ম যার যার বড় মা সবার। বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ নৈহাটির বড়মার দর্শন করছে প্রতিদিন ভিড় জমান। ভক্তদের বিশ্বাস বড়মার কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা ফলে যায়। মা বড় জাগ্রত।

প্রত্যেক বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কালীর কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, এই শুভদিনে বড়মার পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল।

সকাল থেকেই ভক্তদের আনাগোনা ছিল। প্রতিবছর কোজাগরীর লক্ষ্মী পূর্ণিমার দিন বড়মার কাঠামো পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। কালীপুজোর দিন অগণিত ভক্তদের সমাগম হয়ে থাকে।

নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা পূজা শতাব্দী প্রাচীন। অগণিত ভক্তদের ভরসা বড়মা। কালীপুজোর দিন বড়মাকে দর্শন করতে ভক্তদের লম্বা লাইন থাকে। শুধুমাত্র আশেপাশে এলাকা নয় দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত বড়মাকে দর্শন করার জন্য এসে থাকেন। বহু ঐতিহ্য বহন করে চলেছে নৈহাটির বড়মা পুজো।
Joy Bangla Sambad Santanu Ray Kolkata Municipal Corporation Asansol " CITY OF BROTHERHOOD " Bappaditya Dasgupta Arghya Roy Sarbani Santanu Ray

শুক্ল চতুর্দশী তারা মায়ের আবির্ভাব তিথি!  তারাপীঠ মন্দিরে  ভক্তদের ভিড় জয় বাংলা সংবাদ আজ অত্যন্ত শুভ দিন।আজ শুক্ল চতু...
06/10/2025

শুক্ল চতুর্দশী তারা মায়ের আবির্ভাব তিথি! তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড়

জয় বাংলা সংবাদ

আজ অত্যন্ত শুভ দিন।আজ শুক্ল চতুর্দশী, মায়ের আবির্ভাব তিথি, সকাল থেকেই তারাপীঠে ভক্তদের ঢল।

আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, ঘরে ঘরে মা লক্ষ্মী আরাধনা হচ্ছে। পাশাপাশি আজ
আজ পবিত্র শুক্ল চতুর্দশী তিথি। এই দিনটিকেই মা তারার আবির্ভাব তিথি হিসেবে শ্রদ্ধা ও ভক্তির সাথে পালন করা হয় তারাপীঠে। সারা বছরই তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল নামে। তবে বিশেষ বিশেষ দিনগুলিতে ভক্তদের আনাগোনা আরো বেড়ে যায়।

এদিন সকাল থেকে শুরু হয় বিশেষ রকমের আচার-অনুষ্ঠান। মা তারাকে প্রথমে স্নান করানো হয় তারপরে হয় মঙ্গলারতি। মা তারা কে মূল গর্ভগৃহ থেকে বাইরে বিশ্রামাগার বা বিরাম মঞ্চে নিয়ে আসা হয়।

পৌরাণিক কাহিনী অনুসারে কথিত রয়েছে, এই বিশেষ দিনে মা তারা পশ্চিম দিকে মুখ করে বসেন, পৌরাণিক মতে মায়ের পশ্চিম দিকে অবস্থান করছেন তাঁর বোন মা মৌলাক্ষী। সেই কারণে আজকের বিশেষ দিনে মা তারা তাঁর বোনের দর্শন করবার জন্য পশ্চিমমুখী হয়ে বসেন।

তারাপীঠ মন্দিরের সাধারণত বছরে দুইবার , দুই বিশেষ দিনে যথাক্রমে রথযাত্রা ও এই শুক্ল চতুর্দশী তিথিতে মা তারাকে গর্ভগৃহর বাইরে নিয়ে আসা হয়ে থাকে।

ভোরবেলা বিশ্রামাগারে নিয়ে আসবার পর মায়ের গোটা দিন ধরে পূজো অর্চনা করা হয়ে থাকে।

আজকের দিনে কিন্তু বিশেষ ধর্মীয় নিয়ম অনুসারে মা তারাকে অন্নভোগ নিবেদন করা হয় না। মা তারার উদ্দেশ্যে নিবেদন করা হয় ফল ,মিষ্টি ও বিভিন্ন উপকরণে মায়ের পুজো করা হয়ে থাকে।

সারাদিন ধরেই চলে মায়ের পূজা, যজ্ঞ, ও আরাধনা। সন্ধ্যা হলে মা তারাকে আবার তাঁর গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে সন্ধ্যা আরতি ও শীতল ভোগ নিবেদন।

এদিন তারাপীঠ মন্দিরে ছিল ভক্তদের অগণিত ভিড়। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত মায়ের দর্শন করতে এসেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় জোরদার ।
Joy Bangla Sambad Santanu Ray

আজ কোজাগরী লক্ষ্মী পুজো || মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের জীবন সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক জয় বাংলা সংবাদের পক্ষ থেকে ...
06/10/2025

আজ কোজাগরী লক্ষ্মী পুজো || মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের জীবন সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক জয় বাংলা সংবাদের পক্ষ থেকে সকল পাঠক এবং দর্শকদের উদ্দেশ্যে এই কামনা করি।
Joy Bangla Sambad Santanu Ray Kolkata Municipal Corporation Santanu Ray Official Asansol " CITY OF BROTHERHOOD " Bappaditya Dasgupta Arghya Roy Sarbani Santanu Ray

Address

Regent Estate
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Joy Bangla Sambad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joy Bangla Sambad:

Share