06/11/2025
বলিউডে শোকের ছায়া: প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত
Joy Bangla Sambad
মুম্বই, ৭ নভেম্বর — বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পরিবারের সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর ভাই সংগীত পরিচালক ললিত পণ্ডিত জানিয়েছেন, “আজ রাত ৮টার দিকে দিদি cardiac arrest-এ মারা গেছেন। আগামীকাল দুপুরে শেষকৃত্য সম্পন্ন হবে।”
সত্তর ও আশির দশকে বলিউডে সুলক্ষণা পণ্ডিত ছিলেন এক উজ্জ্বল মুখ। অভিনয় ও গানের জগতে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি কিংবদন্তি সংগীত পরিচালক জুটি জতিন–ললিতের দিদি এবং অভিনেত্রী বিজয়তা পণ্ডিতের বোন।
১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতে ‘উলঝন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন সুলক্ষণা। এরপর একে একে ‘সংকোচ’, ‘হেরা ফেরি’, ‘আপনাপন’, ‘খানদান’, ‘চেহরে পে চেহরা’, ‘ধর্মকান্তা’ ও ‘বক্ত কি দেওয়ার’— এই সব ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। তিনি অভিনয় করেছেন সেই সময়ের শীর্ষ নায়কদের সঙ্গে— যেমন জিতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর এবং শত্রুঘ্ন সিনহা।
১৯৭৮ সালে বাংলা চলচ্চিত্র ‘বান্দি’–তে মহানায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে তিনি নজর কাড়েন বাংলার দর্শকদেরও।
অভিনয়ের পাশাপাশি সংগীত জগতেও তাঁর পদচিহ্ন সমানভাবে উজ্জ্বল। শিশুশিল্পী হিসেবে তিনি লতা মঙ্গেশকরের সঙ্গে ১৯৬৭ সালের ‘তকদির’ ছবির “সাত সমুন্দর পার সে” গানে প্রথম কণ্ঠ দেন। পরে কিশোর কুমার, হেমন্ত কুমার, মহম্মদ রফি, শৈলেন্দ্র সিং, যেসুদাস, উদিত নারায়ণ প্রমুখ গায়কদের সঙ্গে একাধিক জনপ্রিয় গান উপহার দেন তিনি।
১৯৮০ সালে প্রকাশিত তাঁর একক অ্যালবাম ‘জজবাত’ সংগীতপ্রেমীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। তিনি ছিলেন এক দক্ষ গজল শিল্পীও। ১৯৮৬ সালে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত ‘Festival of Indian Music’–এ ভারতীয় সংগীতশিল্পীদের প্রতিনিধিত্ব করেছিলেন সুলক্ষণা।
সঙ্গীত পরিচালনায় কাজ করেছেন শংকর–জয়কিশন, লক্ষ্মীকান্ত–প্যায়ারেলাল, কল্যাণজি–আনন্দজি, বাপ্পি লাহিড়ি, খৈয়াম, রাজেশ রোশন সহ আরও বহু কিংবদন্তির সঙ্গে। তাঁর শেষ রেকর্ড করা সংগীত ছিল ১৯৯৬ সালের ‘খামোশি দ্য মিউজিক্যাল’ ছবির “সাগর কিনারে ভি দো দিল”–এর আলাপ, যা সুর করেছিলেন তাঁর ভাইরা, জতিন–ললিত।
বলিউডের বহু শিল্পী, সংগীত পরিচালক ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁরা স্মরণ করছেন এক অনন্য শিল্পীকে, যিনি ছিলেন অভিনয় ও সংগীত—দুই জগতেরই এক নীরব আলোকিত নক্ষত্র।
জয় বাংলা সংবাদ এন্টারটেইনমেন্ট ডেস্ক